একাদশ শ্রেণির ইতিহাস প্রশ্ন উওর | রাজনৈতিক বিবর্তন : শাষনকার্য ও প্রতিষ্ঠান সম্পর্কে ধারণা অধ্যায়ের প্রশ্ন উওর

0

 একাদশ শ্রেণির ইতিহাস প্রশ্ন উওর | রাজনৈতিক বিবর্তন : শাষনকার্য ও প্রতিষ্ঠান সম্পর্কে ধারণা অধ্যায়ের প্রশ্ন উওর 

একাদশ শ্রেণির ইতিহাস প্রশ্ন উওর
একাদশ শ্রেণির ইতিহাস প্রশ্ন উওর 


এর আগের একটি পোস্টে আমরা একাদশ শ্রেণির ইতিহাস তৃতীয় অধ্যায়ের বহু বিকল্পভিওিক প্রশ্ন উওর তোমাদের সাথে শেয়ার করছিলাম। । আজকের এই পোস্টে একাদশ শ্রেণির ইতিহাস তৃতীয় অধ্যায় থেকে আসতে পারে এমন কিছু সংক্ষিপ্ত প্রশ্ন উওর তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। যদি তোমরা একাদশ শ্রেণির ইতিহাস mcq প্রশ্ন উওর - এর সেই পোস্টটি না দেখে থাকো তাহলে আগে সেই পোস্টটা দেখে নাও। এবং তোমরা যদি  আমাদের ওয়েবসাইটের  একাদশ শ্রেণির ইতিহাসের উপর করা বিভিন্ন পোস্ট গুলো না দেখে থাকো, তাহলে আমাদের ওয়েবসাইটের মেনুতে গিয়ে সেখান থেকে তোমরা একাদশ শ্রেণির ইতিহাসের প্রশ্ন উত্তর গুলো দেখে নিতে পারো।



একাদশ শ্রেণির ইতিহাস প্রশ্ন উওর saq | একাদশ শ্রেণির ইতিহাস প্রশ্ন উত্তর তৃতীয় অধ্যায় | একাদশ শ্রেণির ইতিহাস প্রশ্ন উত্তর | class 11 History question answer in Bengali | class 11 history questions and answers



1- পলিস বা নগর রাষ্ট্র বলতে কী বোঝায়??

✅উওর :      প্রাচীন গ্রিসে আঞ্চলিক ভিত্তিতে গড়ে ওঠা, স্বল্প জনসংখ্যা বিশিষ্ট জনগোষ্ঠীকে পলিস বলা হতো।

2-  কীভাবে পলিসের উদ্ভব ঘটেছিল??

✅উওর :     গ্রিসে বিভিন্ন বহিঃশক্তির আক্রমন থেকে নিজেদের রক্ষা করার জন্য, বিভিন্ন স্থানে পাহাড়ের উঁচু স্থানে একপ্রকার শাসনকেন্দ্র তৈরি করা হত, যাকে অ্যাক্টোপলিস বলা হত। বিভিন্ন অ্যাক্টোপলিসকে কেন্দ্র করে আস্তে আস্তে সেখানে জনসমাবেশ শুরু হলে, সেসব অ্যাক্টোপলিসকে কেন্দ্র করেই পরবর্তীকালে বিভিন্ন পলিস গড়ে উঠেছিল।।


3  -  প্রাচীন গ্রিক পলিসে কত প্রকার শাসন কাঠামো চালু ছিল ও কী কী??

✅ উওর : প্রাচীন গ্রিক পলিসে প্রধানত তিন প্রকার শাসন কাঠামো চালু ছিল।।।
যেমন - গনতান্ত্রিক, অভিজাত তান্ত্রিক ও স্বৈরাতান্ত্রিক শাসন ব্যবস্থা।।


4 - অক্টোপলিস কী??

