আজকেরই ব্লগপোষ্টের মাধ্যমে আমরা আধুনিক ভারতের ইতিহাস ও রাষ্ট্রবিজ্ঞান থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ ১০৫ টির বেশি MCQ প্রশ্নোত্তর শেয়ার করবো। আজকের এই 105+ Modern indian History & Political Science MCQ Questions And Answers মাধ্যমিক, উচ্চমাধ্যমিক সহ চাকরির পরিক্ষার জন্যেও অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই মাধ্যমিক ইতিহাস, উচ্চ মাধ্যমিক ইতিহাস,উচ্চ মাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান সহ চাকরির পরীক্ষার্থীদের জন্যেও আজকের এই ১০৫+ MCQ প্রশ্ন উত্তর খুবই গুরুত্বপূর্ণ।।
আধুনিক ভারতের ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞানের 105+ MCQ প্রশ্ন উওর || Modern Indian History, Political Science GK in Bengali
1- কাকে ইতিহাসের জনক বলা হয়? -
(ক) জোশেফাস- কে (খ) থুকিডিডিস - কে (গ) বিউরি- কে (ঘ) হেরোডোটাস- কে
Ans- (ঘ) হেরোডোটাস- কে।
2- কাকে বিজ্ঞানসম্মত ইতিহাসচর্চার জনক বলা হয়? -
ক) জোশেফাস- কে (খ) থুকিডিডিস - কে (গ) বিউরি- কে (ঘ) হেরোডোটাস- কে
Ans(খ) থুকিডিডিস - কে।
3- ভারতে কত খ্রিষ্টাব্দে ক্রিকেট খেলার সুচনা হয়েছিল? -
(ক) 1777 খ্রিস্টাব্দে (খ) 1772 খ্রিস্টাব্দে (গ) 1721 খ্রিস্টাব্দে (ঘ) 1792 খ্রিস্টাব্দে
Ans(গ) - 1721 খ্রিষ্টাব্দে।।
4- কত খ্রিষ্টাব্দে কলকাতায় ক্রিকেট ক্লাব প্রতিষ্ঠিত হয়েছিল? -
(ক) 1777 খ্রিস্টাব্দে (খ) 1772 খ্রিস্টাব্দে (গ) 1721 খ্রিস্টাব্দে (ঘ) 1792 খ্রিস্টাব্দে
Ans-(ঘ)1792 খ্রিষ্টাব্দে।।
5- বাংলা চলচ্চিত্র জনক বলা হয় -
(ক) সত্যজিত রায়- কে (খ) দাদা সাহবে ফালকে - কে (গ) হীরালাল সেন- কে (ঘ) মৃণাল সেন- কে
Ans- (গ) হীরালাল সেন- কে
6 - ভারতে প্রদর্শিত প্রথম সবাক চলচ্চিত্রের নাম ছিল-
(ক) আলম আরা (খ ) জামাইষষ্ঠী (গ ) পথের পাচাঁলী (ঘ) মেলোডি অবলাভ
ans- (ঘ) মেলোডি অবলাভ।।
7 - ভারতে প্রদর্শিত প্রথম ভারতী সবাক চলচ্চিত্র কোনটি?
(ক) আলম আরা (খ ) জামাইষষ্ঠী (গ ) পথের পাচাঁলী (ঘ) মেলোডি অবলাভ
Ans- (ক) আলম আরা।।
8 - ভারতে প্রদর্শিত প্রথম বাংলা সবাক চলচ্চিত্র কোনটি ছিল -
(ক) রাজা হরিশচন্দ্র (খ ) জামাইষষ্ঠী (গ ) পথের পাচাঁলী (ঘ) মেলোডি অবলাভ
Ans- (খ ) জামাইষষ্ঠী ।।
9 - ভারতীয় জাদুঘর কবে প্রতিষ্ঠিত হয়েছিল -
(ক) 1714 খ্রিস্টাব্দে (খ) 1814 খ্রিস্টাব্দে (গ) 1824 খ্রিস্টাব্দে (ঘ) 1914 খ্রিস্টাব্দে
Ans- (খ) 1814 খ্রিস্টাব্দে।।
10 - জীবনস্বৃতি নামক আত্মজীবনী মুলক গ্রন্থটি হল যার, তিনি হলেন -
(ক) রবীন্দ্রনাথ ঠাকুর ( খ) সরলাদেবী চৌধুরানী (গ) বিপিনচন্দ্র পাল, (ঘ) সুভাষচন্দ্র বসু
Ans-(ক) রবীন্দ্রনাথ ঠাকুর।।
11- সওর বছর নামক আত্মজীবনী মুলক বইটি কার লেখা?
