বিভিন্ন ক্ষেত্রে প্রথম ভারতীয় নারীদের তালিকা || ইতিহাস জিকে প্রশ্ন উওর 2023
বিভিন্ন ক্ষেত্রে প্রথম ভারতীয় নারীদের তালিকা


আজকের এই ব্লগের মাধ্যমে বিভিন্ন ক্ষেত্রে প্রথম ভারতীয় নারীদের নামের একটি তালিকা বা কোন ভারতীয় মহিলা কোন ক্ষেত্রে প্রথম হয়েছিলেন, তার একটি তালিকা তোমাদের সঙ্গে শেয়ার করবো।। এখান থেকে যেসব প্রশ্ন আসে,-
 "ভারতের প্রথম মহিলা রাষ্ট্রপতির নাম কি? ভারতের প্রথম মহিলা মুখ্যমন্ত্রীর নাম কি? ভারতের প্রথম মহিলা ডাক্তার কে ছিলেন?  ইত্যাদি।

 
নাম কোন্ ক্ষেত্রে প্রথম
প্রীতিলতা ওদ্দেয়ার ভারতের প্রথম মহীলা শহীফ
কাদম্বীনি গাঙ্গুলী ভারতের প্রথম স্নাতক
চন্দ্রমুখী বসু ভারতের প্রথম মহিলা ডাক্তার
প্রতিভা প্যাটেল ভারতের প্রথম মহিলা রাষ্ট্রপতি
ইন্দিরা গান্ধী ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রী
সুচেতা কৃপালিনী ভারতের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী
সরোজিনী নাইডু ভারতের প্রথম মহিলা রাজ্যপাল ভা গভর্নর
মুথুলক্ষী রেড্ডি ভারতের প্রথম মহিলা বিধায়ক
রমা দেবী ভারতের প্রথম মুখ্য মহিলা নির্বাচন কমিশনার
এম. ফাতিয়া বিবি সুপ্রিম কোর্টের প্রথম মহিলা বিচারপতি
লীলা শেঠ হাইকোর্টের প্রথম মহিলা বিচারপতি
মমতা বন্দ্যোপাধ্যায় ভারতের প্রথম মহিলা রেলমন্ত্রী
সরোজিনী নাইডু জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি
কল্পনা চাওলা ভারতের প্রথম মহাকাশচারী মহিলা
আন্না রঞ্জম মালহোত্রা ভারতের প্রথম মহিলা ICS Officer
কিরণ দেবী ভারতের প্রথম মহিলা IPS Officer
আরতি সাহা প্রথম ভারতীয় মহিলা যিনি সাঁতরে ইংলিশ চ্যানেল পার করেছিলেন।
মেরি কম এশিয়ান গেমসে প্রথম সোনা জয়কারী ভারতীয় মহিলা
আশাপূর্ণা দেবী প্রথম জ্ঞানপীঠ পুরস্কার প্রাপ্ত ভারতীয় মহিলা
মাদার টেরেসা নোবেল পুরস্কার প্রাপ্ত প্রথম ভারতীয় মহিলা
নার্গিস দত্ত পদশ্রি পুরস্কারপ্রাপ্ত প্রথম ভারতীয় মহিলা
বাচেন্দ্রী পাল মাউন্ট এভারেস্ট জয় করা প্রথম ভারতীয় মহিলা
সুরেখা যাদব ভারতের প্রথম যাত্রীবাহী ট্রেন চালক
সরলা ঠকরাল ভারতের প্রথম মহিলা পাইলট
সুস্মিতা সেন ভারতের প্রথম মহিলা যিনি Miss Universe হয়েছিলেন।
রীতা ফারিয়া ভারতের প্রথম মহিলা যিনি Miss World হয়েছিলেন।
নার্গিস দত্ত ভারতের প্রথম মহিলা যিনি রাজ্যসভার সদস্য ছিলেন
ইন্দিরা গান্ধী ভারতরত্ন পুরস্কার প্রাপ্ত প্রথম ভারতীয় মহিলা

Post a Comment

নবীনতর পূর্বতন