2022 WB Class 11 Bengali Question Paper With Answer || ২০২২ একাদশ শ্রেণি বাংলা প্রশ্ন পত্রের সমাধান

0

2022 WB Class 11 Bengali Question Paper With Answer || ২০২২ একাদশ শ্রেণি বাংলা প্রশ্ন পত্রের সমাধান

2022 WB Class 11 Bengali Question Paper With Answer || ২০২২ একাদশ শ্রেণি বাংলা প্রশ্ন পত্রের সমাধান

2022 WB Class 11 Bengali Question Paper With Answer || ২০২২ একাদশ শ্রেণি বাংলা প্রশ্ন পত্রের সমাধান

ঠিক উত্তরটি নির্বাচন করো :

১.১ ..... তাকে ঠেকানো হয় মুশকিল।' — কাকে ঠেকানো মুশকিল ?

(ক) পুলিশকে

(খ) দলের বিশ্বাসঘাতক সদস্যকে

(গ) সৌখির একগুঁয়েমিকে

(ঘ) দারিদ্যকে।

উওর : দলের বিশ্বাসঘাতক সদস্যকে


১.২ ভুতুড়ে জেলখানার দারোগা ছিল- 

(ক) ভুতুড়ে রায়ত

(খ) ভূতের নায়েব

(গ) ভূতের জমিদার

(ঘ) ভূতের গোমস্তা।

উওর : ভূতের নায়েব

১.৩ মহানগরী থেকে তেলেনাপোতার দূরত্ব কত ?

(ক) মাত্র দশ মাইল

(খ) মাত্ৰ কুড়ি মাইল

(গ) মাত্র ত্রিশ মাইল।

(ঘ) মাত্র পঁচিশ মাইল।

উওর : মাত্র ত্রিশ মাইল।


১.৪. “গন্ধগোকুল কিংবা শিয়ালটিয়াল হবে বোধ হয়।” – গন্ধগোকুল হল

(ক) নেকড়ে বাঘ

(খ) চিতা বাঘ

(গ) খট্টাশ জাতীয় প্রাণী

(ঘ) রামছাগল।

উওর : খট্টাশ জাতীয় প্রাণী


১.৫- সনাতন ঘুম' বলতে রবীন্দ্রনাথ কি বুঝিয়েছেন ?

(ক) আদিমকালের ঘুম

(খ) অন্ধকারে ঘুম

(গ) ভাত ঘুম

(ঘ) চিরকালের ঘুম।

উওর : আদিমকালের ঘুম


১.৬- গ্যালিলিওর ছোটো ভাই মাইকেল এঞ্জেলো যে রাজ দরবারে কলাবিদ হিসাবে প্রতিষ্ঠিত হলেন, সেটি অবস্থিত

(ক) ফ্লোরেন্সে

(খ) পোল্যাণ্ডে

(গ)  ভেনিসে

(ঘ) তাসকানিতে।

উওর : পোল্যাণ্ডে


১.৭ জনার পুত্রের নাম কি ?

(ক) কর্ণ

(খ) প্রবীর

(গ) অভিমন্যু

(ঘ) অশ্বত্থামা।

উওর : প্রবীর


১.৮- ‘পড়শী যদি আমায় ছুঁত – পড়শী ছুঁলে কী হবে?

(ক) যম-যাতনা দূর হবে

(খ) সুবুদ্ধির বিকাশ হবে

(গ) সমাজ সচেতনতা বাড়বে

(ঘ) ভালোবাসা বোধ জাগবে।

উওর : যম-যাতনা দূর হবে


১.৯- জয় গোস্বামীর একটি বিখ্যাত কাব্য –

(ক) কথোপকথন

(খ) যারা বৃষ্টিতে ভিজেছিল

(গ) যেতে পারি কিন্তু কেন যাব

(ঘ) বনলতা সেন।

উওর : যারা বৃষ্টিতে ভিজেছিল


১.১০ 'চণ্ডালের পদধূলি ব্রাহ্মণের ভালে ?'চণ্ডাল ও ব্রাহ্মণ কারা ?

