ke-bachay-ke-banche-golper-mocktest

মানিক বন্দ্যোপাধ্যায়ের রচিত 'কে বাঁচায়, কে বাঁচে!' গল্পটি এবারের উচ্চ মাধ্যমিক সিলেবাসে আমাদের পাঠ্যগল্প হিসেবে রয়েছে। যেহেতু উচ্চ মাধ্যমিক বাংলা পরীক্ষায় কে বাঁচায় কে বাঁচে গল্পটি থেকে একটি MCQ অবশ্যই থাকে সেই কারণে আজকের এই ব্লক পোস্টে আমরা, ২০২৫ উচ্চ মাধ্যমিক বাংলা পরীক্ষার জন্য উচ্চ মাধ্যমিক বাংলা মক টেস্ট হিসেবে কে বাঁচায় কে বাঁচে গল্পটির অত্যন্ত গুরুত্বপূর্ণ MCQ প্রশ্নের উপর ভিত্তি করে একটি বাংলা মক টেস্ট তোমাদের জন্য তৈরি করলাম।
মক টেস্ট দেওয়ার পদ্ধতি : নিচে প্রতিটি প্রশ্ন রয়েছে এবং প্রশ্নের সঙ্গে চারটি অপশন রয়েছে। প্রশ্ন পড়ার পর তোমার যে উত্তরটি সঠিক মনে হবে সেটিতে একটি ক্লিক করে রাখো। এইভাবে প্রত্যেকটা প্রশ্ন করার পর সাবমিট অপশনে ক্লিক করলে তোমার যে কয়েকটি উত্তরটি ঠিক এবং যে উত্তর ভুল হয়েছে তা দেখানো হবে।
HS Bengali Online Mocktet 2025

HS Bengali Online Mocktet 2025

1. কে বাঁচায় কে বাঁচে গল্পটির প্রেক্ষাপট হল-

  • ছিয়াত্তরের মন্বন্তর
  • ১৯৪৩র মন্বন্তর
  • বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন
  • রাজশাহী

2. কে বাঁচায় কে বাঁচে গল্পটি প্রথম কোন পত্রিকায় প্রকাশিত হয়েছিল?

  • পুথিপত্র
  • ভৈরব
  • প্রবাসী
  • আনন্দবাজার

3. সেদিন আপিস যাবার পথে মৃত্যুঞ্জয় প্রথম যা দেখেছিল-

  • নিখিলেন বাড়ি
  • গাড়ি চাপা পড়ে মৃত্যু
  • অনাহারে মৃত্যু
  • খাবারের জন্য মারামারি

4. মৃত্যুঞ্জয়ের বাড়িতে লোকসংখ্যা কত

  • ছয়
  • সাত
  • আট
  • নয়

5. মৃত্যুঞ্জয় রোজ অফিসে যায়-

  • পায়ে হেঁটে
  • নিজের গাড়িতে
  • বাসে করে
  • ট্রামে চেপে

6. মৃত্যুঞ্জয়ের বাড়ির বাজার ও কেনাকাটা করে-

  • মৃত্যুঞ্জয় ও তার চাকর
  • টুনুর মা
  • ছোটো ভাই ও চাকর
  • মৃত্যুঞ্জয় নিজে

7. সংসারে নাকি তার মন নেই- এখানে কার কথা বলা হয়েছে?

  • টুনুর মা
  • নিখিল
  • মৃত্যুঞ্জয়ের ছোটো ভাই
  • মৃত্যুঞ্জয়

8. নিখিলকে প্রতি মাসে কত জায়গায় টাকা পাঠাতে হয়?

  • দু জায়গায়
  • তিন জায়গায়
  • চার জায়গায়
  • পাঁচ জায়গায়

9. যথেষ্ট রিলিফ ওয়ার্ক না হওয়ার কারণ কী?

  • টাকার অভাব
  • লোকের অভাব
  • পরিকল্পণার অভাব
  • সদিচ্ছার অভাব

10. মনে আঘাত পেলে মৃত্যুঞ্জয়ের কী হয়?

