মাধ্যমিক 2022 ইতিহাস প্রশ্নপত্রের সমাধান | Madhyamik 2022 History Question Paper With Solutions
মাধ্যমিক 2022 ইতিহাস প্রশ্নপত্রের সমাধান |
আজকের এই ব্লগ পোস্টে আমরা মাধ্যমিক 2022 ইতিহাস প্রশ্নপত্রের সমাধান | Madhyamik 2022 History Question Paper with Answer তোমাদের সঙ্গে শেয়ার করবো। আমরা এই ব্লগপোস্টে " মাধ্যমিক 2022 ইতিহাস প্রশ্নপত্রের শুধুমাত্র mcq & saq প্রশ্ন উওর গুলো করে দিচ্ছি। মাধ্যমিক 2022 ইতিহাস পরীক্ষায় যে সমস্ত বড় প্রশ্ন এসেছে,তার মধ্যে বেশিরভাগ প্রশ্নের উত্তরই আমরা আমাদের ওয়েবসাইটে আমরা আগে থেকেই করে দিয়েছিলাম। এবং আমাদের ইতিহাস নোট এবং ইতিহাস সাজেশন থেকে হুবহু তার কমন এসেছে। চাইলে তোমরা মিলিয়ে দেখতে পারো।
মাধ্যমিক 2022 ইতিহাস প্রশ্নপত্রের সমাধান | Madhyamik 2022 History Question Paper With Solutions
১x২০ = ২০
১। সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখ
১.১ সত্যজিৎ রায় যুক্ত ছিলেন –
(ক) খেলার ইতিহাসে
(খ) নারীর ইতিহাসে
(গ) শহরের ইতিহাসে
(ঘ) শিল্পচর্চার ইতিহাসে
উওর : শিল্পচর্চার ইতিহাসে।
১.২ -রেশম আবিষ্কৃত হয় প্রাচীন –
(ক) ভারতে
(খ) রোমে
(গ) পারস্যে
(ঘ) চীনদেশে
উওর : চীনদেশে
১.৩ ‘নিষিদ্ধ শহর' বলা হয় –
(ক) লাসাকে
(খ) বেইজিংকে
(গ) রোমকে
(ঘ) কনস্ট্যান্টিনোপলকে
উএর : লাসাকে
১.৪ 'বঙ্গদর্শন' সাময়িক পত্রটি ছিল একটি -
(ক) সাপ্তাহিক পত্রিকা
(খ) মাসিক পত্রিকা
(গ) পাক্ষিক পত্রিকা
(ঘ) বাৎসরিক পত্রিকা
উওর : মাসিক পত্রিকা
১.৫- 'নীলদর্পণ' নাটকটি ছাপা হয়েছিল
(ক) নদীয়াতে
(খ) ঢাকায়
(গ) শ্রীরামপুরে
(ঘ) কলকাতায়
উওর : ঢাকায়
১.৬ - রামমোহন রায় এর পরবর্তীকালে ব্রাহ্মসমাজ পরিচালনা করেন –
(ক) অক্ষয়কুমার দত্ত
(খ) দেবেন্দ্রনাথ ঠাকুর
(গ) রামচন্দ্র বিদ্যাবাগীশ
(ঘ) তারাচাঁদ চক্রবর্তী
উওর : দেবেন্দ্রনাথ ঠাকুর
১.৭- বাঙালি পরিচালিত প্রথম বাংলা সংবাদপত্রটি হল –
(ক) সমাচার দর্পণ
(খ) সম্বাদ প্রভাকর
(গ) ব্রাহ্মণ সেবধি
(ঘ) বাঙাল গেজেটি
উওর : সমাচার দর্পণ
১.৮ - কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম মুসলিম স্নাতক ছিলেন –
(ক) সৈয়দ আমীর আলি
(খ) আব্দুল লতিফ
(গ) দেলওয়ার হোসেন আহমেদ
