একাদশ শ্রেণীর ইতিহাস তৃতীয় অধ্যায়- সাম্রাজ্য কাকে বলে? সাম্রাজ্যের বৈশিষ্ট্য গুলি আলোচনা করো

আজকের এই ব্লগ পোস্টের মাধ্যমে আমরা একাদশ শ্রেণীর ইতিহাস তৃতীয় অধ্যায়ের ( WBBSE Class 11 history Question Answer chapter 3 questions and answers in bengali ) রাজনৈতিক বিবর্তন শাসনকার্য ও প্রতিষ্ঠান সম্পর্কে ধারণা অধ্যায়ের একটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন 'সাম্রাজ্য কাকে বলে? সাম্রাজ্যের বৈশিষ্ট্য গুলি আলোচনা করো' এর উত্তর ( Wb Class xi history Question Answer & Suggestion 2023 ) তোমাদের সঙ্গে শেয়ার করবো।।

সাম্রাজ্য কাকে বলে? সাম্রাজ্যের বৈশিষ্ট্য গুলি আলোচনা করো

উওরঃ- 

সাম্রাজ্যের সংজ্ঞাঃ- সাম্রাজ্য বলতে এমন ভৌগলিক অঞ্চলকে বোঝায়, যার শাসক সাম্রাজ্যবাদী নীতি গ্রহণ করে তার রাষ্ট্রীয় সীমানার প্রসার ঘটাতে থাকে এবং সেই ভৌগোলিক অঞ্চলের শাসক যখন সম্রাট হিসেবে পরিচিতি লাভ করে তখন তাকে সাম্রাজ্য বলে।। যেমন ভারতের দুটি বিখ্যাত সাম্রাজ্য হলো চন্দ্রগুপ্ত মৌর্যের প্রতিষ্ঠা মৌর্য সাম্রাজ্য এবং শ্রী গুপ্তের প্রতিষ্ঠিত গুপ্ত সাম্রাজ্য।

সাম্রাজ্যের কিছু বৈশিষ্ট্য - 

প্রত্যেক সাম্রাজ্যের ক্ষেত্রে একই ধরনের বৈশিষ্ট্য কখনোই লক্ষ্য করা সম্ভব নয়। কারণ প্রত্যেকটি সাম্রাজ্যের ক্ষেত্রে নির্দিষ্ট কিছু কারণে কিছু কিছু বৈশিষ্ট্য আলাদা হয়ে থাকে। কিন্তু বেশিরভাগ সাম্রাজ্যের ক্ষেত্রে যে সমস্ত বৈশিষ্ট্যগুলি সবসময়ই লক্ষ্য করা যায়, তাহল- 

সাম্রাজ্যের আয়তনঃ-

সাম্রাজ্যের সবচেয়ে উল্লেখযোগ্য বৈশিষ্ট্য গুলোর মধ্যে যেটা সবার প্রথমে আছে সেটি হল একটি সাম্রাজ্যের আয়তন। একটি রাজ্য সঙ্গে একটি সাম্রাজ্যের মূল পার্থক্য হল একটি রাজ্যের তুলনায়ও সবসময়ই একটি সাম্রাজ্যের আয়তন অনেক বেশি হতো। সাম্রাজ্যের শাসক অর্থাৎ সম্রাট সবসময়ই সাম্রাজ্যবাদী নীতি গ্রহণ করে তার সাম্রাজ্যের আয়তন বিশাল করার চেষ্টা করেন। তার ফলে প্রত্যেক সাম্রাজ্যের আয়তন স্বাভাবিকভাবেই একটু বড় হয়ে থাকে।

সাম্রাজ্যের বংশানুক্রমিক শাসকঃ-

একটি রাজ্যে শাসক একজন রাজা হয়ে থাকেন এবং রাজার মৃত্যুর পর স্বাভাবিকভাবেই সেই রাজার জ্যেষ্ঠপুত্র শাসক হিসেবে সেই রাজ্যের শাসনভার গ্রহণ করেন। ঠিক একইভাবে একটি রাজ্যের মতো একটি সাম্রাজের ক্ষেত্রেও সেই একই নীতি গ্রহণ করা হয়। সাম্রাজ্যের সম্রাটের মৃত্যুর পর সম্রাটের জ্যেষ্ঠপুত্র সম্রাট হিসেবে সাম্রাজ্যের শাসন কার্য পরিচালনার দায়িত্ব গ্রহণ করেন।

