মাধ্যমিক ইতিহাস তৃতীয় অধ্যায় - প্রতিরোধ ও বিদ্রোহ [ বিভিন্ন বিদ্রোহের তালিকা ] || WBBSE Class 10 History GK Question Answer

0

  


মাধ্যমিক ইতিহাস তৃতীয় অধ্যায় - প্রতিরোধ ও বিদ্রোহ [ বিভিন্ন বিদ্রোহের তালিকা ] || WBBSE Class 10 History GK Question Answer


আজকে ব্লগের মাধ্যমে আমরা দশম শ্রেণির ইতিহাস ত‍ৃতীয় অধ্যায় অথবা মাধ্যমিক ইতিহাস ত‍ৃতীয় অধ্যায় [WBBSE Class 10 History GK Question Answer For Madhyamik And Competitive Exams] প্রতিরোধ ও বিদ্রোহ থেকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় যেখান থেকে মাধ্যমিকে অনেক MCQ Question or SAQ Question এসে থাকে, অর্থাৎ ঔপনিবেশিক ভারতে ১৭৬৩ খ্রিস্টাব্দ থেকে শুরু করে ১৯০০ খ্রিস্টাব্দ পর্যন্ত ভারতের সংঘটিত বিভিন্ন বিদ্রোহের নাম, বিদ্রোহের সময়কাল,বিদ্রোহের স্থান এবং বিদ্রোহে নেতৃত্ব দানকারী ব্যক্তিদের নামের একটি পিডিএফ তালিকা আমরা এখানে শেয়ার করবো। 

শ্রেণি বিষয় অধ্যায় Question Answer Type প্রশ্ন উওরের সংখ্যা
মাধ্যমিক ইতিহাস প্রতিরোধ ও বিদ্রোহ MCQ / SAQ 40


মাধ্যমিক ইতিহাস তৃতীয় অধ্যায় - প্রতিরোধ ও বিদ্রোহ [ বিভিন্ন বিদ্রোহের তালিকা ] || WBBSE Class 10 History GK Question Answer

 

১৭৬৩ থেকে ১৯০০ খ্রিষ্টাব্দে হওয়া ভারতের বিভিন্ন বিদ্রোহ-PDF

বিদ্রোহের নাম স্থান নেতৃত্ব সময়কাল
সন্ন্যাসী ফকির বিদ্রোহ রংপুর, ঢাকা, জলপাইগুড়ি, মেদিনীপুর প্রভৃতি ভবানী পাঠক,চিরাগ আলী মজনু শাহ, দেবী চৌধুরানী প্রমুখ ১৭৬৩-১৮০০
দ্বিতীয় পর্বের চুয়াড় বিদ্রোহ মেদিনীপুর বিশেষত রায়পুর, বাসুদেবপুর, তমলুক, রামগড় ও শালবনি অঞ্চল। দুর্জন সিং, রানী শিরোমণি, গোবর্ধন দিক্‌পতি, লাল সিং ১৭৯৮ থেকে ৯১ খ্রিস্টাব্দ পর্যন্ত
কোল বিদ্রোহ ছোটোনাগপুরের রাঁচি, মানভূম, হাজারিবাগ,পালামৌ প্রভৃতি অঞ্চল বুন্ধু ভগৎ, জোয়া ভগৎ, ঝিন্দরাই, মানকি, সুই মুন্ডা ১৮৩১ খ্রিষ্টাব্দ
সাওতাল বিদ্রোহ রাজমহল পাহাড়ের পাদদেশে ভাগলপুর ও বীরভূম অঞ্চল (দামিন-ই-কোহ) সিধু, কানহু, চাঁদ ভৈরব, বীর সিং, কালো প্রামাণিক, ডোমন মাঝি ১৮৫৫ খ্রিস্টাব্দ
মুন্ডা বিদ্রোহ রাঁচিসহ ছোটোনাগপুর অঞ্চল বীরসা মুন্ডা ১৮৯৯-১৯০০
পাগলপন্থী বিদ্রোহ ময়মনসিংহ জেলার শেরপুর টিপু গারো ১৮২৫-২৭ খ্রিস্টাব্দ
রংপুর বিদ্রোহ বাংলাদেশের রংপুর দিরজি নারায়ণ, নুরুলউদ্দিন প্রমুখ ১৮৮৩ খ্রিস্টাব্দ
নীল বিদ্রোহ নদিয়া, বারাসত, যশোহর, পাবনা, রাজশাহি, মালদহ, ফরিদপুর, মুরশিদাবাদ। বিন্নুচরণ বিশ্বাস, দিগম্বর বিশ্বাস, মহেশ বন্দ্যোপাধ্যায়, রফিক মণ্ডল, কাদের মোল্লা, রামরতন মল্লিক, ঈশানচন্দ্র রায়, শম্ভুনাথ পাল। ১৮৫৯-৬০ খ্রিস্টাব্দ
বাংলার ওয়াহাবি আন্দোলন ঢাকা, ফরিদপুর, বাহাদুরপুর, বারাসত, নারকেলবেড়িয়া, বসিরহাট তিতুমির বা মির নিশার আলি ১৮৩১ খ্রিস্টাব্দ
ফরাজি আন্দোলন ঢাকা, ফরিদপুর, বাহাদুরপুর, ময়মনসিংহ, যশোহর, নোয়াখালি। হাজি শরীয়ত উল্লাহ, মহম্মদ মহসিন। (দুদু মিঞা), আবদুল গফুর (নোয়া মিঞা) ১৮২০-১৯০৫ খ্রিস্টাব্দ।


Tags : মাধ্যমিক ইতিহাস তৃতীয় অধ্যায়ের প্রশ্ন উত্তর | দশম শ্রেণীর ইতিহাস তৃতীয় অধ্যায়ের প্রশ্ন উত্তর | প্রতিরোধ ও বিদ্রোহ অধ্যায়ের প্রশ্ন উত্তর | ভারতের বিভিন্ন বিদ্রোহ, নেতৃত্বের নামের তালিকা | চাকরির পরীক্ষার ইতিহাস কুইজ এবং প্রশ্ন উত্তর | WBBSE Class 10 Madhyamik History Question Answer | history gk question answer for wbcs | history gk question answer for competitive exams | history gk question answer for wbcs,ssc,bank,railway group-c and group-d 


একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)
To Top