50+ Most Important Current Affairs Of August 2020 || 2020 August Bangla Current Affairs
August 2020 Current Affairs in Bengali |
Topic -
• August 2020 Current Affairs in Bengali
• current affairs of August 2020 in Bengali
• Monthly current affairs in Bengali
• বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স
• আগস্ট 2020 এর বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স
• 2020 আগস্ট বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স
• কারেন্ট অ্যাফেয়ার্স ২০২০ pdf
• বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স আগস্ট ২০২০
• আগস্ট 2020 কারেন্ট অ্যাফেয়ার্স
• August 2020 current affairs pdf in bengali
• August 2020 current affairs in bengali
• current affairs of August 2020
• current affairs of August questions and answers
August 2020 Current Affairs in Bengali
🔶 কোন দিনটি " Muslim Women's Rights Day " হিসেবে পালন করা হয়?
✅ 1 লা আগস্ট
🔶 প্রতিবছর কোন দিনটি হিরোশিমা দিবস হিসেবে পালিত হয় ?
✅ 6 ই আগস্ট
🔶 " World Tribal Day " হিসেবে পালিত হয় -
✅ 9 ই আগস্ট।
🔶 ভারতের কোন দিনটি সুন্দরবন দিবস হিসেবে পালন করা হয়?
✅ 21 শে আগস্ট
🔶 কোন দিনটি জাতীয় ক্রীড়া দিবস হিসেবে পালন করা হয়??
✅ 29 শে আগস্ট
🔶 কোন দিনটি বিশ্ব মশা দিবস হিসেবে পালিত হয়?
✅ 20 ই আগস্ট
🔶 প্রতিবছর কোন দিনটি " World Organ Donation Day " হিসেবে পালিত হয়?,
✅ 13 ই আগস্ট
🔶 2020 তে ভারতের কততম স্বাধীনতা দিবস পালন করা হলো?
✅ 74 তম
🔶 প্রতিবছর কোন দিনটি " World Biofuel Day " হিসেবে পালন করা হয়??
✅ 10 ই আগস্ট
🔶HDFC Bank এর পরবর্তী সিইও হিসেবে ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক কাকে অনুমোদন করেছে??
✅ শশীধর জগদীশন কে
🔶 গুজরাট পুলিশের নতুন ডিরেক্টর জেনারেল হিসেবে নিযুক্ত হয়েছেন কে??
✅ আশীষ ভাটিয়া
🔶 HP - India - র নতুন ম্যানেজিং ডিরেক্টর হিসেবে নিযুক্ত হয়েছেন কে??
✅ কেতন।।
🔶 Steel Authority Of India Limited - র নতুন চেয়ারম্যান কে??
✅ সোমা মন্ডল
🔶 GoAir - এয়রলাইনের নতুন সিইও হিসেবে নিযুক্ত হয়েছেন কে??
✅ কৌশিক খোনা
🔶 বর্ডার সিকিউরিটি ফোর্সের নতুন ডিরেক্টর জেনারেল হিসেবে নিযুক্ত হয়েছেন কে??
✅ রাকেশ আস্থানা
🔶 DBS Bank India - র নতুন ম্যানেজিং ডিরেক্টর হিসেবে নিযুক্ত হয়েছেন কে??
✅ প্রশান্ত যোশী।
🔶 ভারতের নতুন নির্বাচন কমিশনার হিসেবে নিযুক্ত হয়েছেন কে??
✅ রাজীব কুমার
🔶 SBI Mutual Fund এর নতুন ম্যানেজিং ডিরেক্টর এবং CEO হিসেবে নিযুক্ত হয়েছেন কে??
✅ Vinay Tonse
🔶 সম্প্রতি কে Central Reserve Police Force - এর ইন্সপেক্টর জেনারেল হিসেবে নিযুক্ত হয়েছেন??
✅ P.S. Ranipse
🔶 কোন রাজ্য " এক মাস্ক অনেক জিন্দেগি" নামক ক্যাম্পেইন লঞ্চ করছে?
✅ মধ্যপ্রদেশ
🔶 Healthy Body, Healthy Mind " নমক ফিটনেস ক্যাম্পেইন লঞ্চ করা হয়েছে কোথায়??
✅ দিল্লি
🔶 কোন দেশ 2021 ICC Men's T20 World Cup হোস্ট করবে?
✅ ভারত
🔶 কোন কোম্পানি জনগণকে চাকরির বা কর্মসংস্থানের খবর দিতে " Kormo Jobs" নামক মোবাইল অ্যাপ লঞ্চ করেছে?
✅ Google
🔶 কোথায় প্রথম " পবন হাঁস " নামক হেলিকপ্টার সার্ভিস লঞ্চ করা হয়েছে?
✅ উত্তরাখণ্ডে
🔶 গুজরাট পুলিশের এর নতুন ডিরেক্টার জেনারেল কে নিযুক্ত হয়েছেন কে?
