Top 100 + Current Affairs Of March 2021 In Bengali || Bengali Current affairs || মার্চ মাসের সবচাইতে গুরুত্বপূর্ণ বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স
current affairs of march 2021 in Bengali |
এর আগের দুটি পোস্টে আমরা মে 2021 এর সমস্ত গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স + এপ্রিল 2021 সমস্ত কারেন্ট অ্যাফেয়ার্স শেয়ার করেছিলাম। আজকের এই পোস্টে আমরা শেয়ার করছি মার্চ 2021 কারেন্ট অ্যাফেয়ার্স। আজকের এই পোস্টের মার্চ 2021এর 100 টির বেশি কারেন্ট অ্যাফেয়ার্স দেওয়া হবে।।।
May 2021 all current affairs + April 2021 all current affairs দেখতে নিচের দিকে ফলো করুন
বর্তমান সময়ে বিভিন্ন চাকরির পরীক্ষার ক্ষেত্রে সবচাইতে গুরুত্বপূর্ণ হলো কারেন্ট অ্যাফেয়ার্স (Current Affairs )
বিভিন্ন চাকরির পরীক্ষায় বেশিরভাগ প্রশ্নের উত্তরই কারেন্ট অ্যাফেয়ার্স (Current Affairs )থেকে পাওয়া যায়।।তাই আমাদের বিভিন্ন পরীক্ষার জন্য কারেন্ট অ্যাফেয়ার্স (Current Affairs ) বিশেষভাবে গুরুত্ব দেওয়া উচিত।। আজকের এই পোস্টের মাধ্যমে আপনি 2021 সালের মার্চ মাসের সমস্ত গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স (Current Affairs )খুব সহজেই পেয়ে যাবেন।। আজকের এই পোস্টের যতগুলি বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স (Current Affairs )দেওয়া হল সেই সমস্ত কারেন্ট অ্যাফেয়ার্স (Current Affairs )বিশেষভাবে গুরুত্বপূর্ণ।। নিচের দেওয়া বিভিন্ন লিংকে ক্লিক করে 2021 সালের মে মাসের বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স (Current Affairs ) + এপ্রিল মাসের বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স গুলি দেখতে নিচের লিংকে ক্লিক করুন।। এবং এরকম ভাবেই বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স (Current Affairs ) পড়তে আমাদের ওয়েবসাইটে ফলো করতে থাকুন।।
Current Affairs Of March 2021 || Current Affairs In Bangla || all current affairs of march 2021 in Bengali || Monthly current affairs in Bengali || March 2021 Current Affairs || Monthly Current Affairs March 2021 || current affairs of march 2021 in Bengali || current affairs of march 2021 in Bengali pdf download || বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স || মার্চ 2021 এর বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স || 2021 মার্চ মাসের বাংলা বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স
Ⓜ সবচাইতে কম বয়সে আফ্রিকার সর্বোচ্চ পর্বত মাউন্ট কিলিমাঞ্জারো জয় করেছে কে??
✅ হায়দ্রাবাদে সাত বছর বয়সী বিরাট চন্দ্র
Ⓜ কাকে পশ্চিমবঙ্গের দিয়ে ডিরেক্টর অফ সিকিউরিটি হিসেবে নিযুক্ত করা হয়েছে??
✅ জানবন্ত সিং।।
Ⓜ সম্প্রতি কাকে মুম্বাই পুলিশ কমিশনার হিসেবে নিযুক্ত করা হয়েছে??
✅ হেমন্ত নাগরালে।
Ⓜ সম্প্রতি কোথায় সোনার পর্বত আবিষ্কৃত হয়েছে?
✅ কঙ্গো - তে
Ⓜ সম্প্রতি কোথায় ভারতের সবচেয়ে বড়ো কিডনি ডায়ালাইসিস হসপিটাল চালু হলো?
✅ দিল্লিতে
Ⓜ সম্প্রতি উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী হিসেবে নিযুক্ত হয়েছেন কে??
✅ তীরথ সিং রাওয়াত
Ⓜ কোন রাজ্য মেরা সুরক্ষা মেরা মাস্ক কেম্পইন চালু করেছে করেছে???