শাসন ব্যবস্থাঃ-

একটি সাম্রাজ্যের শাসন ব্যবস্থায় মূলে থাকে একটি বৃহৎ কেন্দ্রীয় শক্তি এবং কেন্দ্রীয় শক্তির মূলর থাকেন সম্রাট। কিন্তু সম্রাটের একার পক্ষে একটি সাম্রাজ্যের শাসন ব্যবস্থা সঠিকভাবে কখনোই পরিচালনা করা সম্ভব নয় কারণ একটি সাম্রাজ্যের আয়তন হয় বিশাল এবং সাম্রাজ্যের প্রত্যেকটি অঞ্চলের শাসনকার্য একার পক্ষে দেখাশোনা করা অসম্ভব হয়ে পড়ে। একারণে সম্রাট শাসন কাজের সুবিধার্থে আঞ্চলিক শাসক হিসেবে সরকারি কর্মচারী নিয়োগ করে থাকেন। এবং সেই শাসক কেন্দ্রীয় সরকারের অধীনে থেকে তার নির্দিষ্ট অঞ্চলে শাসনকার্য পরিচালনা করে থাকেন।।

আর্থিক ব্যবস্থাঃ-

একটি সাম্রাজ্যের আর্থিক অবস্থা খুবই মজবুত হয়ে থাকে। কারণ একটির সাম্রাজ্যের আয়তন বিশাল আকার হওয়ায় সেই সাম্রাজ্যের সম্রাট বিভিন্ন ধরনের কর আদায় করতে পারতেন। এছাড়াও বিভিন্ন কৃষি পণ্য উৎপন্ন হতো বলে তার মাধ্যমে অভ্যন্তরীণ এবং বৈদেশিক বাণিজ্য করা হতো। কৃষিপণ্য ছাড়াও আরও নানা ধরনের বাণিজ্যিক পণ্যের মাধ্যমে বিভিন্ন ধরনের বাণিজ্য, কুটির শিল্প ইত্যাদি গতে ওঠতো। ফলে বাণিজ্য, শিল্প ও কৃষি থেকে যে সমস্ত কর বা খাজনা আদায় করা হতো তার মাধ্যমে সাম্রাজ্যের আর্থিক অবস্থা খুবই মজবুত হতো।

একাধিক জাতি-উপজাতির অস্তিত্বঃ -

একটি সাম্রাজ্যের আয়তনে বিশাল হওয়ায় সেই সাম্রাজ্যের অভ্যন্তরে একাধিক জাতি ও উপজাত, বিভিন্ন ধর্ম, বিভিন্ন পেশা, বিভিন্ন বর্ণের মানুষ বসবাস করতো।।

উপসংহার এটি সাম্রাজ্যের ক্ষেত্রে উপরিক্ত বৈশিষ্ট্যগুলি ছাড়াও একটি সাম্রাজ্যের ক্ষেত্রে আরও একাধিক ধরনের বৈশিষ্ট্য থাকে। যেমন সাম্রাজ্যের শিল্প,কৃষি, সাহিত্য,সংস্কৃতি ইত্যাদি। উপরোক্ত আলোচনা থেকে আমরা সাম্রাজ্য সম্পর্কে কিছুটা স্পষ্ট ধারণা পাই এবং তা থেকেই আমরা বিভিন্ন সাম্রাজ্য সম্পর্কে কিছু ধারণা লাভ করতে পারি।


আশাকরি যে, একাদশ শ্রেণীর ইতিহাস তৃতীয় অধ্যায় ( WBBSE Class 11 history Question Answer chapter 3 questions and answers in bengali ) রাজনৈতিক বিবর্তন শাসনকার্য ও প্রতিষ্ঠান সম্পর্কে ধারণা অধ্যায় থেকে যে, 'সাম্রাজ্য কাকে বলে? সাম্রাজ্যের বৈশিষ্ট্য গুলি আলোচনা করো' এর উত্তর তোমাদের দেওয়া হয়েছে, তা তোমাদের ভালো লাগবে।।


Tags : একাদশ শ্রেণীর ইতিহাস তৃতীয় অধ্যায়ের বড় প্রশ্ন উত্তর | ক্লাস 11 ইতিহাস তৃতীয় অধ্যায়ের বড় প্রশ্ন উওর | রাজনৈতিক বিবর্তন শাসনকার্য ও প্রতিষ্ঠান সম্পর্কে ধারণা বড় প্রশ্ন উওর | wb class 11 history question answer | wb class 11 history question and answer chapter 3

Post a Comment

নবীনতর পূর্বতন