উদ্ভিদ হরমোন সম্পর্কিত 30+ প্রশ্ন উওর || Plant hormones related questions and answers 2024


আমাদের দশম শ্রেণির জীবন বিজ্ঞান বইয়ের প্রথম অধ্যায় -জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয়ের প্রথম অংশে উদ্ভিদ হরমোন (Plant hormones) নিয়ে আলোচনা করা হয়েছে। আজকের এই পোস্টের মাধ্যমে এই অধ্যায়ের উদ্ভিদ হরমোন (Plant hormones) সম্পর্কিত 30টি প্রশ্ন ও উওর দেওয়া হবে। মাধ্যমিক পরিক্ষায় উদ্ভিদ হরমোন সম্পর্কিত (Plant hormones related) যেসব প্রশ্ন আসে, সেই সব প্রশ্ন এখানে রয়েছে।। তাই আজকের এই উদ্ভিদ হরমোন সম্পর্কিত 30+ প্রশ্ন উওর (Plant hormones related Questions Answers) ভালো করে পড়ে রাখো।


উদ্ভিদ হরমোন সম্পর্কিত 30+ প্রশ্ন উওর || Plant hormones related questions and answers 2024

1- কোন জিনিস প্রানীদেহে রাসায়নিক সমন্বয় ব্যবস্থা গড়ে তোলে?

উ- হরমোন।।

2- উদ্ভিদ হরমোনের অপর নাম কী?

উ - উদ্ভিদ হরমোনের অপর নাম হল "ফাইটো হরমোন"।

3- হরমোন শব্দের বাংলা অর্থ কী?

উ - হরমোন শব্দের বাংলা অর্থ হল উওেজিত করা, বা জাগ্রত করে তোলা।।


বিভিন্ন আত্মজীবনী, স্বৃতিকথা, অন্যান্য গ্রন্থ ও তার লেখকের তালিকা || মাধ্যমিক ইতিহাস প্রশ্ন উওর 2024


4- কোন বিজ্ঞানীদ্বয় হরমোনের নামকরণ করেছিলেন?

উ - বিজ্ঞানী বেলিস, এবং বিজ্ঞানী স্টারলিং।।

5 - অক্সিন হরমোনের আবিষ্কর্তা কে?

উ - বিজ্ঞানী ভেন্ট ১৯২৮ খ্রিষ্টাব্দে উদ্ভিদের মুকুলাবরণী থেকে অক্সিন হরমোনের আবিষ্কার করেছিলেন।।

6- একটি গ্যাসীয় হরমোনের নাম লেখো।

উ- ইথিলিন হল একপ্রকার গ্যাসীয় হরমোন।।

7- উদ্ভিদের প্রধান হরমোনের নাম কী?

উ - অক্সিন হল উদ্ভিদের প্রধান হরমোন।।

8 - প্রথম আবিষ্কৃত হরমোনের নাম কী?

উ - প্রথম আবিষ্কৃত হরমোন হল -সিক্রেটিন।

9- কোন হরমোনের জন্য উদ্ভিদের অগ্রস্থ প্রকটতা ঘটে?

উ - অক্সিন হরমোনের জন্য উদ্ভিদের অগ্রস্থ প্রকটতা ঘটে।।

আরও পড়ে দেখো- প্রাণী হরমোন সম্পর্কিত 30টি প্রশ্ন উওর

10 - কে জিব্বেরেলিন হরমোনের আবিষ্কার করেছিলেন?

উ - 1921 খ্রিষ্টাব্দে ক্যুরোশোয়া, জিব্বেরেলিন হরমোনের আবিষ্কার করেছিলেন।।

11 - জিব্বেরেলিন হরমোনের রাসায়নিক নাম কী?

উ - জিব্বেরেলিন হরমোনের রাসায়নিক নাম হল জিব্বেরেলিক অ্যাসিড।

12 - কোন হরমোন উদ্ভিদের পর্বমধ্যের দৈর্ঘ্য বৃদ্ধি ঘটায়?

উ - জিব্বেরেলিন উদ্ভিদের পর্বমধ্যের দৈর্ঘ্য বৃদ্ধি ঘটায়।।

13-  একটি নাইট্রোজেন বিহীন উদ্ভিদ হরমোনের নাম লেখো।

উ- জিব্বেরেলিন একটি নাইট্রোজেন বিহীন উদ্ভিদ হরমোনের। 

14 - কোন হরমোন উদ্ভিদের ট্রপিক চলন নিয়ন্ত্রণ করে?

উ - অক্সিন হরমোন উদ্ভিদের ট্রপিক চলন নিয়ন্ত্রণ করে থাকে।।

15 - নাইট্রোজন যুক্ত কোন উদ্ভিদ হরমোন ক্ষারীয় প্রকৃতির হয়?

উ - সাইটোকাইনিন।।

16 - কোন হরমোন উদ্ভিদের বার্ধক্য বিলম্বিত করে?

