Top 100 + Current Affairs Of May 2021 || 2021 মে মাসের সমস্ত বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স || মে মাসের সমস্ত গুরুত্বপূর্ণ বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স ||



বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 2021 || 2021 মে বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স
বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 2021 


বর্তমান সময়ে বিভিন্ন চাকরির পরীক্ষার ক্ষেত্রে সবচাইতে গুরুত্বপূর্ণ হলো কারেন্ট অ্যাফেয়ার্স (Current Affairs )
বিভিন্ন চাকরির পরীক্ষায় বেশিরভাগ প্রশ্নের উত্তরই কারেন্ট অ্যাফেয়ার্স (Current Affairs )থেকে পাওয়া যায়।।তাই আমাদের বিভিন্ন পরীক্ষার জন্য কারেন্ট অ্যাফেয়ার্স (Current Affairs ) বিশেষভাবে গুরুত্বপূর্ণ । আজকের এই পোস্টের মাধ্যমে আপনি 2021 সালের মে মাসের সমস্ত গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স (Current Affairs )খুব সহজেই পেয়ে যাবেন।। আজকের এই পোস্টের যতগুলি বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স (Current Affairs )দেওয়া হয়েছে, সেই সমস্ত কারেন্ট অ্যাফেয়ার্স (Current Affairs ) খুব গুরুত্বপূর্ণ।। নিচের দেওয়া বিভিন্ন লিংকে ক্লিক করে 2021 সালের অন্যান্য মাসের বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স (Current Affairs )গুলি দেখতে সেসব লিংকে ক্লিক করুন।।  এবং এরকম ভাবেই বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স (Current Affairs )পড়তে আমাদের ওয়েবসাইটে ফলো করতে থাকুন।।






- মে মাসের সমস্ত বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স || all current affairs of may 2021 || •  বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 2021 || 2021 মে বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স || কারেন্ট অ্যাফেয়ার্স প্রশ্ন উত্তর || প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স || মে মাসের কারেন্ট অ্যাফেয়ার্স || Bangla Current Affairs || bangla all current affairs 2021 || all current affairs of may 2021 || may 2021 all current affairs






Ⓜ কোন ভারতীয় ছাত্রী - Oxford Student Union - এর  প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন?

✅  আনভি ভুটানি।

Ⓜ আন্তর্জাতিক শ্রমিক দিবস কবে পালন করা হয়??

✅ আন্তর্জাতিক শ্রমিক দিবস 1লা মে পালন করা হয়।।


Ⓜকোন দিন প্রতিবছর world Athletics Day  পালন করা হয়??

✅  7 ই মে।।



Ⓜ " গোপাবন্ধু সাংবাদিকতা স্বাস্থ্য বীমা যোজনা " - নামক বীমা কোন রাজ্য লঞ্চ করেছে??

✅ উড়িষ্যা।


Ⓜ Buddha In Gandhara -  শিরোনামে বইটি কে লিখেছেন?

✅ অরুন্ধতী রায় ।


Ⓜ কোন রাজ্য করোনা রোগীদের  জন্য ফ্রি স্বাস্থ্য আহার যোজনা ব্যবস্থা চালু করেছে??

✅ মধ্যপ্রদেশ।।



Ⓜ ভারতের কোন রাজ্য সম্প্রতি করোনা রোগীদের জন্য অটো অ্যাম্বুলেন্স সার্ভিস চালু করেছে??

✅ দিল্লি।।



Ⓜ ভারতের Serum কোন দেশে ভ্যাকসিনের ব্যবসা শুরু করবে??

✅  UK - তে


Ⓜ বিশ্বের কোন দেশ সর্বপ্রথম রাস্তায় চালকবিহীন গাড়ি চালানোর অনুমতি দিয়েছে???

✅ মার্কিন যুক্তরাষ্ট্র বিশ্বের সর্বপ্রথম রাস্তায় চালকবিহীন গাড়ি চালানোর অনুমতি দিয়েছে।।



Ⓜ অলটাইম ফেভারিট বইটি লেখক কে??

✅ Ruskin Bond






Ⓜ   সম্প্রতি কাকে পুদুচেরীর মুখ্যমন্ত্রী হিসেবে নিযুক্ত করা হয়েছে??

