50+ চলতড়িৎ অধ্যায়ের প্রশ্ন উওর 2024 || 50+ SAQ On Current Electricity Class 10

চলতড়িৎ অধ্যায়ের 50+ SAQ প্রশ্ন উওর 2024 ; এই পোস্টে মাধ্যমিক ভৌতবিজ্ঞান চলতড়িৎ অধ্যায়ের 50+ প্রশ্ন উওর তোমাদের সঙ্গে শেয়ার করবো। এর আগের একটি পোস্টে দশম শ্রেণীর ভৌতবিজ্ঞান চলতড়িৎ অধ্যায়ের 30টির বেশি MCQ প্রশ্ন উত্তর শেয়ার করেছিলাম। চলতড়িৎ অধ্যায়ের প্রশ্নোত্তর পর্বের এটি দ্বিতীয় ভাগ। এখানে ক্লাস 10 চলতড়িৎ (Class 10 Current Electricity) অধ্যায়ের 50+ SAQ প্রশ্ন উওর শেয়ার করা হবে। যারা WB Class 10 Physical Science- চলতড়িৎ অধ্যায়ের SAQ প্রশ্ন উওর পেতে চাইছো, তাদের জন্য আজকের এই পোস্ট উপকারী হবে বলেই আশা রাখবো।।

আমাদের গ্রুপে যোগ দিতে ক্লিক করো এখানে

50+ চলতড়িৎ অধ্যায়ের প্রশ্ন উওর 2024 || 50+ SAQ On Current Electricity Class 10

1) তড়িৎ আধান কীরুপ রাশি??

উওর) তড়িৎ আধান স্কেলার রাশি।।

2)এস.আই পদ্ধতিতে তড়িৎ আধানের একক কী

উওর) এস আই পদ্ধতিতে তড়িৎ আধানের একক হল একক কুলম্ব।।

3) আধানের সিজিএস একক কী??

উওর) আধানের সিজিএস একক হল স্ট্যাট কুলম্ব।।

4) তড়িৎ বিভবের এস আই একক কী??

উওর) বিভবের এস আই একক হল ভোল্ট।।

5)তড়িৎ বিভবের সি.জি.এস -একক কী??

উওর) তড়িৎ বিভবের সি.জি.এস- একক হল স্ট্যাট ভোল্ট।।

🔥যারা মাধ্যমিক দিতে চলেছো তাদের জন্য আমরা নিয়ে এসেছি খুবই *স্বল্পমূল্যে* ডিজিটাল PDF নোটস। পরিক্ষায় ভালো রেজাল্ট করার ক্ষেত্রে তোমাকে বিশেষ ভাবে সাহায্য করবে আমাদের এই পিডিএফ নোটস। তাই পরিক্ষায় ভালো ফল করতে আজই সংগ্রহ করো আমাদের পিডিএফ নোটস। আমাদের নোটস  কিনতে 8388986727 এই নম্বরে কল অথবা whatsapp করুন।* 

🔥 *যারা আগে বুকিং করবে তাদের জন্য রয়েছে বিশেষ ছাড়।*🔥

6) 1 ভোল্ট কাকে বলে.??

উওর) 1C( কুলম্ব) ধনাত্মক আধানকে 1V (বিভব) পার্থক্যের মধ্যে দিয়ে নিয়ে আসতে এক 1J (জুল) পরিমান কার্য করে।। একে 1 ভোল্ট বলা হয়।

7) তড়িৎ বিভব ও আধান এর মধ্যে সম্পর্ক কী??

উওর) বিভব=কার্য / আধান।।

8) তড়িচ্চালক বল স্কেলার রাশি না ভেক্টর রাশি??

উওর) তড়িচ্চালক বল হল স্কেলার রাশি।।

9) ড়িৎ প্রবাহমাত্রা ব্যবহারিক একক কী??

উওর) তড়িৎ প্রবাহমাএার ব্যবহারিক একক হল অ্যাম্পিয়ার।।

10) এক অ্যাম্পিয়ার কাকে বলে??

উওর) কোনো পরিবাহীর যেকোনো প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে প্রতি সেকেন্ডে 1 কুলম্ব তড়িৎ প্রবাহিত হলে,, ওই প্রবাহমাত্রাকে এক অ্যাম্পিয়ার বলে।।

11) পৃথিবীর বিভব কত??

উওর) পৃথিবীর বিভব হলো শূন্য।।

12) কোন যন্ত্রের সাহায্যে কোশের EMF-পরিমাপ করা হয়??

উওর).পোটেনশিওমিটার যন্ত্রের সাহায্যে  কোশের EMF-পরিমাপ করা হয়।

আরও পড়ে দেখো👉 ; চলতড়িৎ অধ্যায়ের 30+ MCQ প্রশ্ন উওর

13) কোন যন্ত্রের সাহায্যে বিভবপ্রভেব মাপা হয়??

উওর).ভোল্ট মিটার যন্ত্রের সাহায্যে বিভবপ্রভেদ পরিমাপ করা হয়।।

14) ওহমীও পরিবাহীর ক্ষেত্রে ( I-V ) লেখচিত্র কিরূপ হবে??