✅ মধ্যপ্রদেশ সরকার
Ⓜ কার দ্বারা বৃষ্টির জল সংরক্ষণের জন্য ক্যাচ দ্য রেইন ক্যাম্পেইন লঞ্চ করা হয়েছে??
✅ নরেন্দ্র মোদি
Ⓜ প্রেস ইনফরমেশন বিওরো এর প্রিন্সিপাল ডিরেক্টর জেনারেল হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে??
✅ জয়দীপ ভাটনগর
Ⓜ ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া - চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর হিসেবে কে নিযুক্ত হয়েছেন?
✅ অতীশ চন্দ্র।
Ⓜ কোন ভারতীয় গায়িকাকে মহারাষ্ট্র সরকার দ্বারা মহারাষ্ট্র ভুষণ সম্মান দেওয়া হবে??
✅ প্রখ্যাত গায়িকা আশা ভোঁসলে কে
Ⓜ নেমস অফ দা ওমেন শিরোনামে বইটি কার লেখা?,
✅ জিপ থায়ইল এর
Ⓜ ভারতের কোন সংস্থা 18 ঘন্টা 25.54 কিমি সড়ক পথ তৈরি করে বিশ্ব রেকর্ড তৈরি করেছে করেছে??
✅ ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া( NHAI)
Ⓜ সম্প্রতি ভারত কোন দেশে লাল চাল পাঠিয়েছে??
✅ আমেরিকাতে।
Ⓜ সম্প্রতি কোথায় ইন্দো- কোরিয়ান ফ্রেন্ডশিপ পার্ক তৈরি হয়ে???
✅ দিল্লিতে
Ⓜ কোন দিনটিকে শূন্য বৈষম্য দিবস হিসেবে পালন করা হয়??
✅ 1 লা মার্চ
Ⓜ কোন দিনটিকে বিশ্ব বন্যপ্রাণী দিবস হিসেবে পালন করা হয়?
✅ 3 মার্চ
Ⓜ কাকে ইন্ডিয়ান কাউন্সিল ফর রিসার্চ ইন্টারন্যাশনাল ইকোনমিক্স রিলেশন এর ডিরেক্টর এবং চিফ একজিকিউটিভ হিসেবে নিযুক্ত করা হয়েছে?
✅ দীপক মিশ্র।
Ⓜ ইন্টারন্যাশনাল বক্সিং এসোসিয়েশন এর চ্যাম্পিয়ন এন্ড ভেনেটার কমিটির চেয়ারপারসন হিসেবে কে নিযুক্ত হয়েছেন??
✅ মেরি কম।
Ⓜ লোকসভার টিভি এবং রাজ্যসভার টিভি চ্যানেলের নাম একত্রিত হয়ে কী নাম করা হয়েছে??
✅ সংসদ টিভি।
Ⓜ ভারতে কোন দিনটিকে প্রতিবছর জন ঔষধি দিবস হিসেবে পালন করা হয়?
✅ 7 মার্চ
Ⓜ কোন দিনটিকে আন্তর্জাতিক নারী দিবস হিসেবে পালন করা হয়?
✅ 8 মার্চ।
Ⓜ ভারতের প্রথম তলোয়ারবাজ হিসেবে অলিম্পিকে কোয়ালিফাই করেছে কে??
✅ ভবানী দেবি।
Ⓜ বাংলাদেশের যুবকদের জন্য স্বর্ণ জয়ন্তী স্কলারশিপ এর ঘোষণা করেছে কে??
✅ নরেন্দ্র মোদি
Ⓜ কোন ভারতীয় ক্রিকেটার প্রফেশনাল গলফ টুর অফ ইন্ডিয়া- এর বোর্ড মেম্বার হয়েছেন?
✅ কপীল দেব।
Ⓜ কোথায়? ভারতের প্রথম ওর্য়াল্ড স্কিন সেন্টার উদ্বোধন করা হয়েছে??
✅ উড়িষ্যার ভুবনেশ্বরে।
Ⓜ কোন দিনটিকে প্রতিবছর জাতীয় টিকা করন দিবস হিসেবে পালন করা হয়?