✅ এন. রঙ্গস্বামী - কে।




Ⓜ কোন কোম্পানি বিশ্বের সর্বপ্রথম দুই ন্যানোমিটার প্রসেসর চিপ তৈরি করেছে??

✅ IBM।




Ⓜ কোন সিনেমা 2011 সালে দাদাসাহেব ফালকে ফিলম ফেস্টিভালে সেরা সিনেমা তকমা পেয়েছে?

✅ Jungle Cry।



Ⓜ কবে World Red Cross পালন করা হয়??

✅ 8 মে।


Ⓜ কে - Bengal 2021: Election Dairy - বইটি লিখেছেন??

✅ দীপ হালদার।।


Ⓜ গর্ভবতী মহিলাদের জন্য হোয়াটসঅ্যাপ নম্বর এর হেল্পলাইন চালু করেছে কে??

✅ গর্ভবতী মহিলাদের জন্য হোয়াটসঅ্যাপ হেল্পলাইন নম্বর চালু করেছে NCW ( National Commission Of Women  ন্যাশনাল কমিশন ফর ওমেন )



Ⓜ নির্মলা সিথারমন এর দ্বারা ভারতের প্রথম থ্রিডি( 3D)  বাড়ি কোথায় উদ্বোধন করা হয়েছে?

✅ নির্মলা সিথারমন এর দ্বারা আইআইটি ( IIT) মাদ্রাজে ভারতের প্রথম থ্রিডি বাড়ির উদ্বোধন করা হয়েছে



Ⓜ বর্ডার রোডস অর্গানাইজেশন ( BRO) এর প্রথম মহিলা কমান্ডিং অফিসার হিসেবে কে নিযুক্ত হয়েছেন???

✅ বর্ডার রোডস অর্গানাইজেশনের প্রথম মহিলা কমান্ডিং অফিসার হিসেবে নিযুক্ত হয়েছেন বৈশালী এস. হিবাসে।।




Ⓜ আবহাওয়া বা জলবায়ুর বিভিন্ন পরিবর্তনের পূর্বাভাস দেওয়ার জন্য কোন দেশ সবচেয়ে শক্তিশালী কম্পিউটারের আবিষ্কার করেছে??


✅ মার্কিন যুক্তরাষ্ট্র আবহাওয়া বা জলবায়ুর বিভিন্ন পরিবর্তনের পূর্বাভাস দেওয়ার জন্য সবচাইতে শক্তিশালী কম্পিউটারের আবিষ্কার করেছে।।



Ⓜ ইতিমধ্যে কোন ব্যাংক BSNL  কোম্পানির সঙ্গে MoU চুক্তিপত্রে স্বাক্ষর করেছে??


✅ সম্প্রতি ইন্ডিয়ান ব্যাঙ্ক ( Indian Bank) BSNL (বিএসএনএল ) কোম্পানির সঙ্গে MoU চুক্তি পত্র স্বাক্ষর করেছে।।।



Ⓜ কোন রাজ্য সরকার Corona Warriors Scheme চালু করেছে??


✅ মধ্যপ্রদেশ রাজ্য সরকার Corona Warriors Scheme চালু করেছে।।



Ⓜ কে -  মিস ওয়ার্ল্ড 2020 খেতাব জয় করেছেন?

✅ Andrea Meza  ।




Ⓜ Tata Consultancy Services - এর চিফ ফিনান্সিয়াল অফিসার হিসেবে কে নিযুক্ত হয়েছেন??

✅ সমীর সেক্সারিয়া।।


Ⓜ  G-7 Digital And Technology Ministerial - Meeting  এ ভারতের হয়ে কে প্রতিনিধিত্ব করেছেন??

✅ রবিশঙ্কর প্রসাদ।


🔶🔷🔶🔷🔶🔷🔶🔷🔶🔷🔶🔷🔶🔷🔶



বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স || 2021 মে কারেন্ট অ্যাফেয়ার্স || current affairs may 2021 in Bengali || all current affairs of may 2021 ||  বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 2021





Ⓜ প্রতি বছরে কোন দিন World Press Freedom Day (ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ড) দিবস পালন করা হয়??

