জীবনের প্রবাহমানতা অধ্যায়ের সেরা ৪৫টি গুরুত্বপূর্ণ প্রশ্ন উওর 2025

1


জীবনের প্রবাহমানতা অধ্যায়ের ৪৫টি গুরুত্বপূর্ণ প্রশ্ন উওর || Jiboner Probahomanota Questions Answers 2024


দশম শ্রেণীর জীবন বিজ্ঞান দ্বিতীয় অধ্যায় "জীবনের প্রবাহমানতা" বা মাধ্যমিক জীবন বিজ্ঞান দ্বিতীয় অধ্যায় জীবনের প্রবাহমানতার সবচেয়ে গুরুত্বপূর্ণ 45 টি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর শেয়ার করবো। এর আগে আমরা জীবনের প্রবাহমানতা অধ্যায়ের মকটেস্ট শেয়ার করেছিলাম। আজকে আবার jiboner probaho manota chapterer questions answers, 'জীবনের প্রবাহমানতা অনলাইন মকটেস্ট'- লিঙ্ক তোমাদের সঙ্গে শেয়ার করবো।।


**** ▪ প্রতিদিন মকটেস্ট পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হও👉 Telegram Channel 

প্রতিদিন নতুন কিছু জানতে / নোট পেতে ফলো করো আমাদের 👉 WhatsApp Channel

জীবনের প্রবাহমানতা অধ্যায়ের ৪৫টি গুরুত্বপূর্ণ প্রশ্ন উওর 2025 || Jiboner Probahomanota Questions Answers 2025

1)কোন বিজ্ঞানী প্রথম কোশ বিভাজন পর্যবেক্ষণ করেন??

উওর ; বিজ্ঞানী ফ্লেমিং 1880 খ্রিস্টাব্দে স্যালাম্যান্ডারের দেহে প্রথম বিভাজন পর্যবেক্ষণ করেছিলেন।।।

2) কোন বিজ্ঞানী ক্রোমোজোমের নামকরণ করেছিলেন??

উওর ; বিজ্ঞানী ওয়ালডেয়ার 1888 ক্রোমোজোম- এর নামকরণ করেছিলেন।।

3) ক্রোমোজোমের কার্যগত একক কী??

উত্তর ; ক্রোমোজোমের কার্যগত একক হল জিন।।

4) লোকাস কাকে বলে??

উওর ; একটি ক্রোমোজোমে কোনো জিনের নির্দিষ্ট অবস্থানকে লোকাস বলে।।

5) মানুষের জনন কোশে ক্রোমোজোমের সংখ্যা কত??

উওর ; মানুষের জনন কোশে ক্রোমোজোমের সংখ্যা হল 23 টি।।।

** মাধ্যমিক জীবন বিজ্ঞান সকল অধ্যায়ের, সব ধরনের প্রশ্ন উওরের ডিজিটাল পিডিএফ নোট খুবই কম দামে নেওয়ার জন্য +918388986727 নম্বরে যোগাযোগ করো। ** আমাদের নোট থেকে কিন্তু কমন পাবেই!!


6) ডি.এন.এ-  তে কি ধরনের শর্করা থাকে??

উত্তর ; ডি.এন.এ - তে- ডি-অক্সিরাইবোজ জাতীয়  পেন্টোজ শর্করা থাকে।।।

7) ডি.এন.এ কোথায় অবস্থিত??

উওর ; ডি.এন.এ-ক্রোমোজোম এ অবস্থিত

8) জিন কোথায় থাকে??

উওর ; জিন ক্রোমোজোমে থাকে।।

9) জিন শব্দের প্রবর্তক কে???

উওর ; জিন শব্দের প্রবর্তক হলো জোহানসেন।।

10) RNA-কোথায় জিন রূপে কাজ করে?

উওর ; ভাইরাসে আরএনএ জিন রূপে কাজ করে।।।

11) কোন প্রকার ক্রোমোজোম মানবদেহের লিঙ্গ নির্ধারণ করে??

উত্তর ; প্রধানত মানবদেহে অ্যালোজোম বা সেক্স ক্রোমোজোম লিঙ্গ নির্ধারণ করে থাকে।।।

12).মানবদেহে কত ধরনের ক্রোমোজোম হয়??

উত্তর ; মানবদেহে প্রধানত দুই ধরনের ক্রোমোজোম থাকে। প্রথমত অটোজোম এবং দ্বিতীয়ত সেক্স ক্রোমোজোম বা, অ্যালোজোম।।

13) অটোজোম এর অপর নাম কী???

উওর ; অটোজোমের অপর নাম হলো সোমাটিক ক্রোমোজোম।।

14) মানব দেহে অটোজোম এবং সেক্স ক্রোমোজোম এর কাজ কী?

উত্তর ; মানবদেহে অটোজোমের কাজ হল-  দেহের বিভিন্ন চারিত্রিক বৈশিষ্ট্য নির্ধারণে অংশ নেওয়া।। এবং মানবদেহে সেক্স ক্রোমোজোম এর কাজ হল- মানবদেহে সেক্স ক্রোমোজোম আমাদের লিঙ্গ নির্ধারণে অংশ নেয়।।

15) মানব দেহে কত জোড়া সেক্স ক্রোমোজোম, এবং কত জোড়া অটোজোম থাকে?

