মাধ্যমিক বাংলা : 35+ হারিয়ে যাওয়া কালি কলম প্রবন্ধের MCQ প্রশ্ন উওর 2025

0


হারিয়ে যাওয়া কালি কলম প্রবন্ধের MCQ প্রশ্ন উওর 2024 || Hariye jaoa kali kolom probondher MCQ 2024

Hariye jaoa kali kolom probondho ; দশম শ্রেণীর বাংলা প্রবন্ধ হারিয়ে যাওয়া কালি কলম থেকে যারা MCQ প্রশ্ন উওর পেতে চাও, তাদের জন্য আজকের এই পোস্ট। আজকের এই ব্লগ পোস্টে আমরা মাধ্যমিক বাংলা প্রবন্ধ হারিয়ে যাওয়া কালি কলম প্রবন্ধের 35+ MCQ প্রশ্ন উওর তোমাদের সাথে করবো। আশাকরবো যে তোমাদের সামনের মাধ্যমিক পরিক্ষায় হারিয়ে যাওয়া কালি কলম প্রবন্ধের এই MCQ প্রশ্ন  গুলো কাজে আসবে।।

মাধ্যমিক বাংলা সম্পূর্ণ সিলেবাসের ডিজিটাল পিডিএফ নোট স্বল্পমূল্যে কিনতে চাইলে আজই 8388986727- নম্বরে যোগাযোগ করো 


35+ হারিয়ে যাওয়া কালি কলম প্রবন্ধের MCQ প্রশ্ন উওর 2024 || Hariye jaoa kali kolom probondher MCQ 2024


1- শ্রীপান্থ ছদ্মনামে লিখে গেছেন- 
ক) নিখিল সরকার 
খ) কালিদাস
গ) নবারুণ ভট্টাচার্য্য 
ঘ) অর্ঘ‍্যকুসুম দওগুপ্ত
উওর : নিখিল সরকার 

2 - " হারিয়ে যাওয়া কালি কলম"-এর লেখক হলেন-
ক) শ্রীপান্থ
খ) কালিদাস
গ) নবারুণ ভট্টাচার্য্য 
ঘ) অর্ঘ‍্যকুসুম দওগুপ্ত
উওর : শ্রীপান্থ

3- লেখক ছোটবেলায় কোথায় থাকতেন?? 
ক) গ্রামে
খ) শহরে
গ) মফস্বলে 
ঘ) বিদেশে
উওর : গ্রামে।

4- যাঁর পােশাকি নাম স্টাইলাস – কার পােশাকি 
নাম?
ক) কুইল
খ) নলখাগড়া
গ) খাগের কলম
ঘ) ব্রোঞ্জের শলাকা
উওর : ব্রোঞ্জের শলাকা

5- ফাউন্টেন পেনের বাংলা নাম কী?? 
ক) ঝরনা কলম 
খ) পদ্ম কলম 
গ) বৃষ্টি কলম 
ঘ) রিজার্ভার পেন
উওর : ঝরনা কলম 

6- " ঝরনা কলম" নামটি কার দেওয়া?? 
ক) রবীন্দ্রনাথ ঠাকুরের 
খ),শ্রীপান্থের 
গ) ওয়াটারম্যানের 
ঘ) সুভো ঠাকুরের 
উওর : রবীন্দ্রনাথ ঠাকুরের 

7-' বাবু কুইল ড্রাইভারস' কথাটি কে ব্যবহার করেছিলেন?? 
ক) লর্ড কার্জন
খ) লর্ডরিপন 
গ) লর্ড লিটন 
ঘ) উইলিয়াম কেরি
উওর : লর্ড কার্জন

8- কালির অক্ষর নাইকো পেটে, চণ্ডী পড়েন – 
ক) বাবুঘাটে
খ) কালীঘাটে
গ) গঙ্গাঘাটে
ঘ) খেয়াঘাটে
উওর : কালীঘাটে

9- অক্ষরজ্ঞানহীনকে লোকে বলে-- 
ক) অক্ষর গোমাংস
খ) চোখ থাকতেও অন্ধ
গ) কুয়োর ব্যাং
ঘ) কিছুই  না
উওর : অক্ষর গোমাংস

