আজকের এই পোস্টে মাধ্যমিক ভৌত বিজ্ঞান চলতড়িৎ অধ্যায়ের 30টির বেশি MCQ প্রশ্ন উওর তোমাদের সঙ্গে শেয়ার করবো। দশম শ্রেণীর ভৌতবিজ্ঞান চলতড়িৎ অধ্যায় থেকে বেশি MCQ প্রশ্ন উত্তর মাধ্যমিকে থাকেনা। তাই অল্প কিছু প্রশ্ন উওর পড়লেই সব নম্বর পাওয়া যায়। আজকে চলতড়িৎ অধ্যায়ের 30+ MCQ প্রশ্ন উওর (wb class 10 current electricity mcq questions answers) দেওয়া হলো। আশাকরি পরিক্ষায় এখান থেকে কিছু প্রশ্ন কমন পেয়ে যাবে।।
চলতড়িৎ অধ্যায়ের 30+ MCQ প্রশ্ন উওর 2024 || WB Class 10 Current Electricity MCQ 2024
1) পরিবাহীর আধান বাহক কারা??
• মুক্ত ইলেকট্রন
• প্রোটন মুক্ত
• নিউট্রন
• ধনাত্মক আয়ন সমূহ
উওর ; মুক্ত ইলেকট্রন।।
2) প্রদত্ত কোনটি তড়িৎবিভবের এস.আই একক???
• ভোল্ট
• কুলম্ব
• ওহম
• ওয়াট
উওর ; ভোল্ট।।
3) তড়িৎ বিভবের সি.জি.এস একক কী??
• ভোল্ট
• স্ট্যাট ভোল্ট
• কুলম্ব
• অ্যাম্পিয়ার
উওর ; স্ট্যাট ভোল্ট
4) নিম্নলিখিত ভৌত রাশিগুলির মধ্যে অ্যাম্পিয়ার কোনটি??
• কুলম্ব - সেকেন্ড
• ভোল্ট -ওহম-¹
• ভোল্ট - ওহম
• কুলম্ব- ওহম
উওর ; কুলম্ব - সেকেন্ড
🔥যারা মাধ্যমিক দিতে চলেছো তাদের জন্য আমরা নিয়ে এসেছি খুবই *স্বল্পমূল্যে* ডিজিটাল PDF নোটস। পরিক্ষায় ভালো রেজাল্ট করার ক্ষেত্রে তোমাকে বিশেষ ভাবে সাহায্য করবে আমাদের এই পিডিএফ নোটস। তাই পরিক্ষায় ভালো ফল করতে আজই সংগ্রহ করো আমাদের পিডিএফ নোটস। আমাদের নোটস কিনতে 8388986727 এই নম্বরে কল অথবা whatsapp করুন।*
🔥 *যারা আগে বুকিং করবে তাদের জন্য রয়েছে বিশেষ ছাড়।*🔥
5) বিভব পার্থক্য একই রেখে, রোধ অর্ধেক করলে, তার প্রবাহমাএা হয়-
• দ্বিগুন
• 4 গুন
• অর্ধেক
• 1/4 গুন
উওর ; দ্বিগুন
6) নিচের কোনটি তড়িৎ আধানের সি.জি.এস একক
• কুলম্ব
• স্ট্যাট কুলম্ব
• ওহম
• ভোল্ট
উওর ; স্ট্যাট কুলম্ব।।
7) তড়িৎ আধানের এস আই একক কী??
• কুলম্ব
• স্ট্যাট কুলম্ব
• ওহম
• ভোল্ট
উওর ; কুলম্ব।।
8) দুটি আধান কখন পরস্পরকে আকর্ষণ করে??
• যখন দুটি আধুনিক ধনাত্মক হয়
• যখন দুটি আধান ঋণাত্বক হয়
• যখন একটি আধান ধনাত্মক এবং অন্যটি ঋণাত্বক হয়
• ওপরের কোনোটিই নয়।।
ক্লিক করো👉 চলতড়িৎ অধ্যায়ের 50 টির বেশি প্রশ্ন উওর
উওর : যখন একটি আধান ধনাত্মক এবং অন্যটি ঋণাত্বক হয়।
9) পৃথিবীর মোট বিভব কত?
• ধনাত্মক
• ঋণাত্বক
• অসীম
• শূন্য
উওর ; শূন্য
10) তড়িৎ কোশের EMF- পরিমাপের জন্য কোন যন্ত্র ব্যবহার করা হয়??
• পোটেনশিওমিটার
• গ্যালভানোমিটার
• ভোল্ট মিটার
• অ্যামমিটার
উওর ; পোটেনশিওমিটার।।
11) কোন পরিবাহীর দৈর্ঘ্য টেনে দ্বিগুণ করা হলে?,তার রোধাঙ্ক কত হবে??
