বিভিন্ন ক্ষেত্রে প্রথম হওয়া বাঙ্গালীদের তালিকা |
বিভিন্ন ক্ষেত্রে প্রথম হওয়া বাঙ্গালীদের তালিকা | life of first bengali and Indians in various fields
1- ভারতের প্রথম বাঙালি ব্যারিস্টার কে ছিলেন?
উত্তর : জ্ঞানেন্দ্র নাথ ঠাকুর।
2- ভারতের প্রথম বিলেত ফেরত ডাক্তার কে বা কারা ছিলেন?
উওর : সূর্য কুমার চক্রবর্তী,ভোলানাথ বসু, দ্বারকানাথ বসু এবং গোপালচন্দ্রশীল ছিলেন ভারতের প্রথম বিলেত ফেরত ডাক্তার।।
3- ভারতের প্রথম সব ব্যবচ্ছেদকারী ডাক্তার কে ছিলেন?
উওর : মধুসূদন গুপ্ত ছিলেন ভারতের প্রথম শব ব্যবচ্ছেদকারী ডাক্তার।
4- ভারতে কে সর্বপ্রথম ছাপাখানায় রঙিন ছবি ব্যবহার করেছিলেন?
উওর : উপেন্দ্রকিশোর রায়চৌধুরী।
5- কাকে বাংলা চলচ্চিত্রের জনক বলা হয়?
উওর : হীরালাল সেনকে বাংলা চলচ্চিত্রের জনক বলা হয়।
6- কাকে বাংলার ক্রিকেটের জনক বলা হয়?
উওর : সারদা রঞ্জন রায়চৌধুরীকে বাংলার ক্রিকেট খেলার জনক বলা হয়।
7- ভারতের প্রথম অস্কারপ্রাপ্ত পরিচালকের নাম কি?
উওর : সত্যজিত রায় হলেন ভারতের প্রথম অস্কারপ্রাপ্ত পরিচালক।
8- এশিয়ার প্রথম ডি.লিট ছাত্র কে ছিলেন?
উওর : বেণীমাধব বড়ুয়া ছিলেন সে প্রথম ডি.লিট ছাত্র।
9- প্রথম বাঙালি নোবেল পুরস্কার জয়ীর নাম কি?
অথবা,
কোন ভারতীয় সর্বপ্রথম নোবেল পুরস্কার পেয়েছিলেন?
উওর : রবীন্দ্রনাথ ঠাকুর হলেন প্রথম বাঙালি নোবেল প্রাপক।
10- ভারতের প্রথম ইঞ্জিনিয়ার নামে কে পরিচিত ছিলেন?
বা, কাকে ভারতের প্রথম ইঞ্জিনিয়ার বলা হয়?
উওর : গোলক চন্দ্র নন্দীকে ভারতের প্রথম ইঞ্জিনিয়ার বলা হয়।
11- ভারতের প্রথম অথবা প্রথম বাঙালি ICS অফিসার কে ছিলেন?
উওর : সত্যেন্দ্রনাথ ঠাকুর ছিলেন ভারতের প্রথম বাঙালি ICS অফিসার।।
12- প্রথম বাঙালি পুস্তক বিক্রেতা কে ছিলেন?
