WB Madhyamik History Online Mock Test | মাধ্যমিক ইতিহাসের অনলাইন মকটেস্ট
আজকের এই অনলাইন মক টেস্ট টি তাদের জন্য, যারা 2022 সালে মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছে, এবং বতর্মানে যাদের স্কুলে ফাইনাল টেস্ট পরীক্ষা চলছে। আজকের এই মকটেস্ট তোমাদের ইতিহাস বইয়ের বিভিন্ন অধ্যায় থেকে সেই সমস্ত mcq question answer তুলে আনা হয়েছে, যেগুলো তোমাদের পরীক্ষার জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ।।
পথের দাবী গল্পে প্রশ্ন উওর দেখতে নিচের লিঙ্কে ক্লিক করা👇👇
Quiz Application
you'll have 15 second to answer each question.
Start The Quiz
Quiz Result
HTML Quiz Generator
Total Questions:
Attempt:
Correct:
Wrong:
Percentage:
Start Again
Go To Home
Quiz Answers
সওর বছর আত্মজীবনী টি হল- - বিপিনচন্দ্র পালের ইন্দিরা গান্ধীকে লেখা জওহরলাল নেহেরুর চিঠি গুলির হিন্দি অনুবাদ করেছিলেন - - মুন্সি প্রেমচাঁদ বামাবোধিনী পত্রিকার মূল উদ্দেশ্য ছিল - - বাংলার মেয়েদের কথা ও সমস্যা জনসমাজে তুলে ধরা বিধবা বিবাহের স্বপক্ষে আন্দোলন গড়ে তুলেছিলেন - - ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভারতীয় উপাচার্য ছিলেন- - স্যার গুরুদাস বন্দ্যোপাধ্যায় নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে বাঁশের কেল্লা নির্মাণ করেছিলেন- - মীর নিসার আলী কোন বিদ্রোহের সঙ্গে " হুল " কথাটি সম্পর্কযুক্ত? - সাঁওতাল বিদ্রোহের সঙ্গে জমিদার সভার সভাপতি ছিলেন - - রাধাকান্ত দেব বন্দেমাতরম সঙ্গীতটি কোন্ উপন্যাসের অন্তর্ভুক্ত? - আনন্দমঠ সন্দেশ পত্রিকার সম্পাদক ছিলেন - - উপেন্দ্রকিশোর রায়চৌধুরী কে বিশ্বভারতী প্রতিষ্ঠা করেছিলেন? - রবীন্দ্রনাথ ঠাকুর কত খ্রিস্টাব্দে সাধারণ জনশিক্ষা কমিটি গঠিত হয়? - 1823 " নববিধান " প্রতিষ্ঠা করেছিলেন - - কেশব চন্দ্র সেন সুই মুন্ডা কোন্ বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন? - কোল বিদ্রোহে 1878 খ্রিস্টাব্দের অরণ্য আইনে অরণ্যকে কয়টি স্তরে ভাগ করা হয়েছিল?. - তিনটি স্তরে 1857 খ্রিস্টাব্দের মহাবিদ্রোহ কে " ভারতের প্রথম স্বাধীনতার যুদ্ধ " বলেছিলেন - - বিনায়ক দামোদর সাভারকার ভারতের প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠান হল - - বঙ্গভাষা প্রকাশিকা সভা ভারতমাতা চিত্র টি অঙ্কন করেছিলেন - - অবনীন্দ্রনাথ ঠাকুর ভারতে হাফটোন প্রিন্টিং পদ্ধতি প্রবর্তন করেন - - উপেন্দ্রকিশোর রায়চৌধুরী হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার প্রথম সম্পাদক ছিলেন - - গিরিশচন্দ্র ঘোষ মহারানীর ঘোষণাপত্র কে পাঠ করেছিলেন - লর্ড ক্যানিং বেদান্ত কলেজ কে প্রতিষ্ঠা করেছিলেন? - রাজা রামমোহন রায় রবীন্দ্রনাথ ঠাকুর কোথায় মনিপুরী নৃত্য শেখাঙ্কর ব্যবস্থা করেছিলেন? - শান্তিনিকেতনে অযোধ্যায় সিপাহী বিদ্রোহের নেতা কে ছিলেন? - হযরত মহল " মানুষ জন্ম থেকেই মায়ের জন্য বলি প্রদত্ত" - কে একথা বলেছিলেন? - স্বামী বিবেকানন্দ মোহনবাগান দল কত খ্রিস্টাব্দে আই.এফ.এ শিল্ড জয় করেছিল? - 1911 " হুতোম পেঁচার নকশা " গ্রন্থটির লেখক কে - কালীপ্রসন্ন সিংহ এ নেশন ইন মেকিং গ্রন্থটির লেখক কে? - সুরেন্দ্রনাথ ব্যানার্জি নিম্নলিখিত কোন ব্যক্তি উনিশ শতককে " সভা সমিতির যুগ " - বলেছিলেন? - অনীল শীল জাতীয় শিক্ষা পরিষদের প্রথম সভাপতি কে ছিলেন? - রাজবিহারী ঘোষ কোন দেশকে "কেকের দেশ" বলা হয়? - স্কটল্যান্ডকে বাংলা কার্টুন চিত্রে জাতীয়তাবাদের প্রকাশ করেছিলেন কে? - গগেন্দ্রনাথ ঠাকুর কোন উপন্যাসে সন্ন্যাসী ফকির বিদ্রোহের কাহিনী লেখা আছে - আনন্দমঠ উপন্যাসে কোন শিক্ষা প্রতিষ্ঠানকে " গোলদিঘির গোলামখানা " বলা হত? - কলকাতা বিশ্ববিদ্যালয় কেশবচন্দ্র সেনকে ব্রহ্মানন্দ উপাধি দিয়েছিলেন " - দেবেন্দ্রনাথ ঠাকুর কাকে বাংলার নানাসাহেব বলা হত? - রামরতন মল্লিক কে কে? বঙ্গভঙ্গের সিদ্ধান্তকে গভীর জাতীয় বিপর্যয় বলেছিলেন? - সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় বেঙ্গল কেমিক্যালস এর প্রতিষ্ঠাতা ছিলেন - - প্রফুল্ল চন্দ্র রায় কোথায় সর্বপ্রথম সিপাহী বিদ্রোহ শুরু হয়েছিল? - ব্যারাকপুরে কত খ্রিস্টাব্দে নতুন সামাজিক ইতিহাস চর্চা শুরু হয়েছিল? - 1960 এর দশকে
একটি মন্তব্য পোস্ট করুন