Top 100 + Current Affairs Of April 2021 In Bengali || Bengali Current affairs || এপ্রিল মাসের সবচাইতে গুরুত্বপূর্ণ বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স

0

 Top 100 + Current Affairs Of April 2021 In Bengali || Bengali Current affairs || এপ্রিল মাসের সবচাইতে গুরুত্বপূর্ণ বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স



bangla current affairs april 2021 pdf
bangla current affairs april 2021



এর আগের পোস্টে আমরা মে 2021 এর সমস্ত গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স শেয়ার করেছিলাম. এবং আজকের এই পোস্টে আমরা শেয়ার করছি এপ্রিল 2021 কারেন্ট অ্যাফেয়ার্স। আজকের এই পোস্টের এপ্রিল 2021এর 100 টির বেশি কারেন্ট অ্যাফেয়ার্স দেওয়া হবে।।।
April 2021 all current affairs দেখতে নিচের পোস্টটি ফলো করতে থাকুন।

বর্তমান সময়ে বিভিন্ন চাকরির পরীক্ষার ক্ষেত্রে সবচাইতে গুরুত্বপূর্ণ হলো কারেন্ট অ্যাফেয়ার্স (Current Affairs )
বিভিন্ন চাকরির পরীক্ষায় বেশিরভাগ প্রশ্নের উত্তরই কারেন্ট অ্যাফেয়ার্স (Current Affairs )থেকে পাওয়া যায়।।তাই আমাদের বিভিন্ন পরীক্ষার জন্য কারেন্ট অ্যাফেয়ার্স (Current Affairs ) বিশেষভাবে গুরুত্ব দেওয়া উচিত।। আজকের এই পোস্টের মাধ্যমে আপনি 2021 সালের এপ্রিল  মাসের সমস্ত গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স (Current Affairs )খুব সহজেই পেয়ে যাবেন।। আজকের এই পোস্টের যতগুলি বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স (Current Affairs )দেওয়া হল সেই সমস্ত কারেন্ট অ্যাফেয়ার্স (Current Affairs )বিশেষভাবে গুরুত্বপূর্ণ।। নিচের দেওয়া বিভিন্ন লিংকে ক্লিক করে 2021 সালের মে মাসের বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স (Current Affairs )গুলি দেখতে নিচের  লিংকে ক্লিক করুন।।  এবং এরকম ভাবেই বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স (Current Affairs )পড়তে আমাদের ওয়েবসাইটে ফলো করতে থাকুন।।





Current Affairs Of April 2021 || Current Affairs In Bangla || all current affairs of april 2021 in Bengali || Monthly current affairs in Bengali || বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স  || এপ্রিল 2021 এর বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স || 2021 এর এপ্রিল মাসের বাংলা বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স || bangla current affairs april 2021 || April 2021 all current affairs in Bengali 




Ⓜ সম্প্রতি ভারতের ফাইন্যান্স সেক্রেটারি হিসেবে কে নিযুক্ত হলেন??

টি.ভি. সোমানাথান।



Ⓜ কোন দিনটিকে বিশ্ব স্বাস্থ্য দিবস হিসেবে পালন করা হয়

✅ 7 এ - এপ্রিল।





Ⓜ করোনার কারণে সম্প্রতি কোন দেশ ভারতীয় পর্যটকদের প্রবেশ নিষিদ্ধ করে দিয়েছে?

✅ নিউজিল্যান্ড।





Ⓜ  কোন রাজ্য সরকার কোভিড নাইনটিন যোদ্ধা যোজনা লঞ্চ করেছে??

✅ মধ্যে প্রদেশ।





Ⓜ দুটি "গ্রীনটাউন"  থাকা ভারতের প্রথম রাজ্যের নাম কী??

✅ বিহার।





Ⓜ কোন দিনটিকে  World Intellectual Property Day হিসেবে পালন করা হবে??

✅ 26 এ এপ্রিল।






Ⓜ ভারতের কোন রাজ্য আন্তর্জাতিক মানের রামায়ণ মিউজিয়াম স্থাপন করবে?

✅ উওর প্রদেশ




Ⓜ এশিয়ান রেসলিং চ্যাম্পিয়নশিপে পরপর দুবার স্বর্ণপদক জয়ী ভারতীয় মহিলার নাম কে??

✅ সরিতা মোর।



Ⓜ  কোন ভারতীয় ক্রিকেটার ডিজিটাল ইনস্যুরেন্স এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত হয়েছেন??