  • রাগ হয়
  • ঘুম পায়
  • শরীরে প্রতিক্রিয়া হয়
  • শারিরীক কষ্ট হয়

11. লিখিলের চেয়ে মৃত্যুঞ্জয় কত টাকা বেশি মাইনে পায়

  • ৪৫ টাকা
  • ৫০ টাকা
  • ৫৫ টাকা
  • ৬৫টাকা

12. ভুরিভোজটা অন্যায়,কিন্তু না খেয়ে মরাটা উচিত নয় ভাই- কথাটি বলেছিল?

  • নিখিল
  • মৃত্যুঞ্জয়
  • টুনুর মা
  • মৃত্যুঞ্জয়র ছোট ভাই

13. নিখিল বাকি জীবনটা কিভাবে কাটিয়ে দিতে চায়

  • অফিসের কাজ করে
  • সমাজসেবা করে
  • বই পড়ে আর একটা চিন্তা জগৎ গড়ে তুলে
  • সংসারধর্ম পালন করে

14. টুনুর মা নিখিলকে কী অনুরোধ জানিয়েছিল?

  • কিছু আর্থিক সাহায্য করতে
  • মৃত্যুঞ্জয়ের খেয়াল রাখতে
  • নিজের খেয়াল রাখতে
  • খাবার বিলি করতে

15. কয়েক মিনিটে মৃত্যুঞ্জয়ের শরীরটা অসুস্থ হয়ে গেল।-কারণ কী?

  • অতিরিক্ত কাজের চাপ
  • অতিরিক্ত গরমে ট্রামে চাপা
  • প্রথমবার অনাহারে মৃত্যু দেখে মানসিক আঘাত পাওয়া
  • অতিরিক্ত খাবার খেয়ে ফেলা

16. মৃত্যুঞ্জয়ের বাড়ির অবস্থা হয়েছিল-

  • বেগতিক
  • ভয়ংকর
  • শোচনীয়
  • দুঃখজনক

17. মৃত্যুঞ্জয় একতোড়া নোট নিখিলের সামনে রেখেছিল টাকাটা-

  • ধার দেওয়ার জন্য
  • রিলিফ পান্ডে পাঠানোর জন্য
  • ভুরিভোজ করানোর জন্য
  • ঘুষ দেওয়ার জন্য

18. মৃত্যুঞ্জয়ের বাড়িটা ছিল শহরের-

  • ঘনবসতিপূর্ণ অঞ্চলে
  • শেষপ্রান্তে
  • নিরিবিলি অঞ্চলে
  • প্রবেশদ্বারে

19. ওটা পাশবিক স্বার্থপরতা। এখানে বক্তা কে?

  • নিখিল
  • টুনুর মা
  • মৃত‍্যঞ্জয়
  • ছোট ভাই

20. এ অপরাধের প্রায়শ্চিত্ত কী?— বক্তার মতে অপরাধটি ছিল-

  • জেনেশুনেও চুপ করে থাকা
  • জেনেশুনেও চার বেলা পেট ভরে খাওয়া
  • যথাযথ সাহায্য না করা
  • অল্প খাবার বিলি করা

21. নিখিলের মতে পৃথিবীতে সবচেয়ে ছোঁয়াচে কী?-

  • মায়া
  • দরদ
  • অবসাদ
  • উপরিক্ত কোনোটিই নয়

22. ফুটপাথে হাঁটা তার বেশি প্রয়োজন হয় না— কার প্রয়োজন হয় না

  • মৃত্যুঞ্জয়
  • নিখিল
  • টুনুর মা
  • নিখিলের স্ত্রীর

23. মৃত‍্যঞ্জয়ের স্ত্রীর কেবল মনে পড়ে-

  • ছেলেমেয়েদের কথা
  • মৃত‍্যঞ্জয়ের কথা
  • ফুটপাতের লোকগুলোর কথা
  • সংসারের কথা


Tags : 2025 উচ্চ মাধ্যমিক বাংলা অনলাইন মকটেস্ট | কে বাঁচায়,কে বাঁচে! গল্পের MCQ 2025 | HS Bengali Online Mocktest | Class 12 Bangla Ke Bachay Ke Banche Golper MCQ 2025

Post a Comment

নবীনতর পূর্বতন