✅ আশিস ভাটিয়া
🔶 ডাক্তার এবং রোগীর মধ্যে সংযোগ সাধন করার জন্য রক্ষক নামক রোবট তৈরি করল কেন্দ্রীয় সরকার।
🔶 কোন কোম্পানি বেঙ্গালুরুতে 10 মিনিটের জন্য " Hyperlocal Delivery " সার্ভিস লঞ্চ করেছে?
✅ Flipkart
🔶 Capital India Finance Ltd- র এক্সিকিউটিভ চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হয়েছেন কে?
✅ হর্ষ কুমার ভানওয়ালা
🔶 কোথায় ভারতের প্রথম " কিষান রেল "পরিষেবা চালু হয়েছে?
✅ মহারাষ্ট্রের দেবলালী থেকে বিহারের দানাপুরের মধ্যে।
🔶 Gandagi Mukt Bharat " নামে স্বচ্ছতা অভিযান লঞ্চ করেছে নরেন্দ্র মোদী
🔶 কোথায় ভারতে প্রথম তুষার চিতা বাঘ সংরক্ষণ কেন্দ্র স্থাপিত হয়েছে??
✅ উত্তরাখণ্ডে
🔶 সম্প্রতি কোন দেশ ভারতের সাথে কালচারাল এগ্রিমেন্ট সাক্ষর করেছে?
✅ ইসরায়েল
🔶 কোথায় " Covid Patient Management System " লঞ্চ করা হয়েছে??
✅ কলকাতায়
🔶 কোথায় ভারতের দীর্ঘতম রোপওয়ে উদ্বোধন করা হয়েছে??
✅ আসামের ব্রহ্মপুত্র নদীর উপর
🔶 কোথায় ভারতের প্রথম " International Women's Trade Centre ' হতে চলেছে??
✅ কেরালায়
🔶 অরুণাচল প্রদেশের বিজয়নগর গ্রামে কোন টেলিকম কোম্পানি সর্বপ্রথম মোবাইল নেটওয়ার্ক স্থাপন করেছে??
✅ BSNL
🔶 এক ইন্ডিয়া টিম ইন্ডিয়া নামক ডিজিটাল ক্যাম্পেইন লঞ্চ করেছে ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশন
🔶 Jcb India - র নতুন ম্যানেজিং ডিরেক্টর এবং ডেপুটি সি.ই.ও হিসেবে নিযুক্ত হয়েছেন কে?
✅ দীপক শেট্টি
🔶 কোন রাজ্য " রাজের মহিলাদের রাখি বন্ধন উৎসবের দিন বিনামূল্যে বাস পরিষেবা দিয়েছে?
✅ উওরপ্রদেশ
🔶 ভারতের পর কোন দেশটি Tiktok অ্যাপ ব্যান করেছে??
✅ আমেরিকা
🔶 রাজের এক লক্ষ বেকার যুবক-যুবতীদের লোন দেওয়ার জন্য কর্মসাথী প্রকল্প লঞ্চ করেছেন কে??
✅ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
🔶 কে " Indira Van Mitan " যোজনা লাঞ্চ করেছেন?
✅ ছত্রিশগড়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল
🔶" Vishesh : Code To Win " শিরোনামে বইটি কে লিখেছেন??
✅ নিরুপমযাদব
🔶 " Who Painted My Lust Red? " শিরোনামে বইটি কে লিখেছেন?
✅ Sree Lyer
🔶 কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং আত্মস্বনির্ভর ভারত সপ্তাহ লাঞ্চ করলেন.
🔶 ইন্ডিয়ান কোস্ট গার্ড সার্থক নামে একটি পেট্রোল চালিত জাহাজের লঞ্চ করেছে।
🔶 ভারত সরকার লেবানন গ্যাস দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থ মানুষদের সাহায্য করার জন্য 58 টন জরুরী সহায়তা পাঠিয়েছে।
🔶 সংযুক্ত আরব আমিরাত আরবের প্রথম দেশ হিসেবে পারমাণবিক শক্তি দান করেছে।
🔶 কে রাজ্যের অর্থনীতিকে পুনরায় উন্নত করার জন্য " Meghalaya Mission " লাঞ্চ করেছেন?
✅ মেঘালয়ের মুখ্যমন্ত্রী Conrad k. Sangma
🔶 সম্প্রতি 93 বছর বয়সে মারা গেলেন প্রখ্যাত স্পোর্টস জার্নালিস্ট জি.কে মেনেন
🔶 আসামের প্রখ্যাত সঙ্গীত শিল্পী অর্চনা মোহান্ত 72 বছর বয়সে মারা গেলেন।
🔶 মুখ্যমন্ত্রী কৃষাণ সহায় যোজনা লাঞ্চ করলেন গুজরাটের মুখ্যমন্ত্রী বিজয় রুপানি।
🔶🔷🔶🔷🔶🔷🔶🔷🔶🔷🔶🔷🔶🔷🔶
একটি মন্তব্য পোস্ট করুন