সিন্ধুতীরে কবিতার প্রশ্ন উওর।। দশম শ্রেণী সিন্ধুতীরে কবিতার সমস্ত ধরনের প্রশ্ন + উত্তর | ক্লাস টেনের সিন্ধুতীরে কবিতার প্রশ্ন উত্তর
ক্লাস টেনের সিন্ধুতীরে কবিতার প্রশ্ন উত্তর |
আজকের এই পোস্টের মাধ্যমে আমরা দশম শ্রেণীর বাংলা পাঠ্য বইয়ের সিন্ধুতীরে কবিতার সমস্ত ধরনের প্রশ্ন+ উত্তর শেয়ার করবো। আজকের এই পোস্টের মাধ্যমে দশম শ্রেণীর বা ক্লাস টেনের সিন্ধুতীরে কবিতার mcq প্রশ্ন উত্তর, সিন্ধুতীর কবিতার সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর এবং সেইসঙ্গে ক্লাস টেনের সিন্ধুতীরে কবিতার কিছু ব্যাখ্যাভিত্তিক প্রশ্ন উত্তর + সিন্ধুতীরে কবিতার রচনাধর্মী প্রশ্ন উত্তর তোমাদের সঙ্গে শেয়ার করবো।
সিন্ধুতীরে কবিতার প্রশ্ন উওর।। দশম শ্রেণী সিন্ধুতীরে কবিতার প্রশ্ন উত্তর | ক্লাস টেনের সিন্ধুতীরে কবিতার প্রশ্ন উত্তর | সিন্ধুতীরে কবিতার mcq প্রশ্ন উত্তর
1 - সিন্ধুতীরে' কাব্যাংশটি কোন্ কাব্যগ্রন্থের অন্তর্গত? [ME'17]
(ক) লােরচন্দ্রাণী
(খ) পদ্মাবতী
(গ) সতীময়না
(ঘ) তােহফা
✅উওর : পদ্মাবতী
2 - সমুদ্রনৃপতি সুতা’ – কে? –[ME 18]
(ক) লক্ষ্মী
(খ) পদ্মা
(গ) উমা
(ঘ) বারুণী
✅উওর : পদ্মা
3- " সিন্ধুতীরে রহিছে মাঞ্জস " - মাঞ্জস শব্দের অর্থ কী??
ক• ভেলা
খ• নৌকা
গ• জাহাজ
ঘ• বজরা
✅উওর : ভেলা
4- " বিস্মিত হইল বালা " - বালা শব্দের অর্থ কী??
ক• সঙ্গিনী
খ• সখী
গ• কন্যা
ঘ• দুখিনী
✅উওর : কন্যা
5- আলাওল কোন্ রাজসভার কবি?
(ক) কৃয়নগরের
(খ) গৌড়ের
(গ) আরাকানের
(ঘ) বর্ধমানে
✅উওর : আরাকানের
6 -"প্রত্যুষ " শব্দের অর্থ কী??
ক• রাত
খ• ভোর
গ• দিন
ঘ• দুপুর
✅উওর : ভোর
7 - সৈয়দ আলাওল কোন সময়ের কবি ছিলেন??
(ক) সপ্তদশ শতক
(খ) ষােড়শ শতক
(গ) অষ্টাদশ শতক
(ঘ) ত্রয়ােদশ শতক
✅উওর : সপ্তদশ শতক
8- কন্যারে ফেলিল যথা- ‘কন্যার নাম কী?
(ক) পদ্মাবতী
(খ) ময়না
(গ) চন্দ্রাবতী
(ঘ) চন্দ্রাণী
✅উওর : পদ্মাবতী
9- মধ্যেতে যে কন্যাখানি’- কন্যাটি কে?
(ক) উর্বশী
(খ) রম্ভা
(গ) পদ্মাবতী
(ঘ) পদ্মা
✅উওর : রম্ভা
10- “..........কৃপা কর...।”-পদ্ম যাঁর কৃপা চাইছেন, তিনি হলেন --
(ক) ইন্দ্র
(খ) সমুদ্রনৃপতি
(গ) মাগন গুণী
(ঘ) র্নিরঞ্জন
✅উওর : র্নিরঞ্জন
11- ‘সখী সবে আজ্ঞা দিল’- সখীদের কে আজ্ঞা দিয়েছিল ?