✅ 3 - মে।


Ⓜ সম্প্রতি কোন দেশে pedestrian Suspension Bridge  শুরু হয়েছে??

✅ পর্তুগালে।






Ⓜ প্রতিবছর কোন দিনে Coal Miners Day - পালন করা হয়?

✅ 4 -মে।




Ⓜ সম্প্রতি কোন ভারতীয় শিক্ষিকা জাপান সরকারের দ্বারা  " Order Of Rising Sun " - সম্মানে সম্মানিত হয়েছেন।

✅ শ্যামলা গণেশ



Ⓜ ভারতের কোন রাজ্য ভেক্সিন ডেলিভারির জন্য ড্রোনের ব্যবহার করে??

✅ তেলেঙ্গানা।।




Ⓜ সম্প্রতি - National Human Rights Commission -  এর অ্যাক্টিং চেয়ার পারসন  হিসেবে কে নিযুক্ত হয়েছেন??

✅ প্রফুল্ল চন্দ্র পান্ত।।



Ⓜ  সম্প্রতিক কাকে Tehori Hydro Development Corporation (তেহরি হাইড্রো ডেভলপমেন্ট কর্পোরেশন ) - এর অ্যাডিশনাল চেয়ারম্যান এবং ম্যানেজিং ডিরেক্টর হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে??

✅ বিজয় গোয়েল।



Ⓜ এশিয়ান বক্সিং চাম্পিয়নশিপ 2021 - কোন দেশে অনুষ্ঠিত হবে??

✅ UAE তে।



Ⓜ বিশ্বের প্রথম কোন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট জাহাজ আটলান্টিক মহাসাগর পার করেছে?

✅  May Flower 400




Ⓜ কোন মোটরসাইকেল রেসিং ড্রাইভার, Spanish Grand Prix 2021 শিরোপা জিতেছেন?.

✅ জ্যাক মিলার ( Jack Miller  )।


Ⓜ ভারতে কোথায় প্রথম Drive In Vaccination Center এর উদ্বোধন করা হয়েছে??

✅ মুম্বাই - তে।



Ⓜ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই নিয়ে কতবার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করলেন??

✅ তিনি তৃতীয়বার এর জন্য।।।




Ⓜ পশ্চিমবঙ্গের নতুন শিক্ষা মন্ত্রী হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে?,

✅ ব্রাত্য বসু- কে






Ⓜ শিক্ষার্থীদের জন্য " Dost For Life "  নামক অ্যাপ চালু করেছে কোন বোর্ড?

✅  CBSE  Board





Ⓜ কোন দেশের গবেষকরা গর্ভবতী মহিলার মমি আবিষ্কার করেছে?

✅  পোল্যান্ডের গবেষকরা।



Ⓜ হাসপাতালে অক্সিজেন সিলিন্ডার পৌঁছে দিতে সঞ্জীবনী অক্সিজেন ভেহিকেল অক্সিজেন ট্রাক এর ব্যবস্থা চালু করেছে কোন রাজ্য??

✅ ঝাড়খন্ড।।




Ⓜ সম্প্রতি কোন রাজ্য E Panchayata Award  2021 জয় করেছে?

✅  উত্তর প্রদেশ।





Ⓜ  আন্তর্জাতিক নার্স দিবস কবে পালন করা হয়??
✅ 13 মে।




Ⓜ India Institute Of Rice Research - এর ডিরেক্টর নিযুক্ত করা হয়েছে??

✅ রামান মিনাক্ষীসুন্দরাম।।




Ⓜ কে স্প্যানিশ গ্র্যান্ড প্রিক্স 2021 জয় করেছে?

✅ লুইস হ্যামিলটন।



Ⓜ ভারতের করনা মোকাবিলায় ইন্ডিয়ান আর্মড ফোর্স  কোন অপারেশন শুরু করেছে??

✅ CO- JEET।



Ⓜ কোন কোম্পানি ফেসবুক অ্যাপ এর উপর ভ্যাকসিন ফাইন্ডার টুল লঞ্চ করেছে?

