75 + Most Important Current Affairs Of October 2020 || 2020 October Bangla Current Affairs

0

 75 + Most Important Current Affairs Of October 2020 || 2020 October Bangla Current Affairs 



October 2020 Current Affairs in Bengali
October 2020 Current Affairs in Bengali 



Topic -
• October 2020 Current Affairs in Bengali
•  current affairs of October 2020 in Bengali
•  Monthly current affairs in Bengali
•  বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 
•   অক্টোবর 2020 এর বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স
2020 অক্টোবর বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স
• কারেন্ট অ্যাফেয়ার্স ২০২০ pdf  
• বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স অক্টোবর ২০২০ 
•  অক্টোবর 2020 কারেন্ট অ্যাফেয়ার্স
•  October 2020 current affairs pdf in bengali
•  October 2020 current affairs in bengali
•  current affairs of October 2020
•   current affairs of October questions and answers



October 2020 Current Affairs in Bengali

🔶 কোন দিনটি " International Day For Elder Persons " হিসেবে পালন করা হয়??

✅ 1 লা অক্টোবর



🔶 কোন দিনটি " বিশ্ব শিক্ষক দিবস " হিসেবে পালন করা হয়??

✅ 5 অক্টোবর




🔶 কোন দিনটি " ইন্ডিয়ান এয়ার ফোর্স ডে " হিসেবে পালন করা হয়??

✅ 8 ই অক্টোবর




🔶 কোন দিনটিকে " World Post Day " হিসেবে পালন করা হয়??

✅ 9 ই অক্টোবর



🔶 কোন দিনটি "  বিশ্ব পোলিও দিবস " হিসেবে পালন করা হয়??

✅ 24 শে অক্টোবর



🔶 প্রতিবছর কোন দিনটি " বিশ্ব শিশু কন্যা দিবস"  হিসেবে পালন করা হয়?

✅  11 ই অক্টোবর




🔶  কোন দিনটি " World Arthritis Day "  হিসেবে পালিত হয়??

✅ 12 ই অক্টোবর




🔶 কোন দিনটিকে " World Students Day " হিসেবে পালন করা হয়??

✅ 15 ই অক্টোবর



🔶 কোন দিনটি প্রতিবছর " আন্তর্জাতিক ইন্টারনেট দিবস"  হিসেবে পালন করা হয়??

✅ 29 শে অক্টোবর




🔶 ভারতে প্রতিবছর কোন দিনটি " পুলিশ স্মরণ দিবস"  হিসেবে পালিত হয়ে থাকে??

✅  21 শে অক্টোবর



🔶 কোন দিনটি বিশ্ব খাদ্য দিবস হিসেবে পালন করা হয়??

✅ 16 ই অক্টোবর



🔶 কোন দিনটিকে আন্তর্জাতিক দারিদ্র্য দূরীকরণ দিবস কবে পালন করা হয়?? 

✅ 17 ই অক্টোবর



🔶 সর্দার বল্লভ ভাই প্যাটেল এর জন্মবার্ষিকী উপলক্ষে কোন দিনটি " রাষ্ট্রীয় একতা দিবস"  হিসেবে পালন করা হয়??

✅ 31 শে অক্টোবর।






🔶 সম্প্রতি কে ন্যাশনাল সিকিউরিটি গার্ড এর ডিরেক্টর জেনারেল হিসেবে নিযুক্ত হয়েছেন??

✅ সুরজিৎ সিং দেসওয়াল ( Surjeet Singh Deswal )





🔶 Bengal Peerless কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত হয়েছেন কে??

✅ সৌরভ গাঙ্গুলী



🔶 ভারতীয় স্টেট ব্যাঙ্কের চিফ ফিনান্সিয়াল অফিসার হিসেবে নিযুক্ত হয়েছেন কে??

✅ চিরঞ্জিত আত্রা





🔶 ভারতীয় স্টেট ব্যাঙ্কের নতুন চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হয়েছেন কে??

✅ দীনেশ কুমার খাড়া





🔶 ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের ডেপুটি গভর্নর জেনারেল হিসেবে নিযুক্ত হয়েছেন কে??

✅  এম. রাজেশ্বর রাও





🔶 Myntra কোম্পানির  প্রথম ডিজিটাল ব্যান্ড অ্যাম্বাস্যাডর কে??

✅ ইউটিউবার ভুবন বাম





🔶 India Post Payments Bank এর নতুন ম্যানেজিং ডিরেক্টর এবং CEO হিসেবে নিযুক্ত হয়েছেন কে?

জে.ভেঙ্কটরামু ( J. Venkatramu)






🔶 হারিয়ানা পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হয়েছেন কে??

✅  অলোক বর্মা





🔶  Tata Communications - এর চিফ ফিনান্সিয়াল অফিসার হিসেবে নিযুক্ত হয়েছেন কে??

