তোমরা যারা মাধ্যমিকের পরীক্ষার্থী হিসেবে তোমাদের সিলেবাসের অন্তর্গত জীবন বিজ্ঞানের বিভিন্ন অধ্যায়ের অনলাইন মকটেস্ট খুঁজছো, তাদের জন্য আজকের এই ব্লগ পোস্ট। এই ব্লক পোস্টে আমরা মাধ্যমিক জীবন বিজ্ঞান তৃতীয় অধ্যায় বা দশম শ্রেণীর জীবন বিজ্ঞান তৃতীয় অধ্যায়বংশগতি এবং কয়েকটি সাধারণ জিনগত রোগ অধ্যায়ের অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু MCQ প্রশ্ন, যেগুলো তোমাদের পরীক্ষায় আসার সম্ভাবনা রয়েছে, সেই প্রশ্ন উত্তর গুলো এই মকটেস্টে তোমাদের জন্য রেখেছি। আশা করি এই মকটেস্টটি তোমাদের পরীক্ষার কাজে আসবে।
** প্রতিদিন অনলাইন মকটেস্ট এবং ফ্রিতে বিভিন্ন নোটস পাওয়ার জন্য আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করো
প্রজনন পরীক্ষা ব্যবহার করে কোন বিজ্ঞানী বংশগতির সূত্র আবিষ্কার করেছিলেন? - গ্রেগর জোহান মেন্ডেল
Bbrr জেনোটাইপ যুক্ত গিনিপিগ থেকে কত ধরনের গ্যামেট উৎপন্ন হয়? - 2
দুটি সংকর লম্বা মটর গাছের মধ্যে সংকরায়ন করা হলে পরবর্তী অপত্য জনুতে সংকর লম্বা মটর গাছ পাওয়া যাবে - - 50 %
মানুষের ক্ষেত্রে কোনটি একজন স্বাভাবিক পুরুষ মানুষের ক্রোমোজোম- - 44A+XY
বিজ্ঞানী মেন্ডেল মটর গাছের কত জোড়া বিপরীত চারিত্রিক বৈশিষ্ট্য নিয়ে সংকরায়ন পরীক্ষা করেছিলেন? - 7 জোড়া
মেন্ডেলের সূত্রের ব্যতিক্রম ঘটনা কোনটি? - অসম্পূর্ণ প্রকটতা
কোন জীবের জিনের জিনগত স্থায়ী পরিবর্তন কে কি বলে? - মিউটেশন
YrRr জিনোটাইপ যুক্ত মটর গাছ থেকে কত ধরনের গ্যামেট উৎপন্ন হবে? - 4
ক্রোমোজোমের যে নির্দিষ্ট স্থানে কোন জিন অবস্থান করে তাকে বলে - - লোকাস
মানুষের ক্ষেত্রে পুরুষরা সর্বদাই- - হেটারোগ্যামেটিক
কোন অবস্থায় প্রচ্ছন্ন বৈশিষ্ট্য প্রকাশিত হয়? - হেমোজাইগাস
মানুষের একটি অটোজোম বাহিত প্রচ্ছন্ন জিন ঘটিত বংশগত রোগ হল - - থ্যালাসেমিয়া
নিম্নলিখিত কোন উদ্ভিদে অসম্পূর্ণ প্রকটতা দেখা যায়? - সন্ধ্যামালতী
মানুষের দেহের সেক্স ক্রোমোজোমের সংখ্যা কত? - 2
হিমোফিলিয়ার বাহক মাতা ও স্বাভাবিক পিতার কন্যা সন্তানের হিমোফিলিয়া আক্রান্ত হওয়ার সম্ভাবনা কত? - 0%
পিতা ও মাতা উভয়েই থ্যালাসেমিয়া বাহক হলে ওই দম্পতির যে সন্তান জন্মগ্রহণ করবে তার ক্ষেত্রে থ্যালাসেমিয়া আক্রান্ত হওয়ার সম্ভাবনা কত? - 25%
নিম্নলিখিত কোন রোগটির অপর নাম কুলির অ্যানিমিয়া? - বিটা-থ্যালাসেমিয়া
কোন রোগের অপর নাম ক্রিস্টমাস রোগ - হিমোফিলিয়া B
হিমোফিলিয়া A এর কারণ হল - - ফ্যাক্টর VIII এর অভাব
হোলানড্রিক জিন অবস্থান করে - - Y ক্রোমোজোমে
কোন রোগটি ভূমধ্যসাগরীয় রক্তাল্পতা নামে পরিচিত? - থ্যালাসেমিয়া
রয়েল ডিজিজ নামে পরিচিত- - হিমিফিলিয়া রোগ
পুরুষের ক্ষেত্রে যে রোগটি বেশি হয় তা হল;- - হিমোফিলিয়া এবং বর্ণান্ধতা উভয়ই
একসংকর জননের F2 জনুর ফিনোটাইপ অনুপাত কত? - 3:1
সর্বপ্রথম কে জিন কথাটি ব্যবহার করেছিলেন? - জোহানসেন
Keywords For This Blog : মাধ্যমিক জীবন বিজ্ঞান অনলাইন মকটেস্ট | দশম শ্রেণীর জীবন বিজ্ঞান mcq প্রশ্ন উত্তর | বংশগতি এবং কয়েকটি সাধারণ জিনগত রোগ অধ্যায়ের MCQ | WB Class 10 Life Science MCQ Test | Madhyamik Life Science MCQ Test 2025
স্যার প্রশ্ন গুলি খুবিই ভালো ছিল স্যার আপনাকে অনেক অনেক ধন্যবাদ এতো সুন্দর প্রশ্ন দেবার জন্য
উত্তরমুছুনএকটি মন্তব্য পোস্ট করুন