(ক) রবীন্দ্রনাথ ঠাকুরের (খ )দীনবন্ধু মিত্রের (গ) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের (ঘ) বিপিনচন্দ্র পালের -
Ans- (ঘ) বিপিনচন্দ্র পালের।।
12 - দিকদর্শন পএিকার সম্পাদক ছিলেন -
(ক) বঙ্কিমচমন্দ্র চট্টোপাধ্যায় (খ ) গঙ্গাকিশোর ভট্টাচার্য্য (গ) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের (ঘ) জে. মার্শম্যান -
Ans- (ঘ) জে. মার্শম্যান।
13 - নবান্ন নাটকের রচয়িতা হলেন
(ক) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় (খ) মাইকেল মধুসুদন দও (গ) বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় (ঘ) বিজন ভট্টাচার্য
Ans- ঘ) বিজন ভট্টাচার্য
14 - কলকাতা মাদ্রাসা প্রতিষ্ঠিত হয় —
(ক) 1800 খ্রিস্টাব্দে (খ) 1884 খ্রিস্টাব্দে (গ) 1792 খ্রিস্টাব্দে (ঘ) 1781 খ্রিস্টাব্দে
Ans - ঘ) 1781 খ্রিস্টাব্দে।
15- কত খ্রিষ্টাব্দে ভারতে চার্টার অ্যাক্ট, বা সনদ আইন পাস হয়েছিল -
(ক) 1800 খ্রিস্টাব্দে (খ) 1820 খ্রিস্টাব্দে (গ) 1823 খ্রিস্টাব্দে (ঘ) 1813 খ্রিস্টাব্দে
Ans - ঘ) 1813 খ্রিস্টাব্দে।
16-কার উদ্যোগে কলকাতা মাদ্রাসা প্রতিষ্ঠিত হয় ?
(ক) ক্লাইভ (খ ) কাটিয়ার (গ ) ওয়ারেন হেস্টিংস (ঘ) কর্নওয়ালিশ
Ans. (গ) ওয়ারেন হেস্টিংস
17- ভারতের প্রথম পএিকা ছিল -
(ক)- বামাবোধিনী, (খ) হিন্দু প্যাট্রিয়ট (গ) সমাচার দর্পন, (ঘ) বেঙ্গল গেজেট।
Ans. - (ঘ) বেঙ্গল গেজেট।
18 - প্রথম বাঙ্গালী পুস্তক বিক্রেতা ও সংবাদ পএ প্রকাশক ছিলেন -
(ক) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর , (খ)বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ,(গ) গঙ্গকিশোর ভট্টাচার্য্য, (ঘ) উমেশচন্দ্র দও
Ans- গ) গঙ্গকিশোর ভট্টাচার্য্য
19 - হিন্দু কলেজ প্রতিষ্ঠিত হয়-
(ক) 1784 খ্রিস্টাব্দে (খ) 1812 খ্রিস্টাব্দে (গ) 1817 খ্রিস্টাব্দে (ঘ) 1835 খ্রিস্টাব্দে
Ans. (গ) 1817 খ্রিস্টাব্দে।
20 - ভারতের প্রথম বিশ্ববিদ্যালয়টি হল -
(ক) কলকাতা বিশ্ববিদ্যালয় (খ) যাদবপুর বিশ্ববিদ্যালয়, (গ) কল্যাণী বিশ্ববিদ্যালয় (ঘ) বতর্মান বিশ্ববিদ্যালয়
ans - (ক) কলকাতা বিশ্ববিদ্যালয়
21 - তত্ত্ববোধিনী পত্রিকা প্রকাশ করেন—
(ক ) রামমোহন রায় (খ) দেবেন্দ্রনাথ ঠাকুর ( গ) কেশবচন্দ্র সেন (ঘ) ডিরোজিও
Ans. (খ) দেবেন্দ্রনাথ ঠাকুর
22- কলকাতা সংস্কৃত কলেজ প্রতিষ্ঠিত হয় -
(ক) 1817 খ্রিস্টাব্দে ,( খ) 1824 খ্রিস্টাব্দে, (গ) 1820 খ্রিস্টাব্দে (ঘ) 1826 খ্রিস্টাব্দে
Ans.- খ) 1824 খ্রিস্টাব্দে,
23 - হুতোম প্যাঁচা কার ছদ্মনাম ছিল?
(ক) রবীন্দ্রনাথ ঠাকুর, (খ) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, (গ) মাইকেল মধুসুদন দও, (ঘ ) কালীপ্রসন্ন সিংহ
Ans.- ঘ ) কালীপ্রসন্ন সিংহ
24 - ভারতীয় নবজাগরণের অগ্রদূত ছিলেন—
(ক) আলেকজান্ডার ডাফ (খ) স্বামী বিবেকানন্দ (গ) রাজা রামমোহন রায় (ঘ) মেকলে
Ans - গ) রাজা রামমোহন রায়
25-নীলদর্পন নাটককে আঙ্কেল টমস কেবিন এর সঙ্গে তুলনা করেছিলেন -
(ক) নবগোপাল মিত্র, (খ )দীনবন্ধু মিত্র (গ) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর , (ঘ) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
Ans.- ঘ) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
26 - হিন্দু কলেজের বর্তমান নাম কি?