উওর) ওহমীও পরিবাহীর ক্ষেত্রে ( I-V ) লেখচিত্রটি হবে-  মূলবিন্দুগামী সরলরেখা।।।

15) ওহমের সূত্রের গাণিতিক রূপটি কী??

উওর).V= lR হলে ওহমের সূত্রের গাণিতিক রূপ।।

16) রোধের এস.আই একক কী??

উওর) রোধের এসআই একক হলো ওহম।।

17) রোধাঙ্কের এস.আই একক কী??

উওর) রোধাঙ্কের এস আই একক হলো ওহম-মিটার।।

18) রোধাঙ্কের সি.জি.এস একক কী?

উওর) রোধাঙ্কের সিজিএস একক হল ওহম- সেমি।।

19) নষ্ট ভোল্ট কী??

উওর) কোশের অভ্যন্তরীণ রোধের জন্য বিভবের যে অংশটির বাহ্যিক ব্যবহার করা যায় না। সেটাই হলো নষ্ট ভোল্ট।।

20) পরিবাহীর রোধ কোন কোন বিষয়ের উপর নির্ভর করে??

উওর).পরিবাহীর রোধ পরিবাহীর দৈর্ঘ্য এবং প্রস্থচ্ছেদের উপর নির্ভর করে।।

21) গৃহবর্তনীতে বিভিন্ন বৈদ্যুতিক যন্ত্রপাতি কোন সমবায় যুক্ত থাকে??

উত্তর).গৃহ বর্তনীতে বিভিন্ন বৈদ্যুতিক যন্ত্রপাতি সমান্তরাল সমবায় যুক্ত থাকে।।

22) এমন একটি অধাতুর পদার্থের নাম লেখো,, যেটা তড়িৎ এর সুপরিবাহী।

উওর) তড়িৎ এর সুপরিবাহী একটি অধাতুর পদার্থ হল গ্রাফাইট।।

আরও পড়ে দেখো👉 ; প্রলয়োল্লাস কবিতার MCQ, SAQ এবং বড়ো প্রশ্ন উওর 2024

23) একটি তরল ধাতব পরিবাহীর নাম লেখো।।

উওর) পারদ হলো একটি তরল ধাতব পরিবাহী।।

24) একটি অর্ধপরিবাহীর উদাহরণ দাও।।

উওর) একটি অর্ধপরিবাহীর উদাহরণ হল জার্মেনিয়াম।।।

25) কোন ক্ষেত্রে উষ্ণতা বৃদ্ধিতে রোধ কমে??

উওর).অর্ধপরিবাহীর ক্ষেত্রে  উষ্ণতা বৃদ্ধিতে রোধ কমে।।।

26) নাইক্রোম কী??

উওর) নাইক্রোম  হল নিকেল, ক্রোমিয়াম ও লোহার সংকর ধাতু।।

27) ফিউজ তারের উপাদান কী কী??

উওর).ফিউজ তারের মূল উপাদান হলো টিন ও সিসা।।

28) বৈদ্যুতিক হিটারে কোন শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হয়??

উওর) বৈদ্যুতিক হিটারে তড়িৎশক্তি, তাপ শক্তিতে রূপান্তরিত হয়।।।

29) বৈদ্যুতিক বাল্বের ফিলামেন্ট কোন ধাতুর তৈরি??

উওর) বৈদ্যুতিক বাতির ফিলামেন্ট টাংস্টেন ধাতুর  তৈরি।।।

30) বৈদ্যুতিক ইস্ত্রিতে কিসের তার ব্যবহার করা হয়??

উওর) বৈদ্যুতিক ইস্ত্রিতে নাইক্রোম তার ব্যবহার করা হয়।।

31) বর্তনীতে শর্ট-সার্কিট হলে প্রবাহ মাত্রার মান কেমন হয়??

উওর) বর্তনীতে শর্ট-সার্কিট হলে প্রবাহমাত্রা মান বেড়ে যায়।।।

32) তড়িৎ ক্ষমতা কী??

উওর) বৈদ্যুতিক কার্যকর হারকে তড়িৎ ক্ষমতা বলে।।

33) এস.আই পদ্ধতিতে তড়িৎ ক্ষমতার একক কী??

উওর).এস.আই পদ্ধতিতে তড়িৎ ক্ষমতার একক হল ওয়াট।।

36) কিলোওয়াট- ঘন্টা কোন ভৌত রাশির একক??

উওর).কিলোওয়াট- ঘন্টা তড়িৎ শক্তির একক।

37).1 ওয়াট-ঘন্টা = কত জুল???

উওর) 1 ওয়াট-ঘন্টা = 3600 জুল।।

38) BOT- একক এর পুরো নাম কী?

উওর) BOT-এককের পুরো নাম হলো Board Of Trade Unit.. (বোর্ড অফ ট্রেড ইউনিট)।।

39) CFL- একক এর পুরো নাম কী?