✅ বিরাট কোহলি।




Ⓜ সম্প্রতি কোন কোম্পানি তাদের স্মার্টফোনের ব্যবসা বন্ধ করে দিয়েছে???

✅ LG




Ⓜ সম্প্রতি প্রয়াত পরিবেশ মন্ত্রী দিগ্বিজয় সিং জালা, ভারতের কততম পরিবেশ মন্ত্রী ছিলেন?

✅ প্রথম।





Ⓜ NASACOM এর চেয়ারপারসন হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে??

✅ রেখা মেনন।





Ⓜ অন্ধপ্রদেশ সরকার রাজ্যের বেকার যুবকদের স্কিল ট্রেনিং এর জন্য কোন কোম্পানির সঙ্গে টাই আপ করেছে?

✅ মাইক্রোসফট।



Ⓜ  কোন দিনটিকে রাষ্ট্রীয় সমুদ্র দিবস হিসেবে পালন করা হয়??

✅  5 ই এপ্রিল।।




Ⓜ প্রথম ব্যাটসম্যান হিসেবে আইপিএলে 6 হাজার রান পূরণ করেছেন কোন ব্যাটসম্যান??

✅ বিরাট কোহলি।





Ⓜ কোনদিনটিকে World Haemophilia Day হিসেবে পালন করা হয়??

✅ 17 এ এপ্রিল।





Ⓜ সম্প্রতি কোন দেশ 3 মাসের জন্য স্টেট অফ এমারজেন্সি ঘোষণা করেছে?

✅ জাপান।



Ⓜ সম্পত্তি কাকে কলকাতা হাইকোর্টের কার্যবাহিনী বিচারপতি হিসেবে নিযুক্ত করা হয়েছে?

✅ রাজেশ বিন্দাল কে




Ⓜ কোন ভারতীয় অভিনেতা কে 2021 Film Fare Award -  এ সেরা অভিনেতার তকমা দেওয়া হয়েছে।।

✅ ইফরান খান - কে।।






Ⓜ Tesla - India র হিউম্যান রিসোর্স এর হেড হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে??

✅ চিথ্রা থমাস কে।





Ⓜ কোন ভারতীয় অভিনেতা একান্নতম দাদাসাহেব ফালকে পেয়েছেন।।

✅ রজনীকান্ত।




Ⓜ কোন কোম্পানি আকাশ এডুকেশনাল সারভিস কোম্পানিকে 7300 কোটি টাকায় কিনে নিচ্ছে?

✅ BYJU'S




Ⓜ কোন রাজ্য সরকার No Mask No Movement  ক্যাম্পেইন লঞ্চ করেছে?

✅ রাজস্থান


Ⓜ  ভারতের কোন রাজ্যে ভারতের বৃহত্তম ভাসমান সৌর বিদ্যুৎ প্রকল্প স্থাপন করা হবে??

✅ তেলেঙ্গানা।।



Ⓜ Wild and Wilful - শিরোনামের বইটি কে লিখেছেন?

✅ নেহা সিনহা।




Ⓜ কোন দেশটি - ISSF World Cup 2021এ প্রথম স্থান অধিকার করেছে??

✅ ভারত ।।



Ⓜ কোনটি উড়িষ্যার দ্বিতীয়ত বায়োস্ফিয়ার রিজার্ভ হতে চলেছে?

✅ মহেন্দ্রগীরি।



Ⓜ কোন দিনটিকে আন্তর্জাতিক নৃত্য দিবস কবে পালন করা হয়?

✅ 27 এ এপ্রিল।




Ⓜ গুগল কোম্পানি ভারতের করোনা ভাইরাসের বিরুদ্ধে লড়তে কত টাকা দান করবে???

✅ 135 কোটি টাকা।




Ⓜ সম্প্রতি আবিষ্কৃত সবচেয়ে ব্ল্যাক হোলটির নাম কি???

✅ ইউনিকর্ন।





Ⓜ কোনটি ভারতের প্রথম সম্পূর্ণ ইলেকট্রিফায়েড রেলওয়ে জোন?

✅ ওয়েস্ট সেন্ট্রাল রেলওয়ে।




Ⓜ কোন কোম্পানি ভারতে বিশ্বের বৃহত্তম টু হুইলার চার্জিং স্টেশন স্থাপন করবে??

✅ OLA



Ⓜ কোন ভারতীয় ফিল্ম মেকার ফ্রান্সের Night Of The Order Of Arts And Letters সম্মান পাচ্ছেন?

