WB Class 10 Life Science Chapter 1- জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয় (Control And Coordination In Living Organisms) অধ্যায়েএ কিছু গুরুত্বপূর্ণ MCQ আজকের এই জীবন বিজ্ঞান অনলাইন মকটেস্টের (Madhyamik Life Science Online Mocktest) মাধ্যমে ছাত্র-ছাত্রীদের জন্য তুলে ধরা হলো।
কিছু ফুল সূর্যোদয়ের পরে ফোটে কিন্তু সূর্যাস্তের পর মুদে যায় এটি হলো - - ফটোন্যাস্টি
লজ্জাবতীর পাতা স্পর্শ করলে নুইয়ে পড়ে - এটি কোন ধরনের চলন? - সিসমোন্যাস্টিক
কোন হরমোন উদ্ভিদের ট্রপিক চলন নিয়ন্ত্রণ করে? - অক্সিন
সূর্যশিশির নামক পতঙ্গ উদ্ভিদের পাতার কর্ষিকাগুলি পতঙ্গ দেহের সংস্পর্শে আসামাত্র বেঁকে গিয়ে পতঙ্গকে চেপে ধরে - এটি কোন ধরনের চলনম - কেমোন্যাস্টিক চলন
নিম্নলিখিত কোন অন্তঃক্ষরা গ্রন্থি থেকে থাইরয়েড স্টিমুলেটিং হরমোন নিঃসৃত হয়? - পিটুইটারি থেকে
ডায়াবেটিস মেলিটাস আক্রান্ত একজন ব্যক্তি নিচের কোন হরমোনটি যথেষ্ট মাত্রায় ক্ষরন করতে অক্ষম? - ইনসুলিন হরমোন
একটি নাইট্রোজেন বিহীন প্রাকৃতিক উদ্ভিদ হরমোন হল - - জিব্বেরেলিন
দেহের ভারসাম্য নিয়ন্ত্রণ এর সঙ্গে যুক্ত মস্তিষ্কের অংশ হলো- - লঘু মস্তিষ্ক
মানব মস্তিষ্কের কোন অংশটি দৈহিক উষ্ণতা নিয়ন্ত্রণের সঙ্গে যুক্ত? - হাইপোথ্যালামাস
প্যারামেসিয়াম এর গমন অঙ্গের নাম কি? - সিলিয়া
ইউগ্লিনার গমন অঙ্গ হল - - ফ্লাজেলা
ভয় পেলে মানুষের কোন হরমোন ক্ষরণ দ্রুত বৃদ্ধি পায়? - অ্যাড্রিনালিন
কোন হরমোন ব্যাঙাচি রুপান্তরে সাহায্য করে? - থাইরক্সিন
বৃক্কীয় নালিকার জল পূনঃশোষণে সাহায্যকারী হরমোন টি হল- - ADH
অ্যান্টি কিটোজেনিক হরমোন হল- - ইনসুলিন
পরপর দুটি নিউরনের সংযোগস্থলকে বলে- - সাইন্যাপস
অ্যামিবার গমন অঙ্গ হল - - ক্ষনপদ
মাছের পটকার কোন গ্রন্থটি গ্যাস উৎপাদন করে? - রেড গ্রন্থি
দুটি অস্থির প্রান্ত সমূহ কিসের দ্বারা যুক্ত থাকে? - লিগামেন্ট
মায়োপিয়া রোগের ক্ষেত্রে কোন ধরনের লেন্স ব্যবহার করা হয়? - অবতল
Keywords For This Blog : জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয় অধ্যায়ের এমসিকিউ | মাধ্যমিক জীবন বিজ্ঞান MCQ | দশম শ্রেণীর জীবন বিজ্ঞান প্রথম অধ্যায়ের MCQ প্রশ্ন উওর | মাধ্যমিক জীবন বিজ্ঞান অনলাইন মকটেস্ট
একটি মন্তব্য পোস্ট করুন