আমাদের দশম শ্রেণির জীবন বিজ্ঞান বইয়ের প্রথম অধ্যায় -জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয়ের প্রথম অংশে উদ্ভিদ হরমোন (Plant hormones) নিয়ে আলোচনা করা হয়েছে। আজকের এই পোস্টের মাধ্যমে এই অধ্যায়ের উদ্ভিদ হরমোন (Plant hormones) সম্পর্কিত 30টি প্রশ্ন ও উওর দেওয়া হবে। মাধ্যমিক পরিক্ষায় উদ্ভিদ হরমোন সম্পর্কিত (Plant hormones related) যেসব প্রশ্ন আসে, সেই সব প্রশ্ন এখানে রয়েছে।। তাই আজকের এই উদ্ভিদ হরমোন সম্পর্কিত 30+ প্রশ্ন উওর (Plant hormones related Questions Answers) ভালো করে পড়ে রাখো।
উদ্ভিদ হরমোন সম্পর্কিত 30+ প্রশ্ন উওর || Plant hormones related questions and answers 2024
1- কোন জিনিস প্রানীদেহে রাসায়নিক সমন্বয় ব্যবস্থা গড়ে তোলে?
উ- হরমোন।।
2- উদ্ভিদ হরমোনের অপর নাম কী?
উ - উদ্ভিদ হরমোনের অপর নাম হল "ফাইটো হরমোন"।
3- হরমোন শব্দের বাংলা অর্থ কী?
উ - হরমোন শব্দের বাংলা অর্থ হল উওেজিত করা, বা জাগ্রত করে তোলা।।
4- কোন বিজ্ঞানীদ্বয় হরমোনের নামকরণ করেছিলেন?
উ - বিজ্ঞানী বেলিস, এবং বিজ্ঞানী স্টারলিং।।
5 - অক্সিন হরমোনের আবিষ্কর্তা কে?
উ - বিজ্ঞানী ভেন্ট ১৯২৮ খ্রিষ্টাব্দে উদ্ভিদের মুকুলাবরণী থেকে অক্সিন হরমোনের আবিষ্কার করেছিলেন।।
6- একটি গ্যাসীয় হরমোনের নাম লেখো।
উ- ইথিলিন হল একপ্রকার গ্যাসীয় হরমোন।।
7- উদ্ভিদের প্রধান হরমোনের নাম কী?
উ - অক্সিন হল উদ্ভিদের প্রধান হরমোন।।
8 - প্রথম আবিষ্কৃত হরমোনের নাম কী?
উ - প্রথম আবিষ্কৃত হরমোন হল -সিক্রেটিন।
9- কোন হরমোনের জন্য উদ্ভিদের অগ্রস্থ প্রকটতা ঘটে?
উ - অক্সিন হরমোনের জন্য উদ্ভিদের অগ্রস্থ প্রকটতা ঘটে।।
আরও পড়ে দেখো- প্রাণী হরমোন সম্পর্কিত 30টি প্রশ্ন উওর
10 - কে জিব্বেরেলিন হরমোনের আবিষ্কার করেছিলেন?
উ - 1921 খ্রিষ্টাব্দে ক্যুরোশোয়া, জিব্বেরেলিন হরমোনের আবিষ্কার করেছিলেন।।
11 - জিব্বেরেলিন হরমোনের রাসায়নিক নাম কী?
উ - জিব্বেরেলিন হরমোনের রাসায়নিক নাম হল জিব্বেরেলিক অ্যাসিড।
12 - কোন হরমোন উদ্ভিদের পর্বমধ্যের দৈর্ঘ্য বৃদ্ধি ঘটায়?
উ - জিব্বেরেলিন উদ্ভিদের পর্বমধ্যের দৈর্ঘ্য বৃদ্ধি ঘটায়।।
13- একটি নাইট্রোজেন বিহীন উদ্ভিদ হরমোনের নাম লেখো।
উ- জিব্বেরেলিন একটি নাইট্রোজেন বিহীন উদ্ভিদ হরমোনের।
14 - কোন হরমোন উদ্ভিদের ট্রপিক চলন নিয়ন্ত্রণ করে?
উ - অক্সিন হরমোন উদ্ভিদের ট্রপিক চলন নিয়ন্ত্রণ করে থাকে।।
15 - নাইট্রোজন যুক্ত কোন উদ্ভিদ হরমোন ক্ষারীয় প্রকৃতির হয়?
উ - সাইটোকাইনিন।।
16 - কোন হরমোন উদ্ভিদের বার্ধক্য বিলম্বিত করে?
উ - সাইটোকাইনিন হরমোন উদ্ভিদের বার্ধক্য বিলম্বিত করে।।
17 - বীজবিহীন ফল সৃষ্টি হওয়াকে কী বলা হয়?
