মাধ্যমিকে ইতিহাস সংস্কার বৈশিষ্ট্য ও পর্যালোচনা প্রশ্ন উত্তর |
আজকে ব্লগের মাধ্যমে আমরা দশম শ্রেণির ইতিহাস দ্বিতীয় অধ্যায় অথবা মাধ্যমিক ইতিহাস দ্বিতীয় অধ্যায় সংস্কার বৈশিষ্ট্য ও পর্যালোচনা থেকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় যেখান থেকে মাধ্যমিকে অনেক MCQ Question or SAQ Question এসে থাকে, অর্থাৎ ভারতের বিভিন্ন সরকারি এবং বেসরকারি উদ্যোগে প্রতিষ্ঠিত বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান যেমন- স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয় ইত্যাদির একটি তালিকা আমরা এখানে শেয়ার করবো।
ভারতীয় স্কুল-কলেজের প্রতিষ্ঠার সময় এবং প্রতিষ্ঠাতাদের নামের তালিকা | ||
স্কুল-কলেজের নাম | প্রতিষ্ঠাতা | প্রতিষ্ঠাকাল |
---|---|---|
কলকাতা মাদ্রাস | ওয়ারেন হেস্টিংস | ১৭৮১ |
বারাণসী সংস্কৃত কলেজ | জোনাথান ডানকান | ১৭৯২ |
এশিয়াটিক সোসাইটি | উইলিয়াম জোন্স | ১৭৮৪ খ্রিস্টাব্দ |
ফোর্ট উইলিয়াম কলেজ | লর্ড ওয়েলেসলি | ১৮০০ খ্রিস্টাব্দ |
অ্যাংলো হিন্দু স্কুল | রাজা রামমোহন রায় | ১৮১৫ খ্রিস্টাব্দ |
হিন্দু কলেজ | ডেভিড হেয়ার | ১৮১৭ খ্রিস্টাব্দ |
শ্রীরামপুর কলেজ | শ্রীরামপুর ত্রয়ী | ১৮১৮ খ্রিস্টাব্দ |
পটলডাঙ্গা একাডেমি | ডেভিড হেয়ার | ১৮১৮ খ্রিষ্টাব্দ |
কলকাতা সংস্কৃত কলেজ | হেম্যান উইলসন | ১৮২৪ |
বেদান্ত কলেজ | রাজা রামমোহন রায় | ১৮১৫ খ্রিষ্টাব্দে |
কলকাতা মেডিকেল কলেজ | লর্ড উইলিয়াম বেন্টিং | ১৮৩৫ খ্রিস্টাব্দ |
কলকাতা বিশ্ববিদ্যালয় | লর্ড ডালহৌসির উদ্যোগে | ১৮৯৭ খ্রিস্টাব্দ |
হিন্দু মেট্রোপলিটন কলেজ | রাধাকান্ত দেব | ১৮৫৩ খ্রিস্টাব্দ |
ভগবতী বিদ্যালয় | ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর | ১৮৯০ খ্রিষ্টাব্দ |
মেট্রোপলিটন কলেজ | ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর | ১৮৭৩ খ্রিষ্টাব্দ |
জেনারেল আসেমব্লিজ ইনস্টিটিউট | আলেকজান্ডার ডাফ | ১৮৩০ খ্রিস্টাব্দ |
ওরিয়েন্টাল সেমিনারি | গৌর মোহন আঢ্য | ১৮২৬ খ্রিস্টাব্দ |
বিশ্বভারতী | রবীন্দ্রনাথ ঠাকুর | ১৯২১ খ্রিস্টাব্দ |
বসু বিজ্ঞান মন্দির | জগদীশচন্দ্র বসু | ১৯১৭ খ্রিস্টাব্দ |
তত্ত্ববোধিনী পাঠশালা | দেবেন্দ্রনাথ ঠাকুর | ১৮৪০ খ্রিস্টাব্দ |
একটি মন্তব্য পোস্ট করুন