✅উওর : গ্রিসের বিভিন্ন পলিস গুলির শাসনকেন্দ্র গুলি পাহাড়ের উঁচু কোনো স্থানে বানানো হতো।।
পাহাড়ের উঁচুতে অবস্থিত পলিসের শাসনকেন্দ্র গুলিকেই অক্টোপলিস বলা হয়।।


5-  পলিসের কয়েকটি বৈশিষ্ট্য লেখ।

✅উওর : পলিসের কয়েকটি বৈশিষ্ট্য হল -
প্রথমত - বেশিরভাগ পলিসের আয়তন খুব ছোট হত দ্বিতীয়ত - পলিসগুলির জনসংখ্যা খুবই কম হত।
তৃতীয়ত - পলিসের শাষনকেন্দ্রটিকে অক্টোপলিস বলা হত।
চতুর্থ - পলিসের মধ্যে যে বাজার গড়ে উঠত তাকে অ্যাগোরা বলা হত।

6- পলিসগুলির রাজনৈতিক সংগঠনের প্রধান কয়টি অংশ ছিল ও কী কী??

✅উওর : পলিসগুলির রাজনৈতিক সংগঠনের প্রধান তিনটি অংশ ছিল।
যথা - সমিতি, পরিষদ এবং ম্যাজিস্ট্রেট।

7 - হেলাইয়া কী??

✅ উওর : এথেন্সে শাষন কাঠামোয় যুক্ত জুরি আদালত হেলাইয়া নামে পরিচিত ছিল।

8- মেটিক কারা??

✅উওর : প্রাচীন গ্রিসের পলিসগুলিতে বিদেশিদের মেটিক বলা হত।

9- অ্যাগোরা কী?,

✅উওর : প্রাচীন গ্রিসের বিভিন্ন পলিস গুলিতে সবার জন্য যে বাজার গড়ে উঠত তাকে অ্যাগোরা বলা হয়।।।

10- চোরা কী??

✅উওর : গ্রিসের পলিসগুলির নগরাঞ্চলের বাইরে সাধারণ গ্রামীন অঞ্চল থাকতো, যেখানে সাধারণ শ্রেণির মানুষ বসবাস করতো। পলিস গুলির এরুপ গ্রামাঞ্চলকে চোরা বলা হত।


11 - জনপদ বলতে কী বোঝায়?

✅উওর : জনপদ বলতে বোঝায়, নির্দিষ্ট কোনো স্থানে কোনো জাতিগোষ্ঠীর নির্দিষ্ট ভাবে বসবাস করা।  প্রাচীন ভারতে প্রধানত আর্য সমাজে কতগুলি বিশ নিয়ে জনপদ গড়ে উঠতো।

12- গৃহপতি কাকে বলা হত??

✅উওর : জনপদে বসবাসকারী আর্য পরিবারের প্রধানকে গৃহপতি বলা হত।

13- মহাজনপদ বলতে কী বোঝা??

✅উওর : ভারতের প্রাচীন জনপদগুলির মধ্যে বেশিরভাগ সময়েই নিজেদের মধ্যে সংঘর্ষে লেগে থাকতো। বিভিন্ন সময়ে যুদ্ধের মাধ্যমে একটি জনপদ অন্য কোনো জনপদের দখলে চলে যেত। এরকম ভাবে দখলের মাধ্যমে দু- তিনটি জনপদ একএিত হয়ে তৈরী করতো একটি মহাজনপদের।। এরুপ অনেকগুলি জনপদের সমষ্টিকেই মহাজনপদ বলা হয়।।

14- ষোড়শ মহাজনপদ বলতে কী বোঝায়??

✅উওর : খ্রিষ্টপূর্ব ষষ্ঠ শতকের আগে উওর ভারতে কোনো  এক‍্যবদ্ধ কেন্দ্রীয় শক্তির অস্তিত্ব ছিল না।। কিন্তু সেই সময়ে উওর ভারতে 15 টি দক্ষিন ভারতে একটি মহাজনপদের অস্তিত্ব ছিল। এই মোট 16 টি মহাজনপদকে একএে ষোড়শ মহাজনপদ বলা হয়।


15- গ্রিক পলিসে বসবাসকারী জনগন কয়টি ভাগে বিভক্ত ছিল ও কী কী??