(ক) অর্জুন ও কৃষ্ণ

(খ) কৃষ্ণ ও ব্যাস

(গ) ব্যাস ও বিধুর

(ঘ) অর্জুন ও নীলাধ্বজ

উওর : অর্জুন ও নীলাধ্বজ


১.১১. প্রজাদের মধ্যে কোনো কোনো লোক ভূতের কানমলা খায়, কারণ 

(ক) তারা অন্যায় করে

(খ) তারা কর্তার ক্ষমতাকে মানে না

(গ) তারা বিদ্রোহ করে।

(ঘ) তারা নিজে ভাবতে যায়।

উওর : তারা নিজে ভাবতে যায়।


১.১২ - মালাধর বসু অনুদিত গ্রন্থের নাম -

(ক) শ্রীকৃষ্ণকীর্তন

(খ) শ্রীকৃষ্ণসন্দৰ্ভ

(গ) শ্রীকৃষ্ণবিজয়

(ঘ) শ্রীকৃষ্বমঙ্গল।

উওর: শ্রীকৃষ্ণসন্দৰ্ভ


১.১৩ চণ্ডীমঙ্গলের একজন কবির নাম -

(ক) ঘনরাম চক্রবর্তী

(খ) রূপরাম চক্রবর্তী

(গ) রামপ্রসাদ সেন

(ঘ) দ্বিজমাধব।

উওর: দ্বিজমাধব


১.১৪ - বাংলা সাহিত্যের ইতিহাসে ত্রয়োদশ-চতুর্দশ শতাব্দীকে বলা হয়- 

(ক) অন্ধকার যুগ

(খ) সুবর্ণ যুগ

(গ) গৌরবময় যুগ

(ঘ) সৃষ্টিশীল যুগ।

উওর : অন্ধকার যুগ


১.১৫-  প্রাচীন ভারতীয় আর্যভাষার নমুনা হলো

(ক) ঋগবেদ

(খ) সংহিতা

(গ) সামবেদ

(ঘ) উপনিষদ।

উওর: ঋগবেদ


১.১৬ - ভারতে প্রচলিত দ্রাবিড় ভাষাবংশের একটি ভাষা –

(ক) সাঁওতালি

(খ) তেলুগু

(গ) নাগা

(ঘ) ওড়িয়া।

উওর: তেলুগু


১.১৭ সিন্ধু সভ্যতায় প্রাপ্ত লিপি কোনটি ?

(ক) ধ্বনিলিপি

(খ) চিত্রলিপি

(গ)  ভাবলিপি

(ঘ) গ্রন্থলিপি।

উওর: চিত্রলিপি


১.১৮ শর বা কাঠ দিয়ে লেখা হত যে লিপি, তা হল –

(ক) চিত্রপ্রতীক লিপি

(খ) চিনীয় লিপি

(গ)  বাণমূখ লিপি

(ঘ) স্বরলিপি।

উওর : চিত্রপ্রতীক লিপি

2- অনধিক কুড়িটি শব্দে প্রশ্নগুলির উত্তর দাও:


1- "দেশের লোক ভারি নিশ্চিন্ত হল" – নিশ্চিস্ত হওয়ার কারণ কী?

উওর : মৃত্যুর পরে বুড়ো কর্তার যে ভূত হয়ে দেশবাসীর ঘাড়ে চেপে থাকবে, দেবতাদের এই কথাই হলো দেশবাসীর নিশ্চিন্ত হওয়ার কারণ।


2- “তখন তো মাথা হেঁট হয়নি তার" – কোন সময়ের কথা বলা হয়েছে ?

উওর: ডাকাতের মা গল্পে, কিছু বছর আগে পুলিশ যখন সৌখীর বাড়ি ঘেরাও করে ছিল, এখানে সেই সময়ের কথা বলা হয়েছে।


3- “নিবাইতে এ শোকাখি”-কার, কীসের শোক?

 উওর: মাইকেল মধুসূদন দত্তের নীলধ্বজের প্রতি জনা কবিতায় এখানে কার বলতে কবিতার কেন্দ্রীয় চরিত্র জনার কথা বলা হয়েছে।  তার শোক বলতে নিজের একমাত্র পুত্র প্রবীরের মৃত্যুশোকের কথা বলা হয়েছে।


4- ODBL গ্রন্থের প্রণেতা কে?

