ভারতের শাসন বিভাগ অধ্যায়ের প্রশ্ন উওর || WBCHSE Class 12 Political Science MCQ In Bengali

0
 
ভারতের শাসন বিভাগ অধ্যায়ের প্রশ্ন উওর || WBCHSE Class 12 Political Science MCQ In Bengali
ভারতের শাসন বিভাগ অধ্যায়ের প্রশ্ন উওর


আজকের এই ব্লগের মাধ্যমে আমরা দ্বাদশ শ্রেণির রাষ্ট্রবিজ্ঞান সপ্তম অধ্যায় ভারতের শাসন বিভাগ থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ 25+ HS Political Science MCQ Questions Answers তোমাদের সঙ্গে শেয়ার করবো।।

ভারতের শাসন বিভাগ অধ্যায়ের প্রশ্ন উওর || WBCHSE Class 12 Political Science MCQ In Bengali 

1. ভারতের রাষ্ট্রপ্রধান হলেন -

a• প্রধানমন্ত্রী 

b• রাষ্ট্রপতি

c• উপরাষ্ট্রপতি 

d• মন্ত্রিপরিষদ

• উওর :- রাষ্ট্রপতি


2. ভারতের নিয়মতান্ত্রিক শাসক হলেন-

a• প্রধানমন্ত্রী

b• রাষ্ট্রপতি

c• স্পিকার

d• প্রধান বিচারপতি

• উওর :- রাষ্ট্রপতি


3. ভারতের শাসন বিভাগের প্রকৃত শাসক হলেন-

a• রাষ্ট্রপতি

b• উপরাষ্ট্রপতি

c• প্রধানমন্ত্রী

d• রাজ্যপাল 

• উওর :- প্রধানমন্ত্রী


4. ভারতের রাষ্ট্রপতির কার্যকালের মেয়াদ হল—

a• ৪ বছর

b• ৫ বছর

c• ৬ বছর 

d• ৮ বছর

• উওর :- ৫ বছর


5. রাষ্ট্রপতি লোকসভায় ইঙ্গ-ভারতীয় সদস্যদের মধ্যে থেকে মনোনীত করতে পারেন- 

a• ১ জনকে 

b• ২ জনকে 

c• ৩ জনকে 

d• ৫ জনকে

• উওর :-  ২ জনকে 


6. পার্লামেন্টের অধিবেশন আহবান করেন-

a• রাষ্ট্রপতি

b• স্পিকার 

c• প্রধানমন্ত্রী

d• প্রধান বিচারপতি

• উওর :- রাষ্ট্রপতি


7. রাষ্ট্রপতি নির্বাচনের বিষয়টি উল্লেখ আছে সংবিধানের—

a• ৫০ নং ধারায়

b• ৫৫ নং ধারায়

c• ৭৫ নং ধারায়

d• ৬১ নং ধারায় 

উওর :- ৫৫ নং ধারায়


8. রাষ্ট্রপতির পদচ্যুতির বিষয়টি আছে সংবিধানের

a• ৫৫ নং ধারায় 

b• ৭৪ নং ধারায়

c• ৬১ নং ধারায়

d• ৭৫ নং ধারায় 

উওর :- ৭৪ নং ধারায়


9. ভারতের সঞ্চিত তহবিলের দায়িত্ব রয়েছে-

a• প্রধানমন্ত্রীর হাতে 

b• রাষ্ট্রপতির হাতে

c• স্পিকারের হাতে 

d• অর্থমন্ত্রীর হাতে

• উওর :- রাষ্ট্রপতির হাতে


10. রাষ্ট্রপতির জারি করা অর্ডিন্যান্সের মেয়াদ হল-

a• ৬ সপ্তাহ 

b• ৭ সপ্তাহ 

c• ৮ সপ্তাহ

d• ১০ সপ্তাহ

• উওর :- ৬ সপ্তাহ 


11. রাজ্যসভায় সভাপতিত্ব করেন—

a• রাষ্ট্রপতি 

b• উপরাষ্ট্রপতি

c• স্পিকার

d• প্রধানমন্ত্রী

• উওর :- উপরাষ্ট্রপতি


12. রাজ্যসভায় যিনি সভাপতিত্ব করেন, তাঁর পদটিকে বলা হয়- 

a• স্পিকার

b• ডেপুটি স্পিকার

c• চেয়ারম্যান

d• সভাপতি

• উওর :- চেয়ারম্যান


13. পার্লামেন্টের যৌথ অধিবেশন আহবান করেন-

a• রাষ্ট্রপতি 

b• স্পিকার

