গান্ধীজীর নেতৃত্বে পরিচালিত বিভিন্ন আন্দোলনের তালিকা || দশম শ্রেণির ইতিহাস ষষ্ঠ অধ্যায়ের প্রশ্ন উত্তর
Author -
Ajit Rajbanshi
আগস্ট ২৫, ২০২২
0
আজকের এই ব্লগে মাধ্যমিক ইতিহাস ষষ্ঠ অধ্যায়ের প্রশ্ন উত্তর
বা দশম শ্রেণির ইতিহাস ষষ্ঠ অধ্যায়ের প্রশ্ন উত্তর হিসেবে এটা তো গুরুত্বপূর্ণ বিষয় গান্ধীজীর নেতৃত্বে পরিচিত বিভিন্ন আন্দোলনের বিবরণ তোমাদের সঙ্গে শেয়ার করবো।। ১৯১৮ থেকে শুরু করে ১৯৪৭ খ্রিস্টাব্দের মধ্যে গান্ধীজীর নেতৃত্বে বা গান্ধীজীর মতো ছয়টি আন্দোলন শুরু করেছিলেন বা আন্দোলন গুলির সঙ্গে যুক্ত ছিলেন। এই ছয়টি হল চম্পারন আন্দোলন, খেড়া সত্তাগ্রহ, খিলাফতী আন্দোলন,অহিংস অসহযোগ আন্দোলন, আইন অমান্য আন্দোলন এবং সর্বশেষ ভারত ছাড়ো আন্দোলন। নিচের তালিকাটিতে গান্ধীজীর নেতৃত্বে পরিচালিত বিভিন্ন আন্দোলনের নাম,সময়কাল এবং আন্দোলনের কারণ বা বিবরণ দেওয়া হলো।।
গান্ধীজীর নেতৃত্বে পরিচালিত বিভিন্ন আন্দোলনের তালিকা || দশম শ্রেণির ইতিহাস ষষ্ঠ অধ্যায়ের প্রশ্ন উত্তর
ওপরে গান্ধীজীর নেতৃত্বে পরিচালিত বা গান্ধীজী সমস্ত আন্দোলনে প্রত্যক্ষ বা পরোক্ষ ভাবে যুক্ত ছিলেন অর্থাৎ চম্পারন সত্যাগ্রহ ঘেরা আন্দোলন খেলাফতে আন্দোলন অসহযোগ আন্দোলন আইন অমান্য আন্দোলন ডান্ডি অভিযান এবং ভারত ছাড়ো আন্দোলন এই কয়েকটি আন্দোলন থেকে মাধ্যমিক ছাড়াও বিভিন্ন চাকরির পরিক্ষায় প্রশ্ন আসে, তাই উপরিক্ত তথ্য গুলো নোট করে রাখতে পারো।
Tags : মাধ্যমিক ইতিহাস প্রশ্ন উওর | মাধ্যমিক ইতিহাস ষষ্ঠ অধ্যায়ের প্রশ্ন উত্তর
| দশম শ্রেণির ইতিহাস ষষ্ঠ অধ্যায়ের প্রশ্ন উত্তর | WBBSE Class 10 History Questions Answers | Madhyamik History Questions Answers