মানব সভ্যতার ইতিহাস কে কয়টি ভাগে ভাগ করা যায় ও কি কি? আলোচনা করো। | একাদশ শ্রেণির ইতিহাস প্রশ্ন উওর 


উওর : মানব সভ্যতার ইতিহাসকে তিন ভাগে ভাগ করা যায়। যথা - প্রাচীন যুগ মধ্যযুগ এবং আধুনিক যুগ। 

প্রাচীন যুগঃ- প্রাচীনকাল বলতে পুরাতন কালকে বোঝায়। পৃথিবীর সৃষ্টির পর থেকে হাজার হাজার বছর পূর্বেকার সময় কাল থেকে শুরু করে মধ্যযুগের সূচনা কাল পর্যন্ত সময়কে প্রাচীন যুগ বলে। প্রাচীনকালের কোনো সময় সীমা সঠিকভাবে বলা সম্ভব নয় যে, ঠিক কত বছর আগে বা কত হাজার বছর আগে প্রাচীনকালের সূচনা হয়েছিল। কারণ বিভিন্ন দেশে প্রাচীন যুগের সূচনা বিভিন্ন সময় হয়েছিল। তাই প্রাচীনকালের সময়সীমা নির্দিষ্ট নয়।

মধ্যযুগঃ  ৪৭৬ খ্রিষ্টাব্দ থেকে শুরু ১৪৯২ খ্রিষ্টাব্দ পযর্ন্ত সময়কালকে মধ্যেযুগ হিসেবে ধরা হয়।। এই মধ্য যুগের সময়সীমা ধরা হয় রোম সাম্রাজের পত্তন ও পতনের কাল হিসাবে। এখন অনেকের মনেই প্রশ্ন আসতে পারে যে, ভারতের মধ্যযুগের সময়সীমা কত? এক্ষেত্রে উত্তর রয়েছে বহু। আমার সাহিত্যের দিক থেকে ভারতের মধ্যযুগের সূচনা হয়েছিল চতুর্দশ শতাব্দী থেকে অষ্টাদশ শতাব্দী পর্যন্ত। কিন্তু আসলে, ইউরোপের মতো ভারতেও পঞ্চম থেকে পঞ্চদশ শতাব্দী পর্যন্ত সময়কালকে মধ্যযুগের সময়সীমা ধরা হয়।

আধুনিক যুগঃ খুব সহজভাবে বলতে গেলে আধুনিক যুগ বলতে বোঝায়? মধ্য যুগের সমাপ্তি কাল থেকে শুরু করে বর্তমান পর্যন্ত সময়কালকেই  আধুনিক যুগ বলা হয়।।


Post a Comment

নবীনতর পূর্বতন