✅ 16 মার্চ।
Ⓜ কাকে ন্যাশনাল সিকিউরিটি গার্ড এর ডিরেক্টার জেনারেল পদে নিযুক্ত করা হয়েছে???
✅ এম.এ. গণপতি।।
Ⓜ কে International Solar Alliance এর ডিরেক্টর জেনারেল হিসেবে কে নিযুক্ত হয়েছেন???
✅ অজয় মাথুর
Ⓜ ভারতের প্রথম ট্রানজেন্ডার কমিউনিটি ডেস্ক খেলা হয়েছে কোথায়??
✅ তেলেঙ্গানার গোছিবোওলি পুলিশ স্টেশনে।
Ⓜ কেন্দ্র সরকার কোথায় উইন্টার সস্পোর্ট ইনস্টিটিউট স্থাপন করতে চলেছে??
✅ কাশ্মীরের গুলমার্গ এ
Ⓜ ভারতের কোথায়? ভারতের প্রথম ফরেস্ট Forest Healing Center এর উদ্বোধন করা হয়েছে?
✅ উত্তরাখন্ডেত রানীখেতে
Ⓜ সম্প্রতি কাকে Western Naval Commend এর হেড হিসেবে নিযুক্ত করা হয়েছে??
✅ হরি কুমার
Ⓜ সম্প্রতি কোন রাজ্যে কৃষকরা ফ্রেস ফ্রুট কেক আন্দোলন শুরু করেছেন?
✅ মহারাষ্ট্র
Ⓜ সম্প্রতি কোন রাজ্য দুটির টেক্সটাইল পার্ক তৈরি করার কথা ঘোষণা করেছে?
✅ গুজরাট
Ⓜ সম্প্রতি কোন রাজ্য মহিলা স্বনির্ভর গোষ্ঠীর জন্য "মহিলা শক্তি " ডিপারমেন্ট লঞ্চ করেছে??
✅ উড়িষ্যা
Ⓜ কে? প্রথম মুখ্যমন্ত্রী হিসেবে টেরিটরিয়াল আর্মির ক্যাপ্টেন হিসেবে নিযুক্ত হয়েছেন??
✅ অনুরাগ ঠাকুর
Ⓜ পদ্মশ্রী পুরস্কার জয়ী কোন নৃত্যশিল্পী 105 বছর বয়সে পরলোক গমন করলেন?
✅ চেমানচেরি কুনহীরামন নাইয়ার
Ⓜ কোন দিনটিকে "বিশ্ব যক্ষা দিবস " হিসেবে পালন করা হয়,
✅ 24 শে মার্চ।
Ⓜ কোন দিনটিকে বিশ্ব থিয়েটার দিবস কবে পালন করা হয় ??
✅ 27 শে মার্চ।
Ⓜ ভারতের কোন শহরে প্রথম সমুদ্রের নিচ দিয়ে টানেল তৈরি হবে??
✅ মুম্বাই- তে
Ⓜ এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার নতুন চেয়ারম্যান হিসেবে কে নিযুক্ত হয়েছেন??
✅ সঞ্জীব কুমার
Ⓜ কে CRPF- এর নতুন জেনারেল হিসেবে নিযুক্ত হয়েছেন?
✅ কুলদীপ সিং
Ⓜ ভারতের হয়ে 2021 Para Shooting World Cup এ স্বর্ণ পদক জিতেছে কে?
✅ সিংহরাজ
Ⓜ কে বিহারের নতুন চিফ সেক্রেটারি হিসেবে নিযুক্ত হয়েছেন?
✅ কুমার সিং
Ⓜ কোন ভারতীয় বংশোদ্ভূত ডাক্তার আমেরিকার সার্জেন জেনারেল হিসেবে নিযুক্ত হচ্ছেন??
✅ ডক্টর বিবেক মূর্তি।
Ⓜ সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার নতুন ম্যানেজিং ডিরেক্টর এবং সি.ই.ও- হিসেবে কে নিযুক্ত হয়েছেন??