(ক) সেন্ট জেভিয়ার্স , (খ) স্কটিশচার্চ কলেজ , (গ) প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় ,(ঘ) প্রেসিডেন্সি কলেজ
Ans.- (গ) প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়
27 .- ভারতের সতীদাহ প্রথার বিরুদ্ধে যিনি আন্দোলন শুরু করেছিল, তিনি হলেন -
( ক) রবীন্দ্রনাথ ঠাকুর, (খ) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, (গ), স্বামী বিবেকানন্দ,
ঘ) রাজা রামমোহন রায়।
Ans - ঘ) রাজা রামমোহন রায়।
28 - ভারতীয় নবজাগরণের অগ্রদূত ছিলেন—
(ক) উইলিয়াম বেন্টিং (খ) স্বামী বিবেকানন্দ (গ) রাজা রামমোহন রায় (ঘ) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
Ans- (গ) রাজা রামমোহন রায়
29 - রাজা রামমোহন রায় ব্রাহ্মসমাজ প্রতিষ্ঠিত করেছিলেন
(ক) 1820 খ্রিস্টাব্দে (খ) 1828 খ্রিস্টাব্দে (গ) 1830 খ্রিস্টাব্দে (ঘ) 1833 খ্রিস্টাব্দে
Ans- (গ) 1830 খ্রিস্টাব্দে।
30 - ব্রাহ্মসমাজের যে নেতা ব্রহ্মানন্দ নামে পরিচিতি ছিলেন। তিনি হলেন-
(ক) বিজয়কৃষ্ণ গোস্বামী (খ) শীবনাথ শাস্ত্রী (গ) রাজা রামমোহন রায় (ঘ) কেশবচন্দ্র সেন
Ans- ঘ) কেশবচন্দ্র সেন।
31 - কেশবচন্দ্রক সেনকে ব্রহ্মানন্দ উপাধি দিয়েছিলেন-
(ক) রবীন্দ্রনাথ ঠাকুর (খ) শীবনাথ শাস্ত্রী (গ) রাজা রামমোহন রায় (ঘ) দেবেন্দ্রনাথ ঠাকুর
Ans- (ঘ) দেবেন্দ্রনাথ ঠাকুর
32 -. সতীদাহ প্রথার বিরুদ্ধে আইন জারি করেন-
(ক) লর্ড ক্যানিং (খ) লর্ড বেন্টিঙ্ক (গ) লর্ড ডালহৌসি (ঘ) লর্ড রিপন
Ans.-(খ) লর্ড বেন্টিঙ্ক
33 - ভারতে ব্রিটিশ সরকার তিন আইন পাস করেছল-
(ক) 1857 খ্রিস্টাব্দে, (খ) 1829 খ্রিস্টাব্দে (গ) 1872 খ্রিস্টাব্দে (ঘ) 1856 খ্রিষ্টাব্দে
Ans.-(গ) 1872 খ্রিস্টাব্দে।
34 - বিধবাবিবাহ আইন পাস করেছিলেন -
(ক) লর্ড ডালহৌসি, (খ) লর্ড ক্যানিং
(গ) লর্ড রিপন, (ঘ) লর্ড বেন্টিং
Ans.- খ) লর্ড ক্যানিং
35- বিধবাবিবাহ আইন কত খ্রিস্টাব্দে পাশ হয় ?
(ক) 1857 খ্রিস্টাব্দে, (খ) 1829 খ্রিস্টাব্দে (গ) 1867 খ্রিস্টাব্দে (ঘ) 1856 খ্রিষ্টাব্দে
Ans- (ঘ) 1856 খ্রিষ্টাব্দে
36 - কাকে ‘বাংলা গদ্যসাহিত্যের জনক’ বলা হয়?-
(ক) রবীন্দ্রনাথ ঠাকুরকে (খ) বঙ্কিমচন্দ্রক চট্টোপাধ্যায়কে (গ) শরৎচন্দ্রকে, (ঘ) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে
Ans- (ঘ) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে
37-ভারতের শিক্ষা ক্ষেত্রে চুইয়ে পড়া নীতি প্রবর্তন করেছিলেন , -
(ক) চার্লস উড ,(খ ) টমাস বেবিংটন মেকলে,, (গ) উইলিয়াম বেন্টিঙ্ক
(ঘ) আলেকজান্ডার ডাফ
Ans.- খ ) টমাস বেবিংটন মেকলে,,
38 - ভারতে পাশ্চাত্য শিক্ষার ম্যাগনাকার্টা বলা হয়—(ক ) উডের ডেসপ্যাচকে (খ) মেকলে মিনিটকে (গ) হান্টার কমিশনকে (ঘ) চার্টার আইনকে
Ans- (ক) উডের ডেসপ্যাচকে
39- ভারতের প্রথম মহিলা ডাক্তার কে ছিলেন?
