Top 70+ Most Important Current Affairs Of September 2020 || September 2020 All Current Affairs
September 2020 Current Affairs in Bengali |
আজকের এই পোস্টের মাধ্যমে 2020 সেপ্টেম্বর মাসের কারেন্ট অ্যাফেয়ার্স শেয়ার করা হবে।। নিচের এই পোস্ট থেকে কারেন্ট অ্যাফেয়ার্স সেপ্টেম্বর ২০২০ গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স গুলি দেখে নিন।।
Topic -
• September 2020 Current Affairs in Bengali
• current affairs of September 2020 in Bengali
• Monthly current affairs in Bengali
• বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স
• সেপ্টেম্বর 2020 এর বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স
• 2020 সেপ্টেম্বর বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স
• কারেন্ট অ্যাফেয়ার্স ২০২০ pdf
• বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স সেপ্টেম্বর ২০২০
• সেপ্টেম্বর 2020 কারেন্ট অ্যাফেয়ার্স
• September 2020 current affairs pdf in bengali
• September 2020 current affairs in bengali
• current affairs of September 2020
• current affairs of September questions and answers
September 2020 Current Affairs in Bengali
🔶 পশ্চিমবঙ্গ সরকার কোন দিনটিকে পুলিশ দিবস হিসেবে পালন করেছে?
✅ 1 লা সেপ্টেম্বর।
🔶 কোন দিনটিকে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালন করা হয়?
✅ 8 ই সেপ্টেম্বর
🔶 কোন দিনটিতে জম্মু-কাশ্মীরের অসম কে "সংরক্ষিত " অঞ্চল বলে ঘোষণা করা হয়েছে?
✅ 2 সেপ্টেম্বর।
🔶 কোন দিনটিতে উত্তরপ্রদেশ সরকার তিন তালাক হওয়া মহিলাদের বার্ষিক 6 হাজার টাকা সহায়তা প্রদান প্রকল্প চালু করেছে?
✅ 6 সেপ্টেম্বর
🔶 ভারতের কোন দিনটি " হিন্দি দিবস " হিসেবে পালন করা হয়?
✅ 14 ই সেপ্টেম্বর।
🔶 কোন দিনটি ভারতের জাতীয় ইঞ্জিনিয়ার দিবস হিসেবে পালিত হয় ??
✅ 15 ই সেপ্টেম্বর।
🔶 কোন দিনটিকে World Pharmacist Day হিসেবে পালন করা হয়??
✅ 25 শে সেপ্টেম্বর।
🔶 কোন দিনটি " বিশ্ব জলাতঙ্ক" দিবস কবে পালন করা হয়??
✅ 28 শে সেপ্টেম্বর।
🔶 কোন দিনটি " বিশ্ব রোগী সুরক্ষা দিবস " হিসেবে পালন করা হয়??
✅ 17 ই সেপ্টেম্বর।
🔶 কোন দিনটিকে আন্তর্জাতিক শান্তি দিবস হিসেবে পালন করা হয়??
✅ 21 শে সেপ্টেম্বর।
🔶 কে তামিলনাডুতে ভারতের প্রথম মহিলা অ্যাম্বুলেন্স ড্রাইভার হিসেবে নিযুক্ত হয়েছেন??
✅ M. Veeralakshmi
🔶 কে South Indian Bank এর নতুন CEO ও ম্যানেজিং ডিরেক্টর হিসেবে নিযুক্ত হয়েছেন??
✅ মুরালী রামকৃষ্ণন।
🔶 ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন এর নতুন চেয়ারম্যান এবং ম্যানেজিং ডিরেক্টর হিসেবে দায়িত্ব পেয়েছেন??
✅ K. Padmakar
🔶 Press Trust Of India -র নতুন চেয়ারম্যান এবং ম্যানেজিং ডিরেক্টর হিসেবে কে নিযুক্ত হয়েছেন??
✅ অভিক সরকার
🔶 কে National Technical Research Organization এর নতুন কর্মকর্তা হিসেবে নিযুক্ত হয়েছেন??
✅ অনীন ধাসমানা ( Anil Dhasmana )
🔶 Facebook India - র গ্লোবাল বিজনেস গ্রুপের ডিরেক্টর হিসেবে কে নিযুক্ত হয়েছেন??
✅ অরুণ শ্রীনিবাস
🔶 সম্প্রতি কে Telecom Regulatory Authority Of India -র চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হয়েছেন?
✅ Dr. P.D. Vaghela
🔶 Railway Board-র CEO হিসেবে নিযুক্ত হয়েছেন কে??
✅ বিনোদ কুমার যাদব
🔶 Hindustan Shipyard Limited এর নতুন চেয়ারম্যান এবং ম্যানেজিং ডিরেক্টর হিসেবে কে নিযুক্ত হয়েছেন??
✅ হেমন্ত ক্ষেত্রী।
🔶 World Bank's 2020 Human Capital Index এ ভারতের স্থান কত??