✅ মাতম ভেঙ্কট রাও
Ⓜ " একা একা একাশি " নামক স্মৃতি গ্রন্থের জন্য কোন ভারতীয় লেখক 2020 সাহিত্য একাডেমি পুরস্কার পেয়েছেন?
✅ মণিশংকর মুখোপাধ্যায়
Ⓜ ভারতের বৃহত্তম ভাসমান সোলার পাওয়ার প্লান্ট তৈরি হচ্ছে কোথায়??
✅ তেলেঙ্গানার শ্রী রাম সাগর প্রজেক্ট জলাধারে
Current Affairs Of March 2021 || Current Affairs In Bangla || all current affairs of march 2021 in Bengali || Monthly current affairs in Bengali || March 2021 Current Affairs || Monthly Current Affairs March 2021 || current affairs of march 2021 in Bengali ||current affairs of march 2021 in Bengali pdf download || বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স || মার্চ 2021 এর বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স || 2021 মার্চ মাসের বাংলা বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স || বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স || মার্চ 2021 এর বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স || 2021 মার্চ মাসের বাংলা বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স || bangla daily current affairs
Ⓜ সম্প্রতি কোন ভারতীয় রেসলার আত্মহত্যা করে নিজের প্রাণ দিয়েছেন?
✅ কুস্তিগীর ঋতিকা ফোগাত
Ⓜ কে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি হিসেবে নিযুক্ত হতে চলেছেন??
✅ এন.ভি. রামানা
Ⓜ কে - " Kia Motor India-র ন্যাশনাল হেড হিসেবে নিযুক্ত হচ্ছেন?
✅ হারদীপ সিং-ব্রার
Ⓜ কাকে কর্ণাটক হাইকোর্টের অ্যাডিশনাল জাজ হিসেবে নিযুক্ত করা হয়েছে??
✅ রাজেন্দ্র বাদামীকর - কে
Ⓜ কে পুদুচেরীর প্রাক্তন লেফটেন্যান্ট গভর্নর কে Baton Of Honour প্রদান করেছেন?
✅ রামনাথ কোবিন্দ
Ⓜ কোন ভারতীয় অভিনেত্রী levi's ব্র্যান্ড এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত হয়েছেন
✅ দীপিকা পাদুকোন
Ⓜ প্রথম মুসলিম অভিনেতা হিসেবে অস্কার পুরস্কারের জন্য নমিনেটেড হলেন কে??
✅ রিজ আহমেদ
Ⓜ কোন ভারতীয় অভিনেতা 2021 FIAE Award পাচ্ছেন?
✅ অমিতাভ বচ্চন।
Ⓜ সম্প্রতি কোন ভারতীয় Wrestler WWE- এর - "হল অফ ফেম " এ অন্তর্ভুক্ত হয়েছেন??
✅ The Great Khali
Ⓜ পঞ্চম ভারতীয় মহিলা ক্রিকেটার হিসেবে কে 100 টি ওয়ান ডে ম্যাচ খেলেছেন??
✅ হারমানপ্রীত কৌর
Ⓜ কোন ভারতীয় মহিলা ক্রিকেটার আন্তর্জাতিক 10,000 রান পূরণ করেছেন??
✅ মিথালি রাজ
Ⓜ সম্প্রতি কোথায় ভারতের হিরো সাইকেল কোম্পানির গ্লোবাল হেডকোয়াটার তৈরি করা হয়েছে??
✅ লন্ডনে
Ⓜ কোন দেশ বিশ্বে প্রথম হংসচঞ্চু অভয়ারণ্য তৈরি করেছে??
✅ অস্ট্রেলিয়া
Ⓜ ওয়ার্ল্ড এয়ার কোয়ালিটি রিপোর্ট 2020 অনুযায়ী সবচেয়ে দূষিত শহর কোনটি??
✅ চীনের সিনজিয়াৎ
Ⓜ 2021 Hunur Global Rich এর লিস্টে সবচেয়ে ধনী ব্যক্তি কে?
✅ এলোন মাস্ক।
Ⓜ সম্প্রতি কে গুগলের ভাইস প্রেসিডেন্টের পদ থেকে পদত্যাগ করেছেন??
