|
দ্বাদশ শ্রেণির সাহিত্যের ইতিহাসের প্রশ্ন উত্তর 2023 |
আজকের এই ব্লগের মাধ্যমে আমি
উচ্চমাধ্যমিক বাংলা সাহিত্যের ইতিহাস বা দ্বাদশ শ্রেণি বাংলা সাহিত্যের ইতিহাস (WBCHSE Class 12 Bangla Sahityer Itihas) -'বাংলা চলচ্চিত্রের কথা অথবা চলচ্চিত্রের ইতিহাস' থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন উওর তোমাদের সঙ্গে শেয়ার করবো।। এখান থেকে বিভিন্ন প্রশ্ন আসে,যেমন-
প্রথম বাংলা সবাক চলচ্চিত্র কোনটি? প্রথম হিন্দি সবাক চলচ্চিত্র কোনটি? পথের পাঁচালী সিনেমাটির পরিচালক কে ছিলেন? প্রথম বাংলা রঙিন ছবি কোনটি? ইত্যাদি।
WB Class 12 Bangla- চলচ্চিত্রের ইতিহাস প্রশ্ন উত্তর || দ্বাদশ শ্রেণির সাহিত্যের ইতিহাসের প্রশ্ন উত্তর 2023
নিচের তালিকাটা ভালো করে দেখার জন্য নিজের ফোনটাকে Desktop Mode On করে নাও।।
সিনেমার নাম |
ভাষা |
সময়কাল |
পরিচালক / প্রযোজক |
বৈশিষ্ট্য |
রাজা হরিশচন্দ্র |
হিন্দি |
১৯১৩ সাল |
দাদা সাহেব ফালকে |
প্রথম ভারতীয় হিন্দি চলচ্চিত্র |
সত্যবাদী রাজা হরিশচন্দ্র |
হিন্দি |
১৯১৭ সাল |
রুস্তমজী ধরতিওয়ালা |
প্রথম বাংলা টাইটেল সহ চলচ্চিত্র |
বিল্ব মঙ্গল |
বাংলা |
১৯১৯ সাল |
জে.এফ.ম্যাডান |
রবীন্দ্রনাথ ঠাকুরের গল্প অনুসারে তৈরি। |
আলম আরা |
হিন্দি |
১৯৩১ সাল |
আরদেশির ইরানি পরিচালিত |
ভারতের প্রদর্শিত প্রথম সবাক চলচ্চিত্র। |
জামাই ষষ্ঠী |
বাংলা |
১৯৩১ |
অমর চৌধুরী |
প্রথম বাংলা চলচ্চিত্র |
পথে হল দেরি |
বাংলা |
১৯৫৭ সালে |
বিভূতি লাহা |
প্রথম বাংলা রঙিন চলচ্চিত্র। |
সাড়ে চুয়াত্তর |
বাংলা |
১৯৫৩ সাল |
নির্মল দে |
উত্তম-সুচিত্রা প্রথম জুটি হিসেবে এই সিনেমা করেছিলেন। |
দেবদাস |
বাংলা |
১৯৩৫ সাল |
প্রমথেশ বড়ুয়া |
___ |
পথের পাঁচালী |
বাংলা |
১৯৫৫ সালের ২৬ শে আগস্ট |
সত্যজিৎ রায় |
সত্যজিৎ রায় তার এই সিনেমার জন্য অস্কার পেয়েছিলেন। |
নাগরিক |
বাংলা |
১৯৫২ সাল |
ঋত্বিক ঘটক |
ঋত্বিক ঘটকের প্রথম চলচ্চিত্র। |
রাতভোর |
বাংলা |
১৯৫৬ সাল |
মৃণাল সেন |
মৃণাল সেনের প্রথম চলচ্চিত্র। |
চারুলতা |
বাংলা |
১৯৬৫ |
সত্যজিত রায় |
রবীন্দ্রনাথ ঠাকুরের নষ্টনীর গল্প অনুসারে সিনেমাটি তৈরি হয়েছিল। |
বাঞ্ছারামের বাগান |
বাংলা |
১৯৮০ সাল |
তপন সিংহ |
___ |
বাক্সবদল |
বাংলা |
১৯৭০ সাল |
নিত্যানন্দ দও |
___ |
অপরাজিত |
বাংলা |
১৯৫৬ সাল |
সত্যজিৎ রায় |
অপরিচিত সিনেমাটি অপু ট্রিলজির দ্বিতীয় পর্ব। |
অপুর সংসার |
বাংলা |
১৯৫৯ সাল |
সত্যজিৎ রায় |
অপুর সংসার সিনেমাটি অপু ট্রিলজির শেষ পর্ব। |
Tags : বাংলা চলচ্চিত্রের কথা প্রশ্ন উওর | দ্বাদশ শ্রেণির সাহিত্যের ইতিহাস প্রশ্ন উওর | দ্বাদশ শ্রেণী বাংলা চলচ্চিত্রের ইতিহাস প্রশ্ন উত্তর | উচ্চ মাধ্যমিক সাহিত্যের ইতিহাস | বাংলা চলচ্চিত্রের কথা প্রশ্ন উত্তর | WBCHSE Class 12 Bengali Question Answer | HS Bengali Question Answers 2023 |WBCHSE Class 12 Bengali Suggestion 2023
একটি মন্তব্য পোস্ট করুন