✅ 116।
🔶 কোন আন্তর্জাতিক বিমানবন্দর ন্যাশনাল এনার্জি লিডার অ্যাওয়ার্ড জিতেছে??
✅ হায়দ্রাবাদ আন্তর্জাতিক বিমানবন্দর
🔶 গ্লোবাল ইনোভেশন ইন্ডেক্স 2020 তে ভারতের স্থান কত??
✅ 48।
🔶 গ্লোবাল ইকোনমিক ফ্রিডম ইন্ডেক্স 2020।তে ভারতের স্থান কত??
✅ 105
🔶 রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান হিসেবে পুনরায় নির্বাচিত হয়েছেন কে??
✅ নারায়ন সিং
🔶 প্রথম ভারতীয় হিসেবে গ্র্যান্ড স্ল্যাম সিঙ্গেলস জিতেছে কোন ভারতীয় টেনিস খেলোয়ার??
✅ সুমিত নাগাল
🔶 কোন আন্তর্জাতিক ক্রিকেটার সম্প্রতি ক্রিকেট থেকে অবসর গ্রহন করার কথা ঘোষণা করেছেন
✅ ইংল্যান্ডের ক্রিকেটার Lan Bell
🔶 দ্বিতীয় ফুটবলার হিসেবে কে আন্তর্জাতিক 100 টি গোল করে রেকর্ড করেছে?
✅ ক্রিশ্টিয়ানো রোনাল্ডো
🔶 Azadi - শিরোনামে বই প্রকাশ করেছেন কোন ভারতীয় প্রখ্যাত লেখিকা?
✅ অরুন্ধতী রায়
🔶 Voice Of Dissent ' - শিরোনামে বইটি লিখেছেন কে??
✅ রোমিলা থাপার।
🔶 কোন সরকার " Gandagi Bharat Chodo " ক্যাম্পেইন লঞ্চ করেছে?
✅ মধ্যপ্রদেশ সরকার
🔶 কোন রাজ্য সরকার ভারতের সবথেকে বড় " Piggery Mission " লঞ্চ করেছে??
✅ মেঘালয় রাজ্য সরকার
🔶 কোন রাজ্য সরকার " আর্থিক স্পন্দন " নামে ঋণ বিতরণ প্রোগ্রাম লঞ্চ করেছে??
✅ কর্ণাটক রাজ্য সরকার
🔶 করোনাভাইরাস রুখতে কোন রাজ্য সরকার " মাই ফ্যামিলি মাই রেস্পন্সিবিলিটি " নামক ক্যাম্পেইন চালু করেছে??
✅ মহারাষ্ট্র সরকার
🔶 কোথায় গর্ভবতী মহিলাদের জন্য YRS Sampoorna Poshan এবং YRS Sampoorna - নামে দুটি যোজনা লঞ্চ করা করেছে??
✅ অন্ধ্রপ্রদেশে
🔶 করোনা মোকাবিলার জন্য জাপানের থেকে কত কোটি টাকা লোন পেয়েছে ভারত??
✅ 3500
🔶 Contactless connection " নামে নতুন ব্র্যান্ড ক্যাম্পেইন লঞ্চ করেছে কোন ব্যাঙ্ক??
✅ SBI
🔶 কোন ব্যাঙ্ক তুলো চাষিদের জন্য " SAFAL " নামে লোন প্রোডাক্টস চালু করেছে?
✅ স্টেট ব্যাংক
🔶 কোন ব্যাংক " Safe Pay " নামক কন্টাক্টলেস ডেবিট কার্ড লঞ্চ করেছে??
✅ IDFC first Bank
🔶 কোন ব্যাংক " Apna Ghar Dreamz " নামে হোম লোন স্কিম লঞ্চ করেছে?
✅ ICICI Home Finance
🔶 কোন ব্যাংক " Home Utsav " নামে ভার্চুয়াল প্রপার্টিস এক্সিবিশন লঞ্চ করেছে??
✅ ICICI Bank
🔶 কোন ব্যাংক আসামে " মহিলা আত্মনির্ভরশীল আছানি " প্রোগ্রাম লঞ্চ করেছে??
✅ ভারতীয় স্টেট ব্যাঙ্ক
🔶 কোন রাজ্য সরকার পরিবেশ সংরক্ষণের জন্য " "I Rakhwali " নামক অ্যাপ লঞ্চ করেছে??
✅ পাঞ্জাব রাজ্য সরকার.
🔶 কোথায় মুখ্যমন্ত্রী কিষান কল্যাণ যোজনা চালু হতে চলেছে??
✅ মধ্যপ্রদেশে
🔶 কোন রাজ্য মহিলাদের বিনা সুদে ঋণ প্রদান করতে " মুখ্যমন্ত্রী মহিলা ও উৎকর্ষ যোজনা " লঞ্চ করেছে??
