একাদশ শ্রেণির রাষ্ট্রবিজ্ঞান সাজেশন 2022 | WB Class 11 Political Science Suggestion 2022  


একাদশ শ্রেণির রাষ্ট্রবিজ্ঞান সাজেশন 2022 | WB Class 11 Political Science Suggestion 2022

আজকের এই পোষ্টের মাধ্যমে আমরা একাদশ শ্রেণির রাষ্ট্রবিজ্ঞান এর কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের সাথে, একাদশ শ্রেণির রাষ্ট্রবিজ্ঞান সাজেশন 2022 হিসেবে শেয়ার করবো ( wb class 11 political science suggestion )একাদশ শ্রেণির রাষ্ট্রবিজ্ঞান বইয়ের সিলেবাস অনেক বড়। তাই বিভিন্ন অধ্যায়ে থেকে অনেক প্রশ্নেই তোমাদের পরীক্ষায় আসতে পারে। তাই আমরা বিভিন্ন অধ্যায় থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন বাছাই করে তোমাদের সঙ্গে একাদশ শ্রেণির পলিটিকাল সাইন্স সাজেশন হিসেবে শেয়ার করছি। আমরা শুধুমাত্র তোমাদের সাজেশন দেবো না, কিছু কিছু অন্তত গুরুত্বপূর্ণ প্রশ্ন গুলোর উওর ও তোমরা আমাদের ওয়েবসাইট থেক পেয়ে যাবে।


Table Of Contents: 

• একাদশ শ্রেণির রাষ্ট্রবিজ্ঞান সাজেশন 2022 
• WB Class 11 Political Science Suggestion 2022 
• একাদশ শ্রেণির রাষ্ট্রবিজ্ঞান দ্বিতীয় অধ্যায় রাষ্ট্র,সংজ্ঞা, বৈশিষ্ট্য ও উৎপত্তি বিষয়ক বিভিন্ন মতবাদ
• একাদশ শ্রেণির রাষ্ট্রবিজ্ঞান চতুর্থ অধ্যায় আইন,স্বাধীনতা,সাম্য ও ন্যায়
• একাদশ শ্রেণির রাষ্ট্রবিজ্ঞান পঞ্চম অধ্যায় গণতন্ত্র ও একনায়কতন্ত্র 
• একাদশ শ্রেণির রাষ্ট্রবিজ্ঞান সপ্তম অধ্যায় সংবিধান 
• একাদশ শ্রেণির রাষ্ট্রবিজ্ঞান অষ্টম অধ্যায় সরকারের বিভিন্ন রূপ
• একাদশ শ্রেণির রাষ্ট্রবিজ্ঞান দশম অধ্যায় ভারতীয় নাগরিকদের সাংবিধানিক অধিকার ও কর্তব্য সমূহ


একাদশ শ্রেণির রাষ্ট্রবিজ্ঞান সাজেশন 2022 | WB Class 11 Political Science suggestion 2022 


একাদশ শ্রেণির রাষ্ট্রবিজ্ঞান দ্বিতীয় অধ্যায় রাষ্ট্র,সংজ্ঞা, বৈশিষ্ট্য ও উৎপত্তি বিষয়ক বিভিন্ন মতবাদ

1 - রাষ্ট্র কাকে বলে? রাষ্ট্রের বৈশিষ্ট্য গুলো আলোচনা করো। 

2- রাষ্ট্র ও অন্যান্য সংঘের মধ্যে সাদৃশ্য ও বৈসাদৃশ্য গুলি আলোচনা করো।

3- রাষ্ট্রের উৎপত্তি বিষয়ক ঐশ্বরিক মতবাদ অথবা বলপ্রয়োগ মতবাদ বা সামাজিক চুক্তি মতবাদটির বিষয়ে আলোচনা করো। অথবা তুমি কি মনে করো রাষ্ট্রের উৎপত্তি সংক্রান্ত বিবর্তনমূলক মতবাদটি বৈজ্ঞানিক। তোমার উত্তরের স্বপক্ষে যুক্তি দেখাও।