✅ কবীর আহমেদ শাকিল





🔶 National Thermal Power Corporation - এর চেয়ারম্যান এবং ম্যানেজিং ডিরেক্টর পদে কে নিযুক্ত হয়েছেন??

✅ গুরদীপ সিং





🔶 কে Federation Of Indian Fantasy Sports - এর চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হয়েছেন??

✅ বিমল জুকলা





🔶 ভারতের নতুন চিফ ইনফর্মেশন কমিশনার  হিসেবে নিযুক্ত হয়েছেন কে??

✅ যশোবর্ধন কুমার সিনহা





🔶 HDFC - ব্যাঙ্ক এর নতুন ম্যানেজিং ডিরেক্টর এবং CEO  হিসেবে নিযুক্ত হয়েছেন কে??

✅  শহীধর জগদিশন






🔶  প্রথম ভারতীয় মহিলা হিসেবে কে 2020 Wildlife Photographer Of The Year Award পেয়েছেন??

✅ ঐশ্বর্য শ্রীধর




🔶 মহিলা ব্যবসায়ী হিসেবে কে " Gold Stevie Award " পেয়েছেন?

✅ সীমা গুপ্তা।




🔶 কোন লেখিকা সাহিত্য বিভাগে 2020 নোবেল পুরস্কার পাচ্ছেন?? 

✅ আমেরিকান লেখিকা লুইস গ্লুক



🔶 Forbes Highest Paid Actors Of 2020- এ তালিকায় প্রথম স্থানে রয়েছেন কে??

✅ Dwayne Johnson





🔶 Forbes Highest Paid Actress Of 2020- এ তালিকায় প্রথম স্থানে রয়েছেন কে??

✅ সফিয়া ভার্গারা



🔶 2020 CRI Index -এ ভারতের স্থান কত??

✅ 129




🔶 Forbes India Rich List 2020 - এর তালিকা অনুযায়ী ভারতের সবচেয়ে ধনী ব্যক্তি কে?

✅ মুকেশ আম্বানী





🔶 2020 গ্লোবাল পাসপোর্ট ইনডেক্স - এ ভারতের স্থান কত??

✅ 58





🔶 2020 এশিয়া পাওয়ার ইনডেক্স - এ ভারতের স্থান কত??

✅ চতুর্থ





🔶 Indo- American Chamber Of Commerce - এর ন্যাশনাল প্রেসিডেন্ট হিসেবে নিযুক্ত হয়েছেন কে??

✅ পূর্ণচন্দ্র রাও





🔶 Association Of Mutual Funds In India - এর  চেয়ারম্যান হিসেবে পুনরায় নিযুক্ত হয়েছেন কে??

✅ নীলেশ শাহ




🔶 Indian Bank's Association - এর চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন কে??

✅ রাজকিরণ রাই




🔶 Delhi And District Cricket Association - এর প্রেসিডেন্ট হিসেবে নিযুক্ত হয়েছেন কে??

✅ রোহন জেটলি






🔶 কোন ভারতীয় " ইন্টার্নেশনাল অনলাইন শুটিং " 10 মিটার এয়ার রাইফেল ইভেন্টে সোনা জিতেছে??

✅ বিষ্ণু শিবরাজ পান্ডিয়ান





🔶 কোন ভারতীয় 2020 জুনিয়ার স্পিড চেস চ্যাম্পিয়নশীপে সোনা জিতেছে??

✅  Nihal Sarin





🔶 কে Portuguese Grand Prix 2020 শিরোপা জিতেছে??

✅ লুইস হ্যামিলটন





🔶 কোন পাকিস্তানি ক্রিকেটার সমস্ত ধরনের ক্রিকেট থেকে অবসর গ্রহণ করলেন??

✅ Umar Gul




🔶 Bapu The Unforgettable "  শিরোনামে বইটি কে প্রকাশ করেছেন??

✅ মনীষ সিসদিয়া




🔶 কোন রাজ্যে গরীব কৃষকদের সহায়তা করতে " YSR Jala Kala " স্কিম লঞ্চ হয়েছে??

✅ অন্ধ্রপ্রদেশ




🔶 রাস্তা সারাইয়ের জন্য কোন রাজ্যের মুখ্যমন্ত্রী " পথশ্রী অভিযান যোজনা লঞ্চ করেছেন??

✅ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়




🔶 কোন রাজ্যের মুখ্যমন্ত্রী মহিলাদের সুরক্ষার জন্য  " মিশন শক্তি " লঞ্চ করেছে??

✅ উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ





🔶 কোথায় কৃষকদের সহায়তার জন্য " আত্মনির্ভরশীল অ্যাকশন প্ল্যান " শুরু করা হয়েছে??

✅ গোয়ায়







🔶 কোথাকার পুলিশ মহিলাদের সুরক্ষার জন্য " AAWAJ"  নামক ক্যাম্পেইন শুরু করেছে??

