West Bengal Board Class 12 History MCQ Question Answer || দ্বাদশ শ্রেণীর ইতিহাস তৃতীয় অধ্যায়ের প্রশ্ন উত্তর

0

 

West Bengal Board Class 12 History MCQ Question Answer || দ্বাদশ শ্রেণীর ইতিহাস তৃতীয় অধ্যায়ের প্রশ্ন উত্তর
West Bengal Board Class 12 History MCQ Question Answer


আজকে আমরা West Bengal Board Class 12 History Chapter 3 এর কিছু অতি গুরুত্বপূর্ণ MCQ Question Answer তোমাদের সঙ্গে শেয়ার করবো। আজকের এই ব্লগে আমরা দ্বাদশ শ্রেণির ইতিহাসের তৃতীয় অধ্যায়ের অথবা উচ্চ মাধ্যমিক ইতিহাস তৃতীয় অধ্যায়ের ৩০ টির বেশি MCQ প্রশ্ন উওর তোমাদের সঙ্গে শেয়ার করবো। পরবর্তীতে আমরা অন্যান্য অধ্যায়ের নোট তোমাদের সঙ্গে শেয়ার করবো।

West Bengal Board Class 12 History MCQ Question Answer || দ্বাদশ শ্রেণীর ইতিহাস তৃতীয় অধ্যায়ের প্রশ্ন উত্তর


সঠিক উত্তরটি নির্বাচন করো।
1. বাংলার স্বাধীন নবাবির সূচনা করেন—
• মুরশিদকুলি খাঁ
• সিরাজ-উদদৌলা
• আলিবর্দি খাঁ
• মিরকাশিম
• উওরঃ মুরশিদকুলি খাঁ

2. মাদ্রাজে ফোর্ট সেন্ট দুর্গ নির্মাণ করে • ফরাসিরা
• ডাচরা
• ইংরেজরা
• দিনেমাররা
• উওরঃ ইংরেজরা

3. ইংরেজ কোম্পানি ফারুকশিয়ারের কাছ থেকে ‘ফরমান’ লাভ করে-
• ১৬৯২ খ্রিস্টাব্দে
• ১৭১৭ খ্রিস্টাব্দে
• ১৬৯৮ খ্রিস্টাব্দে
• ১৭৩৯ খ্রিস্টাব্দে
• উওরঃ ১৭১৭ খ্রিস্টাব্দে

4. ইংরেজ কোম্পানি কলকাতায় আশ্রয় দিয়েছিল—
• নারায়ণ দাসকে
• রাজবল্লভকে
• কৃষ্ণদাসকে
• জগৎবল্লভকে
• উওরঃ- কৃষ্ণদাসকে

5. পলাশির যুদ্ধ হয়েছিল ১৭৫৭ খ্রিস্টাব্দের -
• ২ জুলাই
• ২৩ জুন
• ১২ আগস্ট
• ১৭ সেপ্টেম্বর
• উওরঃ- ২৩ জুন

6. ১৭৬৫ খ্রিস্টাব্দের মধ্যে ভারতে কোম্পানির কয়টি প্রেসিডেন্সি স্থাপিত হয়?
• ৩টি
• ৫টি
• ৪টি
• ৬টি
• উওরঃ ৩টি

7. রেগুলেটিং অ্যাক্ট পাস হয়—
• ১৭৬৫ খ্রিস্টাব্দে
• ১৭৭৩ খ্রিস্টাব্দে
• ১৭৮৪ খ্রিস্টাব্দে
• ১৭৯৮ খ্রিস্টাব্দে
• উওরঃ ১৭৭৩ খ্রিস্টাব্দে

8. সর্বশেষ চার্টার অ্যাক্টটি পাস হয়—
• ১৮১৩ খ্রিস্টাব্দে
• ১৮৫৩ খ্রিস্টাব্দে
• ১৮৭৩ খ্রিস্টাব্দে
• ১৮৩৩ খ্রিস্টাব্দে
• উওরঃ ১৮৫৩ খ্রিস্টাব্দে

9. ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠিত হয় -
• ১৮০০ খ্রিস্টাব্দে
• ১৮১৭ খ্রিস্টাব্দে
• ১৮৯৮ খ্রিস্টাব্দে
• ১৮০৫ খ্রিস্টাব্দে
• উওরঃ ১৮০০ খ্রিস্টাব্দে

10. হেইলেবেরি কলেজ কোথায় অবস্থিত ছিল?
• কলকাতায়
• মাদ্রাজে
• বিলাতে
• বোম্বাইয়ে
• উওরঃ বিলাতে

11. ভারতে ব্রিটিশ শাসনের ইস্পাত কাঠামো বলা হত-
• পুলিশ বিভাগকে
• আমলাতন্ত্রকে
• সামরিক বিভাগকে
• মন্ত্রীসভাকে
• উওরঃ আমলাতন্ত্রকে

12. কার আমলে বাংলার প্রতিটি জেলায় ফৌজদারি থানা
• ক্লাইভের
• কর্নওয়ালিসের
• ওয়ারেন হেস্টিংসের
• ওয়েলেসলির
• উওরঃ ওয়ারেন হেস্টিংসের

13. ব্রিটিশ সেনাবাহিনীতে সবচেয়ে নির্ভরযোগ্য ছিল-
• বাঙালি সেনারা
• আফগান সেনারা
• মহারাষ্ট্রের নিম্নবর্ণের সেনারা
• গোর্খা সেনারা
• উওরঃ গোর্খা সেনারা

