Madhyamik Geography Online Mock Test | wb class 10 geography mcq question answer wb class 10 geography mcq question answer
এর আগেও আমরা ক্লাস টেনের বিভিন্ন বিষয়ের ওপর মকটেস্ট নিয়েছিলাম। আজকে আবারও একবার, দশম শ্রেণির ছাত্রছাত্রীদের জন্য একটি online mcq mock test এর আয়োজন করা হয়েছে। আজকের এই মকটেস্ট টি হবে - wb class 10 geography mcq question answer হিসাবে।
আজকের এই পোস্টটি যেমন, মাধ্যমিক 2022 সালের পরিক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ, ঠিক তেমনই, আজকের এই " wb class 10 geography online test " টি Madhyamik 2023 সালের পরিক্ষার্থীদের জন্যেও খুবই গুরুত্বপূর্ণ।।
◼ Table Of Contents ⚫ wb class 10 geography question answer ⚫ wb madhymik geography question answer ⚫ class 10 geography mcq question answer ⚫ madhymik geography online test ⚫ class 10 geography first chapter mcq question answer ⚫ class 10 5th chapter question answer ⚫ madhyamik geography short question answer ⚫ বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরুপ অধ্যায়ের প্রশ্ন উওর ⚫ ভারত অধ্যায়ের প্রশ্ন উওর বাংলা মকটেস্ট দিতে হলে নিচের লিঙ্কে ক্লিক করো।👇
Quiz Application
you'll have 15 second to answer each question.
Start The Quiz
Quiz Result
HTML Quiz Generator
Total Questions:
Attempt:
Correct:
Wrong:
Percentage:
Start Again
Go To Home
Quiz Answers
আরোহন ও অবরোহন প্রক্রিয়ার সম্মিলিত ফল হল - - পর্যায়ন মরুভূমির শুষ্ক নদীখাতকে বলা হয় - - ওয়াদি ভারতের উত্তরতম স্থানটি হলো - - ইন্দিরাকল বৃষ্টির জল সংরক্ষণে অগ্রণী ভুমিকা নিয়েছে যে রাজ্য, তা হল - - তামিলনাড়ু ভারতের পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব দেখা যায়- - শীতকালে ভারতের বৃহত্তম রেল ইঞ্জিন কারখানাটি গড়ে উঠেছে - - চিত্তরঞ্জন ভারতের ব্যস্ততম সড়ক পথটি হলো - - NH-2 2011 সালের আদমশুমারি অনুযায়ী ভারতের মহানগরের সংখ্যা কয়টি? - 53 বায়ু ও জলধারার মিলিত কার্যের ফলে গঠিত ভূমিরূপ টি হলো - - পেডিমেন্ট ভারত ও চীনের মধ্যে অবস্থিত সীমারেখার নাম হল - - ম্যাকমোহন লাইন ভারতের মূল ভূখণ্ডের দক্ষিণতম বিন্দু হল - - কন্যাকুমারিকা অন্তরীপ উত্তর পশ্চিম ভারতে গ্রীষ্মকালে যে ধূলিঝড় দেখা যায়,তাকে বলা হয় - আঁধি 2011 সালের আদমশুমারি অনুযায়ী ভারতের সর্বাধিক জনঘনত্বপূর্ণ রাজ্যটি হল - - বিহার ভারতের বৃহত্তম সংকর ইস্পাত কারখানা কোথায় গড়ে উঠেছে? - সালেমে কোন শিল্পকে উদীয়মান শিল্প বলা হয়? - পেট্রোরসায়ন শিল্প ভারতের মহাকাশ গবেষণা কেন্দ্র ISRO এর সদর দপ্তর কোথায় অবস্থিত?. - বেঙ্গালুরুতে বহির্জাত প্রক্রিয়া গুলির মধ্যে সবচেয়ে বেশি প্রভাব ফেলে - - নদী গঙ্গা সমভূমির নবীন পলিগঠিত ভূমি কে বলা হয় - - খাদার উৎস অঞ্চলে ব্রহ্মপুত্র কি নামে পরিচিত? - সাংপো ভারতের অধিকাংশ স্থান যে মৃত্তিকা দ্বারা আবৃত,তা হল - - পলি মৃত্তিকা ভারতের চা উৎপাদনে প্রথম রাজ্য টি হল - - অসম ভারতের দীর্ঘতম জাতীয় সড়ক পথ হল- - NH-7 উচ্চ অক্ষাংশ অঞ্চলে সমুদ্র জলে মগ্ন হিমদ্রোণী গুলিকে বলা হয় - - ফিয়র্ড ভারতের ক্ষুদ্রতম অঙ্গরাজ্য টি হল - - গোয়া হিমবাহ পৃষ্ঠে আড়াআড়িভাবে যে ফাটল সৃষ্টি হয় তাকে বলা হয় - - ক্রেভাস মরুভূমির ছাড়া বায়ুর কাজের প্রাধান্য দেখা যায় - - উপকূল অঞ্চলে ভারতের দীর্ঘতম গিরিপথ হল - - খরদুংলা ভারতের বৃহত্তম ইস্পাত উৎপাদক কোম্পানি হলো - - TATA মিলিয়ন সিটির ন্যূনতম জনসংখ্যা হতে হবে - - 10 লক্ষ উন্নয়নের জীবনরেখা বলা হয় - - জলপথকে ভারতের উন্নয়নের জীবনরেখা বলা হয় - - রেলপথকে উত্তর ভারতের ম্যানচেস্টার বলা হয় - - কানপুর কে দুন উপত্যকা গুলি দেখা যায় - - কুমায়ুন হিমালয়ে চন্ডিগড় ভারতের কোন দুটি রাজ্যের রাজধানী? - পাঞ্জাব ও হরিয়ানা ভারতের বৃহত্তম ইস্পাত কারখানা টি হল - - ভিলাই স্টিল প্লান্ট ভারতের একটি করমুক্ত বন্দর হল - - কান্ডালা ভারতের ম্যানচেস্টার বলা হয় - - আমেদাবাদ কে ভারতের গড় জনঘনত্ব হলো - - 382 জন / বর্গ কিমি অর্ধচন্দ্রাকৃতি বালিয়াড়ি গুলিকে বলা হয় - - বার্খান ভারতের সিলিকন ভ্যালি নামে পরিচিত শহরটি হলো - - বেঙ্গালুরু
একটি মন্তব্য পোস্ট করুন