✅ গুনীত মঙ্গা।




Ⓜ  বর্তমানে কোন রাজ্য মহিলাদের জন্য সরকারি বাস পরিষেবা চালু করেছে?

✅ পাঞ্জাব।


Ⓜ কাকে  Bharat Earth Movers Limited এর চেয়ারম্যান এবং ম্যানেজিং ডিরেক্টর হিসেবে  নিযুক্ত করা হয়েছে??

✅  অমিত ব্যানার্জি কে।



Ⓜ কে  Nelson Mandela Humanitarian Award 2021 পেয়েছেন?

✅ রুমানা সিনহা সেহগাল।



Ⓜ  কেন্দ্র সরকার কার জন্মদিন উপলক্ষে 14 এপ্রিল দিনটিকে ছুটির দিন হিসেবে ঘোষণা করল?

✅ ডঃ বি.আর.আম্বেদকর




Ⓜ Forbes World Billionaire এর তালিকা অনুযায়ী বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি কে?

✅ জেফ বেজস



Ⓜ টাটা মোটরস গ্লোবাল ডিজাইনের হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে??

✅ Martin Uhlarik





Ⓜ সম্প্রতি কে স্যার রিচার্ড হ্যাডলি পুরস্কার পেয়েছেন??

✅ কেম উইলিয়ামসন।




Ⓜ ভারতের নতুন চিফ ইলেকশন কমিশনার হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে?

✅ সুশীল চন্দ্র - কে।




Ⓜ কোথায় কে.এস.কে মহানদী বিদ্যুৎ উৎপাদন পরিকল্পনা নির্মান করা হবে??

✅ ছত্রিশগড়ে




Ⓜ  কোন দিনটিকে আন্তর্জাতিক খনি সচেতনতা দিবস হিসেবে পালন করা হয়?

✅ 4 এপ্রিল।





Ⓜ বিগত 10 মাসে কোন দেশটিতে করোনার জন্য কোন মৃত্যু ঘটেনি??

✅ ইজরায়েল এ





Ⓜ কোন দুটি দেশের মধ্যে খাঞ্জার নামক সেনা অনুশীলনের 8 তম সংস্করণ অনুষ্ঠিত হয়েছে??

✅ ভারতীও কিরগিস্থান।



Ⓜ অলিম্পিকের জন্য নাবিক হিসেবে কোন মহিলা ভারতের কোয়ালিফাই করলো?

✅ নেথ্রা কুমানান।




Ⓜ কোন দিনটিকে প্রতিবছর আন্তর্জাতি চের্ণবিল স্বৃতি দিবস হিসেবে পালন করা হয়?

✅ 26 এ এপ্রিল।।।




Ⓜ কোন দিনটিকে বিশ্ব হোমিওপ্যাথি দিবস হিসেবে পালন করা হয়?

✅ 10 এ এপ্রিল।




Current Affairs Of April 2021 || Current Affairs In Bangla || all current affairs of april 2021 im Bengali || Monthly current affairs in Bengali || বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স  || এপ্রিল 2021 এর বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স || 2021 এর এপ্রিল মাসের বাংলা বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স || বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স ডাউনলোড || বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স পিডিএফ || Bangla current affairs pdf download 




Ⓜ Henley Passport Index 2021 এ ভারতের স্থান কত?

✅ 84 তম।



Ⓜ  কে ভারতের নতুন রাজস্ব সচিব হিসেবে নিযুক্ত হলেন?

✅ তরুণ বাজাজ




Ⓜ    সম্প্রতি প্রয়াত বালবীর সিং জুনিয়র কোন খেলার সঙ্গে যুক্ত ছিলেন??

✅ হকি।



Ⓜ  কোনদিনটিকে World Art Day হিসেবে পালন করা হয়?

✅ 15 এ এপ্রিল।





Ⓜ কাজাখস্তানে অনুষ্ঠিত এশিয়ান রেসলিং চ্যাম্পিয়নশিপ 2021 এ ভারত মোট কতগুলি স্বর্ণ পদক জিতেছে??

✅ 3 টি






Ⓜ কোন মহাকাশ সংস্থা 2024 সালে আর্টেমিস মিশনের মাধ্যমে চাঁদে মহিলা প্রেরণ  করবে??

✅ NASA




Ⓜ প্রথম ভারতীয় মহিলা হিসেবে কোন মহিলা  Will Innovator Award পেয়েছেন?

✅ ডক্টর কৃথি কারান্থ।



Ⓜ  সম্প্রতি কোন দেশ মহাকাশের নিজস্ব স্টেশন নির্মাণ করার সিদ্ধান্ত নিয়েছে??

