দিনের বেলা আকাশকে নীল দেখায় কেন? | ক্লাস টেনের আলো অধ্যায়ের প্রশ্ন উওর

0

দিনের বেলা আকাশকে নীল দেখায় কেন? | ক্লাস টেনের আলো অধ্যায়ের প্রশ্ন উওর 

দিনের বেলা আকাশকে নীল দেখায় কেন?


উওর : দিনের বেলা আকাশকে নীল দেখায় কেন? এই প্রশ্নটি নিয়ে অনেকেই সমস্যায় থাকে। কারণ এই প্রশ্নটি অনেকের খুব কঠিন বলে মনে হয়। কিন্তু আজকের এই ব্লগ পোস্টে ক্লাস টেনের আলো অধ্যায়ের প্রশ্ন " দিনের বেলা আকাশকে নীল দেখায় কেন " -এর উওর খুব সহজ ভাবে দেব।

দিনের বেলা আকাশকে নীল দেখায় কেন? | ক্লাস টেনের আলো অধ্যায়ের প্রশ্ন উওর 

আমাদের দৃশ্যমান আলো গুলি রয়েছে সাতটি। এগুলি হলো - বেগুনি, নীল, আকাশি, সবুজ,হলুদ, কমলা এবং লাল। এই সাতটি আলোর মধ্যে একেকটির তরঙ্গদৈর্ঘ্য একেক রকম। এই সাতটি আলোর মধ্যে লাল আলোর তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বেশি এবং বেগুনি আলোর তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে কম। লাল আলোর তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বেশি হওয়ায় লাল আলোর বিক্ষেপণ সবচেয়ে কম হয়। খুব সহজে বদতে গেলে লাল আলো খুব কম জায়গায় ছড়িয়ে পড়ে। এখানে তোমাদের মনে রাখা দরকার যে বিজ্ঞানী রেলের সূত্র অনুসারে,যে আলোর তরঙ্গদৈর্ঘ্য যতো কম হবে সেই আলো ততবেশি বিচ্ছুরিত হবে বা বেশি জায়গা নিয়ে ছড়িয়ে পড়বে। এবং যে আলোর তরঙ্গদৈর্ঘ্য যত বেশি হবে সেই আলো ততোকম বিচ্ছুরিত হবে অথবা কম জায়গায় ছড়িয়ে পড়বে। অন্যদিকে দৃশ্যমান আলো গুলির মধ্যে বেগুনি আলোর তরঙ্গদৈর্ঘ্য সবচেয়ে বেশি হওয়ার কারণ বিজ্ঞানী র‍্যালের সূত্র অনুসারে বেগুনি আলো সূর্য থেকে আসার সময় বায়ুমণ্ডলের বিভিন্ন উপাদানের দ্বারা বিচ্ছুরিত হয় এবং বায়ুমন্ডলে সব জায়গায় ছড়িয়ে পড়ে। কিন্তু আমাদের চোখ আকাশকে বেগুনি দেখতে পায় না কারণ আমাদের চোখ বেগুনি আলোর তুলনায় নীল আলোর প্রতি বেশি সংবেদনশীল। বেগুনি আলোর পরে নীল আলোর তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে কম যার। ফলে সূর্য থেকে নীল আলো পৃথিবীতে আসার সময় বায়ুমণ্ডলের বিভিন্ন উপাদানের মাধ্যমে বিচ্ছুরিত হয়এ সর্বত্র ছড়িয়ে পড়ে। যার ফলে আমাদের চোখ আকাশকে বেগুনি দেখতে না পেয়ে নীল রংয়ের দেখতে পায়।।।


একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)
To Top