✅ গুজরাট
🔶 কোথায় বিশ্বের বৃহত্তম " সোলার ট্রী " তৈরি করা হয়েছে ???
✅ পশ্চিমবঙ্গে
🔶 কন্যাশ্রীর পর পশ্চিমবঙ্গ সরকারের কোন প্রকল্প " WSIS Award 2020 " জিতেছে??
✅ সবুজ সাথী প্রকল্প
🔶 UNDP দ্বারা কোন অভিনেতা " Social Humnitarian Action Award " পেয়েছেন??
✅ সোনু সুদ।
🔶 সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির পদ থেকে অবসর গ্রহন করলেন কে???
✅ অরুণ কুমার মিশ্র।
🔶 কোন দেশ মহিলা স্বাধীনতা সংগ্রামী প্রীতিলতা ওয়াদ্দেদার ওপর ফিল্ম বানাতে চলেছে?
✅ বাংলাদেশ
🔶 উত্তরপ্রদেশের কোথায় প্রথম শকুন সংরক্ষণ কেন্দ্র তৈরি হতে চলেছে??
✅ গোরখপুরে।।
🔶 IDFC First Bank - এর non-executive চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করলেন কে???
✅ রাজীব লাল
🔶 কোন ভারতীয় দাবা প্লেয়ার " World Open Online Chess Tournament " জিতেছে?
✅ P. Iniyan
🔶 কোন রাজ্যের পুলিশ " C- PLAN " নামক স্মার্টফোন অ্যাপ লঞ্চ করেছে??
✅ উত্তরপ্রদেশ পুলিশ ( 10 ই সেপ্টেম্বর )
🔶 রাজের অপুষ্ট শিশুর পরিবারগুলিকে গরু দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে উত্তর প্রদেশ সরকার
🔶 দেশের সমস্ত নাগরিকদের বিনামূল্যে করোনার ভ্যাকসিন দেওয়ার কথা ঘোষণা করেছে আমেরিকা
🔶 রাজ্যের বৈদ্যুতিক স্কুটার ও রিকশা ক্রয়কারীদের ভর্তুকি দিতে চলেছে গুজরাট সরকার।
🔶 10 টাকায় মিল প্রদান করার জন্য " দিনদয়াল রসই যোজনা" পূনরায় লঞ্চ করেছে মধ্যপ্রদেশ।
🔶 17 ই সেপ্টেম্বর ডক্টর কালাম স্মৃতি ইন্টার্নেশনাল এক্সিলেন্স অ্যাওয়ার্ড পেলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
🔶 12 ই সেপ্টেম্বর দেশে ই- সিগারেট বিক্রি করা বন্ধ হল।
🔶 1 লা সেপ্টেম্বর ডিজিটাল ইন্ডিয়া প্রোগ্রামের জন্য ভারত সরকার গুগল কোম্পানির সাথে জোট বন্ধ হল।
🔶 84 বছর বয়সে মারা গেলেন ভারতের প্রাক্তন একমাত্র বাঙালি রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়
🔶 14 ই সেপ্টেম্বর ' Tatpar ' নামে মোবাইল অ্যাপ লঞ্চ করেছে দিল্লি পুলিশ।
🔶 কেন্দ্রীয় কৃষি দপ্তর 14 সেপ্টেম্বর " Krishi Kisan " নামক অ্যাপের লঞ্চ করেছে।
🔶 ছয় শর্মা 11 সেপ্টেম্বর এশিয়া সোসাইটি গেম চেঞ্জার অ্যাওয়ার্ড পেয়েছেন।
🔶 18 ই সেপ্টেম্বর ইউনাইটেড নেশন গ্লোবাল ক্লাইমেট একশন অ্যাওয়ার্ড পেল ভারতের তথ্যপ্রযুক্তি সংস্থা ইনফোসিস
🔶 8 ই সেপটেম্বর দরিদ্রদের ন্যূনতম আয় যোজনা চালু করেছে ছত্রিশগড় সরকার
🔶 ভারতের প্রথম মহিলা ফাইটার পাইলট হিসেবে রাফালের জেট চলেছেন শিবাঙ্গী সিং।
🔶 জাতিসংঘের Commission On Status Women - এ সদস্যে হিসেবে ভারত নির্বাচিত হল
🔶 যুব সমাজকে ডিজিটাল স্কিল ট্রেনিং দেওয়ার জন্য NSDC - র সঙ্গে পার্টনারশিপ গড়েছে Linkedln
🔶 অ্যাপেল কোম্পানির প্রথম ভাসমান বিক্রয় কেন্দ্র তৈরি হবে সিঙ্গাপুর.
🔶 ভারতের প্রথম কোম্পানি হিসেবে 200 বিলিয়ন মার্কিন ডলারের বাজার মূল্য অতিক্রম করেছে রিলায়েন্স ইন্ডাস্ট্রিস লিমিটেড।
🔶🔶🔷🔶🔷🔶🔷🔶🔷🔶🔷🔶🔷🔶🔷