✅উওর : গ্রিক পলিসে বসবাসকারী জনগন প্রধানত দুইটি ভাগে বিভক্ত ছিল।
যথা - নাগরিক ও অনাগরিক।
অনাগরিকদের আবার তিনভাগে ভাগ করা হত।
যেমন - বিদেশি, ক্রীতদাস এবং মহিলা।

16- পলিসের গঠনবিন্যাস কীরুপ ছিল??

✅উওর : প্রতিটি পলিসের গঠনের চারটি ভাগ ছিল।
যেমন -

1- অক্টোপলিস:

গ্রিসের বিভিন্ন পলিস গুলির শাসনকেন্দ্র গুলি পাহাড়ের উঁচু কোনো স্থানে বানানো হতো।।
পাহাড়ের উঁচুতে অবস্থিত পলিসের শাসনকেন্দ্র গুলিকেই অক্টোপলিস বলা হয়।।

2- অ্যাগোরা :-

প্রাচীন গ্রিসের বিভিন্ন পলিস গুলিতে সবার জন্য যে বাজার গড়ে উঠত তাকে অ্যাগোরা বলা হয়।।।

3- চোরা  :-

গ্রিসের পলিসগুলির নগরাঞ্চলের বাইরে সাধারণ গ্রামীন অঞ্চল থাকতো, যেখানে সাধারণ শ্রেণির মানুষ বসবাস করতো। পলিস গুলির এরুপ গ্রামাঞ্চলকে চোরা বলা হত।

4- মন্দির : পলিসগুলিতে দেবদেবীর উপাসনার জন্য মন্দির বানানো হত।


17 - সাম্রাজ্য কাকে বলে??

✅উওর :  সাম্রাজ্য হল এমন কোনো ভৌগলিক অঞ্চল, যার শাষক সাম্রাজ্যবাদী নীতি গ্রহন করার মাধ্যমে যখন সেই সাম্রাজ্যরর শাষক সম্রাট উপাধি গ্রহন করে তার সাম্রাজ্য পরিচালনা করেন, তখন তার অধীনস্থ রাষ্ট্রকে সাম্রাজ্য বলা হয়।।

18- কবে? কাদের মধ্য চেরোনিয়ার যুদ্ধ হয়েছিল??

✅উওর : 338 খ্রিষ্টপূর্বাব্দে ম্যাসিডনীয় সাম্রাজ্যের সম্রাট দ্বিতীয় ফিলিপ এবং এথেন্স, থিবস ও গ্রিক পলিসগুলির মধ্যে চেরোনিয়ার যুদ্ধ হয়েছিল।


19- কবে? এবং কাদের মধ্যে ঝিলাম বা হিদাসপাসের যুদ্ধ হয়েছিল??

✅উওর : 326 খ্রিষ্টাপূর্বাব্দে তৃতীয় আলেকজান্ডার এবং রাজা পুরু বীরবিক্রমের মধ্যে ঝিলাম বা হিদাসপাসের যুদ্ধ হয়েছিল।


20 - ম্যাসিডনীয় সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে?

✅উওর : ক্যারানাস


21- পলিসের পতনের দুটি কারন লেখো।

✅উওর : গ্রিসের পলিসগুলির পতনের দুটি প্রধান কারণ হিসেবে বলা যেতে পারে,-
প্রথমত - পলিসগুলির মধ্যে যোগ্য সেনাবাহিনীর অভাব ছিল! যা বহিঃশক্তির আক্রমণ থেকে নিজেদের রক্ষা করতে পারেনি।

দ্বিতীয়ত - পলিসের যেসব জনসংখ্যা ছিল, তারা নিজেরাও চায়নি যে যুদ্ধ বেশিদিন থাকুক। এবং তার সাথে পলিসের বেশিরভাগ জনসংখ্যাই নিজেদের স্বার্থ দেখেছিল। যার জন্য পলিসের পতন ঘটে।



22 - জনপদগুলির কীভাবে উৎপত্তি ঘটে??