(ক) কাদম্বিনী গাঙ্গুলী, (খ) ইলা মজুমদার, (গ) চন্দ্রমুখী বসু, (ঘ) বালা দেবী
Ans- (ক) কাদম্বিনী গাঙ্গুলী।
40 - তুহাফ-উল-মুয়াহিদ্দিন নামে পুস্তকটি রচনা করেন—(ক) মাইকেল মধুসুদন দও (খ) ডিরোজিও (গ) রবীন্দ্রনাথ ঠাকুর (ঘ) রামমোহন রায়।
Ans- (ঘ) রামমোহন রায়
41 - ভার্নাকুলার প্রেস অ্যাক্ট পাশ হয় কার সময়ে -
(ক) লর্ড লিটন (গ) লর্ড উইলিয়াম বেন্টিং (গ) লর্ড ডালহৌসি (ঘ) লর্ড মাউন্টব্যাটেণ
Ans- (ক) লর্ড লিটন
42 - যে বড়োলাট বঙ্গভঙ্গ ঘোষণা করেছিলেন -
(ক) লর্ড লিটন (গ) লর্ড উইলিয়াম বেন্টিং (গ) লর্ড কার্জন (ঘ) লর্ড চেমসফোর্ড
Ans- (গ) লর্ড কার্জন।
43 - ভারতে বঙ্গভঙ্গ যেদিন ঘোষিত হয়েছিল, তা হল (ক) 1905 খ্রিষ্টাব্দের, 26 জানুয়ারি (খ) 1905 খ্রিষ্টাব্দের 15 -ই আগস্ট (গ) 1905 খ্রিষ্টাব্দের 19 -এ জুলাই (ঘ) 1905 খ্রিষ্টাব্দের 16 - ই অক্টোবর
Ans-(গ) 1905 খ্রিষ্টাব্দের 19 -এ জুলাই
44 - কে ভারতের প্রথম ভাইসরয় ছিলেন? -
(ক) লর্ড লিটন (গ) লর্ড উইলিয়াম বেন্টিং (গ) লর্ড ডালহৌসি (ঘ) লর্ড ক্যানিং
Ans- (ঘ ) লর্ড ক্যানিং
45 - কত খ্রিস্টাব্দের ভারত শাসন আইনের দ্বারা ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের অবসান ঘটে?
(ক) 1858 খ্রিষ্টাব্দে (খ) 1860খ্রিষ্টাব্দের (গ) 1947 খ্রিষ্টাব্দে (d) 1942 খ্রিষ্টাব্দে -
Ans- (ক) 1858 খ্রিষ্টাব্দে
46 - মন্টেগু চেমসফোর্ড সংস্কার আইন প্রবর্তিত হয়
(ক) 1991 খ্রিষ্টাব্দে (খ) 1919 খ্রিষ্টাব্দে (গ) 1921 খ্রিষ্টাব্দে (ঘ) 1920 খ্রিষ্টাব্দে।
Ans -(ক) 1919 খ্রিষ্টাব্দে।
47 - ভাইসরয়ের কার্যনির্বাহী পরিষদে প্রথম ভারতীয়
(ক) সত্যেন্দ্রপ্রসন্ন সিংহ (খ) গুরুদাস বন্দ্যোপাধ্যায় (গ) রামরতন মল্লিক (ঘ) সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
Ans- (ক) সত্যেন্দ্রপ্রসন্ন সিংহ।
48 - গান্ধিজি কৃষকদের নিয়ে সর্বপ্রথম যে আন্দোলন করেছিলেন -(ক) লবন সত্যাগ্রহ (খ) খেড়া সত্যাগ্রহ (গ) রাওলাট সত্যাগ্রহ (ঘ) চম্পারন সত্যাগ্রহ
Ans- (ঘ) চম্পারন সত্যাগ্রহ।
50 - গান্ধিজি ভারত ছাড়ো আন্দোলন শুরু করেছিলেন - (ক) 1932 খ্রিষ্টাব্দে (খ) 1947 খ্রিষ্টাব্দের (গ) 1942 খ্রিষ্টাব্দে (ঘ) 1929 খ্রিষ্টাব্দে
Ans- গ) 1942 খ্রিষ্টাব্দে।
51 - গান্ধিবুড়ি নামে পরিচিত ছিলেন -
(ক) সরোজিনী নাইডু, (খ) উষা মেহতা, (গ) সুচেতা কৃপালিনী, (ঘ) মাতঙ্গিনী হাজরা।
Ans-( ঘ) মাতঙ্গিনী হাজরা।
52 - জালিয়ানওয়ালাবাগের হত্যাকান্তের প্রতিবাদে কে ‘কাইজার ই হিন্দ’ উপাধি ত্যাগ করেন?
(ক) মহাত্মা গান্ধি (খ) রবীন্দ্রনাথ ঠাকুর (গ) মহম্মদ আলি জিন্না (ঘ) চিত্তরঞ্জন দাশ
Ans- (ক) মহাত্মা গান্ধি
53 - রাওলাট আইনকে কে “উকিল নেহি, দলিল নেহি, আপিল নেহি” বলে মন্তব্য করেন?