c• উপরাষ্ট্রপতি

d• প্রধানমন্ত্রী

• উওর :- রাষ্ট্রপতি


14.ভারতের প্রথম রাষ্ট্রপতি হলেন

a• ড. রাধাকৃষ্ণণ

b• ড. রাজেন্দ্র প্রসাদ

c• প্রতিভা দেবী সিং পাতিল

d• এপিজে আবদুল কালাম

• উওর :- ড. রাজেন্দ্র প্রসাদ


15. ভারতের বর্তমান উপরাষ্ট্রপতির নাম হল-

a• মহঃ হামিদ কুরেশি

b• জগদীপ ধানকার

c• বেঙ্কাইয়া নাইডু

d• প্রণব মুখোপাধ্যায়

• উওর :- জগদীপ ধানকার


16. ভারতে এযাবৎ জাতীয় জরুরি অবস্থা জারি হয়েছে—

a• ৩ বার

b• ৪ বার

c• ৫ বার

d• ৬ বার

• উওর :- ৩ বার


17. ভারতে আর্থিক জরুরি অবস্থা জারি হয়েছে—

a• ১ বার

b• ৩ বার

c• ২ বার

d• একবারও নয়

• উওর :- একবারও নয়


18. ভারতের বর্তমান রাষ্ট্রপতির নাম হল

a• রামনাথ কোবিন্দ 

b• দ্রৌপতী মুর্মু

c• হামিদ আনসারি

d• প্রতিভা দেবী সিং পাতিল

• উওর :- দ্রৌপতী মুর্মু


19. ভারতের রাষ্ট্রপতির প্রধান পরামর্শদাতা হলেন-

a• প্রধানমন্ত্রী

b• মন্ত্রীপরিষদ 

c• সুপ্রিমকোর্ট

d• উপরাষ্ট্রপতি

• উওর :- প্রধানমন্ত্রী


20. রাষ্ট্রপতির অনুপস্থিতিতে তাঁর দায়িত্ব পালন করেন— 

a• মন্ত্রীপরিষদ 

b• প্রধানমন্ত্রী 

c• সুপ্রিমকোর্ট 

d• উপরাষ্ট্রপতি

• উওর :-  উপরাষ্ট্রপতি


21. জরুরি কারণে সংসদ / লোকসভার কার্যকালের মেয়াদ বাড়ানো যায়"

a• ১ বছর

b• ২ বছর

c• ৪ বছর

d• ৫ বছর

• উওর :- ১ বছর


22. রাষ্ট্রপতির হাতে কেন্দ্রীয় শাসন বিভাগের সব ক্ষমতা অর্পিত আছে সংবিধানের—

a• ৫১ ধারায় 

b• ৫৩ ধারায়

c• ৫৪ ধারায়

d• ৫৫ ধারায়

• উওর :- ৫৩ ধারায়


23. ভারতের সর্বপ্রথম উপরাষ্ট্রপতি কে ছিলেন? 

a• ডঃ সর্বপল্লী রাধাকৃষ্ণন

b• চক্রবর্তী রাজা গোপালাচারী

c• হামিদ আনসারি

d• প্রতিভা দেবী সিং পাতিল

• উওর :- ডঃ সর্বপল্লী রাধাকৃষ্ণন


24.ভারতের সর্বপ্রথম মহিলা রাষ্ট্রপতি কে ছিলেন? 

a• সরজোনি নাইডু

b• মুথুলক্ষী রেড্ডি

c• ইন্দিরা গান্ধী

d• প্রতিভা দেবী সিং পাতিল

• উওর :- প্রতিভা দেবী সিং পাতিল


25. ভারতের রাষ্ট্রপতিকে নির্বাচন করেন-

a• লোকসভার সদস্যগণ

b• রাজ্যসভার সদস্যগণ

c• লোকসভা এবং রাজ্যসভার সদস্যগণ 

d• লোকসভা এবং রাজ্যসভার নির্বাচিত সদস্যগণ এবং বিধানসভার নির্বাচিত সদস্যগণ

• উওর :- লোকসভা এবং রাজ্যসভার নির্বাচিত সদস্যগণ এবং বিধানসভার নির্বাচিত সদস্যগণ


26. Indian Government and Politics' গ্রন্থের প্রণেতা হলেন-

a• ল্যাঙ্কি

b• রাষ্ট্রপতি

c• দুর্গাদাস বসু

d• জে সি জোহারি

• উওর :- জে সি জোহারি

পোস্টটি পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ।।

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)
To Top