✅  Paytm



Ⓜ Bloomberg Billionaire Index এর মাধ্যমে এশিয়া মহাদেশের সবথেকে ধনী দ্বিতীয় ব্যক্তিটি কে?

✅ গৌতম আডানি।।



Ⓜ কোন দেশ 12 থেকে 15 বছরের শিশুদের জন্য Pfizer- এর তৈরি ভ্যাকসিনকে অনুমোদন দিয়েছে??

✅ কানাডা।।



Ⓜ সম্প্রতি কোন রাজ্যে 100 মিলিয়ন বছরের পুরনো ডাইনোসরের হাড় পাওয়া গেছে??

✅ মেঘালয় রাজ্যে।।



🔶🔷🔶🔷🔶🔷🔶🔷🔶🔷🔶🔷🔶🔷🔶


বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স || মে মাসের সমস্ত গুরুত্বপূর্ণ বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স || current affairs may 2021 in Bengali || all current affairs of may 2021 ||  বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 2021 || all current affairs of may 2021 in bangla




Ⓜ কোন দেশ সম্প্রতিকালের ইয়াস ঘূর্ণিঝড়ের নামকরণ করেছে?

✅ ওমান।





Ⓜ সম্প্রতি কাকে পশ্চিমবঙ্গ বিধানসভার স্পিকার
হিসেবে নিযুক্ত করা হয়েছে?

✅ বিমান বন্দ্যোপাধ্যায় কে।।





Ⓜ কোন রাজ্য বয়স্ক নাগরিকদের জন্য- " COVI Van Helpline নম্বর চালু করেছে??

✅ দিল্লি


Ⓜ  সম্প্রতি কাকে আসামের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে নিযুক্ত করা হয়েছে??

✅ হিমন্ত বিশ্বশর্মা- কে।


Ⓜ National Investigation Agency -  এর জেনারেল হিসেবে কাকে দায়িত্ব দেওয়া হয়েছে?

✅ কুলদীপ সিং - কে


Ⓜ সম্প্রতি কাকে ভারতীয় মহিলা ক্রিকেট টিমের ব্যাটিং কোচ হিসেবে নিযুক্ত করা হয়েছে?

✅ শিব সুন্দর দাস- কে



Ⓜ করোনায় যেসব ছেলেমেয়ে তাদের পিতামাতা হারিয়েছে তাদের জন্য " বাল সেবা যোজনা "  কোন রাজ্য লঞ্চ করেছে?

✅  উত্তর প্রদেশ।



Ⓜ কোন ভারতীয় কে Whiteley Award 2021 দ্বারা সম্মানিত করা হয়েছে?

✅ নুকলু ফোম - কে





2021 সালে ভারতীয় মহিলা হিসেবে কে প্রথম মাউন্ট এভারেস্ট জয় করলেন?

✅ Tashi Yangjom



Ⓜ  কাকে ভারতের নতুন কমার্স সেক্রেটারি হিসেবে নিযুক্ত করা হয়েছে?

বি.আর. সুভ্রমণিয়াম - কে


Ⓜ সম্প্রতি কোন ব্যাংক ডিজিটাল প্রসেসিং সিস্টেম   লঞ্চ করেছে??

✅ IDBI Bank


Ⓜ সম্প্রতিকালে ভারতীয় কোন দপ্তরের নাম পরিবর্তন করে Indian Broadcasting And Digital Foundation  রাখা হয়েছে?

✅ Indian Broadcasting  Foundation  এর।


Ⓜ  মাইক্রোসফট কোম্পানি তাদের ইন্টার্নেট এক্সপ্লোরার নামক ব্রাউজারটি কবে বন্ধ করতে চলেছে??

✅ 15 জুন, 2022




Ⓜ কোন সংস্থা Young Warrior নামক ক্যাম্পেইন লঞ্চ করেছে?

✅ UNICEF



Ⓜ সম্প্রতিকালে কোন রাজ্যে বিধান পরিষদ গঠন করার অনুমোদন প্রস্তাব দিয়েছে?

✅ পশ্চিমবঙ্গ



Ⓜ সম্প্রতিকালে কোন ভারতীয় রসায়নবিদ 2020 International ENI Award  জিতেছেন?