(ক) সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় (খ) মহাত্মা গান্ধি (গ) মহম্মদ আলি জিন্নাহ (ঘ) বল্লব ভাই প্যাটেল
Ans- (খ) মহাত্মা গান্ধি
54 -ভারতের বিপ্লববাদের জননী নামে পরিচিত হলেন-
(ক) মহাত্মা গান্ধি (খ) ভিখাজী রুস্তম কামা,
(গ) অরুনা আসফ আলি (ঘ) সরজিনী নাইডু।
Ans-(খ) ভিখাজী রুস্তম কামা।
55- লাহোর ষড়যন্ত্র মামলায় ফাঁসি হয়েছিল -
(ক) লালা লাজপাত রায় এর (খ) ভগৎ সিং এর (গ) মহম্মদ আলি জিন্না এর (ঘ) আব্দুল রসিদ এর
Ans- (খ) ভগৎ সিং এর।
56 - 1932 খ্রিস্টাব্দে সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি ঘোষণা করেন—
(ক) মন্টেগু (খ) কিমেন্ট এটলি (গ) ওয়েলিংটন (ঘ) ম্যাকডোনাল্ড
Ans-(ঘ) ম্যাকডোনাল্ড।
57 - প্রথম গোলটেবিল বৈঠকে ভারতের প্রধান কোন দল যোগদান করেনি ?
(ক) কমিউনিস্ট পার্টি (খ) হ মহাস (গ) মুসলিম লিগ (ঘ) কংগ্রেস
Ans- (ঘ) কংগ্রেস।।
58 - AITUC - প্রতিষ্ঠিত হয়েছিল -
(ক) 1890 খ্রিষ্টাব্দে (খ) 1855 খ্রিষ্টাব্দের (গ) 1925 খ্রিষ্টাব্দে (ঘ) 1920 খ্রিষ্টাব্দে -
Ans- (ঘ) 1920 খ্রিষ্টাব্দে।।
59 - ভারতে রেড ট্রেড ইউনিয়ন প্রতিষ্ঠিত হয়েছিল (ক) 1939 খ্রিষ্টাব্দে (খ) 1955 খ্রিষ্টাব্দের (গ) 1925 খ্রিষ্টাব্দে (ঘ) 1931 খ্রিষ্টাব্দে -
Ans- (ঘ) 1931 খ্রিষ্টাব্দে
60- যিনি ভারতে র্যাডিক্যাল ডেমোক্রেটিক পার্টি প্রতিষ্ঠা করেছিলেন। তিনি হলেন-
(ক) সিঙ্গারাভেলু চেট্টিয়ার (খ) কাজী নজরুল ইসলাম (গ) মানবেন্দ্রনাথ রায় (ঘ) পি.সি. যোশী।
Ans- (ক) মানবেন্দ্রনাথ রায়
61) কে নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেসের প্রথম সভাপতি ছিলেন -
(ক) মোহন দাস করমচাঁদ গান্ধী (খ) কাজী নজরুল ইসলাম (গ) দেওয়ান চমনলাল (ঘ) লালা লাজপাত রায়।।
Ans- (ঘ) লালা লাজপাত রায়।।
62- লাঙ্গল পএিকার সম্পাদক কে ছিলেন -
(ক) মুজাফফার আহমেদ (খ) কাজী নজরুল ইসলাম (গ) দেওয়ান চমনলাল (ঘ) পি.সি. যোশী।Ans- (খ) কাজী নজরুল ইসলাম।।
63 - ভারতের প্রথম কমিউনিস্ট পার্টি কোথায় প্রতিষ্ঠিত হয়েছিল -
(ক) দিল্লিতে (খ) কানপুরে (গ) মাদ্রাজে (ঘ) রাশিয়ার তাসখন্ড-
Ans-(ঘ) রাশিয়ার তাসখন্ড- ( 1920)
64 - কবে ভারতে প্রথম কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠিত হয়েছিল -
(ক) 1920 খ্রিষ্টাব্দে (খ) 1925 খ্রিষ্টাব্দে (গ) 1947 খ্রিষ্টাব্দে (ঘ) 1939 খ্রিষ্টাব্দে
Ans-খ) 1925 খ্রিষ্টাব্দে ( কানপুরে)
65 - ভারতে মিড়াট ষড়যন্ত্র মামলা শুরু হয়েছিল -
ক) 1920 খ্রিষ্টাব্দে (খ) 1925 খ্রিষ্টাব্দে (গ) 1929 খ্রিষ্টাব্দে (ঘ) 1939 খ্রিষ্টাব্দে
Ans- (গ) 1929 খ্রিষ্টাব্দে।
66 - কত খ্রিষ্টাব্দে জাতীয় কংগ্রেস দলটি প্রতিষ্ঠিত হয়েছিল?