উওর : ওডিবিএল গ্রন্থের প্রণেতা হলেন ভাষাচার্য সুনীতিকুমার চট্টোপাধ্যায়।


5-  গ্যালিলিও নিজের দূরবীন দিয়ে কী কী আবিষ্কার করেন ?

উওর : গ্যালিলিওর তার দূরবীন দিয়ে মহাকাশের বিভিন্ন উপাদান, যেমন বিভিন্ন গ্রহ,, উপগ্রহ বিভিন্ন গ্রহের বলয় ইত্যাদি আবিষ্কার করেছিলেন।


6- 'নুন' কবিতায় আমরা কারা?

উওর : জয় গোস্বামীর লেখা নুন কবিতায় আমরা হলো সমাজের শোষিত মানুষ অর্থাৎ শ্রমজীবি সাধারণ মানুষ।।


7- শ্রীকৃষ্ণকীর্তন কাব্যের শেষ খণ্ডের নাম কী?

উওর : শ্রীকৃষ্ণকীর্তন কাব্যের শেষ খণ্ডের নাম হলো রাধাবিরহ খন্ড।


8- চিত্রলিপি কী?

উওর : বিভিন্ন চিত্র বা ছবিকে কেন্দ্র করে যে লিপির আবিষ্কার হয়েছিল তাই চিত্রলিপি নামে পরিচিত।


9- 'এসপেরাস্তো'-র উদ্ভাবক কে?

উওর : পোল্যান্ডের চক্ষু চিকিৎসক এল.এল. জামেনহফ


10- নব্যভারতীয় আর্যভাষার বিস্তারকাল লেখো।

উওর : নব্যভারতীয় আর্যভাষার বিস্তারকাল হলো 900 খ্রিষ্টাব্দ থেকে বতর্মান সময় কাল।


11- অবর্গীভূত বা শ্রেণিবদ্ধ ভাষা কাকে বলে? 

উওর : যেসকল ভাষাগুলোকে বর্গের অন্তর্ভুক্ত করা যায়নি, তাদের অবর্গীভূত ভাষা বলে। 


12- পাণিনি রচিত ব্যাকরণ বইটির নাম কি ?

উওর : পাণিনি রচিত ব্যাকরণ বইটির নাম হল অষ্ট্যায়ধী।

অথবা,

ঝাড়খণ্ডী উপভাষা কোন কোন অঞ্চলে প্রচলিত?

উওর : ঝাড়খণ্ডী উপভাষা মূলত ঝারখন্ড,মেদিনীপুর, বাঁকুড়া, বীরভূম, ধলভূম,বিহার ,ময়মনসিংহ প্রভৃতি অঞ্চলে।


3- অনধিক একশো প্যাশ শব্দে যে-কোনো একটি প্রশ্নের উত্তর দাও :


1- "কর্তার ভূত' – কি নিছক ভূতের গল্প নাকি রাজনৈতিক রূপক কাহিনী? ব্যাখ্যাসহ লেখো।

2- মনে হবে তেলেনাপোতা বলে কোথাও কিন্তু সত্যি নেই, একথা কার, কেন মনে হবে ? এই মনে হবার কারণ কী?


4- অনধিক একশো পঞ্চাশ শব্দে যে-কোনো একটি প্রশ্নের উত্তর দাও :


1- সংক্ষেপে গ্যালিলিওর ছাত্রজীবনের বর্ণনা দাও।

2 ক্যাথলিক খ্রীস্টান যাজকদের সন্ধ্যে গ্যালিলিওর সংঘাতের বর্ণনা দাও।


5- অনধিক একশো পঞ্চাশ শব্দে যে-কোনো দুটি প্রশ্নের উত্তর দাও :


1- “মহারথী-প্রথা কি হে এই মহারথি মহারথী প্রথা কি ? কে, কীভাবে এই প্রথার উল্লেখ করেছিল তার বর্ণনা দাও।

