হরপ্পা সভ্যতার পতনের কারণ গুলি সম্পর্কে আলোচনা করো। || একাদশ শ্রেণীর ইতিহাস দ্বিতীয় অধ্যায়ের বড় প্রশ্ন উত্তর

0

 

হরপ্পা সভ্যতার পতনের কারণ গুলি সম্পর্কে আলোচনা করো। || একাদশ শ্রেণীর ইতিহাস দ্বিতীয় অধ্যায়ের বড় প্রশ্ন উত্তর
একাদশ শ্রেণীর ইতিহাস দ্বিতীয় অধ্যায়ের প্রশ্ন উওর

আজকের এই ব্লগ পোস্টের মাধ্যমে আমরা একাদশ শ্রেণীর ইতিহাস দ্বিতীয় অধ্যায় আদিম মানব থেকে প্রাচীন সভ্যতা সমূহের ( WBBSE Class 11 History Question Answer Chapter 2 In Bengali ) একটি 8 মার্কের অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন 'হরপ্পা সভ্যতার পতনের কারণগুলি সম্পর্কে আলোচনা করো'-র উত্তর তোমাদের সঙ্গে শেয়ার করবো।।

হরপ্পা সভ্যতার পতনের কারণ গুলি সম্পর্কে আলোচনা করো।

ভূমিকাঃ পৃথিবীর বিভিন্ন দেশের যে সমস্ত প্রাচীন সভ্যতা ছিল, তার মধ্যে আনুমানিক ৫০০০ বছর পূর্বে ভারতে গড়ে ওঠা হরপ্পা সভ্যতা ছিল একটি অন্যতম সভ্যতা। তৎকালীন সময়ের অন্যান্য সভ্যতাগুলিত তুলনায় ভারতের হরপ্পা সভ্যতা অনেকটাই আধুনিক ছিল।। হরপ্পা সভ্যতার দীর্ঘ অস্তিত্বের পর আনুমানিক খ্রিস্টপূর্ব পনেরশো অব্দের বিভিন্ন প্রাকৃতিক কারণ যেমন -জলবায়ুর পরিবর্তন, খরা, মরুভূমির প্রসার, নদীর গতিপথ পরিবর্তন, ভূমিকম্প, বন্যা, ইত্যাদি ছাড়াও অন্যান্য নানা কারণ যেমন- নাগরিক জীবনের অবক্ষয়, বহিরাক্রমণ ইত্যাদি কারণে হরপ্পা সভ্যতার পতন ঘটেছিল। 

জলবায়ু পরিবর্তনঃ 

মর্টিমার হুইলার হলে মনে করেন যে, সিন্ধু উপত্যাকায় একসময় প্রচুর বৃষ্টিপাত হতো যার কারণে সিন্ধু সভ্যতার জলবায়ু অনেকটাই মনোরম ছিল। কিন্তু হরপ্পা সভ্যতায় যখন নগরজীবনের প্রসার ঘটতে শুরু করে,তখন ঘর বাড়ি তৈরি করার জন্য যে ইটের প্রয়োজন হতো, সেই ইট  তৈরি করতে প্রচুর পরিমাণে বনভূমি ধ্বংস করা হয়েছিল। প্রচুর পরিমাণে বনভূমি ধ্বংস হওয়া বা গাছপালা কাটার ফলে বৃষ্টিপাত কমে যায় এবং হরপ্পা সভ্যতা মানুষের বসবাসের অযোগ্য হয়ে পড়ে। 

হরপ্পা সভ্যতায় মরুভূমির প্রসারঃ

হরপ্পা সভ্যতায় যখন নগরজীবনের প্রসার ঘটে এবং মানুষ পাকা ঘর বাড়ি তৈরি করতে শুরু করে, তখন ঘরবাড়ি  তৈরি করার জন্য যে পরিমান ইটের প্রয়োজন হতো,সেই ইট তৈরি করার ক্ষেত্রে একসময় অনেক গাছপালা কাটা হয়েছিল বা বনভূমি ধ্বংস করা হয়েছিল। এবং এভাবে বনভূমি ধ্বংস করার ফলে হরপ্পা সভ্যতায় ধীরে ধীরে মরুভূমির প্রসার ঘটতে শুরু করে। এবং মরুভূমির প্রসারের ফলে হরপ্পা সভ্যতা আস্তে আস্তে বসবাসের অযোগ্য হয়ে পড়ে।

বিভিন্ন নদ নদীর গতিপথ পরিবর্তনঃ 

অনেক ঐতিহাসিক এটা মনে করেন যে হরপ্পা সভ্যতার পতনের পেছনে বিভিন্ন নদ নদীর গতিপথের পরিবর্তনটাই দায়ী ছিল। সিন্ধু নদ, শতদ্রু,যমুনা নদী এবং তাদের শাখা, উপনদী গুলি ও অন্যান্য নদীগুলি একসময় তাদের গতিপথ পরিবর্তন করার ফলে হরপ্পার পতন অনিবার্য হয়ে পড়ে। জলের অভাবে হরপ্পার বিভিন্ন অঞ্চলের কৃষি জমিতে ফসল উৎপাদন কমে যায় পানীয় জলের অভাব দেখা যায়। এবং এভাবেই হরপ্পা সভ্যতা পতনের দিকে এগিয়ে যায়।।

