WB Class XI Philosophy SAQ Question Answer | একাদশ শ্রেণীর দর্শন তৃতীয় অধ্যায়ের প্রশ্ন উওর

0

wb class 11 philosophy saq question answer | একাদশ শ্রেণীর দর্শন তৃতীয় অধ্যায়ের প্রশ্ন উওর 

wb class 11 philosophy saq question answer | একাদশ শ্রেণীর দর্শন তৃতীয় অধ্যায়ের প্রশ্ন উওর
একাদশ শ্রেণীর দর্শন তৃতীয় অধ্যায়ের প্রশ্ন উওর


আজকের এই ব্লগ পোস্টের মাধ্যমে আমরা একাদশ শ্রেণীর দর্শন তৃতীয় অধ্যায় ( Class 11 Philosophy chapter 3 questions and answers in bengali )  " দ্রব্য " থেকে গুরুত্বপূর্ণ 20 টি saq question answer তোমাদের সঙ্গে শেয়ার করবো। একাদশ শ্রেণীর দর্শন mcq question answer গুলো এখানে saq হিসেবে দেওয়া হয়েছে। wb class 11 philosophy mcq question answer এর বাকি প্রশ্ন গুলো তোমরা আমাদের ওয়েবসাইটের free online mock test থেকে পেয়ে যাবে।।

wb class 11 philosophy saq question answer | একাদশ শ্রেণীর দর্শন তৃতীয় অধ্যায়ের প্রশ্ন উওর 

1- কোন দার্শনিক এর মতে দ্রব্যের ধারণা কাল্পনিক? 

উওর : দার্শনিক হিউমের মতে দ্রব্যের ধারণা কাল্পনিক।

2- " দ্রব্য হল গুণনের অজ্ঞাত আঁধার " - এই মতবাদটি কার? 

উওর : এই মতবাদটি হলো দার্শনিক হিউমের। 

3- " দ্রব্য হল চিৎপরমানু ও সংখ্যায় বহু " - এই মতবাদটি কার? 

উওর :  " দ্রব্য হল চিৎপরমানু ও সংখ্যায় বহু " - এই মতবাদটি হলো বুদ্ধিবাদী দার্শনিক লাইবনিজের।

4- দেকার্তের মতে দ্রব্য কয়টি ও কি কি?

উওর : দেকার্তের মতে দ্রব্য হলো দুইটি। একটি হলো নিরপেক্ষ দ্রব্য এবং অপরটি হল সাপেক্ষ দ্রব্য। 

5- " সকলই ঈশ্বর এবং ঈশ্বরই সকল " - এই উক্তিটি কার? 

উওর : " সকলই ঈশ্বর এবং ঈশ্বরই সকল " - এই উক্তিটি হলো দার্শনিক স্পিনোজার।

6- কার মতে ঈশ্বরই একমাত্র দ্রব্য? 

উওর : দার্শনিক স্পিনোজার মতে ঈশ্বরই একমাত্র দ্রব্য।

7- কোন দার্শনিক দ্রব্যকে সামান্য ও বিশেষণের সমন্বয় বলেছেন? 

উওর : গ্রিক দার্শনিক অ্যারিস্টটল দ্রব্যকে সামান্য ও বিশেষণের সমন্বয় বলেছেন।

8- আত্মসক্রিয়তাই দ্রব্যের লক্ষণ - এই উক্তিটি কার?

উওর : এই উক্তিটি বুদ্ধিবাদী দার্শনিক লাইবোনিজের।

9- লকের মতে দ্রব্য কি? 

উওর : লকের মতে দ্রব্য হলো গুণের অজ্ঞাত আধার। 

10- লাইবনিজের মতে দ্রব্য কি?

উওর ; লাইবনিজের মধ্যে যা সক্রিয়ভাবে ক্রিয়া করতে সক্ষম,তাই হলো দ্রব্য।

11- দ্রব্য কিসের মাধ্যমে নিজেকে প্রকাশ করে?

উওর : দ্রব্য গুণের মাধ্যমে নিজেকে প্রকাশ করে। 

12- দেকার্তের মতে একমাত্র পরম বা নিরপেক্ষ দ্রব্য কী?

উওর : দার্শনিক দেকার্তের মতে একমাত্র ঈশ্বর হলেন পরম বা নিরপেক্ষ দ্রব্য।

13- স্পিনোজার দ্রব্যের সমীকরণটি উল্লেখ করো। 

উওর : স্পিনোজার দ্রব্যের সমীকরণটি হলো, - দ্রব্য = ঈশ্বর = প্রকৃতি। 

14- হিউমের মতে দ্রব্য কি? 

উওর : হিউমের মতে দ্রব্য হল গুণের সমষ্টি। যেমন -শ্বেতত্ব, কাঠিন্য এবং মিষ্টত্ব হলো চিনি দ্রব্য। 

15- সাধারণ মতে দ্রব্য কি?

উওর : সাধারণ মতে দ্রব্য হলো বস্তুর গুণের আধার বা আশ্রয়স্থল। 

16- স্পিনোজা কয়টি দ্রব্য স্বীকার করেছেন?

উওর ; স্পিনোজা একটিমাত্র দ্রব্য স্বীকার করেছেন। এবং সেই দ্রব্য হল স্বয়ং ঈশ্বর। 

17- বুদ্ধিবাদী দার্শনিক দেকার্তের মতে দ্রব্য কি?

উওর : দার্শনিক দেকার্তের মতে দ্রব্য হল হলো এমন একঅস্তিত্ববান পদার্থ,যার অস্তিত্ব অন্য কিছুর উপর নির্ভর করে না।

18- অভিজ্ঞতাবাদী দার্শনিক বার্কলের মতে দ্রব্য কি?

উওর : দার্শনিক বার্কলের মতে দ্রব্য হল বস্তুর বিশেষ গুণগুচ্ছ।

19- অ্যারিস্টোটল দ্রব্য শব্দটি কয়টি অর্থে ব্যবহার করেছেন?

উত্তর: অ্যারিস্টটল দ্রব্য শব্দটি দুইটি অর্থে ব্যবহার করেছেন। একটি হল সামান্য বা ধারণা জগত এবং অপরটি হল বিশেষ বা ইন্দ্রিয়গ্রাহ্য জগত।

20- জন লক কত প্রকার দ্রব্য স্বীকার করেছেন ও কি কি? 

উওর : লক্ তিন প্রকার দ্রব্য স্বীকার করেছেন। যথা- জড় দ্রব্য, আত্মা বা মন দ্রব্য এবং ঈশ্বর দ্রব্য। 

আশা করি আজকের এই ব্লগ পোস্টে একাদশ শ্রেণীর দর্শন তৃতীয় অধ্যায় দ্রব্য থেকে যে সমস্ত অতি সংক্ষিপ্ত প্রশ্ন উওর তোমাদের সঙ্গে শেয়ার করা হয়েছে, তা তোমাদের কাজে লাগবে।।


Tags : 

Class 11 notes | class 11 philosophy question answer | wb class 11 philosophy suggestion | wb class xi philosophy chapter 3 question answer 


একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)
To Top