14. পাঁচশালা বন্দোবস্ত চালু করেন-
• ক্লাইভ
• ভেরেস্টে
• কর্নওয়ালিস
• ওয়ারেন হেস্টিংস
• উওরঃ ওয়ারেন হেস্টিংস

15. বাংলায় দ্বৈতশাসনের অবসান ঘটান—
• ক্লাইভ
• ওয়ারেন হেস্টিংস
• কার্টিয়ার
• ভেরেস্টে
• উওরঃ ওয়ারেন হেস্টিংস

16. একসালা বন্দোবস্ত চালু হয়-
• ১৭৭২ খ্রিস্টাব্দে
• ১৭৭৭ খ্রিস্টাব্দে
• ১৭৮৭ খ্রিস্টাব্দে
• ১৭৯৩ খ্রিস্টাব্দে
• উওরঃ ১৭৭২ খ্রিস্টাব্দে

17. কোন্ প্রেসিডেন্সিতে রায়তওয়ারি বন্দোবস্ত চালু হয়েছিল?
• বাংলা
• মাদ্রাজ
• বোম্বাই
• উত্তর-পশ্চিম প্রদেশ
• উওরঃ উত্তর-পশ্চিম প্রদেশ

18. ব্রিটিশরা পাঞ্জাবে কোন্ ভূমিরাজস্ব ব্যবস্থা চালু করেছিল?
• চিরস্থায়ী
• রায়তওয়ারি
• মহলওয়ারি
• ভাইয়াচারি
• উওরঃ ভাইয়াচারি

19. কত খ্রিস্টাব্দের সনদ আইনের দ্বারা ভারতে কোম্পানির একচেটিয়া বাণিজ্যের অধিকার লুপ্ত হয়?
• ১৭৯০ খ্রিস্টাব্দের
• ১৮১৩ খ্রিস্টাব্দের
• ১৮৩০ খ্রিস্টাব্দের
• ১৮৫৩ খ্রিস্টাব্দের
• উওরঃ ১৮১৩ খ্রিস্টাব্দের

20. ভারতে প্রথম রেলপথ প্রতিষ্ঠিত হয়—
• মহারাষ্ট্রে
• মাদ্রাজে
• পাঞ্জাবে
• বাংলায়
• উওরঃ মহারাষ্ট্রে

21. গ্যারান্টি ব্যবস্থা কোন বিষয়ের সঙ্গে যুক্ত ছিল?
• বিনাশুল্কে বাণিজ্য
• রেলপথের প্রসার
• চিরস্থায়ী বন্দোবস্ত
• শিল্প
• উওরঃ রেলপথের প্রসার

22. দ্য হিস্ট্রি অব ব্রিটিশ ইন্ডিয়া' গ্রন্থটি রচনা করেন—
• মেকলে
• প্রিন্সেপ
• মিল
• বেন্থাম
• উওরঃ মিল

23. 'কমিটি অব পাবলিক ইনস্ট্রাকশন'এর সভাপতি ছিলেন -
• মেকলে
• জন স্টুয়ার্ট মিল
• কোলব্রুক
• জেমস মিল
• উওরঃ মেকলে

24. নানকিং-এর সন্ধি হয়েছিল-
• ১৮৩৮ খ্রিস্টাব্দে
• ১৮৪২ খ্রিস্টাব্দে
• ১৮৪০ খ্রিস্টাব্দে
• ১৮৪৪ খ্রিস্টাব্দে
• উওরঃ ১৮৪২ খ্রিস্টাব্দে

25. ১৮৯৪-৯৫ খ্রিস্টাব্দে চিনের সঙ্গে যুদ্ধ হয়—
• ইংল্যান্ডের
• রাশিয়ার
• ফ্রান্সের
• জাপানের
• উওরঃ জাপানের

26. ফরাসিরা আলজেরিয়া আক্রমণ ও দখল করে -
• ১৮২০ খ্রিস্টাব্দে
• ১৮৩০ খ্রিস্টাব্দে
• ১৮০০ খ্রিস্টাব্দে
• ১৮৪৫ খ্রিস্টাব্দের
• উওরঃ ১৮৩০ খ্রিস্টাব্দে

27. ভারতে মোট কয়টি চার্টার অ্যাক্ট পাস হয়েছিল?
• চারটি
• তিনটি
• দুটি
• ছয়টি
• উওরঃ চারটি

28- ভারতে চিরস্থায়ী বন্দোবস্ত চালু করেছিলেন?
• ওয়ারেন হেস্টিংস
• লর্ড ডালহৌসি
• লর্ড ওয়েলেসলি
• লর্ড কর্নওয়ালিস
• উওরঃ লর্ড কর্নওয়ালিস

29- ভারতে কত খ্রিস্টাব্দে চিরস্থায়ী বন্দোবস্ত চালু হয়েছিল?
• 1793
• 1777
• 1820
• 1790
• উওরঃ 1793

29-  কাকে ভারতের রেলপথের জনক বলা হয়?
• লর্ড ডালহৌসি
• ওয়ারেন হেস্টিংস
• কর্নওয়ালিস
• বেন্টিং
• উওরঃ লর্ড ডালহৌসি

30- রিষড়ায় কত খ্রিস্টাব্দে ভারতের প্রথম পাটকল স্থাপন করা হয়েছিল?
• 1855
• 1814
• 1820
• 1854
• উওরঃ 1855

31- কত খ্রিস্টাব্দে একসালা বন্দোবস্ত চালু করা হয়েছিল?
• 1772
• 1777
• 1793
• 1820
• উওরঃ 1777
ধন্যবাদ।

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)
To Top