2025 Madhyamik Geography : দশম শ্রেণীর ভূগোল প্রথম অধ্যায় বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ MCQ প্রশ্ন নিয়ে তোমাদের জন্য আজকের এই মকটেস্ট শেয়ার করা হলো। 
* মাধ্যমিক ভূগোল সকল অধ্যায়ের টাইপ করা পিডিএফ নোটস খুবই কম দামে নিতে চাইলে নিম্নলিখিত নম্বরে যোগাযোগ করো।
+91 70034 35951 / +918388986727

Bengali Quiz

Madhyamik Geography Quiz

1. যে প্রক্রিয়ায় বিভিন্ন প্রাকৃতিক শক্তি ভূপৃষ্ঠের ওপর কাজ করে ভূমিরূপের পরিবর্তন ঘটায়, তাকে বলে—

  • বহির্জাত প্রক্রিয়া
  • গিরিজনি আলোড়ন
  • মহিভাবক আলোড়ন
  • অন্তর্জাত প্রক্রিয়া

2. যে প্রক্রিয়ায় ক্ষয় কার্যের মাধ্যমে ভূমির উচ্চতা হ্রাস পায় তাকে কী বলা হয়?

  • অবঘর্ষ
  • অবরোহণ
  • আরোহন
  • নগ্নীভবন

3. শুষ্ক অঞ্চলে গিরিখাতকে বলা হয়—

  • ধান্দ
  • ক্যানিয়ন
  • মন্থকূপ
  • V আকৃতির উপত্যকা

4. যে প্রক্রিয়ায় ভূপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি পায়, তাকে বলে

  • অবরোহণ
  • আরোহণ
  • নগ্নীভবন
  • আবহবিকার

5. পাখির পায়ের মতো আকৃতির বদ্বীপ দেখা যায়-

  • সিন্ধুনদের মোহানায়
  • নিলনদের মোহানায়
  • মিসিসিপি-মিসৌরি নদীর মোহানায়
  • হোয়াংহো নদীর মোহানায়

6. বহির্জাত শক্তি নয় এমন এক শক্তি হল-

  • নদীপ্রবাহ
  • বায়ুপ্রবাহ
  • সমুদ্রতরঙ্গ
  • অগ্ন্যুদগম

7. প্রশস্ত নদীর মোহনাকে কী বলা হয় ??

  • খাড়ি
  • প্রপাতকূপ
  • মন্থকূপ
  • ক্যাস্কেড

8. লবণযুক্ত শিলাস্তরের উপর নদীর প্রধান ক্ষয়ী প্রক্রিয়াটি কী?

  • অবঘর্ষ ক্ষয়
  • ঘর্ষণ ক্ষয়
  • দ্রবণ ক্ষয়
  • জলপ্রবাহ ক্ষয়

9. নদীর নিক পয়েন্টের মধ্যে কী সৃষ্টি হয়?

  • প্রপাতকূপ
  • মন্থকূপ
  • অশ্বক্ষুরাকৃতি হ্রদ
  • জলপ্রপাত

10. ভূমিরূপ পরিবর্তনকারী শক্তিগুলির মূল উৎস হল-

  • সূর্য
  • নদী
  • বায়ু
  • হিমবাহ

11. মরু অঞ্চলের শুষ্ক নদীখাতকে কী বলা হয়?

  • প্লায়া
  • ধান্দ
  • ওয়াদি
  • বাজাদা

12. ডিমের ঝুড়ি বলা হয় যে ভূমিরূপ খায় তা হল-

  • এসকার
  • ড্রামলিন
  • রসেমতানে
  • ক্রেভাস

13. ক্ষয়সীমা ধারণার প্রবর্তক হলেন-

  • গিলবার্ট
  • পাওয়েল
  • স্মিথ
  • ডেভিস

14. গ্র্যান্ড ক্যানিয়ন রয়েছে-

  • আমাজন নদীতে
  • নীল নদে
  • কলোরাডো নদীতে
  • গঙ্গা নদীতে

15. অভিকর্ষের টানে উচ্চভূমির ঢাল বরাবর মাটি ও শিলাস্তর যখন নিচে নেমে আসে তখন তাকে বলা হয়?

  • নগ্নীভবন
  • ক্ষয়ীভবন
  • পুঞ্জিত ক্ষয়
  • উপরিক্ত কোনোটিই নয়

16. নদীর ষষ্ঠ ঘাতের সূত্র দিয়েছিলেন-

  • গিলবার্ট
  • ডাব্লু.হপকিন্স
  • পাওয়েল
  • ডেভিস

17. পৃথিবীর দীর্ঘতম উপত্যকা হিমবাহ কোনটি?

  • সিয়াচেন
  • ম্যালাসপিনা
  • ল্যাম্বার্ড
  • আলাস্কার হুবার্ড

18. হিমবাহ পৃষ্ঠে যে আড়াআড়ি ফাটলের সৃষ্টি হয় তাকে কী বলা হয়-

  • বার্গসফ্রুন্ড
  • করি
  • ক্রেভাস
  • এসকার

19. ভারতের বৃহত্তম হিমবাহ কোনটি?

  • বল্টারো
  • সিয়াচেন
  • বিয়াফো
  • গঙ্গোত্রী

20. আরোহন ও অবরোহন প্রক্রিয়ার সম্মিলিত ফল হল?-

  • পর্যায়ন
  • পুঞ্জিত ক্ষয়
  • নগ্নীভবন
  • ক্ষয়ীভবন

21. অর্ধচন্দ্রাকৃতি বালিয়াড়ি গুলিকে বলা হয়-

  • সিফ
  • বার্খান
  • হামাদা
  • অ্যাকলে বালিয়াড়ি

22. বর্তমানে পৃথিবীর দ্রুততম হিমবাহ কোনটি?-

  • জ্যাকবস্ভান
  • কোয়ারেক
  • হুবার্ড
  • ল্যাম্বার্ড

23. নিম্নলিখিত কোন ভূমিরূপটি মাশরুম রক নামে পরিচিত

  • ইনসেলবার্জ
  • গৌর
  • ইয়ারদ্যাং
  • জিউগেন

24. রাজস্থানের মরু অঞ্চলের চলমান বালিয়াড়ি গুলিকে কী বলা হয়-

  • মেসা
  • লোয়েস
  • ধ্রিয়ান
  • খাড়ি



Tags : 2025 মাধ্যমিক ভূগোল MCQ সাজেশন | মাধ্যমিক ভূগোল MCQ প্রশ্ন উত্তর |Madhyamik Geography MCQ Questions Answers 2025 | Madhaymik Bhugol Online Mocktest 2025 | WB Class 10 Geography Online MCQ Test

Post a Comment

নবীনতর পূর্বতন