✅উওর : প্রাচীন ভারতে আর্য সমাজে কয়েকটি পরিবার মিলে একটি  " গোএ " গড়ে উঠত।
এরকম ভাবে কয়েকটি - " গোএ " - মিলে একটি গ্রাম তৈরী হত। এরপর আবার কয়েকটি গ্রাম মিলে একটি " বিশ " গড়ে উঠত।
এভাবে কয়েকটি বিশ নিয়ে একটি জনপদ গড়ে উঠত।

23 - কবে, কোথায় রোম নগরীর প্রতিষ্ঠা হয়??

✅উওর : আনুমানিক 753 খ্রিষ্টাপূর্বাব্দে ইতালির টাইবার নদীর তীরে রোম নগরীর প্রতিষ্ঠা হয়।


24 - পশ্চিম ও পূর্ব রোমান সাম্রাজ্যের রাজধানী কোথায় ছিল??

✅উওর : পশ্চিম রোমান সাম্রাজ্যের রাজধানী ছিল রোমে।
এবং পূর্ব রোমান সাম্রাজ্যের রাজধানী ছিল বাইজানটিয়ামে বা কনস্ট্যান্টিনোপলে।

25- মহাজনপদগুলির দুটি বৈশিষ্ট্য লেখো।

✅উওর : মহাজনপদগুলির দুটি বৈশিষ্ট্য হল -

আকার : মহাজনপদগুলির আকার জনপদের থেকে অনেকটাই বেশি হত।

শাষন ব্যবস্থা : ভারতের 16 টি মহাজনপদের মধ্যে 14 টি মহাজনপদের মধ্যে রাজতান্ত্রিক শাষনব্যবস্থা প্রচলিত ছিল। এবং বৃজি ও মল্ল নামক মহাজনপদ দুটিতে প্রজাতান্ত্রিক শাষন ব্যবস্থা প্রচলিত ছিল।

সংঘর্ষ : বেশিরভাগ মহাজনপদ গুলির মধ্যেই পরস্পরের মধ্যে সংঘর্ষ লেগে থাকতো।।


26- কবে? কাদের মধ্যে নীলনদের যুদ্ধ হয়েছিল??

✅উওর : 47 খ্রিষ্টপূর্বাব্দে, জুলিয়াস সিজার এবং মিশরের রাজা এয়োদশ টলেমির মধ্যে নীলনদের যুদ্ধ হয়েছিল।

27- সাম্রাজ্যের দুটি বৈশিষ্ট্য লেখো।

✅উওর : সাম্রাজ্যের দুটি বৈশিষ্ট্য হল -

1- সাম্রাজ্যের আয়তন যেকোনো রাজ্যের থেকে বড়ো হবে।
2- সাম্রাজ্যে শাষকের ক্ষমতা বংশানুক্রমিকভাবে হস্তান্তরিত হতেও পারে আবার নাও হতে পারে।
3 - সাম্রাজ্যের কোন একজন সম্রাট বা সম্রাজ্ঞীর দ্বারা শাষিত হতে পারে। আবার কোনো একটি রাজনৈতিক ব্যবস্থা বা কোনো একজন স্বৈরাচারী শাষকের দ্বারা শাষিত হতে পারে।

28-  কে রোমান পঞ্জিকা ও ক্যালেন্ডার সংস্কার করেছিলেন?

✅উওর : রোমান সম্রাট " জুলিয়াস সিজার " রোমান পঞ্জিকা ও ক্যালেন্ডার সংস্কার করেছিলেন।

29-  কে, কবে জুলিয়াস সিজারকে হত্যা করেছিলেন?

✅উওর: 44 খ্রিষ্টপূর্বাব্দে " ব্রুটাস " নামে এক আততায়ী জুলিয়াস সিজারকে হত্যা করেছিলেন।

30 - কার নাম অনুসারে ইংরেজি আগস্ট মাসের নামকরণ হয়??