(ঘ) সৈয়দ আহমেদ
উওর : দেলওয়ার হোসেন আহমেদ
১.৯ - ঔপনিবেশিক অরণ্যআইনের বিরুদ্ধে সংঘটিত একটি আদিবাসী বিদ্রোহ হল –
(ক) সন্ন্যাসী-ফকির বিদ্রোহ
(খ) চূয়াড় বিদ্রোহ
(গ) কোল বিদ্রোহ
(ঘ) রম্পা বিদ্রোহ
উওর : (খ) চূয়াড় বিদ্রোহ
১.১০ - ‘সন্ন্যাসী বিদ্রোহ' কথাটি প্রথম ব্যবহার করেন –
(ক) ভিনসেন্ট স্মিথ
(গ) ওয়ারেন হেস্টিংস
(খ) জেমস্ মিল
(ঘ) লর্ড কর্ণওয়ালিশ
উওর : (গ) ওয়ারেন হেস্টিংস
১.১১- সবচেয়ে দীর্ঘস্থায়ী কৃষক বিদ্রোহটি হল –
(ক) চূয়াড় বিদ্রোহ
(খ) ফরাজি আন্দোলন
(গ) সন্ন্যাসী-ফকির বিদ্রোহ
(ঘ) সাঁওতাল বিদ্রোহ
উওর : সন্ন্যাসী-ফকির বিদ্রোহ
১.১২- মির নিশার আলি নেতৃত্ব দিয়েছিলেন
(ক) বাংলার ওয়াহাবি আন্দোলনে
(খ) ফরাজি আন্দোলনে
(গ) সন্ন্যাসী-ফকির বিদ্রোহে
(ঘ) নীল বিদ্রোহে
উওর : বাংলার ওয়াহাবি আন্দোলনে।
১.১৩ ‘রাষ্ট্রগুরু’ নামে পরিচিত ছিলেন -(ক) রামমোহন রায়
(খ) রাজনারায়ণ বসু
(গ) নবগোপাল মিত্র
(ঘ) সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
উওর : সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
১.১৪ - মহাবিদ্রোহকে (১৮৫৭) 'কৃষক বিদ্রোহ' আখ্যা দিয়েছেন
(ক) সুরেন্দ্রনাথ সেন
(খ) রামেশচন্দ্র মজুমদার
(গ) শশীভূষণ চৌধুরি
(ঘ) বিনায়ক দামোদর সাভারকর
উত্তর : (গ) শশীভূষণ চৌধুরী
১.১৫ - আনন্দ মোহন বসু ছিলেন ভারত সভার-
(ক) প্রতিষ্ঠাতা
(খ) সভাপতি
(গ) সহ-সভাপতি
(ঘ) সচিব
উওর : সহ-সভাপতি
১.১৬ 'বন্দেমাতরম' সঙ্গীতটি রচনা করেন -
(ক) রবীন্দ্রনাথ ঠাকুর
(খ) সত্যেন্দ্রনাথ ঠাকুর
(গ) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
(ঘ) স্বামী বিবেকানন্দ
উওর : বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
১.১৭- বসুবিজ্ঞান মন্দিরের প্রতিষ্ঠাতা, জগদীশচন্দ্র বসু অধ্যাপক ছিলেন –
(ক) গণিত শাস্ত্রের
(খ) রসায়ন শাস্ত্রের
(গ) পদার্থ বিদ্যার
(ঘ) উদ্ভিদ বিদ্যার
উওর : পদার্থবিদ্যার
১.১৮ - ‘বেঙ্গল ইঞ্জিনিয়ারিং কলেজ' প্রতিষ্ঠিত হয়েছিল –
(ক) ১৮৩৩ খ্রিঃ
(গ) ১৮৮০ খ্রিঃ
(খ) ১৮৫৬ খ্রিঃ
(ঘ) ১৯০৩ খ্রিঃ
উওর : ১৮৫৬ খ্রিঃ
১.১৯ ‘জাতীয় শিক্ষা পরিষদ' (১৯০৬)-এর প্রথম সভাপতি ছিলেন –
(ক) রাসবিহারী ঘোষ
(খ) অরবিন্দ ঘোষ
(গ) তারকনাথ পালিত
