WB Class 12 Bangla- চলচ্চিত্রের ইতিহাস প্রশ্ন উত্তর || দ্বাদশ শ্রেণির সাহিত্যের ইতিহাসের প্রশ্ন উত্তর 2023
দ্বাদশ শ্রেণির সাহিত্যের ইতিহাসের প্রশ্ন উত্তর 2023


আজকের এই ব্লগের মাধ্যমে আমি উচ্চমাধ্যমিক বাংলা সাহিত্যের ইতিহাস বা দ্বাদশ শ্রেণি বাংলা সাহিত্যের ইতিহাস (WBCHSE Class 12 Bangla Sahityer Itihas) -'বাংলা চলচ্চিত্রের কথা অথবা চলচ্চিত্রের ইতিহাস' থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন উওর তোমাদের সঙ্গে শেয়ার করবো।। এখান থেকে বিভিন্ন প্রশ্ন আসে,যেমন- প্রথম বাংলা সবাক চলচ্চিত্র কোনটি? প্রথম হিন্দি সবাক চলচ্চিত্র কোনটি? পথের পাঁচালী সিনেমাটির পরিচালক কে ছিলেন? প্রথম বাংলা রঙিন ছবি কোনটি? ইত্যাদি।

WB Class 12 Bangla- চলচ্চিত্রের ইতিহাস প্রশ্ন উত্তর || দ্বাদশ শ্রেণির সাহিত্যের ইতিহাসের প্রশ্ন উত্তর 2023

নিচের তালিকাটা ভালো করে দেখার জন্য নিজের ফোনটাকে Desktop Mode On করে নাও।।


সিনেমার নাম ভাষা সময়কাল পরিচালক / প্রযোজক বৈশিষ্ট্য
রাজা হরিশচন্দ্র হিন্দি ১৯১৩ সাল দাদা সাহেব ফালকে প্রথম ভারতীয় হিন্দি চলচ্চিত্র
সত্যবাদী রাজা হরিশচন্দ্র হিন্দি ১৯১৭ সাল রুস্তমজী ধরতিওয়ালা প্রথম বাংলা টাইটেল সহ চলচ্চিত্র
বিল্ব মঙ্গল বাংলা ১৯১৯ সাল জে.এফ.ম্যাডান রবীন্দ্রনাথ ঠাকুরের গল্প অনুসারে তৈরি।
আলম আরা হিন্দি ১৯৩১ সাল আরদেশির ইরানি পরিচালিত ভারতের প্রদর্শিত প্রথম সবাক চলচ্চিত্র।
জামাই ষষ্ঠী বাংলা ১৯৩১ অমর চৌধুরী প্রথম বাংলা চলচ্চিত্র
পথে হল দেরি বাংলা ১৯৫৭ সালে বিভূতি লাহা প্রথম বাংলা রঙিন চলচ্চিত্র।
সাড়ে চুয়াত্তর বাংলা ১৯৫৩ সাল নির্মল দে উত্তম-সুচিত্রা প্রথম জুটি হিসেবে এই সিনেমা করেছিলেন।
দেবদাস বাংলা ১৯৩৫ সাল প্রমথেশ বড়ুয়া ___
পথের পাঁচালী বাংলা ১৯৫৫ সালের ২৬ শে আগস্ট সত্যজিৎ রায় সত্যজিৎ রায় তার এই সিনেমার জন্য অস্কার পেয়েছিলেন।
নাগরিক বাংলা ১৯৫২ সাল ঋত্বিক ঘটক ঋত্বিক ঘটকের প্রথম চলচ্চিত্র।
রাতভোর বাংলা ১৯৫৬ সাল মৃণাল সেন মৃণাল সেনের প্রথম চলচ্চিত্র।
চারুলতা বাংলা ১৯৬৫ সত্যজিত রায় রবীন্দ্রনাথ ঠাকুরের নষ্টনীর গল্প অনুসারে সিনেমাটি তৈরি হয়েছিল।
বাঞ্ছারামের বাগান বাংলা ১৯৮০ সাল তপন সিংহ ___
বাক্সবদল বাংলা ১৯৭০ সাল নিত্যানন্দ দও ___
অপরাজিত বাংলা ১৯৫৬ সাল সত্যজিৎ রায় অপরিচিত সিনেমাটি অপু ট্রিলজির দ্বিতীয় পর্ব।
অপুর সংসার বাংলা ১৯৫৯ সাল সত্যজিৎ রায় অপুর সংসার সিনেমাটি অপু ট্রিলজির শেষ পর্ব।

Tags : বাংলা চলচ্চিত্রের কথা প্রশ্ন উওর | দ্বাদশ শ্রেণির সাহিত্যের ইতিহাস প্রশ্ন উওর | দ্বাদশ শ্রেণী বাংলা চলচ্চিত্রের ইতিহাস প্রশ্ন উত্তর | উচ্চ মাধ্যমিক সাহিত্যের ইতিহাস | বাংলা চলচ্চিত্রের কথা প্রশ্ন উত্তর | WBCHSE Class 12 Bengali Question Answer | HS Bengali Question Answers 2023 |WBCHSE Class 12 Bengali Suggestion 2023 

Post a Comment

নবীনতর পূর্বতন