(ক) পদ্মা
(খ) পদ্মাবতী
(গ) বিধুন্নলা
(ঘ) রােহিণী
✅উওর : পদ্মা
12- চেতনাহীন কন্যাকে দেখে পদ্মার মনে কীসের উদয় হয়েছিল ?
(ক) দ্বেষ
(খ) মমতা
(গ) স্নেহ
(ঘ)করণা
✅উওর : স্নেহ
13 - " দিব্যপুরী " - শব্দের অর্থ কী??
ক• সুন্দর বাগান
খ• সুন্দর প্রাসাদ
গ• সুন্দর রূপ
ঘ• অসুন্দর প্রাসাদ
✅উওর : সুন্দর প্রাসাদ
14- " দিব্যপুরী " - কোথায় ছিল ??
ক• পিতৃপুরী
খ• জলের মাঝারে
গ• সমুদের মাঝারে
ঘ• উদ্যানের মাঝারে
✅উওর : সমুদের মাঝারে
15 - " অনুমান করে নিজ চিতে " - - সে কী অনুমান করেছিল??
ক• মেয়েটি কোনো দেবকন্যা
খ• মেয়েটি কোনো রাজকন্যা
গ• মেয়েটি কোনো পরি
ঘ• মেয়েটি কোনো বিদ্যাধরী
✅উওর : মেয়েটি কোনো বিদ্যাধরী
16 - অচেতন কন্যাদের সংখ্যা ছিল --
ক• পাঁচজন
খ• চারজন
গ• তিনজন
ঘ• ছয়জন
✅উওর : পাঁচজন
17 - " মধ্যেতে যে কন্যাখানু " - সে ছিল --
ক• সজ্ঞাহীন
খ• আনন্দিত
গ• স্নেহপ্রবণ
ঘ• নিরাশ
✅উওর : সজ্ঞাহীন
18 - " তুরিত গমনে আসি " - তুরিত গমনে এল --
ক• সখীগণ
খ• আলাওল
গ• পদ্মা
ঘ• সমুদ্রনৃপতি
✅উওর : পদ্মা
19 - " আছয় " শব্দের গদ্যরুপ হল ---
ক• আশ্রয়
খ• আছে
গ• ছিল
ঘ• নেই
✅উওর : আছে
20- " চিকিৎসিমু " শব্দের গদ্যরুপ হল ---
ক• চিকিৎসা করব
খ• চিকিৎসা করবেন
গ• চিকিৎসা করেছিলেন
ঘ• চিকিৎসা করেছিলাম
✅উওর : চিকিৎসা করব
সিন্ধুতীরে কবিতার প্রশ্ন উওর।। দশম শ্রেণী সিন্ধুতীরে কবিতার প্রশ্ন উত্তর | ক্লাস টেনের সিন্ধুতীরে কবিতার প্রশ্ন উত্তর | সিন্ধুতীরে কবিতার mcq প্রশ্ন উত্তর
1 - সিন্ধুতীরে ক্যাবাংশের রচয়িতা কে??
✅উওর : সিন্ধুতীর ক্যাবাংশের রচয়িতা হলেন আরাকান রাজকবি " সৈয়দ আলাওল "।
2 - সিন্ধুতীরে ক্যাবাংশটি কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে??
✅উওর : সিন্ধুতীরে ক্যাবাংশটি আলাওল রচিত " পদ্মাবতী নামক কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে।
3 - সমুদ্রনৃপতি সুতা বলতে কাকে বোঝানো হয়েছে??
✅উওর : সিন্ধুতীরে কবিতায় সমুদ্রনৃপতি সুতা বা সমুদ্ররাজের কন্যা বলতে পদ্মা নামের একজন গুণবতী কন্যাকে বোঝানো হয়েছে।
4 - তার পাশে রচিল উদ্যান - কে, কীসের পাশে উদ্যান রচনা করল???
✅উওর : কবিতা অনুসারে সমুদের তীরে অবস্থিত সৌন্দর্যময় মনোরম নগরীতে যে উচ্চ পর্বত অবস্থিত, পদ্মা তার পাশে উদ্যানের রচনা করেছিলেন।।
5 - মধ্যেতে যে কন্যাখানি - কোন কন্যার কথা বলা হয়েছে??