(ঘ) সতীশচন্দ্র মুখোপাধ্যায়
উওর : অপশনে ভুল আছে সঠিক উত্তর সত্যেন্দ্রনাথ ঠাকুর হবে
১.২০ ‘দিগ্দর্শন’-এর সম্পাদক ছিলেন
(ক) উইলিয়ম কেরি
(খ) জোশুয়া মার্শম্যান
(গ) ফেলিক্স কেরি
(ঘ) জনক্লার্ক মার্শম্যান
উওর : জোশুয়া মার্শম্যান
২। নীচের প্রশ্নগুলির উত্তর দাও (প্রতিটি উপবিভাগ থেকে অন্ততঃ ১টি করে মোট ১৬টি প্রশ্নের উত্তর দাও) :
১×১=১৬
উপবিভাগ : ২.১
একটি বাক্যে উত্তর দাও :
২.১.১- কোন্ বছর 'সোমপ্রকাশ’-এর প্রকাশনা সাময়িকভাবে স্থগিত রাখা হয় ?
উওর : 1878 খ্রিষ্টাব্দে সোমপ্রকাশ’-এর প্রকাশনা সাময়িকভাবে স্থগিত রাখা হয়।
২.১.২- কলকাতার ঔপনিবেশিক স্থাপত্যগুলির যেকোনো একটি উল্লেখ কর।
উওর : কলকাতার ঔপনিবেশিক স্থাপত্যগুলির মধ্যে একটি উল্লেখ স্বাপত্য হলো ভিক্টোরিয়া মেমোরিয়াল হল।
২.১.৩- রেভাঃ জেমস্ লঙ্ কোন অপরাধে অপরাধী সাব্যস্ত হয়েছিলেন?
উওর : নীলদর্পণ নাটকের ইংরেজি অনুবাদ প্রকাশের অপরাধে।
২.১.৪ 'বিদ্যাহারাবলী' গ্রন্থটি কে রচনা করেন ?
উওর : ফেলিক্স কেরি বিদ্যাহারাবলী' গ্রন্থটি রচনা করেন।
উপবিভাগ : ২.২
ঠিক বা ভুল নির্ণয় কর:
২.২.১- ভারতে কামান প্রথম ব্যবহৃত হয় পলাশীর যুদ্ধে।
উওর : ঠিক
২.২.২- ১৯১১ খ্রিষ্টাব্দে মোহন বাগান ক্লাব আই.এফ.এ. শিল্ড জয় করেছিল।
উওর : ঠিক।
২.২.৩- প্রথম বিধবা বিবাহ করেন শ্রীশচন্দ্র ন্যায়রত্ন ।
উওর : ভুল
২.২.৪- ল্যান্ডহোল্ডার্স সোসাইটির অন্যতম সম্পাদক ছিলেন প্রসন্ন কুমার ঠাকুর
উওর : ঠিক।
উপবিভাগ : ২.৩
‘ক’ স্তম্ভের সঙ্গে ‘খ’ স্তম্ভ মেলাও :উওর
(২.৩.১) লর্ড রিপন --->(২) হান্টার কমিশন
(২.৩.২) রামমোহন রায়--(৪) অ্যাংলো হিন্দু স্কুল
(২.৩.৩) দ্বারকানাথ ঠাকুর --(১) জমিদার সভা
(২.৩.৪) তারকনাথ পালিত--(৩) বেঙ্গল টেক্নিক্যাল ইন্সটিটিউট।
5
উপবিভাগ: ২.৪
প্রদত্ত ভারতবর্ষের রেখা মানচিত্রে নিম্নলিখিত স্থানগুলি চিহ্নিত কর ও নামাঙ্কিত করা;
(২.৪.১) নীল বিদ্রোহের অন্যতম কেন্দ্র – নদীয়া।
(২.৪.২) কোল বিদ্রোহের এলাকা – ছোটনাগপুর
(২.৪.৩) মহাবিদ্রোহের (১৮৫৭) অন্যতম কেন্দ্ৰ – দিল্লি।
(২.৪.৪) মহাবিদ্রোহের (১৮৫৭) অন্যতম কেন্দ্র – কানপুর ।
অথবা
(কেবলমাত্র দৃষ্টিহীন পরীক্ষার্থীদের জন্য)
শূন্যস্থান পূরণ কর :
(২.৪.১) 'হুল' কথাটির অর্থ হল___।
