দশম শ্রেণীর বাংলা বা মাধ্যমিক বাংলা সুবোধ ঘোষ রচিত বহুরূপী গল্প থেকে কিছু প্রশ্ন মাধ্যমিক পরীক্ষায় দেখা যায়। আজকে আমরা সুবোধ ঘোষ রচিত বহুরূপী গল্পের 25 MCQ প্রশ্ন উত্তর এবং বহুরূপী গল্পের কিছু ছোটো বা SAQ প্রশ্ন উত্তর তোমাদের সঙ্গে শেয়ার করবো।। আর যদি তোমরা বহুরূপী গল্পের বড় প্রশ্ন উত্তর সহ অন্যান্য সকল অধ্যায়ের নোট নিতে চাও,তাহলে তোমরা আমাদের সঙ্গে যোগাযোগ করে দশম শ্রেণীর সম্পূর্ণ বাংলা পিডিএফ নোটটি সংগ্রহ করতে পারো।
বহুরূপী গল্পের 25+ MCQ প্রশ্ন উত্তর 2025|| Bohurupi Golper MCQ 2025
1-সন্ন্যাসীর পায়ের ধুলো পেয়েছিলেন যিনি, তিনি হলেন-
(ক) বিরাগীবাবু
(খ) নিমাইবাবু
(গ) জগদীশবাবু
(ঘ) রামবাবু
উওর : জগদীশবাবু।
2-জগদীশবাবু কাঠের খড়মে লাগিয়েছিলেন –
(ক) হীরের ফুল
(খ) সোনার বল
(গ) সোনার চুমকি
(ঘ) সোনার চুমকি
উওর : সোনার বল
3- বড়ো মানুষের কাণ্ডের খবর বড়ো মানুষ বলতে বোঝানো হয়েছে -
(ক) জগদীশবাবুকে
(খ) নিমাইবাবুকে
(গ) শ্রীপাদকে
(ঘ) এদের কাউকেই নয়
উওর : জগদীশবাবুকে
4- সন্ন্যাসীকে বিদায় দেওয়ার সময় জগদীশবাবু দিয়েছিলেন -
(ক) পঞ্চাশ টাকার নোট,
(খ) হাজার টাকার নোট
(গ) পাঁচশো টাকার নোট
(ঘ) একশো টাকার নোট
উওর : একশো টাকার নোট
5- একটা আতঙ্কের হল্লা থেকে উঠেছিল।'- কখন হল্লা বেজে উঠেছিল?
(ক) সকালবেলা
(খ) বিকেলবেলা
(গ) দুপুরবেলা
(ঘ) সন্ধাবেনা।
উওর : দুপুরবেলা।
6- 'খুব হয়েছে হরি, এইবার সরে এক্কো। অন্যদিকে যাও।'- একথা বলেছে -
(ক) ভবতোষ
(খ) অনাদি
(গ) কাশীনাথ
(ঘ) জনৈক বাসযাত্রী
উওর : কাশীনাথ।
7- অসম্বব! হরিদার গলার স্বর এরকমই নয়"- বক্তা কে?
(ক) গল্পকথক
(খ) ভবতোষ
(গ) কাথীনাথ
(ঘ) শিবতোষ
উওর : ভবতোষ।
8- "ছদ্মবেশে সেদিন হরিদার রোজগার মন্দ হয়নি" -কীসের ছদ্মবেশের কথা বলা হয়েছে?
(ক) বাইজি
(খ) পুলিশ
(গ) পাগল
(ঘ) ভিখারি
উওর: বাইজি।
9- বাইজির ছদ্মবেশে হরিদার রোজগার হয় -
(ক) আট টাকা দশ আনা
(খ) আট টাকা আট আনা
(গ) আট টাকা চার আনা
(ঘ) দশ টাকা দশ আনা।
উওর : আট টাকা দশ আনা
10 - সাদা মাথা,সাদা দাড়ি, সৌম্য শান্ত ও জ্ঞানী মানুষকে। -
(ক) ছদ্মবেশী হরিদা
(খ) সন্ন্যাসী
(গ) জগদীশবাবু
(ঘ) হিমালয়ের সাধুবাবা
উওর : ছদ্মবেশী হরিদা।
11 - সপ্তাহে হরিদা বহুরুপী সেজে বাইরে যান –
(ক) একদিন
(খ) দুদিন
(গ) চারদিম
(ঘ) পাঁচদিন
উওর : একদিন।
12- বিরাগী জনধনধৌধনকে বলেছিলেন সুন্দর এক একটি –
(ক) সম্পদ
(খ) কল্পনা
(গ) মায়া
(ঘ) রত্ন
উওর : মায়া।
13 - 'সে ভয়ানক দূর্লভ জিনিস – ভয়ানক দুর্লভ জিনিসটি হল -
(ক) সন্ন্যাসীর দেখা পাওয়া
(খ) সন্ন্যাসীর কমন্ডলু পাওয়া
(গ) সন্ন্যাসীর মতো জীবনযাপন করা
(গ) সন্ন্যাসীর পায়ের গুলো পাওয়া।
উওর : সন্ন্যাসীর পায়ের গুলো পাওয়া।।
14 - বিরাগীর মতে, 'পরম সুখ হইল-
(ক) পরমাত্মার দর্শন করা যায়
(খ) ঈশ্বর সাধনা করা
(গ) সব সুখের বন্ধন থেকে মুক্ত হতে পারা
(ঘ) সংসার ত্যাগ না করা।
উওর : সব সুখের বন্ধন থেকে মুক্ত হতে পারা
15 - হরিনার ঘরে আড্ডা দিতেন -
(ক) অনাদি ও প্রাণতোষ
(খ) ভবতোষ ও প্রাণতোষ
(গ) অনাদি ও ভবতোষ
(ঘ) ভবতোষ
উওর : অনাদি ও প্রাণতোষ।
16- হরিদা পুলিশ সেজে দয়ালবাবুর লিচু বাগানের ভিতর স্কুলের কয়টি ছেলেকে ধরেছিলেন?