✅ চিন্তামনি নাগেসা রামচন্দ্র রাও।


Ⓜ কোন দেশের মহাকাশ সংস্থা প্রথম রোবট মোবাইল VIPER লঞ্চ করবে?

✅ America 



Ⓜ সম্প্রতি কোন দেশ Simorgh নামক সুপার কম্পিউটারের এর আবিষ্কার করেছে?

✅ ইরান।


Ⓜ ভারতের কোন ন্যাশনাল পার্কে পুনরায় চিতাবাঘ অন্তর্ভুক্ত করা হবে?

✅ কুনো ন্যাশনাল পার্কে।



Ⓜ ভারতে কবে সন্ত্রাস বিরোধী দিবস পালন করা হয়??

✅ 21 শে মে।



Ⓜ কোন ভারতীয় বংশোদ্ভূত রসায়নবিদ 2020 Millennium Technology Prize জিতেছেন?

✅ শংকর বালাসুব্রামানিয়াম।



Ⓜ সম্প্রতিকালে কোন রাজ্যে " লক্ষীর ভান্ডার"  নামক প্রকল্প চালু করেছে?

✅ পশ্চিমবঙ্গ।


Ⓜ  কোন ভারতীয় বিজ্ঞানী কে ওয়ার্ল্ড ফুড প্রাইস 2021 দ্বারা সম্মানিত করা হয়েছে?

✅ ডক্টর শকুন্তলা হরকসিং থিলস্টেড- কে।



Ⓜ কোন দিনটিকে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস কবে পালন করা হয়??

✅ 22 শে মে।।



Ⓜ কবে জাতীয় প্রযুক্তি দিবস পালন করা হয়??

✅ 11 - ই মে।।



Ⓜ কোন অভিনেতা New York City International Film Festival - সেরা অভিনেতার তকমা পেয়েছেন?

✅ অনুপম খের।।



🔷🔶🔷🔶🔷🔶🔷🔶🔷🔶🔷🔶🔷🔶🔷


বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স || মে মাসের সমস্ত গুরুত্বপূর্ণ বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স || current affairs may 2021 in Bengali || all current affairs of may 2021 ||  বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 2021 || all current affairs of may 2021 in bangla





Ⓜ  সম্প্রতিকালে কাকে কেরালা রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে নিযুক্ত করা হয়েছে?

✅ পিনারাই বিজয়ন - কে



Ⓜ সম্প্রতিকালে ছত্রিশগড় হাইকোর্টের প্রধান বিচারপতি হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে?

✅ প্রশান্ত কুমার মিত্র - কে




Ⓜ  প্রথম ভারতীয় হিসেবে কোন কোরিওগ্রাফার Choreography Award 2020 জিতেছেন?

✅  সুরেশ মুকুন্দ।


Ⓜ মোহালি ইন্টারন্যাশনাল হকি স্টেডিয়াম এর নাম পরিবর্তন করে কি নাম রাখা হয়েছে??

✅ বলবির সিং সিনিয়র।





Ⓜ সম্প্রতি প্রয়াত সুন্দরলাল বহুগুণা ভারতের কোন আন্দোলনের নেতা ছিলেন?

✅ চিপকো আন্দোলন।



Ⓜ সম্প্রতি কোন পরিবেশ সংরক্ষণবিদ ইন্ডিয়ান বায়োডাইভারসিটি আওয়ার্ড 2021 জিতেছেন?

✅ শিবশংকর মেনন।।


Ⓜ CBI - এর নতুন ডিরেক্টর হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে?

✅ সুবোধ কুমার জাসওয়াল - কে।



Ⓜ কোন ফুটবল ক্লাব তৃতীয়বারের জন্য Premiere League Champions হয়েছে??

✅  Menchester City 



Ⓜ সম্প্রতি কোন কোম্পানির ব্ল্যাক ফাঙ্গাস ড্রাগস " Posaconzole "  লক্ষ করতে পেরেছে?