(ক) 1947 খ্রিষ্টাব্দে (খ) 1925 খ্রিষ্টাব্দে (গ) 1934 খ্রিষ্টাব্দে (ঘ) 1855 খ্রিষ্টাব্দে
Ans-(ঘ) 1855 খ্রিষ্টাব্দে।
67- কবে ভারতে প্রথম মে দিবস পালিত হয়?
(ক) 1920 খ্রিষ্টাব্দে (খ) 1923 খ্রিষ্টাব্দে (গ) 1925 খ্রিষ্টাব্দে (ঘ) 1934 খ্রিষ্টাব্দে
Ans- (খ) 1925 খ্রিষ্টাব্দে
68 - ভারতে প্রথম মে দিবস পালিত হয় -
(ক) দিল্লিতে, (খ) কলকাতায়, (গ) বোম্বাই - তে, (ঘ) মাদ্রাজে
Ans- (ঘ) মাদ্রাজে
69 - কত খ্রিষ্টাব্দে কংগ্রেস সোশ্যালিস্ট পার্টি আত্মপ্রকাশ করে? (ক) 1947 খ্রিষ্টাব্দে (খ) 1955 খ্রিষ্টাব্দে (গ) 1934 খ্রিষ্টাব্দে (ঘ) 1855 খ্রিষ্টাব্দে
Ans-(গ) 1934 খ্রিষ্টাব্দে।।
70 - কংগ্রেস সমাজতন্ত্রী দলের প্রতিষ্ঠাতা ছিলেন -
(ক) মুজাফফার আহমেদ (খ) এম.এন. রায় (গ) জয়প্রকাশ নারায়ন (ঘ) অ্যালান অক্টাভিয়ান হিউম
Ans-(গ) জয়প্রকাশ নারায়ন
71 - সর্বভারতীয় কিষাণসভার প্রথম সভাপতি ছিলেন -
(ক) স্বামী সহজানন্দ (খ) এন. জি. রঙ্গ (গ) জয়প্রকাশ নারায়ন (ঘ) বল্লবভাই প্যাটেল
Ans-(ক) স্বামী সহজানন্দ।
72 - সুভাষচন্দ্র বসু কত খ্রিষ্টাব্দে ফরওয়ার্ড ব্লক দলটি প্রতিষ্ঠা করেছিলেন? -
(ক) 1920 খ্রিষ্টাব্দে (খ) 1925 খ্রিষ্টাব্দে (গ) 1939 খ্রিষ্টাব্দে (ঘ) 1947 খ্রিষ্টাব্দে
Ans-(গ) 1939 খ্রিষ্টাব্দে ।
73 - বঙ্গভঙ্গের সিদ্ধান্ত বাতিল করা হয়েছিল-
(ক) 1905 খ্রিষ্টাব্দে (খ) 1906 খ্রিষ্টাব্দে (গ) 1909 খ্রিষ্টাব্দে (ঘ) 1911 খ্রিষ্টাব্দে
Ans-(ঘ) 1911 খ্রিষ্টাব্দে
74 - "ভারতের নাইটিঙ্গেল " নামে পরিচিত ছিলেন -
(ক) সরোজিনী নাইডু, (খ) মাদাম কামা (গ) সুচেতা কৃপালিনী, (ঘ) মাতঙ্গিনী হাজরা।
Ans-(ক) সরোজিনী নাইডু।
75 - ভারতের আইনসভার প্রথম মহিলা সদস্য ছিলেন -
(ক) সরোজিনী নাইডু, (খ) মুথুলক্ষী রেড্ডি (গ) রামেন্দ্রসুন্দর এিবেদী (ঘ) স্বর্ণকুমারী দেবী
Ans-(খ) মুথুলক্ষী রেড্ডি।
76-ভারতের স্বাধীনতা সংগ্রামে, যেই নারী প্রথম শহীদ হয়েছিলেন! তিনি হলেন -
(ক) বীনা দাস (খ) কল্পনা দও (গ) প্রীতিলতা ওয়াদ্দেদার (ঘ) মাতঙ্গিনী হাজরা।
Ans-(গ) প্রীতিলতা ওয়াদ্দেদার.
