মাধ্যমিক ইতিহাস সাজেশন- : ইতিহাসের ধারণা প্রথম অধ্যায়য়ের সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর
ইতিহাসের ধারণা প্রথম অধ্যায় প্রশ্ন উত্তর |
আজকের এই পোস্টের মাধ্যমে আমরা ক্লাস 10 ইতিহাসের প্রথম অধ্যায়ের প্রশ্ন উত্তর শেয়ার করবো।। আজকের এই পোস্টে দশম শ্রেণির ইতিহাস প্রথম অধ্যায় এর 2 নম্বরের প্রশ্ন উত্তর দেওয়ার চেষ্টা করবো।।
মাধ্যমিক পরীক্ষায় দশম শ্রেণির ইতিহাসের প্রথম অধ্যায় " ইতিহাসের ধারণা " থেকে প্রধানত 4 ধরনের প্রশ্ন হয়ে থাকে।। কিন্তু বিগত বছরে সিলেবাসের পরিবর্তন হওয়ায় মাধ্যমিক ইতিহাস প্রথম অধ্যায় অর্থাৎ ইতিহাসের ধারণা অধ্যায়টি থেকে কিছু প্রশ্ন কমিয়ে নেওয়া হয়েছে।। আজকের এই পোস্টে দশম শ্রেণির ইতিহাস প্রথম অধ্যায়ের দু'নম্বর এর কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উওর দেওয়া হয়েছে।
ইতিহাসের ধারণা প্রথম অধ্যায়য়ের সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর | মাধ্যমিক ইতিহাস প্রশ্ন উওর | ইতিহাসের ধারণা অধ্যায়ের গুরুত্বপূর্ণ প্রশ্ন উওর
🔴-নতুন সামাজিক ইতিহাস কী??
✅উওর= প্রচলিত ইতিহাসচর্চায়, শুধুমাত্র সমাজের উচ্চবিত্ত দিকগুলো নিয়ে ইতিহাসচর্চা হতো।।
যেমন সমাজের রাজনৈতিক,অর্থনৈতিক, সামরিক ও সমাজের বিভিন্ন উচ্চবিত্ত ব্যক্তিদের কাহিনী প্রভৃতি।। কিন্তু 1960 ও 1970- এর দশকে ইউরোপ ও আমেরিকায় ইতিহাসচর্চার প্রচলিত দিকগুলোর সাথে সাথে, সমাজের অবহেলিত দিকগুলি -
অর্থাৎ সমাজের নিম্নবিত্ত বা সাধারণ মানুষদের সহ সমগ্র সমাজের ইতিহাসেচর্চার উপর গুরুত্ব দেওয়া হয়।। ইতিহাস চর্চার এই দিকটি নতুন সামাজিক ইতিহাস নামে পরিচিত।।
🔴-নিম্নবর্গের ইতিহাসচর্চা কাকে বলে??
-✅উওর- প্রচলিত ইতিহাসচর্চায় শুধুমাত্র সমাজের উচ্চবর্ণ ব্যক্তিদের বা উচ্চবর্গের ভূমিকা ছিল।। কিন্তু এই নিম্নবর্গের ইতিহাস চর্চায় সমাজের উচ্চবর্গের সাথে সাথে সমাজের নিম্নবর্গের মানুষদের, - অর্থাৎ কৃষক-শ্রমিক- জনতা, আদিবাসী এবং সমাজের নিম্ন স্তরের মানুষদের বিভিন্ন সময়ের বিভিন্ন উদ্যোগ এবং তাদের বিভিন্ন কার্যকলাপ এবং তাদের সাধারন জীবনের কাহিনি নিয়ে রচিত এই ইতিহাসচর্চাকেই নিম্নবর্গের ইতিহাসচর্চা বলা হয়।।
🔴- ভারতীয় খেলার ইতিহাসে 1911 খ্রিস্টাব্দ বিখ্যাত কেন???