4- রাষ্ট্র ও সরকারের মধ্যে পার্থক্য লেখ।

একাদশ শ্রেণির রাষ্ট্রবিজ্ঞান চতুর্থ অধ্যায় আইন,স্বাধীনতা,সাম্য ও ন্যায়

1- আইন কাকে বলে? আইনের বিভিন্ন উৎস গুলি সম্পর্কে আলোচনা করো।

2- স্বাধীনতা,সাম্য ও ন্যায়ের আন্তঃসম্পর্ক নিয়ে আলোচনা করো।

3- স্বাধীনতার রক্ষাকবচ গুলি সম্পর্কে আলোচনা করো।

একাদশ শ্রেণির রাষ্ট্রবিজ্ঞান পঞ্চম অধ্যায় গণতন্ত্র ও একনায়কতন্ত্র 

1- গণতন্ত্র কাকে বলে? গণতন্ত্রের বিভিন্ন বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করো।

2- গণতন্ত্র ও একনায়কতন্ত্রের মধ্যে পার্থক্য নির্ণয় করো। 

3- সংসদীয় ও রাষ্ট্রপতি শাসন ব্যবস্থার মধ্যে পার্থক্য লেখ।

একাদশ শ্রেণির রাষ্ট্রবিজ্ঞান সপ্তম অধ্যায় সংবিধান 

1- সংবিধান কাকে বলে? ভারতের সংবিধানের বৈশিষ্ট্য গুলি আলোচনা করো। 

2-  লিখিত ও অলিখিত সংবিধানের গুনাগুন ও উভয়ের মধ্যে পার্থক্য লেখ। 

3- ভারতের সংবিধানের প্রস্তাবনার তাৎপর্য বা গুরুত্ব আলোচনা করো।

4- সুপরিবর্তনীয় এবং দুষ্পরিবর্তনীয় সংবিধানের মধ্যে পার্থক্য লেখ।

একাদশ শ্রেণির রাষ্ট্রবিজ্ঞান অষ্টম অধ্যায় সরকারের বিভিন্ন রূপ

1 - এককেন্দ্রিক শাসন ব্যবস্থা কাকে বলে?এর নিয়ন্ত্রণের উপায় গুলি আলোচনা করো। 

2 - ভারত কি প্রকৃতপক্ষে যুক্তরাষ্ট্রীয়? তোমার স্বপক্ষে যুক্তি দেখাও।

একাদশ শ্রেণির রাষ্ট্রবিজ্ঞান দশম অধ্যায় ভারতীয় নাগরিকদের সাংবিধানিক অধিকার ও কর্তব্য সমূহ

1- সাম্যের অধিকার মটি সবিস্তারে আলোচনা করো। 

2-স্বাধীনতার অধিকার সম্পর্কে টীকা লেখ। অথবা, ধর্মীয় স্বাধীনতার অধিকার সম্পর্কে টীকা লেখ।অথবা সাংবিধানিক অধিকার প্রতিবিধান সম্পর্কে টীকা লেখ।

3 - মৌলিক অধিকার ও কর্তব্যের পার্থক্য লেখ। 

অথবা মৌলিক অধিকার ও নির্দেশমূলক নীতির মধ্যে পার্থক্য লেখো।


আশা করব আজকে একাদশ শ্রেণির রাষ্ট্রবিজ্ঞান ( wb class 11 political science suggestion ) গুলো তোমাদের কাজে লাগবে। পোস্টটি ভালো লাগলে নিজের বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও। আর পরবর্তী পোস্টে তোমাদের জন্য কিছু নোটস নিয়ে আসা হবে। তার জন্য আমাদের ওয়েবসাইটটা নিয়মিত ফলো করতে থাকো।


Tags ; 

একাদশ শ্রেণির রাষ্ট্রবিজ্ঞান সাজেশন | একাদশ শ্রেণির রাষ্ট্রবিজ্ঞান সাজেশন | ক্লাস 11 রাষ্ট্রবিজ্ঞান সাজেশন | ক্লাস 11 রাষ্ট্রবিজ্ঞান সাজেশন 2022 | Political Science suggestion | class 11 Political Science suggestion | wb class 11 Political Science suggestion | wb class 11 suggestion 2022 | wb class 11 Political Science suggestion 2022 


Post a Comment

নবীনতর পূর্বতন