77 - যাকে ভারতের " অগ্নিকন্যা " বলা হয়। তিনি হলেন - (ক) বীনা দাস (খ) কল্পনা দও (গ) প্রীতিলতা ওয়াদ্দেদার (ঘ) মাতঙ্গিনী হাজরা।
Ans-(খ) কল্পনা দও
78 - যিনি ভারতের-লৌহমানহ- নামে পরিচিত, তিনি হলেন -
(ক) ভগৎ সিং (খ) সুভাষচন্দ্র বসু (গ) রাজেন্দ্র প্রসাদ (ঘ) বল্লবভাই প্যাটেল
Ans- (ঘ) বল্লবভাই প্যাটেল
79- কত খ্রিস্টাব্দে ভারতের স্বাধীনতা আইন অনুমোদিত হয়? -
(ক) 1947 খ্রিষ্টাব্দের, 14 জুলাই (খ) 1947 খ্রিষ্টাব্দের 15-ই আগস্ট (গ) 1947 খ্রিষ্টাব্দে 18 জুলাই (ঘ) 1947 খ্রিষ্টাব্দের 26 জানুয়ারি
Ans-(গ) 1947 খ্রিষ্টাব্দে 18 জুলাই।
80 - ভারতের সংবিধান কবে থেকে কার্যকরী হয়েছিল -
(ক) 1947 খ্রিষ্টাব্দের, 14 জুলাই (খ) 1947 খ্রিষ্টাব্দের 15-ই আগস্ট (গ) 1950 খ্রিষ্টাব্দে 26 জুলাই (ঘ) 1950 খ্রিষ্টাব্দের 26 জানুয়ারি
Ans- (ঘ) 1950 খ্রিষ্টাব্দের 26 জানুয়ারি।
81 - ভারতে প্রথম সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল -
(ক) 1950-51 (খ) 1952- 53 (গ) 1951-52 (ঘ) 1953-54
Ans- (ক) 1951-51 খ্রিষ্টাব্দে।
82 - ভারতের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন -
(ক) জহরলাল নেহেরু (খ) সুভাষচন্দ্র বসু (গ) ভি.পি. মেনন (ঘ) সর্দার বল্লব ভাই প্যাটেল
Ans-(ঘ) সর্দার বল্লব ভাই প্যাটেল।।
83 - ভারতের প্রথম আইনমন্ত্রী ছিলেন -
(ক) জহরলাল নেহেরু (খ) ডা. বি. আর. আম্বেদকর (গ) ভি.পি. মেনন (ঘ) সর্দার বল্লব ভাই প্যাটেল
Ans- (খ) ডা. বি. আর. আম্বেদকর।
84 - ভারতে সংসদের অধিবেশন আহ্বান বা স্থগিত রাখতে কে পারেন?
(ক) রাষ্ট্রপতি (b) প্রধানমন্ত্রী (c) কেন্দ্রীয় সংসদীয় মন্ত্রী (d) লোকসভার অধ্যক্ষ
Ans- (ক) রাষ্ট্রপতি
85 - 1947 খ্রিষ্টাব্দে কাশ্মীরের রাজা ছিলেন -
- (ক) নিজাম (খ)হরি সিং (গ) কাশিম রেজভি (ঘ) শেখ আবদুল্লা
Ans-(খ)হরি সিং।।
86 - ন্যাশনাল কনফারেন্স - দলটির নেতা ছিলেন -
(ক) মুজাফফার আহমেদ (খ)হরি সিং (গ) দেওয়ান চমনলাল (ঘ) শেখ আবদুল্লা
Ans-(ঘ) শেখ আবদুল্লা।
87 - মুসলিম লিগের কোন অধিবেশনে পাকিস্তান দাবি করা হয় ?
(ক) লাহোর (খ) কাশ্মীর (গ) মাদ্রাজ (ঘ) কলকাতা
Ans- (ক) লাহোর
88 - মুসলিম লিগ গঠিত হয়েছিল -
(ক) 1920 খ্রিষ্টাব্দে (খ) 1942 খ্রিষ্টাব্দে (গ) 1947 খ্রিষ্টাব্দে (ঘ) 1906 খ্রিষ্টাব্দে
Ans- (ঘ) 1906 খ্রিষ্টাব্দে।
89 - বর্তমানে ভারতে কেন্দ্রশাসিত অঞল ক’টি ?
(ক) 16 টা (খ) 7 টা (গ) 18 টা (ঘ) 8 টা
Ans- (ঘ) 8 টা
90 - সুপ্রিম কোর্ট ও হাইকোর্টের বিচারকদের ভারতে কে নিয়োগ করেন?
(ক) কেন্দ্রীয় আইনমন্ত্রী (খ) প্রধানমন্ত্রী (গ) রাষ্ট্রপতি (ঘ) মুখ্যমন্ত্রী
Ans- (গ) রাষ্ট্রপতি
91 - ভারতের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন?
