দ্বাদশ শ্রেণির রাষ্ট্রবিজ্ঞান প্রথম অধ্যায়ের বড় প্রশ্ন উত্তর |
আজকের এই ব্লগ পোস্টের মাধ্যমে আমরা উচ্চ মাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞানের প্রথম অধ্যায় বা দ্বাদশ শ্রেণির রাষ্ট্রবিজ্ঞান প্রথম অধ্যায় আন্তর্জাতিক সম্পর্কের বিবর্তন এবং কয়েকটি মৌলিক ধারণা অধ্যায়ের (WBBSE Class 12 Political Science Question Answer Chapter 1 In Bengali ) একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন বা বিষয় 'আন্তর্জাতিক সম্পর্ক ও আন্তর্জাতিক রাজনীতি কাকে বলে? আন্তর্জাতিক সম্পর্ক ও আন্তর্জাতিক রাজনীতির মধ্যে পার্থক্য লেখো।' এর উওর তোমাদের সঙ্গে শেয়ার করবো। এবং পরবর্তীতে আমরা উচ্চ মাধ্যমিকের রাষ্ট্রবিজ্ঞান সহ আরও অন্যান্য বিষয়ের সমস্ত নোটস + অনলাইন মকটেস্ট তোমাদের সঙ্গে শেয়ার করবো।।
আন্তর্জাতিক সম্পর্ক ও আন্তর্জাতিক রাজনীতি কাকে বলে? আন্তর্জাতিক সম্পর্ক এবং আন্তর্জাতিক রাজনীতির মধ্যে পার্থক্য লেখো।
আন্তর্জাতিক সম্পর্ক কাকে বলে?
আন্তর্জাতিক সম্পর্ক মূলত একটি হলো সমাজ বিজ্ঞানের নতুন শাখা যা একটি নতুন শাস্ত্র হিসেবে মর্যাদা লাভ করেছে। আন্তর্জাতিক সম্পর্ক বলতে এমন একটি বিষয়কে বোঝায় যে বিষয়টি আন্তর্জাতিক ক্ষেত্রে বিভিন্ন রাষ্ট্র সমূহের মধ্যে পারস্পরিক সম্পর্ক, বিভিন্ন অরাষ্ট্রীয় সংগঠন,সংস্থা,তাদের কার্যকলাপ, কূটনীতি, জনস্বার্থ, প্রচার, বিশ্বশান্তি, বিশ্ববাণিজ্য,বিশ্ব পরিবেশ নিরস্ত্রীকরণ,সন্ত্রাসবাদ, আন্তর্জাতিক সংগঠন, বিভিন্ন প্রতিষ্ঠান,তাদের ক্ষমতা,রাজনৈতিক মতাদর্শ ইত্যাদি বিষয়গুলো নিয়ে আলোচনা করে। অর্থাৎ আন্তর্জাতিক সম্পর্ক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করে।।
আন্তর্জাতিক রাজনীতি কাকে বলে?
আন্তর্জাতিক রাজনীতি কথাটি থেকেই আমরা এটা বুঝতে পারি যে,এই বিষয়টির সঙ্গে রাজনীতির বিষয়টি যুক্ত রয়েছে। আন্তর্জাতিক রাজনীতি বলতে বোঝায় এমন একটি বিষয়কে বোঝায়,যে বিষয়টি বিভিন্ন রাষ্ট্রের রাজনীতি সংক্রান্ত বিষয়গুলো নিয়ে আলোচনা করে। যেমন বিভিন্ন রাষ্ট্রের রাজনৈতিক মতানৈক্য,প্রতিদন্ধিতা? প্রতিযোগিতা,তাদের ক্ষমতা সংঘর্ষ বিরোধিতা,ইত্যাদি বিষয়গুলো নিয়ে আলোচনা করে।
আন্তর্জাতিক সম্পর্ক এবং আন্তর্জাতিক রাজনীতির মধ্যে পার্থক্যঃ
ভূমিকাঃ আন্তর্জাতিক সম্পর্ক ও আন্তর্জাতিক রাজনীতির সংজ্ঞা থেকেই আমরা এটা বুঝতে পারি যে আন্তর্জাতিক সম্পর্ক এবং আন্তর্জাতিক রাজনীতির মধ্যে বিরাট পার্থক্য রয়েছে। নিম্নলিখিত আলোচনার মাধ্যমে আমরা আন্তর্জাতিক সম্পর্ক এবং রাজনীতির মধ্যে কিছু পার্থক্য নিয়ে আলোচনা করবো।।
আলোচনার ক্ষেত্রে পরিধিগত পার্থক্যঃ
আন্তর্জাতিক রাজনীতি এবং আন্তর্জাতিক সম্পর্কের সংজ্ঞা থেকেই আমরা আন্তর্জাতিক সম্পর্ক এবং আন্তর্জাতিক রাজনীতির আলোচনার পরিধি সম্পর্কে ধারণা পেয়ে থাকি। সংজ্ঞা থেকেই সাধারণভাবে এটা বুঝতে পারা যায় যে, আন্তর্জাতিক রাজনীতির তুলনায় আন্তর্জাতিক সম্পর্কের আলোচনার পরিধির পরিমাণ অনেক বড়।
