আজকের এই পোস্টের মাধ্যমে আমরা দ্বাদশ শ্রেণির ইতিহাস সাজেশন 2023 বা উচ্চমাধ্যমিক ইতিহাস সাজেশন 2023 হিসেবে, অতীত স্মরণ,ঔপনিবেশিক প্রাধান্য প্রতিষ্ঠায় প্রকৃতি নিয়মিত ও নিয়মিত সাম্রাজ্য, সাম্রাজ্যবাদী শাসনের প্রতিক্রিয়া, ঔপনিবেশিক ভারতের শাসন, দ্বিতীয় বিশ্বযুদ্ধ এবং উপনিবেশ সমূহ, ঠান্ডা লড়াইয়ের যুগ এবং অব উপনিবেশীকরণ- এই কয়েকটি অধ্যায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ বড়ো প্রশ্নগুলি PDF আকারে শেয়ার করবো। নিচে WBCHSE Class 12 History Suggestion 2023 বা HS History Suggestion 2023 এর PDF Downloading Link পেয়ে যাবে। সেখানে ক্লিক করে তোমরা সেটা ডাউনলোড করতে পারো।।
WBCHSE Class 12 History Suggestion 2023 PDF Download || উচ্চমাধ্যমিক ইতিহাস সাজেশন 2023
তোমরা এই পিডিএফে প্রশ্নগুলো যেভাবে পাবে তা হলো-অতীত স্মরণ অধ্যায়ের সাজেসন
1. মিথ বা পৌরাণিক কাহিনি ও লিজেন্ড বা কিংবদন্তি বলতে কী বোঝো? অতীত বিষয়ে মানুষের ধারণাকে এরা কীভাবে প্রভাবিত করে? [HS 2015, 2018]2. স্মৃতিকথা ও মৌখিক ঐতিহ্য বলতে কী বোঝো? ইতিহাস চর্চার ক্ষেত্রে এই উপাদানগুলির গুরুত্ব কী?3. পেশাদারি ইতিহাস বলতে কী বোঝায়? অপেশাদারি ইতিহাসের সঙ্গে পেশাদারি ইতিহাসের পার্থক্য কী ?[HS 2017, 2020]4. জাদুঘর কাকে বলে? অতীত পুনঃনির্মাণে জাদুঘরের ভূমিকা/বিভিন্ন ধরনের জাদুঘরের পরিচয় দাও। [HS 2016, 2019]
ঔপনিবেশিক প্রাধান্য প্রতিষ্ঠায় প্রকৃতি নিয়মিত ও নিয়মিত সাম্রাজ্য অধ্যায়ের সাজেশন 2023
1. ইস্ট ইন্ডিয়া কোম্পানির সঙ্গে বাংলার নবাব সিরাজ উদদৌলার দ্বন্দ্বের কারণ কী? পলাশি যুদ্ধের প্রত্যক্ষ কারণগুলি উল্লেখ করো ।2. ভারতে ইংরেজ কোম্পানির আমলাতন্ত্রের বিকাশ সম্পর্কে কী জান?3. ভারতে রেলপথ বিস্তারের উদ্দেশ্য কী ছিল? এর ফল কী হয়েছিল?[HS 2019]4. ভারতে অবশিল্পায়নের কারণগুলি কী ছিল? ভারতীয় অর্থনীতির ওপর এর প্রভাব আলোচনা করো। [HS 2020]5. নানকিং সন্ধির (1842 খ্রিস্টাব্দ) শর্তগুলি কী ছিল? [HS 2020]
## এরকম ভাবেই বাকি প্রশ্নগুলো পিডিএফে পেয়ে যাবে।
উচ্চমাধ্যমিক | ইতিহাস সাজেসন |
প্রশ্ন | অধ্যায় ভিত্তিক |
অধ্যায় সংখ্যা | আট |
প্রশ্ন আসার সম্ভাবনা | 90% |
PDF Size | 1MB |
File Location | Google Drive |
## উচ্চমাধ্যমিক ইতিহাস সাজেসন 2023 এর পিডিএফ ফাইলটি ডাউনলোড করার জন্য নিচের Click Here Option এ ক্লিক করো।
আশাকরি, আজকের এই WBCHSE Class 12 History Suggestion 2023 বা উচ্চমাধ্যমিক ইতিহাস সাজেশন 2023 এর PDF File টি তোমাদের কাজে আসবে।। ধন্যবাদ।
Tags ; দ্বাদশ শ্রেণির ইতিহাস সাজেশন 2023 | WBCHSE Class 12 History Suggestion 2023 | HS History Suggestion 2023 | উচ্চমাধ্যমিক ইতিহাস সাজেশন 2023 | ক্লাস 12 ইতিহাস সাজেশন 2023 | 2023 WB Class 12 History Suggestion | WB HS History Suggestion 2023
একটি মন্তব্য পোস্ট করুন