উ - বীজবিহীন ফল সৃষ্টি হওয়াকে পার্থেনোকার্পি বলা হয়।।
18 - উদ্ভিদের পএ মোচন ও অপরিণত ফলমোচন রোধ করে কোন হরমোন?
উ - সাইটোকাইনিন।
19 -কোন হরমোনটি ফল পাকাতে ব্যবহার করা হয়?
উ- গ্যাসীয় হরমোন ইথিলিন, প্রধানত ফল পাকাতে ব্যবহার করা হয়।।
20- কোন হরমোনটি উদ্ভিদের বৃদ্ধি রোধক ( বৃদ্ধি রোধ করে ) হিসেবে কাজ করে?
উ- অ্যাবসিসিক অ্যাসিড।।
21- কোন হরমোন বীজের অঙ্কুরোদ্ গম ঘটায়?
উ- জিব্বেরেলিন।।
22- কোন কৃএিম হরমোনকে আগাছানাশক হিসেবে ব্যবহার করা হয়?
উ- 2, 4-D হরমোনকে আগাছানাশক হিসেবে ব্যবহার করা হয়।।
23 - কৃএিম হরমোনের অপর নাম কী?
উ- কৃএিম হরমোনের অপর নাম হল সিন্থেটিক-হরমোন।।
24- অক্সিন হরমোনের রাসায়নিক নাম কী?
উ - IAA যার পুরো নাম হল - ইন্ডোল অ্যাসেটিক অ্যাসিড।।
25- 2, 4-D এর পুরো নাম কী?
উ-2, 4 -ডাইক্লোরো ফেনক্সি অ্যাসিটিক অ্যাসিড।
26- কোন হরমোন উদ্ভিদের বংশগত খর্বতা দুর করে?
উ - জিব্বেরেলিন হরমোন।।।
27- ডাবের জলে কোন হরমোন পাওয়া যায়?
উ- সাইটোকাইনিন হরমোন ডাবের জলে পাওয়া যায়।
28 - জিব্বেরেলিন হরমোনটি সর্বপ্রথম কোথায় পাওয়া গিয়েছিল?
উ-জিব্বেরেলিন হরমোনটি সর্বপ্রথম পাওয়া গিয়েছিল জিব্বেরেলা ফুজিকুরই নামক ছএাকে।।
29 - গাছের শাখা কলম সৃষ্টির জন্য কোন কৃএিম হরমোন ব্যবহার করা হয়?
উ - গাছের শাখা কলম সৃষ্টির জন্য কৃএিম অক্সিন হরমোন ব্যবহার করা হয়।।
30 - একটি ইন্ডোল বর্গযুক্ত উদ্ভিদ হরমোনের নাম লেখো।।
উ - অক্সিন হল একটি ইন্ডোল বর্গযুক্ত উদ্ভিদ হরমোন।।
31- IBA এর পুরো না কী?
উ-IBA এর পুরো নাম হল - ইন্ডোল বিউটারিক অ্যাসিড।।
32- NAA - এর পুরো নাম কী
উ- NAA-এর পুরো নাম হল ন্যাপথক্সি অ্যাসেটিক অ্যাসিড।।
Tags ; মাধ্যমিক উদ্ভিদ হরমোন সম্পর্কিত প্রশ্ন উওর | মাধ্যমিক জীবনবিজ্ঞান উদ্ভিদ হরমোন সম্পর্কিত প্রশ্ন উওর | plant hormones related questions and answers in bengali | plant hormones questions and answers bangla | জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয় অধ্যায় প্রশ্ন উওর | মাধ্যমিক জীবন বিজ্ঞান প্রথম অধ্যায় প্রশ্ন উত্তর | মাধ্যমিক জীবন বিজ্ঞান প্রশ্ন উত্তর 2024 | দশম শ্রেণীর জীবন বিজ্ঞান প্রথম অধ্যায় প্রশ্ন উত্তর
Thank you sir
উত্তরমুছুনThank you so much sir
মুছুনThank you sir
উত্তরমুছুনBMR we full form বেসাল মেটাবলিক রেট হবে
উত্তরমুছুনVery very thanks sir.
উত্তরমুছুনSir you are always best... Thanks sir
উত্তরমুছুনSir video banane bari prosnee
উত্তরমুছুনSir bolchi akta questions vul ache 23 - কৃএিম হরমোনের অপর নাম কী?
উত্তরমুছুন✅উ - কৃএিম হরমোনের অপর নাম হল -- "সিন্থেটিক" -হরমোন।।
Ans hobe -------: প্লান্ট গ্রোথ রেগুলাটরস
thank you sir
Thanks sir
মুছুন