আন্তর্জাতিক সম্পর্ক এমন একটি বিষয় যা আন্তর্জাতিক ক্ষেত্রে বিভিন্ন রাষ্ট্রসমূহের একাধিক বিষয়গুলো নিয়ে আলোচনা করে কিন্তু আন্তর্জাতিক রাজনীতি এমন একটি বিষয় যা শুধুমাত্র আন্তর্জাতিক ক্ষেত্রে বিভিন্ন রাষ্ট্রসমূহের রাজধানী সংক্রান্ত বিষয়গুলো নিয়েই আলোচনা করে। তাই স্বাভাবিকভাবেই আন্তর্জাতিক সম্পর্কের আলোচনাগত পরিধি, আন্তর্জাতিক রাজনীতির আলোচনাগত পরিধির তুলনায় অনেক বেশি ব্যাপক।।
বিষয়বস্তুগত পার্থক্যঃ
আন্তর্জাতিক সম্পর্কের সঙ্গে,সম্পর্ক বিষয়টি যুক্ত রয়েছে এবং অন্যদিকে আন্তর্জাতিক রাজনীতির সঙ্গে রাজনীতি বিষয়টি যুক্ত রয়েছে। তাই স্বাভাবিকভাবেই আমরা আন্তর্জাতিক সম্পর্কের মধ্যে একাধিক বিষয়ের সম্পর্ক দেখতে পাই। এবং অন্যদিকে আন্তর্জাতিক রাজনীতির ক্ষেত্রে শুধুমাত্র রাজনীতির বিষয়টি ই প্রধান।
আন্তর্জাতিক সম্পর্কের বিষয় হলো একাধিক এবং আন্তর্জাতিক রাজনীতির বিষয়বস্তু হলো রাষ্ট্রের রাজনীতি সম্পর্কিত বিষয় গুলোই। আন্তর্জাতিক সম্পর্ক মূলত বিভিন্ন রাষ্ট্রের পারস্পরিক সম্পর্ক,অরাষ্ট্রীয় সংস্থা,সংগঠন, জনস্বার্থ,বিশ্বশান্তি বিশ্ব পরিবেশ, যুদ্ধ, নিরস্ত্রীকরণ,সহযোগিতা বিভিন্ন সংগঠন, ক্ষমতা, রাজনৈতিক মতাদর্শ,বিশ্ববাণিজ্য কূটনীতি, ইত্যাদি বিষয়গুলো নিয়ে আলোচনা করে। এবং অপরদিকে আন্তর্জাতিক রাজনীতির বিষয়বস্তু শুধুমাত্র রাজনীতিকেন্দ্রিক। অর্থাৎ বিভিন্ন রাষ্ট্রের মধ্যে ক্ষমতা কেন্দ্রিক প্রতিদ্বন্ধিতা,বিরোধ, সংঘর্ষ ইত্যাদি বিষয় গুলি।।
দৃষ্টিভঙ্গির মধ্যে পার্থক্যঃ
আন্তর্জাতিক রাজনীতিতে শুধুমাত্র বৃহৎ এবং ক্ষমতাশালী রাষ্ট্রগুলির আলোচনা করা হয়। এখানে শুধুমাত্র বৃহৎ এবং ক্ষমতাশালী রাষ্ট্রগুলির ক্ষমতার উপাদান, পারস্পরিক সম্পর্ক,,তাদের ক্রিয়া-কলাপ প্রভৃতি নিয়ে আলোচনা করা হয়। কিন্তু আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে বিষয়টি সেরকম নয়। আন্তর্জাতিক সম্পর্কে রাজনীতি, অর্থনীতি,আইন, তাদের সম্পর্ক,যোগাযোগব্যবস্থা,আন্তর্জাতিক সংগঠন, বিশ্বযুদ্ধ, বিশ্ব পরিবেশ, বিশ্ববাণিজ্য ইত্যাদি বিষয়গুলো ঘনিষ্ঠ সম্পর্ক যুক্ত।
উপসংহার,
পরিশেষে বলা যায় আন্তর্জাতিক রাজনীতি এবং আন্তর্জাতিক সম্পর্ক হলো দুটি সম্পূর্ণ পৃথক বিষয়। আন্তর্জাতিক সম্পর্কের পরিধি আন্তর্জাতিক রাজনীতি তুলনায় অনেক বড়ো। আন্তর্জাতিক রাজনীতি হলো এমন একটি বিষয় যা আন্তর্জাতিক সম্পর্কের একটি অংশের মধ্যে পড়ে। এজন্য আন্তর্জাতিক রাজনীতি হলো আন্তর্জাতিক সম্পর্কের একটি উপবিষয়। কিন্তু, যেহেতু আন্তর্জাতিক রাজনীতি আন্তর্জাতিক সম্পর্কে একটি অংশমাত্র, সেক্ষেত্রে আন্তর্জাতিক সম্পর্কের সঙ্গে সঙ্গে আন্তর্জাতিক রাজনীতির বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ।।
Tags :
একটি মন্তব্য পোস্ট করুন