(ক) তিন জনকে
(খ) চার জনকে
(গ) পাঁচ জনকে
(ঘ) ছয় জনকে
উওর : চার জনকে।
17 -সেটা পূর্বজন্মের কথা" - পূর্বজন্মের কথা' হ'ল -
(ক) বিরাগী সংসার বিমুখ
(খ) বিরাগী নির্মোহ হ'ল
(গ) বিরাধী রাগের অধীন
(ঘ) বিরাগী কাউকে পদগুলি সেন না।
উওর : বিরাধী রাগের অধীন।
18 - যারা বহুরূপীর সাজে হরিদাকে চিনতে পারে তারা বকশিশ-
(ক) এক আনা
(খ) এক পয়সা
(গ) এক টাকা
(ঘ) এক আনা-দু-আনা
উওর : এক আনা-দু-আনা
19 - দুপুরবেলায় আতঙ্কের হল্লা বেজে উঠেছিল -
(ক) শহরের সবচেয়ে সরু গলিটিতে
(খ) জগদীশবাবুর বাড়ির বাগানে
(গ) দয়ালবাবুর লিচুবাগানে
(ঘ) চকের বাসস্ট্যান্ডে
উওর : চকের বাসস্ট্যান্ডে
20 - চকের বাসস্ট্যান্ডে আতঙ্কের হল্লা বেজে ওঠার কারণ ছিল—
(ক) একজন বাইজি
(খ) একটি উন্মাদ পাগল
(গ) একজন কাপালিক
(ঘ) একজন সন্ন্যাসী
উওর : একটি উন্মাদ পাগল।
21- বহুরূপী গল্পের হরিদা হলেন -
(ক)একজন বহুরূপী
খ) একজন সরকারি কর্মচারী
গ) একজন ব্যবসায়ী
ঘ) একজন চা বিক্রেতা
উওর : একজন বহুরূপী
22- যাঁর বাড়িতে সন্ন্যাসী এসেছিলেন, তিনি হলেন-
ক) হরি
খ) স্কুলের মাস্টারমশাই
গ).ভবতোষ
ঘ) জগদীশ বাবু
উওর : জগদীশ বাবু
23) জগদীশ বাবুর বাড়িতে আসা সন্ন্যানী কোথায় থাকেন??
ক) হিমালয়ের গুহাতে
খ• কাশীতে
গ) গয়ায়
ঘ) কামাক্ষায়
উওর : হিমালয়ের গুহাতে।
** আরও দেখুন : মাধ্যমিক বাংলা অধ্যায়ভিত্তিক মকটেস্ট
24) জগদীশ বাবুর বাড়িতে যেই সন্ন্যানী এসেছিলেন তার বয়স কত??
ক) একশো বছরের বেশি
খ) হাজার বছরের বেশি
গ) পাঁচশো বছরের বেশি
ঘ) হাজার বছরের কম
উওর ; হাজার বছরের বেশি
25) একমাএ যিনি সন্ন্যাসীর পায়ের ধুলো পেয়েছিলেন, তিনি হলেন -
ক) হরি
খ) স্কুলের মাস্টারমশাই
গ) ভবতোষ
ঘ) জগদীশ বাবু
উওর : জগদীশ বাবু
26) সন্ন্যাসী সারা বছরে শুধুমাত্র কী খেতেন??
ক) একটিমাএ হরীতকী
খ) একটিমাত্র আপেল
গ) একটিমাত্র চালের দানা
ঘ) একশোখানা হরতকী
উওর : একটিমাএ হরতকী।
বহুরূপী গল্পের ছোটো প্রশ্ন উত্তর 2025 || Bohurupi Golper SAQ 2025
1- বহুরূপী গল্পটি কার লেখা?
উওর : বহুরূপী গল্পটি সুবোধ ঘোষের লেখা।
2- বিরাগী মতে পরম সুখ কি?
উওর : বিরাগী মতে পরম সুখ হল সকল প্রকার সাংসারিক বন্ধন ত্যাগ করা।
3- 'চমকে উঠলেন জগদীশবাবু' জগদীশবাবুর চমকে ওঠার কারণ কি?