হরপ্পা সভ্যতার পতনের কারণ হিসেবে ভূমিকম্পঃ 

অনেক ঐতিহাসিকরা এটা মনে করেন যে, হরপ্পা সভ্যতার পতন ঘটেছিল এক ভয়াবহ ভুমিকম্পের মাধ্যমে। হরপ্পা সভ্যতার মহেঞ্জোদারোতে যে ইতস্তত ক্ষতচিহ্ন যুক্ত মৃতদেহ পাওয়া গিয়েছে,, তাদের কঙ্কাল দেখে যে এটা মনে করা হয় যে, হরপ্পা সভ্যতায় হঠাৎ এক ভূমিকম্পের জন্য সমস্ত হরপ্পা সভ্যতা মাটির নিচে চাপা পড়ে যায় এবং তার ফলে সেই মৃতদেহ গুলির শরীরে সেই সমস্ত ক্ষতচিহ্ন তৈরি হয়েছিল। সুতরাং, ভূমিকম্পের জন্যেই হরপ্পা সভ্যতার পতন ঘটেছিল।।

হরপ্পা সভ্যতার পতনের কারণ হিসেবে বন্যাঃ 

আর.এম.সাহানি, এস.আর. রাও,  রাইকস প্রমুখ ঐতিহাসিকেরা মনে করেন যে, হরপ্পা সভ্যতায় যে-সমস্ত নদী প্রবাহিত হতো, সেই নদীগুলির নদীগর্ভ একসময় পলিতে ভরে যাওয়ার কারণে বর্ষাকালে হরপ্পা সভ্যতার নদী গুলিতে প্রচুর পরিমাণে অতিরিক্ত জল দেখা যেত এবং সেই জল ভয়াবহ বন্যার সৃষ্টি করতো। এবং সেই বন্যাই এককালে হরপ্পা সভ্যতার পতন ঘটায়। হরপ্পা সভ্যতার পতনের কারণ হিসেবে বন্যাকে দায়ী করে এম. আর.সাহানি বলেছিলেন - 'প্লাবনই হরপ্পা সংস্কৃতিকে ভাসিয়ে নিয়ে গেল'।

হরপ্পা সভ্যতার পতনের কারণ হিসেবে খরাঃ

অনেকে মনে করেন যে, হরপ্পা সভ্যতায় ইট পোড়ানো ও অন্যান্য প্রয়োজনে ক্রমাগত বনভূমি ধ্বংস করার ফলে এখানে বৃষ্টিপাত খুবই কমে যায়। এক সময় টানা দীর্ঘদিন অনাবৃষ্টি বা খরার ফলে কৃষিকাজ বন্ধ হয়ে যায়। ফলে সিন্ধুর অধিবাসীরা অন্যত্র চলে যায়।

হরপ্পা সভ্যতার পতনের কারণ হিসেবে বহিরাক্রমণঃ 

সিন্ধু উপত্যকায় খননকার্যের ফলে রান্নাঘর, সিঁড়ি, কুয়োর ধার, রাস্তা প্রভৃতি স্থানে ইতস্তত ছড়ানো কঙ্কালের স্তূপ পাওয়া গেছে। এই বিষয়টি থেকে পণ্ডিতরা ব্যাখ্যা দেন যে, বৈদেশিক আক্রমণ এই সভ্যতার পতনে মুখ্য ভূমিকা নিয়েছিল। মর্টিমার হুইলার বলেছেন, “কোনো বিদেশি জাতির আক্রমণেই হরপ্পা সভ্যতা ধ্বংস হয়েছিল।” এই বৈদেশিক আক্রমণকারী জাতিকে মর্টিমার হুইলার, স্টুয়ার্ট পিগট, গর্ডন চাইল্ড, অলচিন প্রমুখ পণ্ডিত ‘আর্য জাতি’ বলে মনে করেন।


আশাকরি যে, আজকের এই ব্লগ পোস্ট থেকে তোমরা একাদশ শ্রেণীর ইতিহাস দ্বিতীয় অধ্যায় আদিম মানব থেকে প্রাচীন সভ্যতা সমূহের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন 'হরপ্পা সভ্যতার পতনের কারণগুলি সম্পর্কে আলোচনা করো' প্রশ্নটির উওর পেয়ে গেছো। আমরা পরবর্তীতে ক্লাস 11 ইতিহাসের বাকি প্রশ্ন উত্তর শেয়ার করবো। এবং চেষ্টা করবো, ক্লাস xi ইতিহাস  ( wb class 11 history ) এর সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন উওর তোমাদের সঙ্গে খুব তাড়াতাড়ি শেয়ার করার। 


একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)
To Top