✅উওর : রোমান সম্রাট অগাস্টাস সিজারের নামানুসারে ইংরেজি আগস্ট মাসের নামকরণ হয়।


31-  সাম্রাজ্য ও রাজতান্ত্রিক রাষ্ট্রের মধ্যে দুটি পার্থক‍্য লেখো।

✅উওর :
1- রাজতান্ত্রিক রাষ্ট্রের আয়তন সাম্রাজ্যের থেকে ছোট হয়।
2-  রাজতান্ত্রিক রাষ্ট্রের শাষকের ক্ষমতা বংশানুক্রমিকভাবে হস্তান্তরিত হতে থাকে।
3- রাজতান্ত্রিক রাষ্ট্রের শাষক শুধুমাত্র একজন হতে পারেন।।
অন্যদিকে -
1- সাম্রাজ্যের আয়তন যেকোনো রাজ্যের থেকে বড়ো হবে।
2- সাম্রাজ্যে শাষকের ক্ষমতা বংশানুক্রমিকভাবে হস্তান্তরিত হতেও পারে আবার নাও হতে পারে।
3 - সাম্রাজ্যের কোন একজন সম্রাট বা সম্রাজ্ঞীর দ্বারা শাষিত হতে পারে। আবার কোনো একটি রাজনৈতিক ব্যবস্থা বা কোনো একজন স্বৈরাচারী শাষকের দ্বারা শাষিত হতে পারে।


32- মৌর্য সাম্রাজ্য কীভাবে গড়ে ওঠে??

✅উওর : চন্দ্রগুপ্ত মৌর্য 324 খ্রিষ্টাপূর্বাব্দে নন্দ বংশের শেষ রাজা ধননন্দকে পরাজিত ও হত্যা করেন। এবং এভাবে তিনি মগধের সিংহাজনে বসে মৌর্য সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন। এরপর চন্দ্রগুপ্ত মৌর্য সাম্রাজ্য বিস্তার নীতি গ্রহনের মাধ্যমে মৌর্য সাম্রাজ্যের বিস্তার ঘটিয়েছিলেন।

33- কে, কাকে ভারতের নেপোলিয়ান বলে অভিহিত করেছেন?

✅উওর : ঐতিহাসিক ভিনসেন্ট স্মিথ " সমুদ্রগুপ্ত " - কে ভারতের নেপোলিয়ান বলে অভিহিত করেছেন।।

34 -  অ্যাম্ফিথিয়েটার কী??

উওর : রোমান সম্রাটদের দ্বারা নির্মিত অ্যাম্ফিথিয়েটার হল - জনগণের সমবেত হওয়ার জন্য নির্মিত এক ধরনের অট্টালিকা। যার মধ্যে মানুষজন বসে বিভিন্ন খেলাধুলা, অনুষ্ঠান ইত্যাদি দেখত।

35 -  ম্যাসিডনীয়া কিভাবে বৃহৎ সাম্রাজ্য পরিণত হয়েছিল??

✅উওর : ক্যারানাসের ম্যাসিডনিয় সাম্রাজ্য প্রতিষ্ঠার পর, ম্যাসিডনিয় সাম্রাজ্যের পরবর্তীকালের সম্রাট - দ্বিতীয় ফিলিপ ও তার পুএ তৃতীয় আলেকজান্ডারের সাম্রাজ্য বিস্তার নীতি এবং তাদের যুদ্ধ জয়ের মাধ্যমেই ম্যাসিডনীয়া একটি বৃহৎ সাম্রাজ্য পরিণত হয়েছিল।

36- গ্ল্যাডিয়েটারের যুদ্ধ কী??