উওর : এক অপূর্ব সন্ধ্যায় জগদীশ বাবুর বাড়িতে একজন বিরাগী জগদীশ বাবুর বাড়িতে এসে হাজির হন। বিরাগীত অপূর্ব রূপ দেখেই জগদীশবাবু চমকে ওঠেন।
4- "আমার বুকের ভেতরেই যে সব তীর্থ " কে,কখন একথা বলেছিল?
উওর : "আমার বুকের ভেতরেই যে সব তীর্থ"- একথা বলেছিলেন বিরাগীর ছদ্মবেশধারী হরিদা। জগদীশবাবু যখন বিরাগীর তীর্থ ভ্রমণের জন্য ১০১ টাকা দিতে চেয়েছিলেন, তখন বিরাগী একথা বলেছিলেন।
5- "তাতে যে আমার ঢং নষ্ট হয়ে যায়" - কিসে,কার ঢং নষ্ট হয়ে যায়?
উওর : একজন বিরাগীর হয়ে জগদীশ বাবুর কাছ থেকে টাকা নিলে, বিরাগীর বেশে থাকা হরিদার ঢং নষ্ট হয়ে যায়।
6- জগদীশবাবু বিরাগীকে তীর্থ ভ্রমণের জন্য কত টাকা দিতে চেয়েছিলেন?
উওর : জগদীশবাবু বিরাগীকে তীর্থ ভ্রমণের জন্য একশো এক টাকা দিতে চেয়েছিলেন।
7- "আপনি কি ভগবানের চেয়েও বড়?" এখানে বক্তা কেন একথা বলেছেন?
উওর : এক অপূর্ব সন্ধ্যায় জগদীশ বাবুর বাড়িতে একজন বিরাগী এলে, জগদীশবাবুর সিঁড়ি থেকে না নেমে দূর থেকেই তাঁকে অভ্যর্থনা জানান। এই কারণেই বিরাগী জগদীশবাবুকে একথাটি বলেছেন।
8- "আমার অপরাধ হয়েছে" - কোন অপরাধের কথা বলা হয়েছে?
উত্তর : জগদীশ বাবুর বাড়িতে একজন বিরাগী এলে, জগদীশবাবুর সিঁড়ি থেকে না নেমে দূর থেকেই বিরাগীকে অভ্যর্থনা জানান। এতে বিরাগী অসন্তুষ্ট হন। বিরাগীর অসন্তোষে শান্ত করতেই তিনি এমন উক্তি করেন।
9- বিরাগী পরম সুখ বলতে কি বুঝিয়েছেন?
উওর : বিরাগী পরম সুখ বলতে বুঝিয়েছেন সংসারের সকল মোহমায়ার বন্ধন থেকে মুক্ত হয়ে অনন্তের সাধনায় আত্মনিয়োগ করা।
10- "সে ভয়ানক দুর্লভ জিনিস"- ভয়ানক দুর্লভ জিনিস কোনটি?
উওর : সুবোধ ঘোষ রচিত বহুরুপী গল্পে ভয়ানক দুর্লভ জিনিস বলতে বোঝানো হয়েছে জগদীশ বাবুর বাড়িতে আসা এক সন্নাসীর পায়ের ধুলো।
11- "কী অদ্ভুত কথা বললেন হরিদা" - হরিদার বলা অদ্ভুত কথাটি কি?
উওর : একজন বিরাগী সেজে জগদীশ বাবুর কাছ থেকে টাকা নিলে,একজন বিরাগীর যে ঢং নষ্ট হয়ে যায়। হরিদার বলা এই কথাটাই অদ্ভুত কথা বলা হয়েছে।।
12-বহুরূপী গল্পে হরিদাকে প্রথম কোন সাজে দেখা যায়?
উওর; পাগলের সাজে।
13;; বাইজির ছদ্মবেশে হরিদা কত রােজগার করেছিলেন?
উত্তর; বাইজির ছদ্মবেশে হরিদার রোজগার হয়েছিল আট টাকা দশ আনা।
14; . ‘ভয়ে কেঁদে ফেলেছিল ছেলেগুলাে’– ছেলেগুলাের ভয়ের কারণ কী?
উত্তর; কারণ, ছেলেগুলো দয়ালবাবুর লিচুবাগানে চুরি করতে গিয়ে পুলিশ-বেশধারী হরিদার কাছে ধরা পড়েছিল।
15; এটা কী কাণ্ড করলেন, হরিদা?’ – হরিদা কী কাণ্ড করেছিলেন?
উত্তর; জগদীশবাবুর শত অনুরোধ সত্বেও হরিদা জগদীশবাবুর দেওয়া একশো এক টাকা তুচ্ছভাবে ত্যাগ করেছিলেন। এখানে হরিদার এই কাণ্ডের কথা বলা হয়েছে।
ধন্যবাদ।
Tags ; বহুরূপী গল্পের MCQ প্রশ্ন উত্তর 2025 | Bohurupi Golper MCQ 2025 | বহুরূপী গল্পের ছোটো প্রশ্ন উত্তর 2025 | Bohurupi Golper SAQ 2025 | মাধ্যমিক বাংলা বহুরূপী গল্পের প্রশ্ন বড়ো উওর 2025
একটি মন্তব্য পোস্ট করুন