উওর ; মানবদেহে প্রধানত 22 জোড়া বা 44 টি অটোজোম থাকে।। অপরদিকে মানবদেহ একজোড়া বা দুইটি সেক্স ক্রোমোজোম থাকে।।

17) সেন্ট্রোমিয়ারের অবস্থান অনুসারে ক্রোমোজোম কত রকমের হয়??

উওর ; সেন্ট্রোমিয়ার এর অবস্থান অনুসারে ক্রোমোজোম চার রকমের হয়।।

*** খুবই সামান্য দামে মাধ্যমিক বাংলা, ইতিহাস, ভূগোল,জীবন বিজ্ঞান এবং ভৌত বিজ্ঞানের সম্পূর্ণ সিলেবাসের প্রচুর সংখ্যক প্রশ্ন উত্তরের পিডিএফ নোট খুবই সামান্য দামে পেতে যোগাযোগ করো +৯১৮৩৮৮৯৮৬৭২৭ নম্বরে।

18) ক্রোমোজোমে কত রকমের প্রোটিন থাকে??

উওর ; ক্রোমোজোমে প্রধানত দু'রকমের প্রোটিন থাকে ক্ষারীয় প্রোটিন এবং আম্লিক প্রোটিন।।

19) কোন জাতীয় কোষ বিভাজনে দেহকোশের সংখ্যার বৃদ্ধি ঘটে??

উওর ; মাইটোসিস কোশ বিভাজনের দেহকোশের সংখ্যা বৃদ্ধি ঘটে।।

20) কোন বিজ্ঞানী- DNA  (ডি.এন.এ) এর নামকরণ করেছিলেন??

উওর ; বিজ্ঞানী অল্টম্যান ডি.এন.এ অনুর নামকরণ করেছিলেন।।

21) DNA- ( ডি.এন.এ )- এর গঠনগত ও কার্যগত একককে  কী বলা হয়.???

উওর ; ডিএনএর গঠনগত ও কার্যগত একককে নিউক্লিওটাইড বলা হয়।।

22) কোন বিজ্ঞানী দ্বয়-  ডি.এন.এ-এর দ্বিতন্ত্রী নকশা প্রণয়ন করেছিলেন??

উওর ; বিজ্ঞানী ওয়াটসন ও ক্রিক 1953 খ্রিস্টাব্দে ডি.এন.এ অনুর দ্বিতন্ত্রী নকশা প্রণয়ন করেছিলেন।।

23) ডি.এন.এ- এর নাইট্রোজেন বেস দুটি কী কী??

উওর ; ডি.এন.এ- এর নাইট্রোজেন বেস দুটি হল পিউরিন ও পিরিমিডিন।।

24) ডি.এন.এ- এর কোন নাইট্রোজেন বেস আর.এন.এ- তে  থাকে না??

উওর ; থাইমিন নামক কোন নাইট্রোজেন বেস আর.এন.এ- তে  থাকে না??।।

25) RNA - (আর.এন.এ) - কত প্রকারের হয়??-  এবং কী কী.??

উওর ; আর.এন.এ - তিন প্রকারের হয়।।

প্রথম- মেসেঞ্জার আর.এন.এ,দ্বিতীয়তঃ ট্রানস্ফার আর.এন.এ,তৃতীয়তঃ রাইবোজোমাল আর.এন.এ

26) কাকে কোশের শক্তিঘর বলা হয়??

উওর ; মাইটোকনড্রিয়া -কে কোশের শক্তিঘর বলা হয়।।

27) কোশ বিভাজনের প্রস্তুতিপর্বকে কী বলে??

উওর ; কোষ বিভাজনের প্রস্তুতিপর্ব কে ইন্টারফেজ বলে

28) ইন্টারফেজের কোন দশায় আর.এন.এ - ও প্রোটিন সংশ্লেষ ঘটে??

উত্তর ; ইন্টারফেজের G1- দশা বা গ্রোথ-1 দশায় আর.এন.এ -এবং প্রোটিন সংশ্লেষ ঘটে।।

29) কোশ চক্রের কোন দশাকে বৃদ্ধি দশা বলা হয়??

উওর; ইন্টারফেজের G1- দশাকে বৃদ্ধি দশা বলা হয়।।।

30) কোন প্রকার কোশ বিভাজনে কোন বেমতন্তু গঠিত হয় না??

উত্তর ; অ্যামাইটোসিস কোশ বিভাজনে কোন বেমতন্তু গঠিত হয় না।।

31) নিম্নশ্রেণির জীবেরা কোন কোশ বিভাজন পদ্ধতিতে নিজেদের সংখ্যা বৃদ্ধি ঘটায়??

উত্তর ; নিম্নশ্রেণির জীবেরা প্রধানত অ্যামাইটোসিস কোশ বিভাজন পদ্ধতিতে নিজেদের সংখ্যা বৃদ্ধি ঘটায়।।

32) কোন প্রকার কোষ বিভাজনকে সদৃশ বিভাজন বলা হয়???

