যদি ওজনের একক যদি নিউটন হয়,তাহলে আমরা জিনিস পত্র কেনার সময় কেজি ব্যবহার করি কেন? তাহলে আমরা মুদিখানা দোকানে গিয়ে ভর মাপি নাকি ওজন মাপি??

0


যখন আমরা কোনো দোকানে গিয়ে জিজ্ঞেস করি কোনো জিনিসের ওজন এবং তার উত্তরে দোকানদার গ্রাম বা কিলোগ্রাম বলেন তখন পদার্থবিজ্ঞানের ভাষায় দুপক্ষই ভুল বলে থাকি। আসলে আমরা ভর মাপি ওজন নয়। আর এই ভর মেপে বিক্রি করা ওজন মাপার থেকে অনেক বেশি যুক্তিসঙ্গত, তার কারণ কোনো বস্তুর ভর এর মান এই পৃথিবীতে এমনকি পৃথিবীর বাইরে এই ব্রহ্মান্ডের সমস্ত স্থানে ধ্রুবক থাকে কিন্তু ওজন স্থানভেদে অভিকর্ষ ত্বরনের ওপর ভিত্তি করে পরিবর্তিত হয়। ধরা যাক আপনার শরীরের ভর আপনি ডাক্তারের কাছে গিয়ে মেপে এলেন ৫০ কেজি। এইবার আপনি এবং ডাক্তারবাবু দুজনেই ভাষার ভুল প্রয়োগে ভর কথাটি না বলে ওজন কথাটি ব্যবহার করবেন কিন্তু আসলে কিন্তু আপনারা কেউই বৈজ্ঞানিক ভাবে ওজন জানতে আগ্রহী নন। আর তার কারণ আপনার আপনার ঐ ৫০ কেজি ভর পৃথিবীর সব জায়গায় তো বটেই এমনকি চাঁদ এবং মঙ্গলগ্রহেও অপরিবর্তিত থাকবে, কিন্তু বৈজ্ঞানিক সংজ্ঞা মেনে যদি আপনার প্রকৃত ওজন মাপতে হয় তাহলে পৃথিবীর তুলনায় চাঁদ এবং মঙ্গলগ্রহে আপনার ওজন অনেক কম হবে। আবার দীঘা এবং রোটাংপাসে আপনার ওজনের তফাৎ হয়ে যাবে।

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)
To Top