✅ সিজার সেনগুপ্ত
Ⓜ বিশ্বের প্রথম "সুপার মারিও " -থিম পার্ক কোথায় শুরু হয়েছে??
✅ জাপানে।
Ⓜ কোন দেশে বিশ্বের বৃহত্তম সোলার ফার্ম তৈরি হচ্ছে??
✅ সিঙ্গাপুরে
Ⓜ কে এনার্জি অ্যান্ড ইনভেস্টমেন্ট লিডারশিপ অ্যাওয়ার্ড পেতে চলেছেন?
✅ নরেন্দ্র মোদি
Ⓜ কেন্দ্রীয় সরকার কাকে দু’বছরের জন্য ভারতের নতুন প্রধান পরিসংখ্যানবিদ (CSI) পদে নিয়োগ করেছেন?
✅ ড: জিপি সামন্ত
Ⓜ সম্প্রতি ইন্ডিয়ান ব্যাংকের এক্সিকিউটিভ হিসেবে কে নিযুক্ত হয়েছেন?,
✅ আমিন সিদ্দিকী
Top 100 + Current Affairs Of April 2021 In Bengali || Bengali Current affairs || এপ্রিল মাসের সবচাইতে গুরুত্বপূর্ণ বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স
Ⓜ সম্প্রতি কে প্রধানমন্ত্রীর প্রধান উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করেছেন??
✅ পি.কে. সিনহা
Ⓜ কোন দেশে বিশ্বের প্রথম শিব টানেল তৈরি হতে চলেছে??
✅ নরওয়ে- তে
Ⓜ বিশ্বে প্রথম কোন ক্রিকেটার ইনস্টাগ্রামে 100 মিলিয়ন ফলোয়ার পেয়েছেন??
✅ বিরাট কোহলি
Ⓜ সম্প্রতি কে রিপাবলিক অব কঙ্গোর রাষ্ট্রপতি হিসেবে পুনরায় নির্বাচিত হয়েছেন?
✅ Sassou Neguesso
Ⓜ কোন সংস্থা গ্রামীণ মহিলাদের জন্য - Women Wil" নামে ওয়েব পোর্টাল লঞ্চ করেছে??
✅ Google
Ⓜ কোন দিনটিকে বিশ্ব জল দিবস হিসেবে পালন করা হয়?
✅ 22 শে মার্চ
Ⓜ কোন রাজ্য " STEM for Girls প্রোগ্রামের জন্য আইবিএম কোম্পানি সঙ্গে টাইআপ করেছে??
✅ উত্তরাখণ্ড
Ⓜ কে নিউ জলপাইগুড়ি ও ঢাকার মধ্যে " মিতালী এক্সপ্রেস উদ্বোধন করেছে??
✅ নরেন্দ্র মোদি
Ⓜ সম্প্রতি ত্রিপুরা ও বাংলাদেশের মধ্যে ফেনী নদীর উপর উদ্বোধন করা সেতুটির নাম কি??
✅ মৈত্রী সেতু
Ⓜ ভারতের কোথায় সম্প্রতি আন্তর্জাতিক " যোগা " উৎসব হয়েছে??
✅ উত্তরাখন্ডের ঋষিকেশ - এ
Ⓜ সম্প্রতি কোথায় পোঙ্গাল উৎসব আয়োজন করা হয়েছে?
✅কেরালায়
Ⓜ মাই এক্সপিরিমেন্ট উইথ সাইলেন্ট নামে বইটি কার লেখা??
✅ সমীর সোনি - এর
Ⓜ প্রথম আফ্রিকান দেশ হিসেবে কোন দেশ COVAXIN - এর অনুমোদন করেছে?
✅ জিম্বাবুয়ে।
Ⓜ ইকোনমিক ফ্রিডম ইনডেক্স 2021 এ ভারতের স্থান কত??
✅ 121 ( সিঙ্গাপুর হলো প্রথম)
Ⓜ সম্প্রতি ইউক্রেনে কোন ভারতীয় রেসলার 53 kg বিভাগে সোনার মেডেল জিতেছে??