উত্তর ; প্রধানত মাইটোসিস কোশ বিভাজন পদ্ধতিতে, সদৃশ বিভাজন বলা হয়।।

** মাধ্যমিকের প্রতিটা বিষয়ে কমন পাবেই- এমন সকল সাবজেক্টের পিডিএফ নোট নিতে আজই আমাদের সঙ্গে যোগাযোগ করো।

33) মিয়োসিস কোশ বিভাজনের একটি তাৎপর্য কী??

উওর ; মিয়োসিস কোশ বিভাজনের ফলে প্রজাতির ক্রোমোজোম সংখ্যা ধ্রুবক থাকে।।

34) কোন প্রকার কোশ বিভাজনকে হ্রাস বিভাজন বা রিডাকশন ডিভিশন বলে??

উত্তর ; প্রধানত মিয়োসিস কোশ বিভাজনকে হ্রাস বিভাজন বা, রিডাকশন ডিভিশন বলে।।

35) নিউক্লিয়াস বিভাজন পদ্ধতি কে কী বলা হয়??

উত্তর ; নিউক্লিয়াস বিভাজন পদ্ধতিতে ক্যারিওকাইনেসিস বলা হয়।।।

36) কোশচক্রের কতগুলি চেকপয়েন্ট আছে??

উওর ; কোশচক্রের তিনটি চেকপয়েন্ট আছে।।

37) মাইটোসিস কোশ বিভাজনের কোন দশায় সিস্টার ক্রোমাটিড আলাদা হয়ে যায়???

উত্তর ; মাইটোসিস কোশ বিভাজনের অ্যানাফেজ দশায় সিস্টার ক্রোমাটিডদ্বয় আলাদা হয়ে যায়।।

38) মাইটোসিস কোশ বিভাজনের প্রথম ও দীর্ঘস্থায়ী দশাটির নাম কী ??

উওর ; মাইটোসিস কোশ বিভাজনের সবচেয়ে প্রথম এবং দীর্ঘস্থায়ী টির নাম হল প্রফেজ।।

39) মাইটোসিস কোষ বিভাজনের সর্বাপেক্ষা স্বল্পস্থায়ী দশাটির নাম কী???

উওর ; মাইটোসিস কোষ বিভাজনের সর্বাপেক্ষা স্বল্পস্থায়ী দশা টির নাম হল অ্যানাফেজ।।।

40) প্রাণী মাইটোসিসে কখন সাইটোকাইনেসিস শুরু হয়??

উওর ; প্রাণী মাইটোসিসের অ্যানোফেক দশার শেষে সাইটোকাইনেসিস শুরু হয়।।

41) মাইটোসিসের কোন দশায় ক্রোমোজোম গুলি স্পষ্ট ভাবে দেখা যায়??

অথবা,কোশ বিভাজনের কোন দশায় ক্রোমোজোম গুলোকে স্পষ্টভাবে গণনা করা যায়??

উওর= মাইটোসিস কোশ বিভাজনের মেটাফেজ দশায় ক্রোমোজোম গুলিকে স্পষ্টভাবে দেখা এবং গণনা করা যায়।।

42) মাইটোসিসের কোন দশায় নিউক্লিয় পর্দা ও নিউক্লিওলাস এর বিলুপ্তি ঘটে???

উত্তর ; প্রোমেটাফেজ দশায় নিউক্লিয় পর্দা ও নিউক্লিওলাস এর বিলুপ্তি ঘটে।।

43)প্রোমেটাফেজ দশা কী??

উত্তর; মেটাফেজ দশার শুরু হওয়ার পূর্বে অর্থাৎ প্রফেজ ও মেটাফেজ দশার অন্তবর্তী ক্ষণস্থায়ী দশাটিকে প্রোমেতাফেজ বলে।।

44) মাইটোসিসের কোন দশায় নিউক্লিয় পর্দার পুনরাবির্ভাব ঘটে??

উওর ; মাইটোসিসের টেলোফেজ দশায় নিউক্লিয় পর্দার পুনরাবির্ভাব ঘটে।।

45) সাইটোপ্লাজম বিভাজন পদ্ধতিকে কী বলা হয়??

উত্তর সাইটোপ্লাজম বিভাজন পদ্ধতিতে সাইটোকাইনেসিস বলা হয়।




Tags : জীবনের প্রবাহমানতা অধ্যায়ের SAQ 2025 | মাধ্যমিক জীবনবিজ্ঞান দ্বিতীয় অধ্যায়ের প্রশ্ন উওর 2025 | দশম শ্রেণির জীবনবিজ্ঞান দ্বিতীয় অধ্যায়ের প্রশ্ন উওর 2025 | জীবনের প্রবাহমানতা অধ্যায়ের ছোটো প্রশ্ন উওর 2025 | WB Class 10 Life Science- Jiboner Probahomanota Questions Answers | ক্লাস 10 জীবনবিজ্ঞান দ্বিতীয় অধ্যায়ের প্রশ্ন উওর | WB Class Life Science Jiboner Probaho Manota Questions Answers 2025



একটি মন্তব্য পোস্ট করুন

1মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন
To Top