গণতন্ত্র বলতে কী বোঝায় অথবা গণতন্ত্র কাকে বলে?
উওরঃ গণতন্ত্র মূলত এটি শাসন পদ্ধতি। বিভিন্ন রাষ্ট্রবিজ্ঞানী গণতন্ত্রের বিভিন্ন সংজ্ঞা দিয়ে থাকেন। কিন্তু গণতন্ত্রের নির্দিষ্ট কোনো সংখ্যা হয় না। কারণ রাষ্ট্রবিজ্ঞানীরা গণতন্ত্রের যে সমস্ত সংজ্ঞা দিয়েছেন,দেখতে গেলে সেই সমস্ত সংজ্ঞাই সঠিক। তাই খুব সহজভাবে আমরা সেই সমস্ত রাষ্ট্রবিজ্ঞানীদের সংজ্ঞা বিশ্লেষণ করে গণতন্ত্রের সহজ একটি সংজ্ঞা বলতে পারি। যেমন-
গণতন্ত্র হলো সেই শ্বাসন পদ্ধতি যখন জনগণ নিজেদের রাজনৈতিক ক্ষমতার ব্যবহার করে নিজেরাই নিজেদের মাধ্যমে নিজেদেরকে শাসন করে এবং নিজেদের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ন্ত্রণ করে।।
গণতন্ত্র কত প্রকার এবং কি কি?
এখন জনগণ যে নিজেদের মাধ্যমে নিজেদেরকে নিয়ন্ত্রণ করে অর্থাৎ গণতন্ত্রের ক্ষমতা ব্যবহার করে নিজেদের রাজনৈতিক ভবিষ্যৎ নির্ধারণ করে, সেই ক্ষমতা মূলত দুই ধরনের হয়ে থাকে। অর্থাৎ মানুষ দুইভাবে গণতন্ত্রের মাধ্যমে নিজেদের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ন্ত্রণ বা নির্ধারণ করতে পারে। মানুষ দুই ভাবে তার গণতান্ত্রিক ক্ষমতা ব্যবহার করে থাকে একটি হলো প্রত্যক্ষ গণতন্ত্র এবং অপরটি হল পরোক্ষ গণতন্ত্র।
প্রত্যক্ষ গণতন্ত্রঃ
প্রত্যক্ষ গণতন্ত্র হচ্ছে এমন এক প্রকার গণতন্ত্র যেই পদ্ধতিতে কোন দেশের জনগণ বছরে নির্দিষ্ট একটি সময়ে রাষ্ট্রের নির্দিষ্ট একটি স্থানের সমবেত হয়ে রাষ্ট্রের শাসনকার্যে প্রত্যক্ষভাবে অংশগ্রহণ করে এবং সেখানে তারা রাষ্ট্রের শাসন নীতি নির্ধারণ, সরকারি আয় ব্যয় নিয়ন্ত্রণ,পররাষ্ট্র নীতি নির্ধারণ,যুদ্ধ ও শান্তি বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ,বিচারকার্য ইত্যাদি নিয়ন্ত্রণ করে থাকে,এরূপ ক্ষমতাকে বা গণতন্ত্রের পদ্ধতিকে প্রত্যক্ষ গণতন্ত্র বলে। বর্তমানে সুইজারল্যান্ডে প্রত্যক্ষ গণতন্ত্র দেখা যায়।।
পরোক্ষ গণতন্ত্র কাকে বলেঃ
পরোক্ষ গণতন্ত্রের মাধ্যমে কোনো রাষ্ট্রের নাগরিকরা সরাসরিভাবে দেশের শাসন কার্যে অংশগ্রহণ করতে পারে না। পরোক্ষ গণতন্ত্র বলতে বোঝায়, যেই প্রকার গণতন্ত্রে রাষ্ট্রের ভোটাধিকার প্রাপ্ত নাগরিকরা নিজেদের রাজনৈতিক ভবিষ্যত নিয়ন্ত্রণ ও নির্ধারণ করার জন্য তাদের একজন যোগ্য প্রতিনিধিকে নির্বাচন করে তাদের শাসন ক্ষমতা ব্যবহার করে,সেই প্রকার গণতন্ত্রকে পরোক্ষ গণতন্ত্র অথবা প্রতিনিধিত্বমূলক গণতন্ত্র বলে।। বর্তমানে ভারতবর্ষে গণতন্ত্র দেখা যায়।।
এই ব্লগের মাধ্যমে আমরা গণতন্ত্র কি, গণতন্ত্র কত প্রকার এবং কি কি,প্রত্যক্ষ গণতন্ত্র কাকে বলে এবং পরোক্ষ গণতন্ত্র সম্পর্কে কিছুটা জানানোর চেষ্টা করেছি. পরবর্তীকালে আমরা গণতন্ত্র অধ্যায়ের সমস্ত বিষয় বিষয় গুলি আলোচনা করার চেষ্টা করবো।।