✅- উওর= ভারতের খেলার ইতিহাসের 1911 খ্রিস্টাব্দে বিখ্যাত হওয়ার কারণ হলো, 1911 খ্রিস্টাব্দে ভারতীয় ফুটবল দল মোহনবাগান ক্লাব! -এর খেলোয়াররা খালি পায়ে ইংরেজদের St. Xavier's দলের বুটজুতো পরা ইংরেজ খেলোয়াদের আই.এফ. এ শিল্ড প্রতিযোগিতায় হারিয়ে দিয়েছিল।।
এবং এই ঘটনা ইংরেজ বিরোধী জাতীয় চেতনা বৃদ্ধি করে ভারতের সাংস্কৃতিক জাতীয়তাবাদের উদ্ভব ঘটিয়েছিল।।
🔴- স্থানীয় ইতিহাস বলতে কাকে বলে??
✅ উওর= কোনো দেশের বা,কোনো রাজ্যের, বা কোনো অঞ্চলের কোনো কিছুকে কেন্দ্র করে যে ইতিহাসচর্চা বা ইতিহাস গড়ে ওঠে! সেটাই হলো সেই অঞ্চলের স্থানীয় ইতিহাস।। এবং সেই অঞ্চলের ইতিহাসকে নিয়ে চর্চা করাই হলো সেই অঞ্চলের স্থানীয় ইতিহাসচর্চা।।
ইতিহাসের ধারণা অধ্যায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নের উওর অনলাইন মকটেস্ট দিতে নিচের লিঙ্কে ক্লিক করো।
Click Here 👇👇
https://somclassroom.blogspot.com/2021/11/Class-10-history-question-answer%20.html
🔴- পরিবেশের ইতিহাস কী??
✅উওর- পরিবেশের অর্থাৎ, প্রকৃতি জগতের সঙ্গে মানবসমাজের ক্রিয়া-প্রতিক্রিয়া ইতিহাস! অথবা পরিবেশের সঙ্গে জড়িত অতীতের বিভিন্ন ঘটনাবলী নিয়ে যে ইতিহাস চর্চা হয়, তাকে পরিবেশের ইতিহাস বলা হয়।। সাধারণভাবে 1970 - এর দশকে পরিবেশ ইতিহাস চর্চা শুরু হয়েছিল।।
ভারতের মধ্যে যারা পরিবেশের ইতিহাসের গবেষণায় রয়েছেন তাদের মধ্যে অন্যতম হলো- ইরফান হাবি, রামচন্দ্র গুহ, বসন্ত সবেরওয়াল প্রমুখ।।
নিচে দেওয়া লিঙ্ক গুলোর ওপর ক্লিক করে বিভিন্ন অধ্যায়ের প্রশ্ন উওর এবং সাজেশন গুলো দেখে নিতে পারেন। 👇
1- ইতিহাসের ধারণা অধ্যায়ের প্রশ্ন উওর
2- ইতিহাসের ধারণা অধ্যায়ের সমস্ত 2 নম্বরের প্রশ্ন ও উওর
3- সংস্কার : বৈশিষ্ট্য ও পর্যালোচনা মাধ্যমিক ইতিহাস সাজেশন সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর
4- প্রতিরোধ ও বিদ্রোহ অধ্যায়ের প্রশ্ন উওর ও সাজেশিন
6- সংঘবদ্ধতার গোড়ার কথা প্রশ্ন উওর ও সাজেশন
9- বিকল্প চিন্তা ও উদ্যোগ অধ্যায়ের সমস্ত 2 নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উওর
🔴- পরিবেশের ইতিহাসের গুরুত্ব কী??
[মাধ্যমিক 2018]✅- উওর=
- মানুষের বিভিন্ন কার্যকলাপ এবং বিভিন্ন অন্যান্য কারণে আমাদের পরিবেশ দিনের পর দিন খারাপ হয়ে চলেছে।। মানুষ ও পরিবেশের উপর নির্ভরশীল।। প্রাকৃতিক সম্পদের ব্যবহার ও সংরক্ষণ এবং তার ওপর বিজ্ঞান ও প্রযুক্তির অপব্যবহার মানবসভ্যতাকে বিশেষভাবে প্রভাবিত করে। প্রাকৃতিক সম্পদের অপব্যবহার এবং লুণ্ঠন জনজীবনকে বিপর্যস্ত করে তুলেছে।। তাই পরিবেশের কল্যান, এবং পরিবেশ সচেতনতার লক্ষ্যেই ইতিহাসে পরিবেশের ইতিহাসচর্চা গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।।।
🔴- আত্মজীবনী কিভাবে ইতিহাসের উপাদান হিসেবে ব্যবহৃত হতে পারে??
