চুম্বক লোহাকে আকর্ষণ করে কেন? || লোহাকে চুম্বকের আকর্ষণ করার কারণ

চুম্বক লোহাকে আকর্ষণ করে কেন? || লোহাকে চুম্বকের আকর্ষণ করার কারণ

চুম্বকের কাছে একটি লোহার টুকরো আনলে, ওই লোহার টুকরোতে আবেশ ঘটে। 

আবেশ আবার কি ?

ধরে নিন লোহা একটি ছেলে। আর চুম্বক তার প্রেমিকা। প্রেমিকের সামনে হটাৎ প্রেমিকা এসে পড়লে কি হয় ? প্রেমিকের বাহ্যিক কোন পরিবর্তন হয়না। কিন্তু ভেতরে ভেতরে একটা বুক ধুকপুকুনি হতে থাকে। অনেক চ্যাংড়া ছেলেও, কিছুক্ষনের জন্য কিছুটা বদলে যায়।

তেমনি চুম্বকের সামনে লোহা এসে পড়লে লোহার কোন বাহ্যিক পরিবর্তন হয় না। তবে ভেতরে ভেতরে ওই লোহার সামান্য পরিবর্তন হয়। লোহার ভেতরের প্রতিটা কণার মেরুকরণ ঘটে। অর্থাৎ এক প্রান্তে উত্তর মেরু, অপর প্রান্তে দক্ষিণ মেরু, এভাবে সজ্জিত হয়ে যায়। 

প্রতিটা কণা এভাবে সজ্জিত হয়ে যায়, যাতে চুম্বকের কাছাকাছি থাকা লোহার প্রান্তটিতে, চুম্বকের প্রান্তের বিপরীত মেরু তৈরি হয়। 

লোহার একটি প্রান্ত চুম্বকের উত্তর মেরুর কাছে থাকলে, লোহার ওই প্রান্তে দক্ষিণ মেরু তৈরি হবে। বেশিরভাগ মানুষ যেমন বিপরীত লিঙ্গের প্রতি আকৃষ্ট হয়, চুম্বকের প্রতিটি প্রান্ত বিপরীত মেরুকে আকর্ষণ করে। অর্থাৎ উত্তর মেরু দক্ষিণকে, এবং দক্ষিণ মেরু উত্তরকে আকর্ষণ করবে। 

চুম্বকের প্রভাবে লোহার অস্থায়ী চুম্বকে পরিণত হওয়াকে আবেশ বলে।

এভাবে আবেশের ফলে, লোহাটি একটি চুম্বকের মতো আচরণ করবে। ওই সময় অন্য লোহাকেও, এই লোহাটি আকর্ষণ করবে।

লোহাটি যতক্ষণ আবিষ্ট হয়ে থাকবে, ততক্ষণ চুম্বক ওই লোহাটিকে চুম্বক ভেবে আকর্ষণ করবে। চুম্বক সরে গেলেই, লোহার আবেশ নষ্ট হয়ে যাবে। তখন লোহাটি আবার স্বাভাবিক লোহার মতো আচরণ করবে। (প্রেমিকা সামনে থেকে চলে গেলে, প্রেমিকরা যেমন আবার স্বাভাবিক আচরণ করে। ঠিক তেমনি)

অর্থাৎ চুম্বক কিছুকে আকর্ষণ করার আগে, তাকে আবেশ ঘটিয়ে চুম্বকে পরিণত করে। তারপর তাকে আকর্ষণ করে।

Post a Comment

নবীনতর পূর্বতন