2- “বলব কি সেই পড়শির কথা" – 'পড়শি' কে ? উক্তিটির আলোকে ‘পড়শি’র স্বরূপ সম্পর্কে আলোচনা করো।

3-  “আমরা তো অৱে খুশী" – 'অরে খুশি' মানুষদের জীবন যন্ত্রণার যে ছবি 'নুন' কবিতায় ফুটে উঠেছে তার পরিচয় দাও।

4- আমাদের শুকনো ভাতে লবণের ব্যবস্থা হোক – কারা, কাদের কাছে এই দাবী করেছে ? এই দাবী কতটা যুক্তিসংগত?


6- অনধিক একশো পঞ্চাশ শব্দে যে-কোনো দুটি প্রশ্নের উত্তর দাও :

1- "তোমার জয়জয়কার হবে সুভদ্র : তিনশো পঁয়তাল্লিশ বছরের আগল তুমি ঘুচিয়েছ।” – কে, কাকে

 বলেছে? কেন বক্তার একথা মনে হয়েছে

2- 'গুরু’ নাটকটিতে মোট কটি সঙ্গীত আছে। নাটকটিতে সঙ্গীতের ভূমিকা আলোচনা করো।

3- ভয়ানক পুণা' – কোন্ পুণ্যের কথা বলা হয়েছে। তা ভয়ানক কেন?

4- "তোমাদের হাত দিয়ে আমার যে শাস্তি আরম্ভ হল তাতেই বুঝতে পারছি গুরুর আবির্ভাব হয়েছে।" – নাটকে যে গুরুর পরিচয় আছে তা সংক্ষেপে লেখো।


7- অনধিক একশো পঞ্চাশ শব্দে যে-কোনো দুটি প্রশ্নের উত্তর দাও :

1- চর্যাপদের পুঁথি কে আবিষ্কার করেন ? সন্ধ্যাভাষা বলতে কী বোঝো ? চর্যাপদে তৎকালীন সমাজজীবনের যে প্রতিফলন দেখা যায় সংক্ষেপে লেখো।

2- বড়ু চণ্ডীদাসের শ্রীকৃষ্ণকীর্তন কাব্যের কয়েকটি খন্ডনাম উল্লেখ করে কাব্য সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা

করো।

3- শ্রীচৈতন্যদেব কত খ্রিষ্টাব্দে, কোথায় জন্মগ্রহণ করেন। বাংলা সাহিত্যে চৈতন্যদেবের প্রভাব আলোচনা করো।

4- গীতিকবিতা কাকে বলে ? এই ধারায় বিহারীলাল চক্রবর্তীর অবদান আলোচনা করো।


8- অনধিক একশো পঞ্চাশ শব্দে যে-কোনো দুটি প্রশ্নের উত্তর দাও :


1- মিশ্রভাষা কাকে বলে ? এই ভাষার চারটি বৈশিষ্ট্য উল্লেখ করো। 

2- উপভাষা কাকে বলে ? বাংলা উপভাষা কয় প্রকার ও কী কী? যে কোনো এক প্রকার উপভাষার আঞ্চলিক বৈশিষ্ট্য লেখো।

3- কিউনিফর্ম বা কীলক লিপির নামকরণ কে করেছিলেন ? এই লিপির সবচেয়ে প্রাচীন নমুনাটি কোথায়।

পাওয়া গেছে। এই লিপির সংক্ষিপ্ত পরিচয় দাও।

4- মধ্যভারতীয় আর্যভাষার সময়কাল উল্লেখ করে এই পর্বটির সংক্ষিপ্ত পরিচয় দাও।


Tags : WB Class 11 Bengali Question Paper  Solution 2022 || 2022 ক্লাস 11 বাংলা প্রশ্ন পত্রের সমাধান | 2022 Class 11 Bengali Question Paper with Answer | Class 11 Bengali Question Paper with answer | previous year question paper solutions | wb class 11 Bengali question paper with solutions | ২০২২ ক্লাস 11 বাংলা প্রশ্ন পত্র | একাদশ শ্রেণির বাংলা প্রশ্ন পত্র

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)
To Top