✅ MNS  Labs





Ⓜ কোন রাজ্যের মূখ্যমন্ত্রী মলকডাউন চলাকালীন বিভিন্ন রাস্তাঘাটে চলাচল করা বিভিন্ন পশুদের খাওয়ানোর জন্য 60 লক্ষ টাকার ফান্ড লঞ্চ করেছে

✅ উড়িষ্যা।


Ⓜ কোন ভারতীয় মহিলা কে- Arab World Noble Award ( আরব ওয়ার্ল্ড নোবেল আওয়ার্ড ) দ্বারা সম্মানিত করা হয়েছে?

✅ তাহেরা কুতুবউদ্দিন- কে



Ⓜ  সম্প্রতি আন্টার্টিকা থেকে ভেঙে যাওয়া হিমবাহ টির নাম কি??

✅ A -76


Ⓜ কাকে ভারতীয় মহিলা ক্রিকেট টিমের কোচ হিসেবে নিযুক্ত করা হয়েছে??

✅ রমেশ পোয়ার - কে।।


Ⓜ কোন রাজ্য  - " মাই ভিলেজ করোনা ফ্রী ভিলেজ "  ক্যাম্পেইন লঞ্চ করেছে?

✅ গুজরাট।


Ⓜ সম্প্রতি কোন জেলাটি পাঞ্জাবের 23 তম জেলা হিসেবে ঘোষিত হয়েছে?

✅ মালেরকটলা নামক জেলাটি।।


Ⓜ কোন রাজ্যের মুখ্যমন্ত্রী কে Badminton World Federation Council  - এ সদস্য হিসেবে নিযুক্ত করা হয়েছে?

✅ অসমের-  মুখ্যমন্ত্রীকে

Ⓜ কোন রাজ্যের পুলিশের দ্বারা " Mission Hausla "- নামক প্রকল্প চালু করা হয়েছে?

✅ উত্তরাখণ্ড।



Ⓜ  Go air নামক এয়ারলাইন কোম্পানি তাদের নাম পরিবর্তন করে কী নাম রেখেছে??

✅ Go Fast



Ⓜ সম্প্রতি কোন ভারতীয় কে স্পেনের Princess Of Asturias Award 2021 - দ্বারা সম্মানিত করা হয়েছে?

✅ অমর্ত্য সেন- কে।


Ⓜ কোন লেখক " Nehru, Tibet and China '" - শিরোনামে বইটি লিখেছেন?

✅ অবতার সিং ভাসিন।


Ⓜ আন্তর্জাতিক মিউজিয়াম দিবস কবে পালন করা হয়??

✅  18 - ই মে



Ⓜ কোন রাজ্য কন্সট্রাকশন ওয়ার্কারসদের প্রতি মাসে 3000 টাকা করে দেওয়ার কথা ঘোষণা করেছে?

✅ পাঞ্জাব


Ⓜ সম্প্রতিকালে কে ভারতের মহিলা ফ্লাইট টেস্ট  ইঞ্জিনিয়ারিং হলেন?

✅ আশৃথা ভি আলেটি।।




Ⓜ কোন রাজ্য সরকার ভার্চুয়াল স্কুল তৈরির কথা ঘোষণা করেছে?

✅ ছত্রিশগড়।




Ⓜ কাকে সুরিনামের নতুন ভারতীয় রাজদূত হিসেবে নিযুক্ত করা হয়েছে?

✅   এস. বালচন্দ্রন- কে।


Ⓜ সম্প্রতি কাকে ভোডাফোন কোম্পানির চিপ ডিজিটাল অফিসার হিসেবে নিযুক্ত করা হয়েছে??

✅ রীমা জৈন - কে।



Ⓜ কাকে Reserve Bank Innovation Hub - CEO হিসেবে নিযুক্ত করা হয়েছে?

✅ রাজেশ বাকশাল- কে



Ⓜ India And Asian Geopolitics শিরোনামে বইটি কে লিখেছেন?

✅ রাষ্ট্রপতি আব্দুল হামিদ


বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স || মে মাসের সমস্ত গুরুত্বপূর্ণ বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স || current affairs may 2021 in Bengali || all current affairs of may 2021 ||  বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 2021 || all current affairs of may 2021 in bangla

🔷🔶🔷🔶🔷🔶🔶🔷🔶🔷🔶🔷🔶🔷🔶

Post a Comment

নবীনতর পূর্বতন