✅ রাশিয়া


Ⓜ কোন দিনটিকে জাতীয় সিভিল সার্ভিস দিবস হিসেবে পালন করা হয়?

✅ 21 এ এপ্রিল।






Ⓜ National Commission Of Applied Economic Research -  এর প্রথম মহিলা ডিরেক্টর হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে??

✅ পুনম গুপ্তা - কে






Ⓜ সম্প্রতি কাকে 2021" কলিঙ্গ রত্ন " পুরস্কার দেওয়া হয়েছে??

✅  বিশ্বভূষণ হরিচন্দন -কে।





Ⓜ ভারতের 64 তম দাবা গ্রান্ড মাস্টার কে?

✅ অর্জুন কল্যান



Ⓜ সম্প্রতি কাকে ভারতের ফাইন্যান্স সেক্রেটারি হিসেবে নিযুক্ত করা হয়েছে?

টি.ভি সোমানাথন




Ⓜ কোন দিনটিকে বিশ্ব ম্যালেরিয়া দিবস হিসেবে পালন করা হয়??

✅ 25 এপ্রিল।




Ⓜ কোন বৈজ্ঞানিক তার বৈজ্ঞানিক গবেষণার জন্য 30th GD  Birla Award পেয়েছেন?

✅  সুমন চক্রবর্তী।



Ⓜ কোন রাজ্যে 2022 সালের মধ্যে সমস্ত গ্রামীন পরিবারের মধ্যে জলের কল সংযোগ করার পরিকল্পনা করেছে??

✅ মধ্যপ্রদেশ


Ⓜ ভারতের প্রথম মহিলা হিসেবে মাউন্ট অন্নপূর্ণা জয় করেছেন কে??

✅  প্রিয়াঙ্কা মোহিতে





Ⓜ সম্প্রতি কাকে -  Capacity Building Commission এর চেয়ারম্যান পদের দায়িত্ব দেওয়া হয়েছে?

✅ আদিল জইনুলভাই- কে।



Ⓜ বিশ্ব টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপ 2021 আয়োজিত হয়েছে কোথায়?

✅ মার্কিন যুক্তরাষ্ট্রে।




Ⓜ কোন দেশ সর্বপ্রথম পশুদের জন্য করোনার ভ্যাকসিন আবিষ্কার করেছে??

✅ রাশিয়া।




Ⓜ কাকে এইচডিএফসি ব্যাংক এর পার্ট টাইম হিসেবে নিযুক্ত করা হয়েছে?

✅ অতনু চক্রবর্তী কে।



Ⓜ প্রথম ভারতীয় মহিলা হিসেবে  মাউন্ট অন্নপূর্ণা জয় করে রেকর্ড করেছেন কে??

✅ প্রিয়াঙ্কা মোহিতে




Ⓜ সম্প্রতি কোন ব্যক্তি Airports Authority Of India এর চেয়ারম্যান পদে নিযুক্ত হয়েছেন?

✅ সঞ্জীব কুমার।



Ⓜ কোন রাজ্য তার জনগণকে বিনামূল্যে স্বাস্থ্য বীমা পরিসেবা দিচ্ছে??

✅ রাজস্থান।




Ⓜ ভারতীয় বায়ুসেনার দিবর্ষীয় কমান্ডার্রস সম্মেলন 2021 কোথায় আয়োজিত হয়েছে??

✅ নিউ দিল্লিতে



Ⓜ কোন দেশ ভারতে  মেগা ফুড পার্ক প্রজেক্ট চালু করতে চলেছে?

✅ ইতালী।



Ⓜ সম্প্রতি 119 কেজি ভার উত্তোলন করে কোন ভারতীয় ভারত্তোলক বিশ্ব রেকর্ড করলেন??

✅ মীরাবাঈ চানু




Ⓜ কোন ভারতীয় বংশোদ্ভূত মহিলা যুক্তরাষ্ট্রের Associate Attorney General হিসেবে নিযুক্ত হলেন??

✅ ভানিতা গুপ্ত





Ⓜ সম্প্রতি ভারতকে রেড ট্র্যাভেল লিস্টে অন্তর্ভুক্ত করেছে কে?

✅ ব্রিটেন


Ⓜ  ICC Mens T20 World Cup 2021 এর ফাইনাল খেলা কোথায় আয়োজিত হবে?

✅ নরেন্দ্র মোদি স্টেডিয়ামে।



Ⓜ WEF- Global Energy Transition Index 2021 এ ভারতের স্থান কত?