✅ রাজস্থান পুলিশ






🔶 কোন দেশ করোনাভাইরাস " নো মাস্ক নো সার্ভিস " পলিসি চালু করেছে

✅ বাংলাদেশ






🔶 ভারতের ডিজিটাল পেমেন্ট এর প্রসার ঘটাতে Uber কোম্পানির সঙ্গে কোন কোম্পানি টাইআপ করেছে??

✅ Amazon Pay



🔶  কে " মুখ্যমন্ত্রী সৌর স্বরোজগার যোজনা "  লঞ্চ করেছেন?

✅ উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী এিবেন্দ্র সিং রাওয়াত



🔶 কোন রাজ্য, রাজ্যের উপজাতি সম্প্রদায়ের জন্য " Tech For Tribals " স্কিম লঞ্চ করেছে??

✅  ছত্রিশগড়



🔶 কে গুজরাটের কৃষকদের জন্য " কিষান সূর্যোদয় যোজনা " লঞ্চ করেছে??

✅ নরেন্দ্র মোদি



🔶 কোন ব্যাঙ্ক " গ্রাম সম্পর্ক যোজনা " লঞ্চ করেছে??

✅ পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক



🔶 কোন সংস্থা ক্ষুদ্র ব্যবসায়ীদের সাহায্য করার জন্য " মেক স্মাইল স্ট্রং " ক্যাম্পেইন লঞ্চ করেছে?

✅ Google India




🔶 কোন ব্যাঙ্ক গ্রাহকদের জন্য " The Healthy Life Program " লঞ্চ করেছে??

✅ HDFC Bank



🔶 করোনা ভ্যাকসিন এর জন্য বাংলাদেশ বিশ্ব ব্যাঙ্ক থেকে কত মিলিয়ন ডলারের আর্থিক সাহায্য চেয়েছে??

✅  500 মিলিয়ান মার্কিন ডলারের




🔶 কোন ব্যাঙ্ক  শ্রীলঙ্কাতে ব্যাঙ্কিং পরিষেবা বন্ধ করেছে??

✅ ICICI Bank



🔶 কোন রাজ্য পেনশন সাবমিশন এবং ট্র্যাক করতে কৃতজ্ঞতা পোর্টাল লঞ্চ করেছে??

✅ আসাম




🔶 কোন কোম্পানির মহিলাদের সুরক্ষার জন্য " My Ambar"  নামক অ্যাপের লঞ্চ হয়েছে?

✅ Vi




🔶 সিকিওর অ্যাপ্লিকেশন ফর দা ইন্টারনেট ".মেসেজিং অ্যাপ্লিকেশন লঞ্চ করা হয়েছে -

✅ ইন্ডিয়ান আর্মি দ্বারা।


🔶 দূষণের বিরুদ্ধে জনগণের সচেতনতা বাড়াতে " Green Delhi " নামক অ্যাপের লঞ্চ করেছেন কে??

✅ দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল



🔶 কলেজ পড়ুয়াদের সাহায্যের জন্য " DISHTAVO " ইউটিউব চ্যানেল লঞ্চ করেছে - ✅ গোয়া



🔶 কে কৃষকদের কৃষি পণ্য বিক্রয়ের সুবিধার্থে " কিষান রথ " নামক মোবাইল অ্যাপ লঞ্চ করেছেন?

✅ সর্বানন্দ সনোয়াল




🔶 কোথায় রানী পদ্মাবতী মেমোরিয়াল স্থাপিত হতে চলেছে??

✅ মধ্যপ্রদেশের ভোপালে



🔶 ভারতের প্রথম রাজ্য হিসেবে কোন রাজ্য মাস্ক এর মূল্য নির্ধারণ করে দিয়েছে?

✅ মহারাষ্ট্র





🔶 কোথায় ভারতের প্রথম সি- প্লেন সার্ভিস এর উদ্বোধন করা হবে??

✅ গুজরাটে





🔶 কোথায় ভারতের প্রথম দুটি " Organic Spices Seeds Park " প্রতিষ্ঠিত হবে?

✅ গুজরাটে




🔶 কোন রাজ্য জল পরীক্ষা করার জন্য চলমান ওয়াটার টেস্টিং ভ্যান লঞ্চ করেছে?,

✅ হারিয়ানা



🔶 কোন দেশ বিশ্বের প্রথম আয়োডিন স্যানিটাইজার বাজারে আনতে চলেছে??

✅ ভারত



🔶 কোন রাজ্য কৃষকদের বাড়িতে স্যার এবং কীটনাশক পৌঁছে দেওয়ার জন্য বিশেষ  ব্যবস্থা করেছে??

✅ অন্ধ্রপ্রদেশ



🔶🔷🔶🔶🔷🔶🔷🔶🔷🔶🔷🔶🔷🔶🔷

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)
To Top