HS History MCQ Question Answer 2023 || দ্বাদশ শ্রেণির ইতিহাস প্রথম অধ্যায়ের MCQ 2023

0

 

HS History MCQ Question Answer 2023 || দ্বাদশ শ্রেণির ইতিহাস প্রথম অধ্যায়ের MCQ 2023
দ্বাদশ শ্রেণির ইতিহাস প্রথম অধ্যায়ের MCQ 2023

আজকের এই ব্লগে আমরা WBCHSE Class 12 History First Chapter বা, দ্বাদশ শ্রেণির ইতিহাস প্রথম অধ্যায় বা উচ্চ মাধ্যমিক ইতিহাস প্রথম অধ্যায় অতীত স্মরণ থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ 25 টি MCQ Question Answer তোমাদের সঙ্গে শেয়ার করবো।।

HS History MCQ Question Answer 2023 || দ্বাদশ শ্রেণির ইতিহাস প্রথম অধ্যায়ের MCQ 2023


A. বিকল্প উত্তরগুলির মধ্যে থেকে সঠিক উত্তরটি বেছে। নিয়ে লেখো: প্রতিটি প্রশ্নের মান-1


1. ঈশ্বরের মতোই সীমাহীন শক্তির অধিকারী—


(a) কিংবদন্তির নায়ক 


(b) নীতিকথার মূল চরিত্র


(c) পরিকথার চরিত্র


(d) পশুকথার কেন্দ্রীয় চরিত্র


উওর : কিংবদন্তির নায়ক 


2. জীবনের জলসাঘরে গ্রন্থটি হল একটি— 


(a) ঐতিহাসিক গ্রন্থ 


(b) লোককথা


(c) স্থানীয় ইতিহাস গ্রন্থ 


(d) স্মৃতিকথা


উওর : স্মৃতিকথা


3. গ্রিক শব্দ Historia কথার অর্থ হল—


(a) পর্যবেক্ষণ


(b) গবেষণা


(c) অতীত চৰ্চা


(d) অনুসন্ধান


উওর : অনুসন্ধান


4. ভারতীয় পুরাণের সংখ্যা হল- 


(a) 16 টি

 

(b) 17 টি 


(c) 18 টি


(d) 19 টি


উওর : 18 টি


5. পৃথিবীর প্রাচীনতম জাদুঘর হল - 


(a) ব্রিটিশ মিউজিয়াম


(b) এননিগালডি-নান্না-র জাদুঘর 


(c) ল্যুভর মিউজিয়াম


(d) রোমান মিউজিয়াম


উওর : এননিগালডি-নান্না-র জাদুঘর 


6. ভারতীয় জাদুঘর প্রতিষ্ঠিত হয়— 


(a) 1814 খ্রিস্টাব্দে 


(b) 1815 খ্রিস্টাব্দে


(c) 1914 খ্রিস্টাব্দে


(d) 1915 খ্রিস্টাব্দে


উওর : 1814 খ্রিস্টাব্দে 


7. পুরাণ বিষয়ক বিদ্যাকে বলা হয়—


(a) ফিলোসফি 


(b) সাইকোলজি


(c) মাইথোলজি 


(d) নিউমিসমেটিক্স


উওর : মাইথোলজি


8. হারকিউলিস চরিত্রটি হল -


(a) গ্রিসের কিংবদন্তি


(b) রোমের কিংবদন্তি 


(c) কোনোটিই ঠিক নয়


(d) মিশরের কিংবদন্তি


উওর : গ্রিসের কিংবদন্তি



9. 'মিউজিয়াম' কথাটি এসেছে


(a) লাতিন শব্দ 'মসিয়ান' থেকে 


(b) গ্রিক শব্দ 'মউসিয়ান' থেকে


(c) ইংরেজি শব্দ মিউজিয়ম' থেকে 


(d) a ও b দুই-ই ঠিক


উওর : গ্রিক শব্দ 'মউসিয়ান' থেকে


10. জেমস মিল ভারতীয় ইতিহাসকে ভাগ করেছেন


(a) দু-ভাগে 


(b) চার ভাগে


(c) তিন ভাগে 


(d) পাঁচ ভাগে


উওর : তিন ভাগে 


11. হাজারদুয়ারি জাদুঘর হল একটি-


(a) ঐতিহাসিক সংগ্রহশালা 


(b) শিল্প জাদুঘর


(c) প্রত্নতাত্ত্বিক জাদুঘর 


(d) সর্বজনীন জাদুঘর


উওর : ঐতিহাসিক সংগ্রহশালা


12. “সব ইতিহাসই সমকালীন ইতিহাস"-উক্তিটি করেছেন—


(a) ক্রোচে


(b) র‍্যাংকে


(c) র‍্যালে


(d) ই.এইচ.কার


উওর : ক্রোচে


13. Early History of India গ্রন্থের লেখক - 


(a) জন স্টুয়ার্ট মিল


(b) জেমস মিল


(c) জেমস প্রিন্সেপ


(d) ভিনসেন্ট স্মিথ


উওর : ভিনসেন্ট স্মিথ


14. “ইতিহাস একটি বিজ্ঞানের বেশিও নয়, কমও নয়।"—উক্তিটি করেছেন- 


(a) র‍্যাংকে


(b) ই এইচ কার 


(c) জেমস মিল 


(d) বিউরি


উওর : বিউরি


15. স্যার যদুনাথ সরকার ছিলেন- 


(a) মার্কসবাদী ইতিহাসবিদ


(b) জাতীয়তাবাদী ইতিহাসবিদ 


(c) কেম্ব্রিজ গোষ্ঠীর ঐতিহাসিক


(d) নিম্নবর্গীয় ইতিহাসবিদ


উওর : জাতীয়তাবাদী ইতিহাসবিদ 


16. 'মিথ' কথাটি এসেছে যে শব্দ থেকে - 


(a) গ্রিক 'মিথোস' 


(b) লাতিন 'মিথোস'


(c) গ্রিক 'মিথুন' 


(d) লাতিন ‘মিথুন'


উওর : গ্রিক 'মিথোস' 


17. ভারতের ইতিহাসের জাতীয়তাবাদী ব্যাখ্যাকার-


(a) রমেশচন্দ্র মজুমদার 


(b) জেমস মিল।


(c) রামশরণ শর্মা


(d) রণজিৎ গুহ


উওর : রমেশচন্দ্র মজুমদার


18. রাজতরঙ্গিণী রচনা করেন- 


(a) কৌটিল্য 


(b) কলহন


(c) বিলহন

 

(d) কালিদাস


উওর : কলহন


19. জীবনের জলসাঘরে কার আত্মজীবনী? 


(a) দক্ষিণারঞ্জন বসু


(b) মণিকুন্তলা সেন


(c) নারায়ণ স্যান্যাল 


(d) মান্না দে


উওর : মান্না দে



20. একাত্তরের ডায়েরি নামক স্মৃতিকথার রচয়িতা কে?


(a) সুফিয়া কামাল


(b) নারায়ণ গঙ্গোপাধ্যায়


(c) নারায়ণ সান্যাল 


(d) দক্ষিণারঞ্জন বসু


উওর : সুফিয়া কামাল


21. মণিকুন্তলা সেন রচিত স্মৃতিকথার নাম— 


(a) একাত্তরের ডায়েরি 


(b) আমি নেতাজিকে দেখেছ


(c) সেদিনের কথা


(d) জীবনের জলসাঘরে


উওর : আমি নেতাজিকে দেখেছ


22. বৈজ্ঞানিক ইতিহাসচর্চার জনক বলা হয় — 


(a) থুকিডিডিসকে 


(b) সু-মা-কিয়েনকে


(c) হেরোডোটাসকে 


(d) ইবন খালদুনকে


উওর : থুকিডিডিসকে


23. ল্যুভর মিউজিয়াম অবস্থিত—


(a) ফ্রান্সে


(b) জার্মানিতে


(c) ইংল্যান্ডে


(d) হল্যান্ডে


উওর : ফ্রান্সে


24. রাজতরঙ্গিণী গ্রন্থে মূলত কোন্ অঞ্চলের ইতিহাস জানা যায়?


(a) বাংলা


(c) কাশ্মীর


(b) রাজস্থান


(d) মহারাষ্ট্র


উওর : কাশ্মীর


25. আধুনিক ইতিহাস চর্চার জনক হলেন— 


(a) হেরোডোটাস 


(b) থুকিডিডিস


(c) পেরিক্লিস


(d) ইবন খালদুন


উওর : ইবন খালদুন


Tags : History MCQ | HS History MCQ | Class 12 History MCQ Question Answer | WB Class 12 History MCQ | WB Class 12 History MCQ | WBCHSE History MCQ Question Answer | উচ্চমাধ্যমিক ইতিহাস MCQ | দ্বাদশ শ্রেণির ইতিহাস MCQ 

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)
To Top