বিভিন্ন ক্ষেত্রে প্রথম হওয়া বাঙ্গালীদের তালিকা || কোন্ বাঙ্গালী কোন্ ক্ষেত্রে প্রথম ছিলেন তার তালিকা
বিভিন্ন ক্ষেত্রে প্রথম হওয়া বাঙ্গালীদের তালিকা


আজকের এই ব্লগের মাধ্যমে আমরা বিভিন্ন ক্ষেত্রে প্রথম হওয়া বাঙ্গালীদের তালিকা || List of first Bengali in various fields তোমাদের সঙ্গে শেয়ার করবো। আজকের এই ব্লগে বিভিন্ন ক্ষেত্রে প্রথম হয়েছেন বা ছিলেন এমন কিছু সম্মানীয় বাঙালিদের একটি তালিকা তোমাদের জন্য রইলো, যেখানে ভারতের সর্বপ্রথম ইঞ্জিনিয়ার কে ছিলেন? প্রথম বাঙ্গালী পুস্তক বিক্রেতা কে ছিলেন? কোন্ বাঙ্গালী প্রথম নোবেল পুরস্কার পেয়েছিলেন? এই ধরনের অনেক প্রশ্ন উওর পেয়ে যাবে। যেগুলো তোমাদের বিভিন্ন History GK Quiz বা ইতিহাস সাধারণ জ্ঞানের প্রশ্ন উওর হিসেবে কাজে লাগবে।। 

বিভিন্ন ক্ষেত্রে প্রথম হওয়া বাঙ্গালীদের তালিকা | life of first bengali and Indians in various fields


1- ভারতের প্রথম বাঙালি ব্যারিস্টার কে ছিলেন?
উত্তর : জ্ঞানেন্দ্র নাথ ঠাকুর।
2- ভারতের প্রথম বিলেত ফেরত ডাক্তার কে বা কারা ছিলেন? 
উওর : সূর্য কুমার চক্রবর্তী,ভোলানাথ বসু, দ্বারকানাথ বসু এবং গোপালচন্দ্রশীল ছিলেন ভারতের প্রথম বিলেত ফেরত ডাক্তার।।
3- ভারতের প্রথম সব ব্যবচ্ছেদকারী ডাক্তার কে ছিলেন? 
উওর : মধুসূদন গুপ্ত ছিলেন ভারতের প্রথম শব ব্যবচ্ছেদকারী ডাক্তার। 
4- ভারতে কে সর্বপ্রথম ছাপাখানায় রঙিন ছবি ব্যবহার করেছিলেন? 
উওর : উপেন্দ্রকিশোর রায়চৌধুরী।
5- কাকে বাংলা চলচ্চিত্রের জনক বলা হয়?
উওর : হীরালাল সেনকে বাংলা চলচ্চিত্রের জনক বলা হয়।
6- কাকে বাংলার ক্রিকেটের জনক বলা হয়? 
উওর : সারদা রঞ্জন রায়চৌধুরীকে বাংলার ক্রিকেট খেলার জনক বলা হয়।
7- ভারতের প্রথম অস্কারপ্রাপ্ত পরিচালকের নাম কি? 
উওর : সত্যজিত রায় হলেন ভারতের প্রথম অস্কারপ্রাপ্ত পরিচালক।
8- এশিয়ার প্রথম ডি.লিট ছাত্র কে ছিলেন?
উওর : বেণীমাধব বড়ুয়া ছিলেন সে প্রথম ডি.লিট ছাত্র।
9- প্রথম বাঙালি নোবেল পুরস্কার জয়ীর নাম কি? 
অথবা,
কোন ভারতীয় সর্বপ্রথম নোবেল পুরস্কার পেয়েছিলেন?
উওর : রবীন্দ্রনাথ ঠাকুর হলেন প্রথম বাঙালি নোবেল প্রাপক। 
10- ভারতের প্রথম ইঞ্জিনিয়ার নামে কে পরিচিত ছিলেন?
বা, কাকে ভারতের প্রথম ইঞ্জিনিয়ার বলা হয়?
উওর : গোলক চন্দ্র নন্দীকে ভারতের প্রথম ইঞ্জিনিয়ার বলা হয়।
11- ভারতের প্রথম অথবা প্রথম বাঙালি ICS অফিসার কে ছিলেন? 
উওর : সত্যেন্দ্রনাথ ঠাকুর ছিলেন ভারতের প্রথম বাঙালি ICS অফিসার।।
12- প্রথম বাঙালি পুস্তক বিক্রেতা কে ছিলেন?
উওর : গঙ্গাকিশোর ভট্টাচার্য ছিলেন প্রথম বাঙালি পুস্তক বিক্রেতা।