উওর : গঙ্গাকিশোর ভট্টাচার্য ছিলেন প্রথম বাঙালি পুস্তক বিক্রেতা।
বিভিন্ন ক্ষেত্রে প্রথম হওয়া বাঙ্গালীদের তালিকা || কোন্ বাঙ্গালী কোন্ ক্ষেত্রে প্রথম ছিলেন তার তালিকা
নাম | ক্ষেত্র |
---|---|
রবীন্দ্রনাথ ঠাকুর | প্রথম ভারতীয় / বাঙ্গালী নোবেল পুরস্কার প্রাপ্ত |
সত্যন্দ্রনাথ ঠাকুর | প্রথম ভারতীয় / বাঙ্গালী নোবেল ICS অফিসার |
সত্যজিত রায় | প্রথম ভারতীয় / বাঙ্গালী অস্কার পুরস্কার জয়ী |
উপেন্দ্রকিশোর রায়চৌধুরী | প্রথম ভারতীয় / বাঙ্গালী প্রকাশক যিনি ছাপার কাজে রঙ্গিন ছবি ব্যবহার করেছিলেন। |
পঞ্চানন কর্মকার | প্রথম ভারতীয় / বাঙ্গালী মুদ্রাক্ষর শিল্পী/ বাংলা মুদ্রাক্ষরের স্রষ্টা। |
প্রনব মুখোপাধ্যায় | ভারতের প্রথম বাঙ্গালী রাষ্ট্রপতি। |
গোলকচন্দ্র নন্দী | প্রথম ভারতীয় / বাঙ্গালী নোবেল ইঞ্জিনিয়ার |
নগেন্দ্রপ্রসাদ সবার্ধীকারী | প্রথম ভারতীয় / বাঙ্গালী ফুটবলার |
হীরালাল সেন | বাংলা চলচ্চিত্রের জনক |
যদুনাথ বোস ও বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় | প্রথম বাঙ্গালী স্নাতক |
বেনীমাধম বডুয়া | এশিয়ার প্রথম ডি.লিট ছাত্র |
মধুসূদন গুপ্ত | প্রথম শব ব্যবচ্ছেদ কারী বাঙ্গালী / ভারতীয় ডাক্তার। |
গঙ্গাকিশোর ভট্টাচার্য্য | প্রথম বাঙ্গালী পুস্তক বিক্রেতা এবং পুস্তক ব্যবসায়ী। |
মিহির সেন | প্রথম বাঙ্গালী / ভারতীয় যিনি সাঁতরে ইংলিশ চ্যানেল পার করেছিলেন।। |
রাধানাথ শিকদার | প্রথম বাঙ্গালী / ভারতীয় খ্যাতি সম্পন্ন পর্বত আরহী। |
জ্ঞানেন্দ্রনাথ ঠাকুর | প্রথম বাঙ্গালী / ভারতীয় ব্যারিস্টার। |
ভোলানাথ বসু, দ্বারকানাথ বসু, সূর্য কুমার চক্রবর্তী ও গোপাল চন্দ্র শীল | প্রথম বাঙ্গালী / ভারতীয় বিলেত ফেরত ডাক্তার। |
যতীন্দ্রচরণ গুহ | প্রথম বাঙ্গালী পেশাদারি কুস্তিগির |
সারদারঞ্জন রায়চৌধুরী | প্রথম বাঙ্গালী ক্রিকেটার |
অমর্ত্য সেন | অর্থনীতিতে প্রথম বাঙালি নোবেল প্রাপক। |
সত্যেন্দ্রপ্রসন্ন সিংহ | ব্রিটিশ কার্যনির্বাহক পরিষদের প্রথম বাঙ্গালী সদস্য |
উমেশ চন্দ্র বন্দোপাধ্যায় | ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি |
রাখালদাস বন্দ্যোপাধ্যায় | প্রথম বাঙ্গালী ঐতিহাসিক ও প্রত্নতত্ত্ববিদ যিনি হরপ্পা সভ্যতার আবিষ্কার করেছিলেন। |
সত্যব্রত দাম | প্রথম বাঙ্গালী মাউন্ট এভারেস্ট জয়ী |
শশাঙ্ক | বাংলার প্রথম স্বাধীন রাজা |
Tags : বিভিন্ন ক্ষেত্রে প্রথম বাঙ্গালীর তালিকা | কোন বাঙালি কোন ক্ষেত্রে প্রথম ছিলেন | বিভিন্ন ক্ষেত্রে প্রথম হওয়া বাঙ্গালীদের তালিকা | life of first bengali and Indians in various fields