উওর : বিদ্রোহ
(২.৪.২) 'নীল দর্পণ' নাটকটি রচনা করেন____।
উওর : দীনবন্ধু মিত্র
(২.৪.৩) ভারতের প্রথম ভাইসরয় ছিলেন___।
উওর : লর্ড ক্যানিং।
(২.৪.৪) শ্রীরামপুর মিশন প্রেস' প্রতিষ্ঠিত হয়েছিল___খ্রিষ্টাব্দে।
উওর : 1800
উপবিভাগ ২.৫
নিম্নলিখিত বিবৃতিগুলিব সঙ্গে সঠিক ব্যাখ্যাটি নির্বাচন কর :
(২.৫.১) বিবৃতি : ১৮১৭ খ্রিষ্টাব্দে পাশ্চাত্য শিক্ষা বিস্তারের জন্য হিন্দু কলেজ প্রতিষ্ঠিত হয়
ব্যাখ্যা ১: এই কলেজে শুধুমাত্র হিন্দু ছাত্রদের প্রবেশাধিকার ছিল ।
ব্যাখ্যা ২ : এই কলেজে হিন্দু ও ব্রাহ্ম ছাত্রদের প্রবেশাধিকার ছিল।
ব্যাখ্যা ৩ : এই কলেজে সকল ধর্মের ছাত্রদের প্রবেশাধিকার ছিল।
উওর : ব্যাখ্যা ৩ : এই কলেজে সকল ধর্মের ছাত্রদের প্রবেশাধিকার ছিল।
(২.৫.২) বিবৃতি : ঔপনিবেশিক সরকার উপজাতিদের জন্য দক্ষিণ-পশ্চিম সীমান্ত এজেন্সী' নামে একটি পৃথক অঞ্চল গঠন করেছিলেন।
ব্যাখ্যা ১ : এটি গঠিত হয়েছিল চুয়াড় বিদ্রোহের পর ।
ব্যাখ্যা ২ : এটি গঠিত হয়েছিল কোল বিদ্রোহের পর ।
ব্যাখ্যা ৩ : এটি গঠিত হয়েছিল মুণ্ডা বিদ্রোহের পর।
উওর : ব্যাখ্যা ২ : এটি গঠিত হয়েছিল কোল বিদ্রোহের পর ।
(২.৫.৩) বিবৃতি ১৯১৭ খ্রিস্টাব্দে জগদীশচন্দ্র বসু বসুবিজ্ঞান মন্দির প্রতিষ্ঠা করেন।
ব্যাখ্যা ১ : এটি উদ্ভিদ বিদ্যা গবেষণার উন্নতির জন্য প্রতিষ্ঠিত হয়।
ব্যাখ্যা ২ : এটি বিজ্ঞান শিক্ষার প্রসারের জন্য প্রতিষ্ঠিত হয়।
ব্যাখ্যা ৩ : এটি বিজ্ঞান গবেষণার উন্নতির জন্য প্রতিষ্ঠিত হয়।
উএর : এটি বিজ্ঞান গবেষণার উন্নতির জন্য প্রতিষ্ঠিত হয়।
(২.৫.৪) বিবৃতি : উনিশ শতকে বাংলার প্রকাশকগণ তাদের বই বিক্রির জন্য ফেরিওয়ালাদের উপর নির্ভর করতেন।
ব্যাখ্যা ১ : কারণ, বইয়ের দোকান ছিল অত্যন্ত সীমিত।
ব্যাখ্যা ২ : কারণ, বই বিক্রি করাকে নিম্নস্তরের পেশা বলে মনে করা হত।
ব্যাখ্যা ৩ : কারণ, এটি ছিল সম্ভাব্য ক্রেতাদের কাছে পৌঁছবার সুলভতম ও সহজতম উপায়।
উওর : ব্যাখ্যা ৩ : কারণ, এটি ছিল সম্ভাব্য ক্রেতাদের কাছে পৌঁছবার সুলভতম ও সহজতম উপায়।
বিভাগ ‘গ’
৩। দু’টি অথবা তিনটি বাক্যে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও (যে কোনো ১১টি) :
৩.১ সামরিক ইতিহাস চর্চার গুরুত্ব কী ?