অথবা,🔴- স্মৃতিকথা অথবা আত্মজীবনীকে কীভাবে আধুনিক ভারতের ইতিহাস চর্চার উপাদান রূপে ব্যবহার করা যায়??
- [মাধ্যমিক 2018]✅উওর= আধুনিক ইতিহাস রচনার উপাদান গুলির মধ্যে অন্যতম হলো কোনো ব্যক্তির আত্মজীবনী ও স্মৃতিকথা।। কারণ -
• প্রথমত এ ধরনের রচনায় সমাজের নানা স্তরের মানুষের জীবনের বিভিন্ন ঘটনার উল্লেখ থাকে যেগুলি সেই ব্যক্তি নিজের প্রত্যক্ষ করেছেন বা তার জীবনের ঘটনাগুলি ঘটে গিয়েছিল।। এসব ঘটনা গুলির মাধ্যমে বিভিন্ন সময় কালের ইতিহাস ও সংস্কৃতির কথা ধরা থাকে।।
• দ্বিতীয়তঃ বিভিন্ন স্মৃতিকথা ও আত্মজীবনী থেকে বিভিন্ন সময়ের সমাজ রাজনীতি ও অর্থনীতির প্রকৃতি সম্পর্কে নানান তথ্য ধারণা পাওয়া যায়।।
🔴- ইতিহাসে তথ্য সংগ্রহে ইন্টারনেটের ব্যবহারে দুটি সুবিধা লেখো।।
✅- উত্তর = ইতিহাসের তথ্য সংগ্রহে ইন্টারনেটের দুটি সুবিধা-
• ইতিহাসের তথ্য সংগ্রহে ইন্টারনেট ব্যবহারের প্রথম সুবিধা হল - অনেক সময় দেখা যায় আমাদের বিভিন্ন প্রয়োজনে ইতিহাসের এমন কিছু ছবি বা চিত্র, বিভিন্ন কাগজপত্র, কিছু তারিখ বা সাল, বিভিন্ন গবেষণাকেন্দ্রের জার্নাল, পুরনো দিনের নথিপত্র প্রভৃতির প্রয়োজন হয়,, যেগুলো সাধারণত কোন বইয়ে বা অন্য কোথাও পাওয়া যায় না!!
সেসব যদি আমরা ইন্টারনেটে খোঁজাখুঁজি করি তাহলে সেসব ছবি আমরা খুব সহজেই ইন্টারনেট থেকে পেয়ে যাই।
দ্বিতীয়তঃ ইতিহাসের তথ্য সংগ্রহে ইন্টারনেট ব্যবহার করার সবচেয়ে বড় এবং ভালো সুবিধা হলো, আমরা খুব অল্প সময়ে এবং খুব কম খরচে ইন্টারনেটের কাছে থেকে ইতিহাসের বিভিন্ন তথ্য হাতিয়ে নিতে পারি।।
🔴- ইতিহাসের তথ্য সংগ্রহে ইন্টারনেট ব্যবহারের দুটি অসুবিধা লেখ।
✅- উওর= ইতিহাসে তথ্য সংগ্রহে ইন্টারনেট ব্যবহারের দুটি অসুবিধা-
- প্রথমতঃ- অনেক সময় আমরা ইন্টারনেট ব্যবহার করে যেসব তথ্য চিত্র বা বিভিন্ন নথিপত্রের কপি, বা অন্যান্য যেসব তথ্য দেখতে পাই, সেগুলো সব সময় সঠিক নাও হতে পারে!! সেগুলো অনেক ক্ষেত্রেই ভুল হয়।। তাই ইন্টারনেট থেকে আমাদের এসব তথ্য সংগ্রহের সময় বিশেষভাবে খেয়াল রাখতে হবে, যে সেই তথ্যটি আদতেও সঠিক কিনা।।
- দ্বিতীয়তঃ ইতিহাসের তথ্য সংগ্রহে ইন্টারনেট ব্যবহারের দ্বিতীয় অসুবিধাটি হল
• যেহেতু ইন্টারনেট সবার জন্যেই! তাই এখানে একটি বিষয় নিয়েই অনেকজন বিভিন্ন ধরনের তথ্য দিতে পারে।। তাই যখন আমরা একটি বিষয় নিয়ে গবেষণা করি, তখন আমাদের সামনে একটি বিষয়ের ওপর নানা তথ্য সামনে উঠে আসে!! এবং একটি বিষয়ের ওপর এরকম নানান তথ্য চলে আসার জন্য আমরা বুঝতেই পারিনা কোন তথ্যটি সঠিক এবং কোন তথ্যটি ভুল!!! এবং এভাবেই অনেক সময় আমাদের নানান সমস্যার সম্মুখীন হতে হয়।।
🔴- সরকারি নথিপত্র বলতে কি বোঝায়??
