আয়নীয় ও সমযোজী বন্ধনের মধ্যে কোনটি বেশি সুস্থিত ও কেন? 2024 || আয়নীয় ও সমযোযী বন্ধন অধ্যায়ের প্রশ্ন উওর 2024

1


আয়নীয় যৌগের সুস্থিতি কেন বেশি হবে?(Perfect Concept)


আয়নীয় ও সমযোজী বন্ধনের মধ্যে কোনটি বেশি সুস্থিত ও কেন?
আয়নীয় ও সমযোজী বন্ধনের মধ্যে কোনটি বেশি সুস্থিত ও কেন?

আজকের এই পোস্টে এই সকল প্রশ্নের উওর একদম ক্লিয়ার হয়ে যাবে!! 

* আয়নীয় যৌগের সুস্থিতি কেন বেশি হবে?

* আয়নীয় ও সমযোজী বন্ধনের মধ্যে কোনটি বেশি সুস্থিত ও কেন?

* আয়নীয় বন্ধন ও সমযোজী বন্ধন এর মধ্যে কোনটি বেশি সুস্থিত এবং কেন

* তড়িৎযোজী ও সমযোজী যৌগের পার্থক্য

* আয়নীয় যৌগ ও সমযোজী যৌগের পার্থক্য কী?

* আয়নীয় যৌগ ও সমযোজী যৌগের মধ্যে দুটি পার্থক্য

উত্তর - আয়নীয় ও সমযোজী যৌগের মধ্যে আয়নীয় যৌগ বেশি সুস্থিত হবে। এর কারণ হলো-

:::::  Logic-1:

আয়নীয় যৌগের ক্ষেত্রে আয়ন গুলি শক্তিশালী কুলম্বীয় আকর্ষণ বল দ্বারা যুক্ত থাকে কিন্তু সমযোজী যৌগের ক্ষেত্রে দুর্বল ভ্যানডার-ওয়ালস বল কাজ করে|

* আয়নীয় যৌগের সুস্থিতি কেন বেশি হবে?

:::::: Logic-2:(Main Logic)

কোনো বন্ধন সুস্থিত কিনা সেটা বলা হয় ওই বন্ধন টি তৈরি হওয়ার সময় কত বেশি পরিমাণ এনার্জি নির্গত হয়। যত বেশি পরিমাণ এনার্জি নির্গত হবে, বন্ধনের stability ততই বেশি হবে। 

আয়নিক বন্ধনের ক্ষেত্রে এক মৌল থেকে অন্য মৌলে ইলেকট্রনের সম্পূর্ন ট্রান্সফার ঘটে। আর এই পদ্ধতিতে অনেক বেশি এনার্জি নির্গত হয় l (সেটি বুঝতে গেলে একাদশ শ্রেণির বর্ন হেবার সাইকেল বুঝতে হবে )

কিন্তু সমযোজী বন্ধনের ক্ষেত্রে পারস্পরিক ইলেকট্রন শেয়ারের মাধ্যমে বন্ধন গঠিত হয়। এক্ষেত্রে কম শক্তি নির্গত হয়। (জলে দ্রবীভূত করার সাথে এর কোনো সম্পর্ক নেই, জলে আয়নিক যৌগ দিলেই ভেঙে যাবার সম্ভাবনা থাকে কারণ হাইড্রেশন এনার্জি আর লাটিস এনার্জির একটা ব্যাপার থাকে। কোনো অধুব্রীয় দ্রাবকে ( toluene, benzene , DCM) কিন্তু সমযোজী যৌগ গুলো দ্রবীভূত হয় আগে। তাই জলের লজিকটি ঠিক নয় ||)

:::::::: Logic-3:

আয়নীয় যৌগের বিপরীত তড়িৎ ধর্মী আয়নগুলি কেলাসের মধ্যে তীব্র তড়িৎ আকর্ষণ বল দ্বারা পরস্পরের সাথে দৃঢ়ভাবে আবদ্ধ থাকে এবং সমগ্র কেলাসটি একটি অতিকায় অনু হিসাবে অবস্থান করে তাই আয়নীয় যৌগের কাঠিন্য বেশি হয়|| এবং গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক বেশি হয় কারণ এক্ষেত্রে আয়নগুলিকে বিচ্ছিন্ন করার জন্য প্রচুর পরিমান তাপ শক্তির প্রয়োজন || এর stability বেশি বলেই এমনটা সম্ভব||আবার অন্যদিকে সমযোজী যৌগ গুলির মধ্যে আন্তরাণবিক আকর্ষণ বল অত্যন্ত দুর্বল হওয়ায় এরা তরল বা গ্যাসীয় রূপে অবস্থান করে || এবং এদেরকে এক অণু থেকে অপর অণুতে পৃথক করতে বেশি শক্তির প্রয়োজন হয় না||

::::::: Logic-4:

আয়নীয় যৌগ গঠিত হয় ধাতু ও অধাতুর সমন্বয়ে কিন্তু সমযোজী যৌগ গঠিত হয় অধাতু ও অধাতুর সমন্বয় ||Stability র দিক থেকে দেখতে গেলে Metal এর stability, compactness, density এটা Non Metal এর থেকে অনেক বেশি||

তো Interaction যেটা হবে সেটা Metal ও Non metal এর মধ্যে অনেক ভালো হবে rather than দুটো non metal এর মধ্যে || কিন্তু প্রকৃত বন্ধন(actual bond) তৈরি হয় সমযোজী যৌগের ক্ষেত্রে কিন্ত Experimentally Covalent Bond Break করতে অনেক কম শক্তি লাগে সেখানে Ionic Bond এ অনেক বেশি শক্তি লাগে ||তাই উপরের কারণ গুলির জন্য অবশ্যই আয়নীয় বন্ধন এর সুস্থিতি অনেক বেশি হবে || এটাই হলো Perfect Concept|| আবারও বলছি,কোনো মাধ্যম উল্লেখ করা না থাকলে অবশ্যই আমাকে মাধ্যম নিরপেক্ষভাবে উত্তরটা দিতে হবে|| জলকে মাধ্যম হিসেবে ধরে উত্তর দেওয়াটা ঠিক নয় কারণ প্রশ্নে কোনো মাধ্যম উল্লেখ করা নেই|| কারণ সেক্ষেত্রে দেখতে গেলে সমযোজী যৌগ কিন্তু নন পোলার দ্রাবক এ দ্রবীভূত হয়||তাই প্রশ্ন সব সময় নিরপেক্ষভাবে উত্তর দিতে হবে||

ইতিহাসের ধারণা অধ্যায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নের উওর অনলাইন মকটেস্ট দিতে নিচের লিঙ্কে ক্লিক করো। 

Click Here 👇👇

https://somclassroom.blogspot.com/2021/11/Class-10-history-question-answer%20.html
Class 10 History Question Answer in Bengali


একটি মন্তব্য পোস্ট করুন

1মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন
To Top