✅উওর : সিন্ধুতীতে কবিতায় সমুদকন্যা পদ্মা যখন উদ্যান ভ্রমণে এসে সজ্ঞাহীন পঞ্চকন্যার মধ্যে সিংহল রাজকন্যা পদ্মাবতীকে আবিষ্কার করলেন। এখানে সিংহল রাজকন্যা পদ্মাবতীর কথাই বলা হয়েছে।।
6 - " অনুমান করে নিজ চিতে "- অনুমানটি কার এবং কিসের ছিল??
✅উওর : এখানে অনুমানটি হল সমুদ্রকন্যা পদ্মার। তার অনুমানটি ছিল, যখন পদ্মা সিংহল রাজকন্যা পদ্মাবতীকে দেখেছিলেন তখন পদ্মা অনুমান করেছিলেন যে এই অপুর্ব সুন্দরী হয়তো দেবরাজ ইন্দ্রের অভিশাপে কোনো বিদ্যাধরী স্বর্গভ্রষ্ট হয়ে এখানে এসে পড়েছেন। অথবা কোনো সামুদ্রিক ঝড়ের কবলে পরে তাদের হয়তো এই দশা হয়েছে।।
7 - " পঞ্চকন্যা পাইলো চেতন। " -- পঞ্চকন্যা কে???
✅উওর : এখানে পঞ্চকন্যা হলে সিংহল রাজকন্যা পদ্মাবতী এবং তার চার সখী বিজয়া, বিধন্নলা, রোহিনী ও চন্দ্রকলা।
8 - পদ্মা ও তার চার সখীরা পঞ্চকন্যার কী চিকিৎসা করেছিল??
✅উওর : সিন্ধুতীরে কবিতায় সমুদ্রকন্যা পদ্মা ও তার সখীরা মিলে পঞ্চকন্যার মাথায় ও পায়ে গরম সেঁক দেন। এবং পদ্মা তার তন্ত্রমন্ত্রের বলে মহৌষধি দিয়ে পঞ্চকন্যার চিকিৎসা করেন।।
9 -" বিস্মিত হইল বালা "- বালা কে? তার বিস্ময়ের কারণ কী ছিল??
উওর : সৈয়দ আলাওলের রচিত সিন্ধুতীরে কবিতায় বালা শব্দের অর্থ হলো কন্যা। বিস্মিত বালা বলতে এখানে সমুদ্রনৃপতির কন্যা পদ্মাকে বোঝানো হয়েছে।
10- " পঞ্চকন্যা পাইল চেতন।" - পঞ্চকন্যা কারা? তাঁরা কিভাবে চেতনা ফিরেপেয়েছিলেন তা নিজের ভাষায় লেখো।
উওর : সৈয়দ আলাওল রচিত পদ্মাবতী কাব্যের একটি অংশ হলো আমাদের পাঠ্য কবিতা সিন্ধুতীরে। কবিতায় পঞ্চকন্যা বলতে সিংহল রাজকন্যা পদ্মাবতী এবং তার চার সখী- চন্দ্রকলা, বিজয়া, রোহিণী ও বিধন্নলাকে বোঝানো হয়েছে।
প্রাতঃভ্রমণকালে সমুদ্রকন্যা পদ্মা সমুদ্রের তীরে একটি ভেলায় চারজন সখীসহ অপরুপা পদ্দাবতীকে অচেতন অবস্থায় দেখতে পায়। পদ্মাবতী এবং তার সখীদের কেশ ও বসন দেখে পদ্মার মনে হয়েছিল যে এরা হয়তো দেবরাজ ইন্দ্রের অভিশাপে মরতে এসে পড়েছেন, নয়তো বা কোন সামুদ্রিক ঝড়ে এদের এই অবস্থা। পদ্মাবতী এবং তার চার সখীর এরকম অবস্থা দেখে পদ্মার মনে মমতার জন্ম নেয়। এবং স্নেহময়ী পদ্মা এদের সুস্থ করে তোলার জন্য পঞ্চকন্যার চিকিৎসা শুরু করেন। পদ্মা বিধাতার উপর বিশ্বাস রেখে পঞ্চকন্যার চিকিৎসা শুরু করেন। পদ্মার নির্দেশমতো পঞ্চকন্যাকে কাপড়ে ঢেকে উদ্যানের মাঝে আনা হয় এবং তারপর পঞ্চকন্যার মাথা ও পায়ে গরম সেঁক দেওয়া হয়। এছাড়াও পদ্মার তন্ত্র - মন্ত্র বিদ্যার দ্বারা মহাষৌধ প্রয়োগ করা। এবং এরকম চিকিৎসা এবং সবশেষে বিধাতার কৃপায় পঞ্চকন্যা কিছুক্ষণের মধ্যেই তাদের চেতনা ফিরে পান।
11 - " কন্যারে ফেলিল যথা। "- কন্যার পরিচয় দাও। তাকে যেখানে ফেলা হয়েছিল সেই স্থানটি কিরূপ ছিল??