[মাধ্যমিক 2019]✅উওর= সরকারি নথিপত্র বলতে বোঝায়, পুলিশ বা গোয়েন্দা বাহিনীর কোনো তথ্য, কোনো সরকারি আধিকারিকদের বিভিন্ন চিঠি, পএ,( গোপনও হতে পারে), বা যেকোনো সরকারি আধিকারিকদের প্রতিবেদন, তাদের দেওয়া বিভিন্ন চিঠি, বিভিন্ন নথিপএকেই - সরকারি নথিপত্র বলে।।।
🔴- সাময়িকপত্র ও সংবাদপত্রের মধ্যে পার্থক্য কী?
✅উওর=
• * * সাময়িক পএ -
• যেসব পত্রপত্রিকা সময়ের নির্দিষ্ট ব্যবধানে- হয়তো- 15 দিন অন্তর, বা এক সপ্তাহ অথবা এক মাস কিংবা তিন মাস অন্তর প্রকাশিত হয় তাদের সাময়িক পত্র বলে।।
• সাময়িক পত্র গুলির দাম সংবাদপত্রের থেকে একটু বেশি হয়।।
যেমন - দিকদর্শন হলো একটি সাময়িক পত্র।।
• * * সংবাদ পএ -
• অন্যদিকে দৈনিক খবর নিয়ে প্রকাশিত পত্রিকা সংবাদপত্র নামে পরিচিত।।
• সংবাদপত্র সাময়িক পত্র থেকে একটু সস্তা হয়
• যেমন সোমপ্রকাশ ছিল বাংলার একটি জনপ্রিয় সংবাদপত্র
🔴- ব্রিটিশ সরকার কেন 1898 খ্রিস্টাব্দে -সোমপ্রকাশ সাময়িক পত্রিকাটি বন্ধ করে দিয়েছিল???
✅- উওর= 1898 খ্রিষ্টাব্দে সোমপ্রকাশ পএিকাটি বন্ধ হয়ে যাওয়ার কারণ গুলি ছিল -
- প্রথমত এই পত্রিকার সম্পাদক দ্বারকানাথ বিদ্যাভূষণ সেই সময়ে বিভিন্ন রাজনৈতিক ও অর্থনৈতিক বিচার বিভাগ ও সরকারের বিভিন্ন খারাপ দিক গুলি নির্ভীকভাবে আলোচনার মাধ্যমে জনসমক্ষে প্রকাশ করতেন।
- দ্বিতীয়তঃ কাবুলে ব্রিটিশবিরোধী লেখার জন্য সোমপ্রকাশ দেশীয় ভাষায় সংবাদপত্র আইন এর প্রকোপে পরে।। এবং এই দেশীয়ভাষায় সংবাদপত্র আইন এর প্রকোপে পরার জন্য সোমপ্রকাশের বিরুদ্ধে যে মুচলেকা বা জরিমানা ধার্য করা হয়! -সেটা এই পত্রিকার সম্পাদক দ্বারকানাথ বিদ্যাভূষণ দিতে রাজি হয় না!! তার পরিবর্তে দ্বারকানাথ বিদ্যাভূষণ সোমপ্রকাশের প্রকাশনাই বন্ধ করে দেন ।
🔴- ইতিহাসের উপাদান রূপে সংবাদপত্রের গুরুত্ব কী? [মাধ্যমিক 2017]
✅উওর= ইতিহাসের উপাদান রূপে সংবাদপত্রের বিভিন্ন ভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে.. যেমন বেশিরভাগ ক্ষেত্রেই সংবাদপত্রের মাধ্যমে পুরনো দিনের কোন ঘটনার কথা জানতে পারা যায়।। বা সেই ঘটনার নির্দিষ্ট সময় সম্পর্কেও জানা যায়।। এছাড়াও সংবাদপত্রের মাধ্যমে পুরনো দিনের সমাজ সংস্কৃতি এবং সমাজ সংস্কারে বিভিন্ন ব্যক্তির ভূমিকা সম্পর্কেও জানতে পারা যায়।।