উ - সাইটোকাইনিন হরমোন উদ্ভিদের বার্ধক্য বিলম্বিত করে।।

17 - বীজবিহীন ফল সৃষ্টি হওয়াকে কী বলা হয়?

উ - বীজবিহীন ফল সৃষ্টি হওয়াকে পার্থেনোকার্পি বলা হয়।।

18 - উদ্ভিদের পএ মোচন ও অপরিণত ফলমোচন রোধ করে কোন হরমোন?

উ - সাইটোকাইনিন।

19 -কোন হরমোনটি ফল পাকাতে ব্যবহার করা হয়?

উ- গ্যাসীয় হরমোন ইথিলিন, প্রধানত ফল পাকাতে ব্যবহার করা হয়।।

20- কোন হরমোনটি উদ্ভিদের বৃদ্ধি রোধক ( বৃদ্ধি রোধ করে ) হিসেবে কাজ করে?

উ- অ্যাবসিসিক অ্যাসিড।।

21- কোন হরমোন বীজের অঙ্কুরোদ্ গম ঘটায়?

উ- জিব্বেরেলিন।।




22- কোন কৃএিম হরমোনকে আগাছানাশক হিসেবে ব্যবহার করা হয়?

উ- 2, 4-D হরমোনকে আগাছানাশক হিসেবে ব্যবহার করা হয়।।

23 - কৃএিম হরমোনের অপর নাম কী?

উ- কৃএিম হরমোনের অপর নাম হল সিন্থেটিক-হরমোন।।

24- অক্সিন হরমোনের রাসায়নিক নাম কী?

উ - IAA যার পুরো নাম হল - ইন্ডোল অ্যাসেটিক অ্যাসিড।।

25-  2, 4-D এর পুরো নাম কী?

উ-2, 4 -ডাইক্লোরো ফেনক্সি অ্যাসিটিক অ্যাসিড।

26- কোন হরমোন উদ্ভিদের বংশগত খর্বতা দুর করে?

উ - জিব্বেরেলিন হরমোন।।।

27- ডাবের জলে কোন হরমোন পাওয়া যায়?

উ- সাইটোকাইনিন হরমোন ডাবের জলে পাওয়া যায়।

28 - জিব্বেরেলিন হরমোনটি সর্বপ্রথম কোথায় পাওয়া গিয়েছিল?

উ-জিব্বেরেলিন হরমোনটি সর্বপ্রথম পাওয়া গিয়েছিল জিব্বেরেলা ফুজিকুরই নামক ছএাকে।।

29 - গাছের শাখা কলম স‍ৃষ্টির জন্য কোন কৃএিম হরমোন ব্যবহার করা হয়?

উ - গাছের শাখা কলম স‍ৃষ্টির জন্য কৃএিম অক্সিন  হরমোন ব্যবহার করা হয়।।

30 - একটি ইন্ডোল বর্গযুক্ত উদ্ভিদ হরমোনের নাম লেখো।।

উ - অক্সিন হল একটি ইন্ডোল বর্গযুক্ত উদ্ভিদ হরমোন।।

31- IBA এর পুরো না কী?

উ-IBA এর পুরো নাম হল - ইন্ডোল বিউটারিক অ্যাসিড।।

32- NAA - এর পুরো নাম কী

উ- NAA-এর পুরো নাম হল ন্যাপথক্সি অ্যাসেটিক অ্যাসিড।।


বিভিন্ন আত্মজীবনী, স্বৃতিকথা, অন্যান্য গ্রন্থ ও তার লেখকের তালিকা || মাধ্যমিক ইতিহাস প্রশ্ন উওর 2024



Tags ; মাধ্যমিক উদ্ভিদ হরমোন সম্পর্কিত প্রশ্ন উওর | মাধ্যমিক জীবনবিজ্ঞান উদ্ভিদ হরমোন সম্পর্কিত প্রশ্ন উওর | plant hormones related questions and answers in bengali | plant hormones questions and answers bangla | জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয় অধ্যায় প্রশ্ন উওর | মাধ্যমিক জীবন বিজ্ঞান প্রথম অধ্যায় প্রশ্ন উত্তর | মাধ্যমিক জীবন বিজ্ঞান প্রশ্ন উত্তর 2024 | দশম শ্রেণীর জীবন বিজ্ঞান প্রথম অধ্যায় প্রশ্ন উত্তর

9 মন্তব্যসমূহ

  1. BMR we full form বেসাল মেটাবলিক রেট হবে

    উত্তরমুছুন
  2. Sir bolchi akta questions vul ache 23 - কৃএিম হরমোনের অপর নাম কী?

    ✅উ - কৃএিম হরমোনের অপর নাম হল -- "সিন্থেটিক" -হরমোন।।
    Ans hobe -------: প্লান্ট গ্রোথ রেগুলাটরস


    thank you sir

    উত্তরমুছুন

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন