আজকের এই ব্লগের মাধ্যমে আমরা দ্বাদশ শ্রেণির রাষ্ট্রবিজ্ঞান সপ্তম অধ্যায় ভারতের শাসন বিভাগ থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ 25+ HS Political Science MCQ Questions Answers তোমাদের সঙ্গে শেয়ার করবো।।
ভারতের শাসন বিভাগ অধ্যায়ের প্রশ্ন উওর || WBCHSE Class 12 Political Science MCQ In Bengali
1. ভারতের রাষ্ট্রপ্রধান হলেন -
a• প্রধানমন্ত্রী
b• রাষ্ট্রপতি
c• উপরাষ্ট্রপতি
d• মন্ত্রিপরিষদ
• উওর :- রাষ্ট্রপতি
2. ভারতের নিয়মতান্ত্রিক শাসক হলেন-
a• প্রধানমন্ত্রী
b• রাষ্ট্রপতি
c• স্পিকার
d• প্রধান বিচারপতি
• উওর :- রাষ্ট্রপতি
3. ভারতের শাসন বিভাগের প্রকৃত শাসক হলেন-
a• রাষ্ট্রপতি
b• উপরাষ্ট্রপতি
c• প্রধানমন্ত্রী
d• রাজ্যপাল
• উওর :- প্রধানমন্ত্রী
4. ভারতের রাষ্ট্রপতির কার্যকালের মেয়াদ হল—
a• ৪ বছর
b• ৫ বছর
c• ৬ বছর
d• ৮ বছর
• উওর :- ৫ বছর
5. রাষ্ট্রপতি লোকসভায় ইঙ্গ-ভারতীয় সদস্যদের মধ্যে থেকে মনোনীত করতে পারেন-
a• ১ জনকে
b• ২ জনকে
c• ৩ জনকে
d• ৫ জনকে
• উওর :- ২ জনকে
6. পার্লামেন্টের অধিবেশন আহবান করেন-
a• রাষ্ট্রপতি
b• স্পিকার
c• প্রধানমন্ত্রী
d• প্রধান বিচারপতি
• উওর :- রাষ্ট্রপতি
7. রাষ্ট্রপতি নির্বাচনের বিষয়টি উল্লেখ আছে সংবিধানের—
a• ৫০ নং ধারায়
b• ৫৫ নং ধারায়
c• ৭৫ নং ধারায়
d• ৬১ নং ধারায়
উওর :- ৫৫ নং ধারায়
8. রাষ্ট্রপতির পদচ্যুতির বিষয়টি আছে সংবিধানের
a• ৫৫ নং ধারায়
b• ৭৪ নং ধারায়
c• ৬১ নং ধারায়
d• ৭৫ নং ধারায়
উওর :- ৭৪ নং ধারায়
9. ভারতের সঞ্চিত তহবিলের দায়িত্ব রয়েছে-
a• প্রধানমন্ত্রীর হাতে
b• রাষ্ট্রপতির হাতে
c• স্পিকারের হাতে
d• অর্থমন্ত্রীর হাতে
• উওর :- রাষ্ট্রপতির হাতে
10. রাষ্ট্রপতির জারি করা অর্ডিন্যান্সের মেয়াদ হল-
a• ৬ সপ্তাহ
b• ৭ সপ্তাহ
c• ৮ সপ্তাহ
d• ১০ সপ্তাহ
• উওর :- ৬ সপ্তাহ
11. রাজ্যসভায় সভাপতিত্ব করেন—
a• রাষ্ট্রপতি
b• উপরাষ্ট্রপতি
c• স্পিকার
d• প্রধানমন্ত্রী
• উওর :- উপরাষ্ট্রপতি
12. রাজ্যসভায় যিনি সভাপতিত্ব করেন, তাঁর পদটিকে বলা হয়-
a• স্পিকার
b• ডেপুটি স্পিকার
c• চেয়ারম্যান
d• সভাপতি
• উওর :- চেয়ারম্যান
13. পার্লামেন্টের যৌথ অধিবেশন আহবান করেন-
a• রাষ্ট্রপতি
b• স্পিকার
c• উপরাষ্ট্রপতি
d• প্রধানমন্ত্রী
• উওর :- রাষ্ট্রপতি
14.ভারতের প্রথম রাষ্ট্রপতি হলেন
a• ড. রাধাকৃষ্ণণ
b• ড. রাজেন্দ্র প্রসাদ
c• প্রতিভা দেবী সিং পাতিল
d• এপিজে আবদুল কালাম
• উওর :- ড. রাজেন্দ্র প্রসাদ
15. ভারতের বর্তমান উপরাষ্ট্রপতির নাম হল-
a• মহঃ হামিদ কুরেশি
b• জগদীপ ধানকার
c• বেঙ্কাইয়া নাইডু
d• প্রণব মুখোপাধ্যায়
• উওর :- জগদীপ ধানকার
16. ভারতে এযাবৎ জাতীয় জরুরি অবস্থা জারি হয়েছে—
a• ৩ বার
b• ৪ বার
c• ৫ বার
d• ৬ বার
• উওর :- ৩ বার
17. ভারতে আর্থিক জরুরি অবস্থা জারি হয়েছে—
a• ১ বার
b• ৩ বার
c• ২ বার
d• একবারও নয়
• উওর :- একবারও নয়
18. ভারতের বর্তমান রাষ্ট্রপতির নাম হল
a• রামনাথ কোবিন্দ
b• দ্রৌপতী মুর্মু
c• হামিদ আনসারি
d• প্রতিভা দেবী সিং পাতিল
• উওর :- দ্রৌপতী মুর্মু
19. ভারতের রাষ্ট্রপতির প্রধান পরামর্শদাতা হলেন-
a• প্রধানমন্ত্রী
b• মন্ত্রীপরিষদ
c• সুপ্রিমকোর্ট
d• উপরাষ্ট্রপতি
• উওর :- প্রধানমন্ত্রী
20. রাষ্ট্রপতির অনুপস্থিতিতে তাঁর দায়িত্ব পালন করেন—
a• মন্ত্রীপরিষদ
b• প্রধানমন্ত্রী
c• সুপ্রিমকোর্ট
d• উপরাষ্ট্রপতি
• উওর :- উপরাষ্ট্রপতি
21. জরুরি কারণে সংসদ / লোকসভার কার্যকালের মেয়াদ বাড়ানো যায়"
a• ১ বছর
b• ২ বছর
c• ৪ বছর
d• ৫ বছর
• উওর :- ১ বছর
22. রাষ্ট্রপতির হাতে কেন্দ্রীয় শাসন বিভাগের সব ক্ষমতা অর্পিত আছে সংবিধানের—
a• ৫১ ধারায়
b• ৫৩ ধারায়
c• ৫৪ ধারায়
d• ৫৫ ধারায়
• উওর :- ৫৩ ধারায়
23. ভারতের সর্বপ্রথম উপরাষ্ট্রপতি কে ছিলেন?
a• ডঃ সর্বপল্লী রাধাকৃষ্ণন
b• চক্রবর্তী রাজা গোপালাচারী
c• হামিদ আনসারি
d• প্রতিভা দেবী সিং পাতিল
• উওর :- ডঃ সর্বপল্লী রাধাকৃষ্ণন
24.ভারতের সর্বপ্রথম মহিলা রাষ্ট্রপতি কে ছিলেন?
a• সরজোনি নাইডু
b• মুথুলক্ষী রেড্ডি
c• ইন্দিরা গান্ধী
d• প্রতিভা দেবী সিং পাতিল
• উওর :- প্রতিভা দেবী সিং পাতিল
25. ভারতের রাষ্ট্রপতিকে নির্বাচন করেন-
a• লোকসভার সদস্যগণ
b• রাজ্যসভার সদস্যগণ
c• লোকসভা এবং রাজ্যসভার সদস্যগণ
d• লোকসভা এবং রাজ্যসভার নির্বাচিত সদস্যগণ এবং বিধানসভার নির্বাচিত সদস্যগণ
• উওর :- লোকসভা এবং রাজ্যসভার নির্বাচিত সদস্যগণ এবং বিধানসভার নির্বাচিত সদস্যগণ
26. Indian Government and Politics' গ্রন্থের প্রণেতা হলেন-
a• ল্যাঙ্কি
b• রাষ্ট্রপতি
c• দুর্গাদাস বসু
d• জে সি জোহারি
• উওর :- জে সি জোহারি
পোস্টটি পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ।।