একাদশ শ্রেণির দর্শন চতুর্থ অধ্যায় কার্যকরণ সম্বন্ধের প্রশ্ন উওর || WBBSE Class 11 Philosophy Question Answer & Notes 2023

0

 

একাদশ শ্রেণির দর্শন চতুর্থ অধ্যায় কার্যকরণ সম্বন্ধের প্রশ্ন উওর || WBBSE Class 11 Philosophy Question Answer & Notes 2023
একাদশ শ্রেণির দর্শন চতুর্থ অধ্যায় কার্যকরণ সম্বন্ধের প্রশ্ন উওর 

আজকের এই ব্লগ পোস্টের মাধ্যমে আমরা একাদশ শ্রেণীর দর্শন চতুর্থ অধ্যায় কার্যকরণ সম্বন্ধে ( WBBSE Class 11 Philosophy chapter 4 questions and answers in bengali ) এর অন্তত গুরুত্বপূর্ণ 15  SAQ question answer answer তোমাদের সঙ্গে শেয়ার করবো। 

একাদশ শ্রেণির দর্শন চতুর্থ অধ্যায় কার্যকরণ সম্বন্ধের প্রশ্ন উওর || WBBSE Class 11 Philosophy Question Answer & Notes 2023

1- সতত সংযোগ তত্ত্বের প্রবর্তক কে?

উওর : সতত সংযোগ তত্ত্বের প্রবর্তক হলেন ডেভিড হিউম।

2- প্রসক্তি তত্বকে সমর্থন করেন এমন একজন নাম লেখো। 

উওর : প্রসক্তি তত্বকে সমর্থন করেন এমন একজন হলেন ইউয়িং। 

3- কার মতে ঈশ্বর ই হলেন একমাত্র দ্রব্য?

উওর : বুদ্ধিবাদী দার্শনিক স্পিনোজার মতে ঈশ্বরী হলেন একমাত্র দ্রব্য।

4- কে ঈশ্বরকে একমাত্র কারণ বলেছেন?

উওর : অভিজ্ঞতাবাদী দার্শনিক বার্কলে ঈশ্বরকে একমাত্র কারণ বলেছেন।

5- কার মতে কারণ ও কার্যের মধ্যে যে সম্বন্ধে রয়েছে তা আবশ্যিক সম্বন্ধ?

উওর : ইউয়িং এর মতে কারণ ও কার্যের মধ্যে যে সম্বন্ধে রয়েছে তা আবশ্যিক সম্বন্ধ। 

6-  ' কারণ ও কার্যের মধ্যে কোনো অবশ্যম্ভব সম্বন্ধ নেই " একথা কে বলেছিলেন? 

উওর : অভিজ্ঞতাবাদী দার্শনিক ডেভিড হিউম।

7- কার মতে কার্যকারণ সম্পর্ক হল পৌনঃপুনিক সম্পর্ক?

উওর : অভিজ্ঞতাবাদী দার্শনিক ডেভিড হিউম।

8- "কার্যকারণ সম্পর্কের নিয়মটি হল নিয়মের আকার" -এই উক্তিটি কার? উত্তর : এই উক্তিটি হল উইটগেইনস্টাইনের।

9- লৌকের মতে কার্যকারণের মধ্যে কি সম্পর্ক রয়েছে?

উওর : লৌকের মতে কার্যকারণের মধ্যে অবশ্যম্ভব সম্পর্ক রয়েছে।

10-  কারণ ও কার্যের মধ্যে কি সম্পর্ক থাকে?

উওর : কারণ ও কার্যের মধ্যে কালগত সম্পর্ক থাকে।

11- "কার্যকারণ সম্পর্কের ধারণাটি পূর্বতঃসিদ্ধ জ্ঞান আকার" - এই কথাটি কে বলেছিলেন?

উওর : কার্যকারণ সম্পর্কের ধারণাটি পূর্বতঃসিদ্ধ জ্ঞান আকার" - এই কথাটি কান্ট বলেছিলেন। 

12- কারণ কি?

উওর : যার জন্য কোনো কিছু ঘটে তাকে কারণ বলে।

13- জন লকের মতে কারণ কি?

উওর : জন লকের মতে কারণ একটি সক্রিয় শক্তি যা অনিবার্যভাবে কার্য উৎপন্ন করে।

14- 'ঈশ্বর হলেন একমাত্র কারণ এবং জগতের সবকিছুই তাঁর কৃতকার্য'- এই উক্তিটি কার? 

উওর : এই উক্তিটি হলো অভিজ্ঞতাবাদী দার্শনিক বার্কলের।

15- প্রসক্তি তত্ত্বের ভিত্তি কি?

উওর : প্রসক্তি তত্ত্বের ভিত্তি হলো লৌকের মতবাদ।


আশাকরি, একাদশ শ্রেণির দর্শন চতুর্থ অধ্যায় কার্যকরণ সম্বন্ধের ( WBBSE Class 11 Philosophy Question Answer & Notes 2023 ) থেকে যেই কয়েকটি SAQ Question Answer দেওয়া হয়েছে, সেগুলো তোমাদের কাজে লাগবে।।


Tags : 

ক্লাস 11 দর্শন mcq প্রশ্ন উত্তর | একাদশ শ্রেণির দর্শন SAQ প্রশ্ন উত্তর | একাদশ শ্রেণির দর্শন প্রশ্ন উওর 2023 | wb class 11 philosophy question answer  | wbbse class 11 philosophy saq question answer 2023 | wb class 11 philosophy saq question answer | wb class 11 philosophy mcq question answer | class 11 philosophy question and answer | class 11 philosophy question and answer Bengali 

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)
To Top