• দ্বিগুণ
• চারগুণ
• অর্ধেক
• অপরিবর্তিত
উওর ; অপরিবর্তিত।।
12) রোধের কোন প্রকার সমবায়ে, তুল্য রোধের মান সমবায়ের প্রতিটি রোধের তুলনায় বেশি হয়!!
• শ্রেণী সমবায়
• সমান্তরাল সমবায়
• মিশ্র সমবায়
• শ্রেণি অথবা সমান্তরাল সমবায়
উওর ; শ্রেণী সমবায়।।
13) রোদের কোন প্রকার সমবায় তুল্য রোধের মান সমবায়ের প্রতিটি রোধের তুলনায় ক্ষুদ্র হয় বা কম হয়??
• শ্রেণী সমবায়
• সমান্তরাল সমবায়
• মিশ্র সমবায়
• শ্রেণি অথবা সমান্তরাল সমবায়
উওর ; সমান্তরাল সমবায়।।
14) গৃহস্থলীর বৈদ্যুতিক যন্ত্রপাতি গুলি কোন সমবায়ে যুক্ত থাকে??
• সমান্তরাল সমাবায়ে
• শ্রেণী সমবায়ে
• শ্রেণি এবং সমান্তরাল সমাবায়ে
• শ্রেণী সমবায় অথবা সমান্তরাল সমবায
• উওর ; সমান্তরাল সমাবায়ে।।
15) তড়িৎ ক্ষমতার এস.আই একক কোনটি??
• ভোল্ট
• ওয়াট
• কুলম্ব
• অ্যাম্পিয়ার
উওর ; ওয়াট।।
16) 1- B.O.T =??
• 1000 ওয়াট - ঘন্টা
• 100 ওয়াট - ঘন্টা
• 10 ওয়াট - ঘন্টা
• 1 ওয়াট - ঘন্টা
উওর : 1000 ওয়াট - ঘন্ট।।
17) নিচের কোন সূত্রটি শক্তির সংরক্ষণ সূত্র হিসেবে বিবেচিত হয়???
• ওমের সূত্র
• ফ্লেমিং এর বাম হস্ত নিয়ম
• অ্যাম্পিয়ারের সন্তরণ নিয়ম
• লেঞ্জের সূত্র
উওর ; লেঞ্জের সূত্র।।
🔥যারা মাধ্যমিক দিতে চলেছো তাদের জন্য আমরা নিয়ে এসেছি খুবই *স্বল্পমূল্যে* ডিজিটাল PDF নোটস। পরিক্ষায় ভালো রেজাল্ট করার ক্ষেত্রে তোমাকে বিশেষ ভাবে সাহায্য করবে আমাদের এই পিডিএফ নোটস। তাই পরিক্ষায় ভালো ফল করতে আজই সংগ্রহ করো আমাদের পিডিএফ নোটস। আমাদের নোটস কিনতে 8388986727 এই নম্বরে কল অথবা whatsapp করুন।*
🔥 *যারা আগে বুকিং করবে তাদের জন্য রয়েছে বিশেষ ছাড়।*🔥
18) ফিউজ তারের বৈশিষ্ট্য কী??
• রোধ বেশি, গলনাঙ্ক কম
• রোধ কম ও গলনাঙ্ক বেশি
• রোধ ও গলনাঙ্ক দুটোই কম
• রোধ ও গলনাঙ্ক দুটোই বেশি
উওর ; রোধ বেশি, গলনাঙ্ক কম।
19) সবচেয়ে বেশি বিদ্যুৎ বাচাঁয়--
• LED
• CFL
• ভাস্বর বাতি
• হ্যালোজেন ল্যাম্প
উওর ; LED
20) পারদ জনিত দূষণ ঘটে,--
• LED বাল্বে
• CFL বাল্বে
• ভাস্বর বাতিতে
• হ্যালোজেন ল্যাম্পে
উওর ; ভাস্বর বাতিতে
21) একটি ইলেকট্রিক ইস্ত্রির গায়ে লেখা আছে 220V- 1100W। ইস্ত্রিটির রোধ কত??
• 44 ওহম
• 66 ওহম
• 88 ওহম
• 132 ওহম
উওর ; 44 ওহম।।
22) দুটি রোধ সমান্তরাল সমবায়ে যুক্ত।।। রোধ দুটি হল 100 ওহম এবং 200 ওহম।। এদের ক্ষমতা অনুপাত কত হবে??