(ক) জহরলাল নেহেরু (খ) ভি.পি. মেনন (গ) ডা. রাজেন্দ্র প্রসাদ (ঘ) সর্দার বল্লব ভাই প্যাটেল
Ans-(গ) ডা. রাজেন্দ্র প্রসাদ।
92 - রাষ্ট্রপতি অনুপস্থিতিতে তার দায়িত্ব পালন করেন।
(ক) প্রধানমন্ত্রী (খ) মুখ্যমন্ত্রী (গ) উপরাষ্ট্রপতি (ঘ) মন্ত্রী পরিষদ
Ans- (গ) উপরাষ্ট্রপতি
93 -ভারতের প্রথম উপরাষ্ট্রপতি কে? -
(ক) জহরলাল নেহেরু (খ) ডা. সর্বপল্লী রাধাকৃষ্ণন (গ) ডা. রাজেন্দ্র প্রসাদ (ঘ) ভেঙ্কিয়া নাইডু
Ans-(খ) ডা. সর্বপল্লী রাধাকৃষ্ণন।
94 - ভারতের প্রথম প্রধানমন্ত্রী হলেন -
(ক) জহরলাল নেহেরু (খ) সুভাষচন্দ্র বসু (গ) ডা. রাজেন্দ্র প্রসাদ (ঘ) সর্দার বল্লব ভাই প্যাটেল
Ans- (ক) জহরলাল নেহেরু।
95 - ভারতের শাসন বিভাগের প্রকৃত শাসক হলেন –
(ক) প্রধানমন্ত্রী (খ) মুখ্যমন্ত্রী (গ) উপরাষ্ট্রপতি (d) স্বরাষ্ট্রমন্ত্রী
Ans- (ক) প্রধানমন্ত্রী
96 -ভারতের প্রতিরক্ষা বাহিনীর সর্বাধিনায়ক কে?
(ক) রাষ্ট্রপতি (খ) প্রধানমন্ত্রী (গ) স্বরাষ্ট্রমন্ত্রী (ঘ) মুখ্যমন্ত্রী
Ans- (ক) রাষ্ট্রপতি
97 - ভারতে রাষ্ট্রপতি পদের পদপ্রার্থীর ন্যূনতম বয়স
(ক) 35 বছর (খ) 30 বছর (গ) ৩৫ বছর (ঘ) 40
Ans- (গ) 35 বছর।
98- ভারতীয় সংবিধানের কত নং ধারা অনুযায়ী ভারতের উপরাষ্ট্রপতি রাজ্যসভায় সভাপতিত্ব করেন?
(ক) 65 নং ধারা (খ) 60 নং ধারা (গ) 64 নং ধারা (ঘ) 66 নং ধারা
Ans- (গ) 64 নং ধারা
99 - ভারতে অর্থ কমিশন কত বছর অন্তর গঠিত হয়?
(ক) 5 বছর (খ) 3 বছর (গ) 7 বছর (ঘ) 6 বছর
Ans- (ক) 5 বছর
100 - স্বেচ্ছাধীন ক্ষমতা’ ভোগ করেন –
(ক) প্রধানমন্ত্রী (খ) রাষ্ট্রপতি (গ) প্রধানমন্ত্রী (ঘ) রাজ্যপাল
Ans- (ঘ) রাজ্যপাল
101 - পশ্চিমবঙ্গের প্রথম রাজ্যপাল ছিলেন -
(ক) চক্রবর্তী রাজাগোপালাচারী (খ) প্রফুল্লচন্দ্র ঘোষ (গ) পদ্মজা নাইডু (ঘ) ইলা মজুমদার
Ans- (ক) চক্রবর্তী রাজাগোপালাচারী ।
102 - রাজ্যপালের সাধারণভাবে কার্যকালের মেয়াদ হলো - (ক) 4 বছর (খ) 10 বছর (গ) 15 বছর (ঘ) 5 বছর
Ans- (ঘ) 5 বছর
103 - রাষ্ট্রপতি জাতীয় জরুরি অবস্থা জারি করেন সংবিধানের
(ক) 360 ধারা অনুযায়ী (খ) 352 ধারা অনুযায়ী (গ) 354 ধারা অনুযায়ী (ঘ) 351 ধারা
Ans-(খ) 352 ধারা অনুযায়ী
104 - পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রীর নাম হল-
(ক) চক্রবর্তী রাজাগোপালাচারী (খ) প্রফুল্লচন্দ্র ঘোষ (গ) পদ্মজা নাইডু (ঘ) ইলা মজুমদার
Ans- (খ) প্রফুল্লচন্দ্র ঘোষ
105 - মুখ্যমন্ত্রীর স্বাভাবিক কার্যকালের মেয়াদ –
(ক) 10 বছর (খ) 5 বছর (গ) 4 বছর (ঘ) 6 বছর রাজ্যপালকে
Ans- (খ) 5 বছর।।
106 - Indian Government and Politics atrets গ্রন্থের প্রণেতা হলেন –
(ক) জে. সি. জোহারি (খ) যদুনাথ ভট্টাচার্য্য (গ) যদুনাথ সরকার (ঘ) দুর্গাদাস বসু
Ans- (ক) জে. সি. জোহারি
Tags ; মাধ্যমিক ইতিহাস MCQ প্রশ্ন উত্তর | উচ্চ মাধ্যমিক ইতিহাস MCQ প্রশ্ন উত্তর | আধুনিক ভারতের ইতিহাস MCQ প্রশ্ন উত্তর | রাষ্ট্রবিজ্ঞান MCQ প্রশ্ন উত্তর | Political Science GK For 12 & Competitive Exams | আধুনিক ভারতের ইতিহাস MCQ
একটি মন্তব্য পোস্ট করুন