বিভিন্ন ক্ষেত্রে প্রথম হওয়া বাঙ্গালীদের তালিকা || কোন্ বাঙ্গালী কোন্ ক্ষেত্রে প্রথম ছিলেন তার তালিকা


নাম ক্ষেত্র
রবীন্দ্রনাথ ঠাকুর প্রথম ভারতীয় / বাঙ্গালী নোবেল পুরস্কার প্রাপ্ত
সত্যন্দ্রনাথ ঠাকুর প্রথম ভারতীয় / বাঙ্গালী নোবেল ICS অফিসার
সত্যজিত রায় প্রথম ভারতীয় / বাঙ্গালী অস্কার পুরস্কার জয়ী
উপেন্দ্রকিশোর রায়চৌধুরী প্রথম ভারতীয় / বাঙ্গালী প্রকাশক যিনি ছাপার কাজে রঙ্গিন ছবি ব্যবহার করেছিলেন।
পঞ্চানন কর্মকার প্রথম ভারতীয় / বাঙ্গালী মুদ্রাক্ষর শিল্পী/ বাংলা মুদ্রাক্ষরের স্রষ্টা।
প্রনব মুখোপাধ্যায় ভারতের প্রথম বাঙ্গালী রাষ্ট্রপতি।
গোলকচন্দ্র নন্দী প্রথম ভারতীয় / বাঙ্গালী নোবেল ইঞ্জিনিয়ার
নগেন্দ্রপ্রসাদ সবার্ধীকারী প্রথম ভারতীয় / বাঙ্গালী ফুটবলার
হীরালাল সেন বাংলা চলচ্চিত্রের জনক
যদুনাথ বোস ও বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় প্রথম বাঙ্গালী স্নাতক
বেনীমাধম বডুয়া এশিয়ার প্রথম ডি.লিট ছাত্র
মধুসূদন গুপ্ত প্রথম শব ব্যবচ্ছেদ কারী বাঙ্গালী / ভারতীয় ডাক্তার।
গঙ্গাকিশোর ভট্টাচার্য্য প্রথম বাঙ্গালী পুস্তক বিক্রেতা এবং পুস্তক ব্যবসায়ী।
মিহির সেন প্রথম বাঙ্গালী / ভারতীয় যিনি সাঁতরে ইংলিশ চ্যানেল পার করেছিলেন।।
রাধানাথ শিকদার প্রথম বাঙ্গালী / ভারতীয় খ্যাতি সম্পন্ন পর্বত আরহী।
জ্ঞানেন্দ্রনাথ ঠাকুর প্রথম বাঙ্গালী / ভারতীয় ব্যারিস্টার।
ভোলানাথ বসু, দ্বারকানাথ বসু, সূর্য কুমার চক্রবর্তী ও গোপাল চন্দ্র শীল প্রথম বাঙ্গালী / ভারতীয় বিলেত ফেরত ডাক্তার।
যতীন্দ্রচরণ গুহ প্রথম বাঙ্গালী পেশাদারি কুস্তিগির
সারদারঞ্জন রায়চৌধুরী প্রথম বাঙ্গালী ক্রিকেটার
অমর্ত্য সেন অর্থনীতিতে প্রথম বাঙালি নোবেল প্রাপক।
সত্যেন্দ্রপ্রসন্ন সিংহ ব্রিটিশ কার্যনির্বাহক পরিষদের প্রথম বাঙ্গালী সদস্য
উমেশ চন্দ্র বন্দোপাধ্যায় ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি
রাখালদাস বন্দ্যোপাধ্যায় প্রথম বাঙ্গালী ঐতিহাসিক ও প্রত্নতত্ত্ববিদ যিনি হরপ্পা সভ্যতার আবিষ্কার করেছিলেন।
সত্যব্রত দাম প্রথম বাঙ্গালী মাউন্ট এভারেস্ট জয়ী
শশাঙ্ক বাংলার প্রথম স্বাধীন রাজা

Tags : বিভিন্ন ক্ষেত্রে প্রথম বাঙ্গালীর তালিকা | কোন বাঙালি কোন ক্ষেত্রে প্রথম ছিলেন | বিভিন্ন ক্ষেত্রে প্রথম হওয়া বাঙ্গালীদের তালিকা | life of first bengali and Indians in various fields

Post a Comment

নবীনতর পূর্বতন