পরমাণু সবসময় সুস্থিত হওয়ার চেষ্টা করে কেনো?
আমরা মানুষরা যেমন জীবনে চাকরি-বাকরি পেয়ে, বিয়ে করে সুস্থিত(Stable) হতে চাই😅! সেরকমই পরমাণুও Stable হতে চায়! চাকরি পেয়ে গেলে যেমন আর বেকার হয়ে ঘুরতে হয় না, লোকের কাছে অপমান শুনতে হয় না! জীবনটা একটা সুখ-স্বাচ্ছন্দ্যে কাটে মানে এক কথায় বললে রিলাক্স থাকা যায়! তেমনি পরমাণু সুস্থিত হয়ে গেলে আর রাসায়নিক বিক্রিয়া অংশগ্রহণ করে না!! ফলে পরমাণু নিজে রিলাক্স হয়ে যায় || যেমন নিষ্ক্রিয় গ্যাস গুলো সুস্থিত হয় তাই এরা আর রাসায়নিক বিক্রিয়াতে অংশগ্রহণ করে না( ব্যতিক্রম---- জেনন! জেনন টেট্রাফ্লুরাইড ও জেনন হেক্সাফ্লুরাইড এ ধরনের যৌগ গঠিত হয়)! তাই পরমাণু সুস্থিত হয়ে গেলে তাকে আর রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করতে হয় না তাই পরমাণু গুলি সুস্থিত হয়।
কোন পরমাণু যখন সুস্থিত হয়!! তখন সে আর রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করেনা যেমন নিষ্ক্রিয় গ্যাস গুলো রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করেনা!! তাই কোন পরমাণু সুস্থিত হয়ে গেলে সে নিজের Stability হারিয়ে আর রাসায়নিক বিক্রিয়া অংশগ্রহণ করতে চায় না!! কোন পরমাণুর সর্ববহিঃস্থ কক্ষপথ সম্পূর্ণ সংখ্যক ইলেকট্রন দ্বারা পূর্ণ না থাকলে সর্ববহিস্থ কক্ষপথ কে পূর্ণ করার জন্য তাকে রাসায়নিক বন্ধন করতে হয়! রাসায়নিক বন্ধনের মাধ্যমে সেই পরমাণুটির সবচেয়ে বাইরের কক্ষপথে সম্পূর্ণ সংখ্যক ইলেকট্রন থাকলে তখন আর ইলেকট্রন গ্রহন বা বর্জন তাকে করতে হয় না! ফলে পরমাণুটি সুস্থিত হয় ( পাতি কথায় বললে, এটাকে রিলাক্স হওয়া বলে )
আর যে কোন জিনিস বুঝতে হলে অন্য একটা জিনিসের সাথে রিলেট করেই বুঝতে হয়
একটি মন্তব্য পোস্ট করুন