উওর).Compact Fluorescent Lamp

🔥যারা মাধ্যমিক দিতে চলেছো তাদের জন্য আমরা নিয়ে এসেছি খুবই *স্বল্পমূল্যে* ডিজিটাল PDF নোটস। পরিক্ষায় ভালো রেজাল্ট করার ক্ষেত্রে তোমাকে বিশেষ ভাবে সাহায্য করবে আমাদের এই পিডিএফ নোটস। তাই পরিক্ষায় ভালো ফল করতে আজই সংগ্রহ করো আমাদের পিডিএফ নোটস। আমাদের নোটস  কিনতে 8388986727 এই নম্বরে কল অথবা whatsapp করুন।* 

🔥 *যারা আগে বুকিং করবে তাদের জন্য রয়েছে বিশেষ ছাড়।*🔥

40).LED- এর পুরো নাম কী??

উওর).LED- এর পুরো নাম পুরো নাম হলো -Light Emitting Diode।

41).তড়িৎ ক্ষমতার বাণিজ্যিক ব্যবহারিক একক কী??

উওর).তড়িৎ ক্ষমতার বাণিজ্যিক ব্যবহারিক একক হল হর্সপাওয়ার (HP)।

42) কোন বালব্ সবচেয়ে বেশি গ্রীন হাউস গ্যাস সৃষ্টি করে???

উওর).ভাস্বর বালব্ সবচেয়ে বেশি গ্রীন হাউস গ্যাস সৃষ্টি করে।।

43) কোন বিজ্ঞানী তড়িৎপ্রবাহের চুম্বকীয় ফল আবিষ্কার করেছিলেন??

উওর) বিজ্ঞানী ওরস্টেড তড়িৎ প্রবাহের চৌম্বকীয় ফল আবিষ্কার করেছিলেন।।।

44) ফ্লেমিং এর বাম হস্ত নিয়মটি অন্য কি নামে পরিচিত???

উওর) ফ্লেমিং এর বামহস্ত নিয়মটির অন্য -মোটরের নিয়ম নামে পরিচিত।।

45) বৈদ্যুতিক মোটরে কোন শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হয়??

উওর).বৈদ্যুতিক মোটরে তড়িৎশক্তি -যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হয়।।

46) লেঞ্জের সূত্র থেকে কী জানা যায়??

উওর).লেঞ্জের সূত্র থেকে আবিষ্ট তড়িৎপ্রবাহের অভিমুখ জানা যায়।।।

47) বার্লোচক্রে কোন শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হয়??

উওর).বার্লোচক্রে তড়িৎশক্তি - যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হয়।।

48).বার্লোচক্রে কোন ধরনের তড়িৎ প্রবাহ পাঠানো হয়??

উওর).বার্লোচক্রে সম প্রবাহ পাঠানো হয়।।

49) লেঞ্জের সূত্রটি কোন সংরক্ষণ সূত্রের ব্যবহার রুপ।

উওর) লেঞ্জের সূত্রটি শক্তির সংরক্ষণ সূত্রের ব্যবহারিক রুপ।।।

50) ফিউজ তারকে মূল বর্তনীর সঙ্গে কোন সমবায়ে যুক্ত করা হয়??

উওর) ফিউজ তারকে মূল বর্তনীর সঙ্গে শ্রেনি সমবায়ে যুক্ত করা হয়।।

51) আদর্শ অ্যামমিটারের রোধ কত??

উওর) আদর্শ অ্যামমিটারের রোধ শূন্য হয়।।

52) প্রচলিত রীতি অনুযায়ী লাইভ তারের রং কী??

উওর) প্রচলিত রীতি অনুযায়ী লাইভ তারের রং লাল হয়।।

53) আন্তর্জাতিক পদ্ধতি অনুযায়ী লাইফ তারটি কী রং এর হয়?

উওর) আন্তর্জাতিক পদ্ধতি অনুযায়ী লাইভ তারের রং বাদামি হয়।।

54) থ্রি- পিন প্লাগটপের উপরের মোটা পিনটির নাম কী??

উওর) থ্রি পিন প্লাগটপের ওপরের মোট পিনটির  নাম আর্থপিন, বা ভুসংযোগকারী পিন।।

আশাকরবো যে, চলতড়িৎ অধ্যায়ের এই 50+SAQ প্রশ্ন উওর 2024(WB Class 10 Current Electricity 50+ SAQ) তোমাদের উপকারে আসবে। মাধ্যমিক দশম শ্রেণীর ভৌতবিজ্ঞান চলতড়িৎ অধ্যায়টিকে খুব সহজভাবে এবং সম্পূর্ণ বোঝার জন্য আমাদের  Som's Classroom চ্যানেল থেকে চলতড়িৎ এর ভিডিও গুলো দেখতে পারো।।



Tags ; WB Class 10 Current Electricity SAQ In Bengali | চলতড়িৎ অধ্যায়ের SAQ প্রশ্ন উওর | চলতড়িৎ অধ্যায়ের ছোটো প্রশ্ন উওর | মাধ্যমিক ভৌতবিজ্ঞান চলতড়িৎ অধ্যায়ের SAQ | দশম শ্রেণির চলতড়িৎ অধ্যায়ের প্রশ্ন উওর | class 10 চলতড়িৎ অধ্যায়ের SAQ প্রশ্ন উওর 



Post a Comment

নবীনতর পূর্বতন