আজকে আমরা দশম শ্রেণির ছাত্রছাত্রীদের জন্য " প্রতিরোধ ও বিদ্রোহ প্রশ্ন উত্তর " অধ্যায়ের আরও একটি mock test নিয়ে এসেছি। বিভিন্ন টেস্ট পেপারে থাকা এবং পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু প্রশ্নোত্তর আজকের এই মকটেস্টে ছাত্রছাত্রীদের জন্য রাখা হয়েছে।
Quiz Application
you'll have 15 second to answer each question.
Start The Quiz
Quiz Result
HTML Quiz Generator
Total Questions:
Attempt:
Correct:
Wrong:
Percentage:
Start Again
Go To Home
Quiz Answers
1878 খ্রিস্টাব্দে ভারতীয় অরণ্য কে কয়টি স্তরে ভাগ করা হয়েছিল? - 3 টি কত খ্রিস্টাব্দে ভারতের প্রথম অরণ্য আইন পাশ হয়? - 1865 সুই মুন্ডা কোন বিদ্রোহের নেতা ছিলেন? - কোল বিদ্রোহের বারাসাত বিদ্রোহের সময় বাংলার গভর্নর কে ছিল? - লর্ড বেন্টিং কোন উপন্যাসে সন্ন্যাসী ফকির বিদ্রোহ জানা যায়? - আনন্দমঠ কত খ্রিস্টাব্দে কোল বিদ্রোহ শুরু হয়? - 1831 কত খ্রিস্টাব্দে প্রথম পর্বে চুয়াড় বিদ্রোহ শুরু হয়? - 1767 কোন বিদ্রোহের পর দক্ষিণ-পশ্চিম সীমান্ত এজেন্সি নামক ভূখন্ড গঠন করা হয়? - কোল বিদ্রোহ দামিন-ই-কোহী কথার অর্থ কি? - পাহাড়ের প্রান্তদেশ উলগুলান শব্দের অর্থ কি? - ভয়ানক বিশৃঙ্খলা কে নিজেকে ধরতি আবা বলতেন? - বিরসা মুন্ডা কত খ্রিস্টাব্দে ভিল বিদ্রোহ শুরু হয়েছিল? - 1818 ভিল বিদ্রোহের নেতা ছিলেন - - সেওয়ারাম তরিকা-ই- মোহাম্মদিয়া কথার অর্থ কি - মহাম্মদ প্রদর্শিত ধর্ম ফরাজী শব্দের অর্থ কি? - ইসলাম নির্ধারিত বাধ্যতামূলক কর্তব্য কত খ্রিস্টাব্দে পাগলপন্থী বিদ্রোহ শুরু হয়? - 1825 পাগলপন্থী বিদ্রোহের নেতা ছিলেন - - টিপু শাহ কত খ্রিস্টাব্দে পাবনার কৃষক বিদ্রোহ শুরু হয়?, - 1870 কে বিদ্রোহী রাজা নামে পরিচিত? - ঈশ্বর চন্দ্র রায় কত খ্রিস্টাব্দে ফরাজি আন্দোলন শুরু হয়? - 1820
** এখানে ক্লিক করো প্রতিরোধ ও বিদ্রোহ অধ্যায়ের অনলাইন মক টেস্ট প্রথম পর্ব **প্রতিদিন ফ্রিতে মকটেস্ট দেওয়ার জন্য এবং বিভিন্ন নোটস পাওয়ার জন্য আজই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করুন।
একটি মন্তব্য পোস্ট করুন