উওর : আরকান রাজসভার কবি সৈয়দ আলাওল রচিত পদ্মাবতী কাব্যের থেকে গৃহীত সিন্ধুতীরে নামক কবিতায় কন্যারে বলতে এখানে সিংহল রাজকন্যা পদ্মাবতীকে বোঝানো হয়েছে।
পদ্মাবতী ছিলেন সিংহল রাজদুহিতা। ইতিহাস মতে পদ্মাবতী চিরতরে রানা রত্নসেন এর দ্বিতীয় পত্নীর মর্যাদা লাভ করেছিলেন।
আমাদের পাঠ্য সিন্ধুতীরে কবিতা অনুসারে সিংহল রাজকন্যা পদ্মাবতী তার চারজন সখীসহ সমুদ্রের তীরে পরেছিলেন। সেখানে একটি অত্যন্ত সৌন্দর্য নগরী ছিল যেখানে দুঃখ দুর্দশার লেশমাত্র ছিল না
সেখানে শুধুমাত্র সত্যে ছিল! সত্যধর্ম ও সদাচার সেখানে সর্বদা বিরাজমান ছিল। সে অদ্ভুত এবং সুন্দর নগরীতে সমুদ্ররাজ ও তাঁর কন্যা পদ্মা থাকতেন। সমুদ্রকন্যা পদ্মা সেখানে এক সুন্দর উদ্যানেএ রচনা করেছিলেন, যেখানে তিনি নানা সৌন্দর্যময় ও সুগন্ধি ফুলের সৃষ্টি করেছিলেন। সমুদ্রের তীরবর্তী এরুপ সুন্দর একটি স্থানে উদ্যান যুক্ত একটি মনিখচিত প্রাসাদে রাজকন্যা বসবাস করতেন।
12- " বিধি মরে না করো নৈরাশ। " - এটি কার প্রার্থনা? এমন প্রার্থনা কারণ কী??
উওর : আরকান রাজসভার কবি সৈয়দ আলাওল রচিত পদ্মাবতী কাব্যের থেকে গৃহীত সিন্ধুতীরে কবিতায় এখানে বিধাতার কাছে এই প্রার্থনাটি ছিল সমুদ্রকন্যা পদ্মার।
সমুদ্র রাজকন্যা পদ্মা যখন তার সুখী হব প্রাতঃভ্রমণে গিয়েছিলেন তখন তিনি দেখতে পান সমুদ্রতীরে একটি ভেলার মধ্যে এক অপূর্ব সুন্দরী তাঁর চার সখী শ অচৈতন্য অবস্থায় পড়ে আছেন। পঞ্চকন্যা এরকম অচৈতন্য অবস্থায় দেখে পদ্মার মনে মমতার জন্ম নেয়। এবং এই মমতা থেকেই পদ্মা় সেই পঞ্চকন্যা কে নিজের উদ্যানে নিয়ে আসেন। এবং উদ্যানে নিয়ে আসার পর তিনি সেই পঞ্চকন্যার চিকিৎসা শুরু করেন। এখানে পদ্মা পঞ্চকন্যার শরীরে গরম সেঁক ও পদ্মার মন্ত্রবলে মহাষৌধ প্রয়োগ করার পরে তিনি বিধাতার কাছে পঞ্চকন্যা প্রাণ রক্ষার জন্য প্রার্থনা করেন।
পোস্টটি পড়ার জন্য ধন্যবাদ --