✅উওর : গ্ল্যাডিয়েটারের যুদ্ধ হল প্রাচীন রোমের একটি নিষ্ঠুর ও অমানবিক খেলার প্রথা। এই খেলায় গ্ল্যাডিয়েটার নামে পরিচিত ক্রীতদাসকে কোনো ক্ষুধার্ত বাঘ বা সিংহের সাথে লড়াই করতে হত। যদি সেই ক্রীতদাস এই লড়াইতে জিতে যেত তাহলে তাকে মুক্তি দেওয়া হত। আর সে হেরে যাওয়া মানেই বাঘ বা সিংহের হাতে তার মৃত্যু ঘটত। এই অদ্ভুত খেলাই গ্ল্যাডিয়েটারের যুদ্ধ বা লড়াই নামে পরিচিত। 


37 -  ভারতে কোন্ যুগকে " সুবর্ণ যুগ " বলা হয়??

✅উওর : ভারতে গুপ্ত সাম্রাজ্যের প্রতিষ্ঠা কালের সময় থেকে গুপ্ত যুগের পতন কালের সময়ে - ভারতের শিক্ষা, সাহিত্য, ধর্ম, স্থাপত্য প্রভৃতি ক্ষেত্রে অনেক উন্নতি হয়েছিল বলে অনেকে " গুপ্ত সাম্রাজ্যের " যুগকে সুবর্ণ যুগ বলা হয়।।

38 - কে, কবে অটোমান সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন??

✅উওর : ওসমান নামের একজন তুর্কি বীর 1299 খ্রিষ্টাব্দে পশ্চিম এশিয়ার আনাতোলিয়ায় ( তুরস্কে ) অটোমান সাম্রাজ্যের প্রতিষ্ঠা করেছিলেন।

39 - কবে মোঘল ও অটোমান সাম্রাজ্যের পতন ঘটে??

✅উওর : 1858 খ্রিষ্টাব্দে মোঘল সাম্রাজ্যের এবং 1922 খ্রিষ্টাব্দে অটোমান সাম্রাজ্যের পতন ঘটে।।

40 - নীল মসজিদ নির্মাণ করেছিলেন কে??

✅উওর :  সেড়েফার মেহমেট আগা নীল মসজিদের নির্মাণ করেছিলেন।


41 - ভারতে কত খ্রিষ্টাব্দে মোঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠা হয়েছিল??

✅উওর : 1526 খ্রিষ্টাব্দে মোঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠা হয়েছিল।

42- মোঘল সাম্রাজ্যের প্রথম সম্রাট কে ছিলেন?

✅উওর : জহিরুদ্দিন মহম্মদ বাবর।

43- মোঘল সাম্রাজ্যের শেষ সম্রাট কে ছিলেন?,

✅উওর : দ্বিতীয় বাহাদুর শাহ

44-  তৃতীয় আলেকজান্ডার কবে ভারত আক্রমণ করেছিলেন??

✅উওর : 327 খ্রিষ্টপূর্বাব্দে।

45 - ভারতে কবে মৌর্য সাম্রাজ্যের উত্থান হয়েছিল?

✅উওর : 324 খ্রিষ্টপূর্বাব্দে।

46- ভারতে কবে মৌর্য সাম্রাজ্যের পতন হয়েছিল?

✅উওর : 187 ( মতান্তরে 185 খ্রিষ্টপূর্বাব্দে )

47 - ভারতে কবে গুপ্ত সাম্রাজ্যের উত্থান হয়েছিল?

✅উওর : 275 খ্রিষ্টপূর্বাব্দে।

48- ভারতে কবে গুপ্ত সাম্রাজ্যের পতন হয়েছিল?

✅উওর : 500 খ্রিষ্টপূর্বাব্দে।

49-  কোন মৌর্য সম্রাট কলিঙ্গ আক্রমণ করেছিলেন??

✅উওর : সম্রাট অশোক।

50- কত খ্রিষ্টাব্দে কনস্ট্যান্টিনোপলের পতন ঘটেছিল??

✅উওর : 1453 খ্রিষ্টাব্দে কনস্ট্যান্টিনোপলের পতন ঘটেছিল।

51 - কে " শেরশাহ"  উপাধি গ্রহন করেছিলেন??

✅উওর : শের খাঁ শেরশাহ উপাধি গ্রহন করেছিলেন।

- পোস্টটি পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ।

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)
To Top