✅ ভিনেশ ফোগাত
Ⓜ সম্প্রতি কোন রাজ্যে ভারতের " বানানা ফেস্টিভ্যাল " অনুষ্ঠিত হয়েছে??
✅ উত্তর প্রদেশ
Ⓜ বেসরকারি ক্ষেত্রে নিজের রাজ্যেবাসীদের জন্য 75% পদ সংরক্ষণ করেছে কোন রাজ্য??
✅ ঝাড়খন্ড
Ⓜ রাজ্যে স্বাস্থ্যকর্মীদের অতিরিক্ত বেতন দেওয়ার কথা ঘোষণা করেছে কোন রাজ্য??
✅ ঝাড়খন্ড
Ⓜ অমর একুশে বইমেলার আয়োজন করা হয়েছে কোথায়?
✅ বাংলাদেশের ঢাকায়
Ⓜ ভারতের প্রথম রাজ্য হিসেবে কোন রাজ্য পশুদের জন্য সরকারি অ্যাম্বুলেন্স লঞ্চ করতে চলেছে??
✅ অন্ধ্রপ্রদেশ
Ⓜ ভারতের কোন রাজ্য শিশুদের জন্য 100 টি নার্সারি স্পোর্টস আকাডেমি শুরু করতে চলেছে??
✅ রাজস্থান
Ⓜ ভারতের কোন শহর ইলেক্ট্রিক ভেহিকেল ক্যাপিটাল হতে চলেছে??
✅ দিল্লি
Ⓜ সম্প্রতি কোন দেশ যৌথভাবে মিলিটারী হার্ডওয়্যার তৈরি করার জন্য ভারতের সঙ্গে স্বাক্ষর করেছে??
✅ দক্ষিণ কোরিয়া
Ⓜ কে Awaam Ki Baat রেডিও প্রোগ্রাম চালু করেছে?,
✅ জম্মু-কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর জেনারেল মানোজ সিনহা
Ⓜ কোন দিনটিকে বিশ্ব গ্রাহক অধিকার দিবস হিসেবে পালন করা হয়?
✅ 15 ই মার্চ।
Ⓜ সম্প্রতি কোন ভারতীয় ক্রিকেটার Glenmark Pharma কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত হয়েছেন?
✅ রোহিত শর্মা
Ⓜ কে জাতিসংঘের এক্সটার্নাল অডিটর প্যানেলের চেয়ারম্যান হিসেবে পুনরায় নিযুক্ত হয়েছেন?
✅ গিরিশচন্দ্র মুর্মু
Ⓜ সম্প্রতি কে কেন্দ্রীয় বিদেশমন্ত্রকের মুখপাত্র হিসেবে নিযুক্ত হয়েছেন??
✅ অরিন্দম বাগচী
Ⓜ এক ওভারে 6টি ছক্কা মারা তৃতীয় ক্রিকেটার কে?
✅ কারান পোলার্ড
Ⓜ কোন দেশ বিশ্বের সবথেকে শক্তিশালী মিলিটারি স্থানে প্রথম হিসেবে রয়েছে?
✅ চিন
Ⓜ কে ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটির প্রেসিডেন্ট হিসেবে পুনরায় নির্বাচিত হয়েছেন?
✅ Thomas Bach
Ⓜ কোন কোম্পানি 2021 আই পি এল - এর অফিসিয়াল পার্টনার কোন কোম্পানি ?
✅ Upstox
🔷🔶🔷🔶🔷🔶🔷🔶🔷🔶🔷🔶🔷🔶🔷
নিচের পোস্ট গুলি দেখতে তার ওপর ক্লিক করুন।
Top 100 + Current Affairs Of April 2021 In Bengali || Bengali Current affairs || এপ্রিল মাসের সবচাইতে গুরুত্বপূর্ণ বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স
Top 100 + Current Affairs Of May 2021 || 2021 মে মাসের সমস্ত বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স || মে মাসের সমস্ত গুরুত্বপূর্ণ বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স ||
একটি মন্তব্য পোস্ট করুন