10- ত্রিফলা বলতে যে তিনটি ফলকে বােঝায় সেগুলি হল
ক) হরীতকী, জায়ফল, এলাচ
খ) হরীতকী, সুপারি, আমলকী
গ)আমলকী, হরীতকী, বহেরা
ঘ) সুপারি, হরীতকী, বহেড়া
উওর : আমলকী, হরীতকী, বহেরা

11 - উন্নতমানের ফাউন্টেন পেনের নির্মাতা ছিলেন -
ক) জন স্টিফেনসন
খ) অ্যান্ডারসন
গ) লুইস অ্যাডসন ওয়াটারম্যান
ঘ) লুইস ওয়াল্টার
উওর : লুইস অ্যাডসন ওয়াটারম্যান

12- লেখক যে অফিসে কাজ করতেন, সেটি হ'ল – 
ক) সরকারি অফিস 
খ) পত্রিকা অফিস
গ) সওদাগরি অফিস
ঘ) বেসরকারি অস্তি
উওর : পত্রিকা অফিস। 

13- লেখকের অফিসে সবাই হলেন - 
ক) কবি 
খ)লেখক
গ) ফাঁকিবাজ
ঘ) সৈনিক 
উওর : লেখক

14) লেখক বাদে তার অফিসের সবার সামনেই রয়েছে-
ক) কলম 
খ) ক্যালকুলেটর 
গ) কম্পিউটার 
ঘ) টাইপরাইটার
উওর : কম্পিউটার

15) লুইস অ্যাডসন ওয়াটারম্যান’ নামটি কোন্ জিনিসটার সঙ্গে যুক্ত ?
ক) কম্পিউটার
খ) পুস্তক
গ) অভিধান 
ঘ) ফাউন্টেন পেন
উওর : ফাউন্টেন পেন

16- কেরি সাহেবের মুনশি নামে কোন্ ব্যক্তি খ্যাত ছিলেন ?
ক) মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার
খ) চণ্ডীচরণ মুনশি
গ) রামরাম বসু
ঘ) গােলকনাথ শর্মা
উওর : রামরাম বসু

17-সিজার কলক দিয়ে কাকে আঘাত করেছিলেন?? 
ক) কাসকাকে
খ) রোমুলাসুক
গ) হেনরিয়াটাকে
ঘ) ডরোথিকে
উওর : কাসকাকে

18) আদিতে ফাউন্টেন পেন সংগ্রহ করতেন –
ক) রবীন্দ্রনাথ ঠাকুর 
খ) শৈলজানন্দ মুখােপাধ্যায়
গ) জীবনানন্দ দাশ
ঘ) সত্যজিৎ রায়
উওর : শৈলজানন্দ মুখােপাধ্যায়

19- যারা ওস্তাদ কলমবাজ তাদের কী বলা হত— 
ক) টেলিগ্রাফিস্ট 
খ) ক্যালিগ্রাফিস্ট
গ) পলিগ্রাফিস্ট
ঘ) এপিগ্রাফিস্ট
উওর : ক্যালিগ্রাফিস্ট

20-  একজন বিখ্যাত দোয়াত সংগ্রাহকের নাম হল– 
ক) অবনীন্দ্রনাথ ঠাকুর 
খ) সুভাে ঠাকুর
গ) গুনু ঠাকুর
ঘ) রবি ঠাকুর
উওর : সুভাে ঠাকুর। 

21- আদিতে ফাউন্টেন পেনের কী নাম ছিল? – 
ক) ঝরনা কলম
খ) কালির কলম
গ) রিজার্ভার পেন
ঘ) বল পেন
উওর : রিজার্ভার পেন।

22- রােম সাম্রাজ্যে ব্রোঞ্জের শলাকার পােশাকি নাম কী ছিল?? 
ক) স্টাইলাস
খ) ফাউন্টেন
গ) স্টাইলাস
ঘ) বলপেন
উওর : স্টাইলাস

23- নিজের হাতের কলমের আঘাতে যেই লেখক এর মৃত্যু হয়েছিল সেই লেখকের, তার নাম কী? 
ক) বনফুল
খ) পরশুরাম
গ) ত্রৈলােক্যনাথ মুখােপাধ্যায়
ঘ) শৈলজানন্দ 
উওর : ত্রৈলােক্যনাথ মুখােপাধ্যায়। 