৩.২ ‘সরকারি নথিপত্র' বলতে কী বোঝায় ?
৩.৩ স্কুল বুক সোসাইটি কেন প্রতিষ্ঠিত হয় ?
৩.৪ মধুসূদন গুপ্ত স্মরণীয় কেন ?
৩.৫ লর্ড হার্ডিঞ্জ-এর ‘শিক্ষাবিষয়ক নির্দেশনামা' গুরুত্বপূর্ণ কেন ?
৩.৬ ‘বাংলার নবজাগরণ' বলতে কী বোঝায় ?
৩.৭ ফরাজি আন্দোলন ব্যর্থ হ'ল কেন ?
৩.৯ শিক্ষিত বাঙালি সমাজের একটি অংশ কেন মহাবিদ্রোহের (১৮৫৭) বিরোধিতা করেছিল ?
৩.১০ ব্যঙ্গচিত্র আঁকা হয় কেন ?
৩.৮ তিতুমীর স্মরণীয় কেন ?
৩.১১ নবগোপাল মিত্র কে ছিলেন ?
৩.১২ উনিশ শতকের বাংলায় জাতীয়তাবাদের বিকাশে বঙ্কিমচন্দ্রের কীরুপ ভূমিকা ছিল?
৩.১৩ জাতীয় শিক্ষা পরিষদ কেন প্রতিষ্ঠিত হয় ?
৩.১৪ বিদ্যাসাগর সাট' বলতে কী বোঝায় ?
৩.১৫ বাংলা ছাপাখানার বিকাশে লাইনোটাইপ প্রবর্তনের গুরুত্ব কী ?
৩.১৬ গ্রামীণ শিল্প ও বৃত্তি শিক্ষার প্রসারে রবীন্দ্রনাথ-এর অবদান কীরূপ ছিল ?
বিভাগ ‘ঘ’
৪। সাত বা আটটি বাক্যে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। প্রতিটি উপবিভাগ থেকে অন্ততঃ ২টি করে প্রশ্নসহ মোট ৬টি প্রশ্নের উত্তর দিতে হবে।
উপবিভাগ : ঘ.
৪.১ উনিশ শতকে বাংলায় নারীশিক্ষা বিস্তারে রাজা রাধাকান্তদেব কীরূপ ভূমিকা গ্রহণ করেছিলেন ?
৪.২ লর্ড মেকলে-কে কী এদেশে পাশ্চাত্য শিক্ষার প্রবর্তক বলা যায় ?
৪.৩ ঔপনিবেশিক সরকার কী উদ্দেশ্যে অরণ্য আইন প্রণয়ন করেছিল ?