✅ 87



Ⓜ কোন কোম্পানির মহিলা CEO -এত স্যালারি সুন্দর পিচাই থেকেও বেশি??

✅ Bet 365




Ⓜ কোন দিন টি প্রতিবছর জাতীয় পঞ্চায়েত রাজ দিবস হিসেবে পালন করা হয়?

✅  24 এ এপ্রিল।



Ⓜ বিশ্বের প্রথম কোন দেশের জলবায়ু পরিবর্তনের ওপর আইন প্রনয়ন করবে?

✅ নিউজিল্যান্ড।



Ⓜ  সম্প্রতি Climate Change Explained For One And all প্রকাশিত এই ই-বুক টি কার লেখা??

✅ আকাশ রানিশন এর



Ⓜ সম্প্রতি কোন ভারতীয় মহিলা কে  UNDP- এর অ্যাসোসিয়েট অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে নিযুক্ত করা হয়েছে??

✅ উষা রাও মোনারী।




Ⓜ কে ভারতের 48 তম সুপ্রিম কোর্টের বিচারপতি হিসেবে শপথ গ্রহণ করেছেন???

✅  এন.ভি. রামনা



Ⓜ কোন রাজ্য 2021 পঞ্চায়েত পুরস্কার পেয়েছে?

✅ উত্তর প্রদেশ




Ⓜ গ্লোবাল জেন্ডার গ্যাপ ইনডেক্স 2021 এ ভারতের রেঙ্ক কত?

✅ 140।



Ⓜ DCB ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর এবং সি.ই.ও হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে??

✅ মুরারি নটরাজন কে।



Ⓜ ভারতের প্রথম মহিলা ক্রিকেট কমেন্টেটর চন্দ্রা নাইডু কত বয়সে মারা গেলেন?

✅ 88 বছর বয়সে।



Ⓜ সামরিক খাতে খরচে নিরিখে ভারত কত নম্বর স্থানে রয়েছে??

✅ তৃতীয় স্থানে।



Ⓜ চীনের প্রথম মঙ্গল গ্রহের রোভারের নাম কি?

✅ jhurong




Ⓜ সম্প্রতি কোথায় আইএসএসএফ শুটিং ওয়ার্ল্ড কাপ আয়োজিত হয়েছে??

✅ দিল্লিতে।





Ⓜ  সম্প্রতি কাকে Siemens Healthcare India এর ম্যানেজিং ডিরেক্টর হিসেবে নিযুক্ত হয়েছেন?

✅  বিবেক কানাড়ে।






Ⓜ Believe - What Life And Cricket Taught Me - নামে আত্ম জীবনী মুলক বইটি কার লেখা??

✅ সুরেশ রায়না।।




Ⓜ তামিলনাড়ুতে অবস্থিত বেদান্ত অক্সিজেন প্লেন গেম পুনরায় চালু করার আদেশ দিয়েছে কে?

✅ সুপ্রিম কোর্ট


Ⓜ  Inclusive Internet index 2021 ভারতের স্থান কত??

✅ 49 ।





Ⓜ সম্প্রতি কে ইন্টার্নেশনাল রেজার আওয়ার্ড 2021 পেয়েছেন?

✅  মহেন্দ্র গিরি।





Ⓜ NASA-   সম্প্রতি কোন গ্রহে হেলিকপ্টার উড়িয়েছে?

✅  মঙ্গল গ্রহে।





Ⓜ কে 2021 Monte Carlo Masters শিরোপা জিতেছেন??

✅  Stefanos Tsitsipas




Ⓜ সম্প্রতি ভারত ও আমেরিকার মধ্যে সৈন্য অভ্যাস বজ্র প্রোহার কোথায় অনুষ্ঠিত হয়েছে??

✅ হিমাচল প্রদেশে।




Ⓜ কোন দিনটিকে ওয়ার্ল্ড বুক ডে হিসেবে পালন করা হয়??

✅ 23 শে এপ্রিল।



Ⓜ কোন দিনটি বিশ্ব হেরিটেজ দিবস হিসেবে পালন করা হয়? 

✅ 18 এ এপ্রিল।।





🔷🔶🔷🔶🔷🔶🔷🔶🔷🔶🔷🔶🔷🔶🔷

Top 100 + Current Affairs Of May 2021 || 2021 মে মাসের সমস্ত বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স || মে মাসের সমস্ত গুরুত্বপূর্ণ বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স ||

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)
To Top