• 1:2
• 2:1
• 4:1
• 1:4
উওর ; 2:1
23) বৈদ্যুতিক ডায়নামো কোনটির ভিত্তিতে কাজ করে??
• তড়িৎচুম্বকীয় আবেশ
• তড়িৎ প্রবাহের উপর চৌম্বক ক্রিয়া
• তড়িৎ প্রবাহের তাপীয় ফল
• চুম্বকের ওপর তড়িৎপ্রবাহের ক্রিয়া
উওর ; তড়িৎচুম্বকীয় আবেশ।।
24) তড়িৎ ক্ষমতা P, বিভব প্রভেদ V, এবং রোধ R - এদের মধ্যে সম্পর্কটি হলো-
• PR2=V2
• V2=PR
• P=V2/R
• P=V2R
উওর ; P=V2/R।।
25),রোধাঙ্ক - এর এস.আই একক কোনটি???
• ওহম- সেমি
• ওহম- সেমি-¹
• ওহম- মিটার
• ওহম- মিটার-¹
উওর ; ওহম- মিটার-¹
26) বার্লোচক্রের কার্যনীতি কোন নীতির উপর কাজ করে??
• ফ্লেমিং এর বাম হস্ত নিয়ম
• ফ্লেমিং এর ডান হস্ত নিয়ম
• দক্ষিণ মুষ্টি নিয়ম
• অ্যাম্পেয়ারের সন্তরণ নিয়ম
উওর ; ফ্লেমিং এর ডান হস্ত নিয়ম।।
27) ফ্লেমিং এর বামহস্ত নিয়মকে কাজে লাগিয়ে নিচের কোনটি তৈরি করা হয়??
• বৈদ্যুতিক হিটার
• জেনারেটর
• বৈদ্যতিক মোটর
• ইস্ত্রি
উওর ; বৈদ্যতিক মোটর।।
28) লেঞ্জের সূত্র থেকে নিচের কোনটি জানা যায়??
• আবিষ্ট তড়িচ্চালক বলের মান
• আবিষ্ট প্রবাহের মান
• আবিষ্ট প্রবাহের অভিমুখ
• আবিষ্ট প্রবাহের মান ও অভিমুখ
উওর ; আবিষ্ট প্রবাহের মান ও অভিমুখ।।
29) AC- ডায়নামোর মূলনীতি হলো-
• তড়িৎ আবেশ
• তড়িৎ চুম্বকীয় আবেশ
• ফ্লেমিং এর বাম হস্ত নিয়ম
• কোনোটিই নয়
উওর ; তড়িৎ চুম্বকীয় আবেশ।।
30) তড়িতের সবচেয়ে সুপরিবাহী ধাতু হল –
• সােনা
• রুপাে
• অ্যালুমিনিয়াম
• তামা
উওর ; রুপাে
31) নীচের কোনটির রােধাঙ্ক উষ্ণতা বৃদ্ধির সাথে হ্রাস পায়?
• অর্ধপরিবাহী
• পরিবাহী
• অতিপরিবাহী
• অন্তরক
উওর ; অর্ধপরিবাহী
Tags ; 30+ MCQ On Chapter Current Electricity Class 10 | 30+ 50 MCQ of Chapter Current Electricity Class 10 | WB Class 10 Current Electricity MCQ | Current Electricity MCQ In Bengali | চলতড়িৎ অধ্যায়ের প্রশ্ন উওর | চলতড়িৎ অধ্যায়ের MCQ প্রশ্ন উওর | মাধ্যমিক ভৌতবিজ্ঞান চলতড়িৎ অধ্যায়ের MCQ | দশম শ্রেণির চলতড়িৎ অধ্যায়ের প্রশ্ন উওর | class 10 চলতড়িৎ অধ্যায়ের MCQ প্রশ্ন উওর
Very good sir
উত্তরমুছুন𝑻𝒉𝒂𝒏𝒌 𝒚𝒐𝒖 𝒔𝒊𝒓😊𝒆𝒗𝒂𝒃𝒆 𝒂𝒎𝒅𝒆𝒓 𝒑𝒂𝒔𝒉𝒆 𝒕𝒉𝒂𝒌𝒂𝒓 𝒋𝒐𝒏𝒚𝒐❤️✨
উত্তরমুছুনHI
উত্তরমুছুনThank you so much sir
উত্তরমুছুনThanks Sir
উত্তরমুছুনSir 3 number ar question gulo din please
উত্তরমুছুনSir eti revision-er jonno khub sahayak short question-er khettre
উত্তরমুছুনThank you Sir
উত্তরমুছুনDarun sir😌
উত্তরমুছুনএকটি মন্তব্য পোস্ট করুন