৪.৪ নীল বিদ্রোহে সংবাদপত্রের ভূমিকা বিশ্লেষণ কর।
উপবিভাগ : ঘ.২
৪.৫ জাতীয়তাবাদ প্রসারে হিন্দুমেলার ভূমিকা বিশ্লেষণ কর।
৪.৬ ‘গোরা’ উপন্যাসটিতে রবীন্দ্রনাথের যে জাতীয়তাবাদী ভাবধারার পরিচয় পাওয়া যায় তা বিশ্লেষণ কর ।
৪.৭ ছাপাখানা বাংলায় শিক্ষা বিস্তারে কীরূপ পরিবর্তন এনেছিল ?
৪.৮ বাংলায় ছাপাখানার বিকাশে গঙ্গাকিশোর ভট্টাচার্য্যের ভূমিকা বিশ্লেষণ কর।
বিভাগ 'ঙ'
৫। পনেরো বা ষোলটি বাক্যে যে কোন একটি প্রশ্নের উত্তর দাও :
৫.১ উনিশ শতকের বাংলায় ধর্ম সংস্কার আন্দোলনে রামকৃষ্ণদেবের ভূমিকা সংক্ষেপে আলোচনা কর। ৮
৫.২ সন্ন্যাসী ফকির বিদ্রোহের ঐতিহাসিক তাৎপর্য কী ছিল ? এই বিদ্রোহ ব্যর্থ হ’ল কেন ?
৫.৩ হ্যালহেডের ‘এ গ্রামার অব দ্য বেঙ্গল ল্যাঙ্গুয়েজ' গ্রন্থটি গুরুত্বপূর্ণ কেন ? বাংলা ছাপাখানার বিকাশে চার্লস উইলকিন্স-এর ভূমিকা বিশ্লেষণ কর।
(কেবলমাত্র বহিরাগত পরীক্ষার্থীদের জন্য)
বিভাগ ‘চ’
৬। ৬.১ একটি পূর্ণবাক্যে উত্তর দাও (যে কোনো চারটি) :
৬.১.১ কোন বছর 'বঙ্গদর্শন' প্রকাশিত হয় ?
উওর : 1878 খ্রিষ্টাব্দে বঙ্গদর্শন' প্রকাশিত হয়।
৬.১.২ নীল কমিশন কবে গঠিত হয় ?
উওর : 1860 খ্রিষ্টাব্দে নীল কমিশন কবে গঠিত হয়।
৬.১.৩ কোন বছর হিন্দু কলেজ প্রতিষ্ঠিত হয় ?
উওর : 1817 খ্রিষ্টাব্দের 20 ই জানুয়ারি
৬.১.৪ ভাগনাডিহিতে কোন বিদ্রোহের সূচনা হয় ?
উওর : ভাগনাডিহিতে সাঁওতাল বিদ্রোহের সূচনা হয়।
৬.১.৫ ‘ভারতমাতা’ চিত্রটি কে এঁকে ছিলেন ?
উওর : ভারতমাতা’ চিত্রটি অবনীন্দ্রনাথ ঠাকুত এঁকে ছিলেন।
৬.১.৬ বসুবিজ্ঞান মন্দির কে প্রতিষ্ঠা করেন ?
উওর : বসুবিজ্ঞান মন্দির প্রতিষ্ঠা করেন জগদীশচন্দ্র বসু।
৬.২ দু'টি বা তিনটি বাক্যে নীচের প্রশ্নগুলির উত্তর দাও (যে কোনো তিনটি) :
২×৩=৬
৬.২.১ ডেভিড হেয়ার বিখ্যাত কেন ?
৬.২.২ 'বিপ্লব' বলতে কী বোঝায় ?
৬.২.৩ ভারত সভা প্রতিষ্ঠার দু'টি উদ্দেশ্য লেখ।
৬.২.৪ পঞ্চানন কর্মকার স্মরণীয় কেন ?
৬.২.৫ কী উদ্দেশ্যে ‘শ্রীনিকেতন' গড়ে ওঠে ?
Tags :
একটি মন্তব্য পোস্ট করুন