24- কলমের শক্তির সঙ্গে কীসের শক্তির তুলনা করা হয়েছে?? 
ক) তলোয়ারের 
খ) কামানের
গ) পিস্তলের
ঘ) মানুষের 
উওর : তলোয়ারের

25- ‘অনেক ধরে ধরে টাইপরাইটারে লিখে গেছেন মাত্র একজন' সেই একজন কে?? 
ক) সত্যজিৎ রায়
খ) অন্নদাশঙ্কর রায়
গ) রাজশেখর বসু
ঘ) সুবােধ ঘােষ
উওর : অন্নদাশঙ্কর রায়

26 - শেষ পযর্ন্ত নিবের কলমের মানমর্যাদা বাচিয়ে রেখেছিলেন-
ক) সত্যজিত রায় 
খ) রবীন্দ্রনাথ ঠাকুর 
গ) কালিদাস
ঘ) বিদ্যাসাগর 
উওর : সত্যজিত রায় 

27-'কঙ্কাবতী’ ও ‘ডমরুধর’-এর স্বনামধন্য লেখক কে? —
ক) মাইকেল মধুসূদন দত্ত
খ) শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
গ) ত্রৈলােক্যনাথ মুখােপাধ্যায়
ঘ) শিবরাম চক্রবর্তী
উওর :  ত্রৈলােক্যনাথ মুখােপাধ্যায়

28- প্রথম দিকে কিসের সাহায্যে লেখার কালি শুকনো করা হত?? 
ক) শুকনো বালি দিয়ে
খ) চক দিয়ে
গ) ব্লটিং পেপার দিয়ে
ঘ) কাপড় দিয়ে
উওর: শুকনো বালি দিয়ে। 

29 - প্রথম দিকে বালির সাহায্যে লেখার কালি শুকনো হলেও পরবর্তীকালে সেই কাজটি কিসের মাধ্যমে করা হত ?? 
ক) ভেজা বালির সাহায্য 
খ) চকের সাহায্য 
গ) ব্লটিং পেপারের সাহায্য 
ঘ) কাপড়ের সাহায্য 
উওর : ব্লটিং পেপারের সাহায্য

30- চারখণ্ড রামায়ণ কপি করে একজন লেখক অষ্টাদশ শতকে কত টাকা পেয়েছিলেন?
ক) সাত টাকা
খ) আট টাকা
গ) ন-টাকা
ঘ) দশ টাকা
উওর : সাত টাকা

31 - চিনারা চিরকাল লেখার জন্য কী ব্যবহার করে এসেছে?? 
ক) তুলি 
খ) কুইল 
গ)স্টাইলাস
ঘ).খাগড়ার কলম
উওর: তুলি

32-কলমের দুনিয়ায় যা সত্যিকারের বিপ্লব ঘটায় তা হল -- 
ক) বলপেন 
খ) ফাউন্টেন পেন 
গ) কুইল
ঘ) স্টাইলাস
উওর : ফাউন্টেন পেন

33-কার ছবিতে দোয়াতে পালকের কলম দেখতে পাওয়া যায়?? 
ক) কেরি সাহেবের 
খ) রবীন্দ্রনাথের 
গ) কালিপ্রসন্ন সিংহের
ঘ) কালিদাসের
উওর : কেরি সাহেবের।

34- লেখক কোথায় সোনার দোয়াত দেখতে পেয়েছিলেন?? 
ক) সুভো ঠাকুরের দোয়াত সংগ্রহে
খ) রবীন্দ্রনাথ ঠাকুরের দোয়াত সংগ্রহে
গ).অবনীন্দ্রনাথ ঠাকুরের দোয়াত সংগ্রহে
ঘ).গগেন্দ্রনাথ ঠাকুরের দোয়াত সংগ্রহে
উওর : সুভো ঠাকুরের দোয়াত সংগ্রহে

35 - একসময় বলা হত " কলমে কায়স্থ চিনি, গোঁফেতে _______। 
ক) রাজপুত 
খ) মোঘল
গ) কবি
ঘ.) রাখাল
উওর : রাজপুত 

36- লেখক ছোটবেলায় কার পায়ের মোজায় কলম দেখতে পেয়েছিলেন? 
ক) দারোগাবাবুর
খ) মন্ত্রীর
গ) একজন লেখকের
ঘ) স্কুলের মাস্টারমশাইয়ের
উওর : দারোগাবাবুর

ধন্যবাদ।।

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)
To Top