যেমন একটি উদাহরণ উনিশ শতকে এদেশের সমাজ ও ধর্মের ক্ষেত্রে যে সমস্ত কুসংস্কার ছিল, তার বিরুদ্ধে বিভিন্ন সমাজ সংস্কারক ও ধর্ম সংস্কারকরাকিভাবে সোচ্চার হয়েছিলেন তা জানা।।
উদাহরণ হিসেবে বলা যায়"- সতীদাহ প্রথার বিরোধিতায় দিকদর্শন, এবং নীল বিদ্রোহের স্বপক্ষে জনমত গঠনে হিন্দু প্যাট্রিয়ট,, বা ব্রিটিশ সরকারের জনবিরোধী সমালোচনার ক্ষেত্রে সোমপ্রকাশ পত্রিকার বিশেষ ভূমিকা ছিল।।
🔴- রবীন্দ্রনাথ ঠাকুরের - "জীবনস্মৃতি"- কিভাবে ইতিহাস রচনার উপাদান হিসেবে ব্যবহার করা যেতে পারে?
✅- উওর= রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনস্মৃতি মূলক গ্রন্থটি শুধুমাত্র রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনের ইতিহাস রচনার উপাদান হিসেবে নয়!! বরং তার সাথে সাথে ঠাকুরবাড়ির অন্দরমহলের ইতিহাস রচনার উপাদান হিসেবে ব্যবহার করা যায়।।
- এই গ্রন্থে রবীন্দ্রনাথ ঠাকুর তাঁর ছোটবেলার শিক্ষারম্ভ তাঁর সাহিত্যচর্চা এবং ঠাকুর বাড়ির বিভিন্ন স্বাদেশিকতা, নীতিচর্চার কথা উল্লেখ করেছেন।। এছাড়াও রবীনাথ ঠাকুর ব্রাহ্ম আন্দোলন, ধর্ম সংস্কার, জাতীয়তাবাদের বিকাশ এর কথাও লিখে গেছেন।।। রবীনাথ ঠাকুর বিভিন্ন সময়ে দেশ-বিদেশের বিভিন্ন জায়গায় ভ্রমণ করেছিলেন।।
এবং সেসব কথাও তিনি তাঁর এই গ্রন্থে লিখে গেছেন।।
🔴 - বঙ্গদর্শনের যুগ কাকে বলে??
✅ - উওর = সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সম্পাদিত বঙ্গদর্শন পত্রিকাটি যত সময় ধরে বা যতদিন ধরে প্রকাশিত হয়েছিল সেই সময়কাল পর্যন্ত, অর্থাৎ 1872 খ্রিস্টাব্দ থেকে 1883 খ্রিস্টাব্দে পর্যন্ত সময়কালকে বঙ্গদর্শনের যুগ বলা হয়।।
⚫⚫⚫⚫⚫⚫⚫⚫⚫⚫⚫⚫⚫⚫⚫⚫⚫⚫⚫⚫⚫⚫⚫
আগের পোস্ট --
ইতিহাস - মাধ্যমিকের জন্য গুরুত্বপূর্ণ সাজেশন -
👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇
- মাধ্যমিক এর জন্য গুরুত্বপূর্ণ সাজেশন।।
ইতিহাসের ধারণা অধ্যায় থেকে - মাধ্যমিকের জন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন উওর -
👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇
- ইতিহাসের ধারণা অধ্যায় থেকে - মাধ্যমিকের জন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন উওর -
Sir agulo save ki kore hobe?
উত্তরমুছুনLol
মুছুনখাতায় লিখে নাও
উত্তরমুছুন