madhyamik life science mcq question answer


WBBSE Class 10 Life Science : দশম শ্রেণীর জীবন বিজ্ঞান প্রথম অধ্যায় জীব জগতের নিয়ন্ত্রণ ও সমন্বয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ কিছু MCQ প্রশ্ন উত্তর নিয়ে দশম শ্রেণীর ছাত্র-ছাত্রীদের জন্য আজকের এই মাধ্যমিক জীবন বিজ্ঞান অনলাইন মকটেস্ট তৈরি করা হয়েছে। যারা নিজেদের জীবন বিজ্ঞান পরীক্ষা প্রস্তুতি যাচাই করতে চাও আশা করি তাদের প্রস্তুতি যাচাইয়ের ক্ষেত্রে আমাদের এই 2025 Madhyamik Life Science Online Mocktest বিশেষভাবে সহায়তা করবে।।


** মাধ্যমিক জীবন বিজ্ঞান সকল অধ্যায়ের, সব ধরনের প্রশ্ন উওরের ডিজিটাল পিডিএফ নোট খুবই কম দামে নেওয়ার জন্য +91 70034 35951 নম্বরে যোগাযোগ করো। ** আমাদের নোট থেকে কিন্তু কমন পাবেই!!


Quiz Application

you'll have 15 second to answer each question.

Time's Up
score:
Kerala PSC

Quiz Result

HTML Quiz Generator

Total Questions:

Attempt:

Correct:

Wrong:

Percentage:


Quiz Answers

  • নিম্নলিখিত যে প্রকার চলন উদ্ভিপকের তীব্রতা দ্বাড়া নিয়ন্ত্রিত হয়, তা হলো - - ন্যাস্টিক
  • লজ্জাবতীর পাতা স্পর্শ করলেই নুইয়ে পড়ে। এটি কোন ধরনের চলন? - সিসমোন্যাস্টিক
  • মতিষ্কের কোন অংশ রিলে সেন্টার হিসেবে কাজ করে? - থ্যালামাস
  • নিম্নলিখিত হরমোন গুলির মধ্যে, কোনটির অভাবে ডায়াবেটিস ইনসিপিডাস রোগটি হয়? - ADH
  • সুন্দরী গাছের শ্বাসমূলে কোন প্রকার চলন দেখা যায়? - প্রতিকূল অভিকর্ষবর্তী
  • নিম্নলিখিত কোন হরমোন স্ত্রী দেহে পীতগ্রন্থির বৃদ্ধি ঘটায়? - LH
  • নিচের কোন জোড়টি সঠিক তা নির্বাচন করো। - সুষুম্নাশীর্ষক : দেহের ঘাম নিয়ন্ত্রণ
  • হরমোনের কার্যপদ্ধতি সম্পর্কিত নিচের সঠিক বক্তব্যেটি নির্বাচন করো - হরমোন তার কাজের পর ধ্বংসপ্রাপ্ত হয়।
  • ফার্নগাছের শুক্রাণু ম্যালিক অ্যাসিডের প্রভাবে ডিম্বাণুর দিকে ধাবিত হয়। এটি কী ধরনের চলন?? - কেমোট্যাকটিক
  • মস্তিষ্কের কোন অংশ আমাদের খিদে, তৃষ্ণা, উওেজনা ও উদ্বেগ নিয়ন্ত্রণ করে? - হাইপোথ্যালামাস
  • নিম্নলিখিত হরমোন গুলির মধ্যে-কোন হরমোনর কম ক্ষরণের জন্য ডায়াবেটিস মেলিটাস রোগটি হয়??. - ইনসুলিন
  • মস্তিষ্কের কোন অংশ চিন্তা, স্বৃতি, বুদ্ধি ইত্যাদি নিয়ন্ত্রণের সঙ্গে যুক্ত? - থ্যালামাস
  • মধ্যমস্তিষ্কের কোন অংশটি মানসিক আবেগ নিয়ন্ত্রণ করে? - গুরমস্তিষ্ক
  • ক্রেসকোগ্রাফ যন্ত্রটি কে আবিস্কার করেছিলেন? - আচার্য জগদীশচন্দ্র বসু
  • আমরা ভয় পেলে বা আবেগপ্রবণ হয়ে পড়লে কোন হরমোনটির অধিক নিঃসরণ ঘটে ?? - অ্যাড্রেনালিন
  • নিম্নলিখিত কোন হরমোনটি GTH এর অন্তর্ভুক্ত নয়? - TSH
  • মায়োপিয়া রোগীদের ক্ষেত্রে কোন ধরনের লেন্স ব্যবহার করতে হয়? - অবতল
  • কোন অন্তক্ষরা গ্রন্থি থেকে থাইর‍ক্সিন হরমোন ক্ষরিত হয়? - থাইরয়েড
  • নিচের কোনটি চোখের প্রতিসারক মাধ্যমে হিসেবে কাজ করে? - লেন্স
  • মানব মস্তিষ্কের কোন অংশটি দেহের তাপ নিয়ন্ত্রণ করে? - হাইপোথ্যালামাস
  • নিচের বাক্যগুলি পড়ো এবং যে ব্যাক্যটি সঠিক নয় সেটি নির্বাচন করো - ইস্ট্রোজেন গর্ভাবস্থা রক্ষা করে
  • নিজের কাজ করার মধ্যে কোনগুলো মেডালা অ্যাবলাংগাটা দ্বারা নিয়ন্ত্রিত হয় তা স্থির করো। - হৃদস্পন্দন ও শ্বাসহার নিয়ন্ত্রণ
  • নিম্নলিখিত কোন জোড়টি সঠিক তা নির্বাচন করো - লেন্স : উপযোজনের সাহায্য করে
  • -
  • প্রতিবর্ত ক্রিয়া সংক্রান্ত করে নিচের কোন জোড়টি সঠিক নয় তা নির্বাচন করো - হাঁচি ও কাশি : অর্জিত প্রতিবর্ত
  • সারাদিন উপবাসের ফলে দেহে গ্লুকোজের মাত্রা হ্রাস পায়। এই অবস্থায় রক্তে গ্লুকোজের মাত্রা স্বাভাবিক করে কোন হরমোন? - অ্যাড্রেনালিন
  • নিচের কোন বক্তব্যটি সঠিক নয় তা নির্বাচন করো - কর্নিয়া : তারারন্ধ্র কে ছোট ও বড় হতে সাহায্য
  • নিচের কোন বাক্যটি সঠিক নয় তা নির্বাচন করো। - সাইটোকাইনিন পার্শ্ব মুকুলের বৃদ্ধি হ্রাস করে
  • মানবদেহে সুষুম্নাস্নায়ুর সংখ্যা কত - 31 জোড়া
  • নিচের কোন স্নায়ুটি মিশ্র স্নায়ুর উদাহরণ তা নির্বাচন করো - ভেগাস


  • ** মাধ্যমিক জীবন বিজ্ঞান সকল অধ্যায়ের সেরা পিডিএফ নোট খুবই কম দামে নেওয়ার জন্য +91 70034 35951 নম্বরে যোগাযোগ করো। 


    Tags :  Madhyamik Life Science Online Mocktest 2025 | WB Class 10 Life Science MCQ Test | মাধ্যমিক জীবন বিজ্ঞান অনলাইন মকটেস্ট 2025 | দশম শ্রেণীর জীবন বিজ্ঞান প্রথম অধ্যায়ের MCQ Test 2025

    1 মন্তব্যসমূহ

    একটি মন্তব্য পোস্ট করুন

    নবীনতর পূর্বতন