যারা ২০২৪ সালে মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছো তাদের জন্য আজকেরই ব্লগ পোস্ট। এই পোস্টে দশম শ্রেণীর ভৌত বিজ্ঞান দ্বিতীয় অধ্যায়-গ্যাসের আচরণ অধ্যায়ের MCQ প্রশ্ন উত্তর,ছোট প্রশ্ন উত্তর এবং সেই সঙ্গে গ্যাসের আচরণ অধ্যায়ের গাণিতিক প্রশ্ন বা গ্যাসের আচরণ অধ্যায়ের অংক শেয়ার করা হবে।।

গ্যাসের আচরণ এর MCQ -প্রশ্ন উত্তর

1 -বয়েলের সূত্রের ধ্রুবক রাশি গুলি কী কী??

•  গ্যাসের ভর ও গ্যাসের চাপ 
• গ্যাসের ভর ও গ্যাসের উষ্ণতা
• গ্যাসের ভর ও গ্যাসের আয়তন
• গ্যাসের চাপ ও গ্যাসের আয়তন
উওর :  গ্যাসের ভর ও গ্যাসের উষ্ণতা

2- বয়েলের সূত্রের গাণিতিক রূপ কোনটি?

• P1/V1= P2/V2
• P1.V1 = P2.V2
• V1/ P1 = V2 / P2
• P1 P2 = V1 V2

উওর : P1.V1 = P2.V2 

3- নিচের কোনটি 290 K - এর সমান??

• 30 ডিগ্রি সেলসিয়াস
• 17 ডিগ্রি সেলসিয়াস
• 27 ডিগ্রি সেলসিয়াস
• 40 ডিগ্রি সেলসিয়াস

উওর• 17 ডিগ্রী সেলসিয়াস 

4- চার্লসের সূত্রের কোন কোন রাশি ধ্রুবক থাকে??
• গ্যাসের চাপ ও গ্যাসের উষ্ণতা
• গ্যাসের ভর ও গ্যাসের চাপ
•  গ্যাসের ভর ও গ্যাসের উষ্ণতা
•  গ্যাসের ভরের ও গ্যাসের আয়তন

উওর• গ্যাসের ভর ও গ্যাসের চাপ

5- বয়েল ও চার্লসের সূত্রে কোন রাশিটি ধ্রুবক থাকে?

• গ্যাসের ভর
• গ্যাসের আয়তন
• গ্যাসের চাপ
• গ্যাসের উষ্ণতা

উওর : গ্যাসের ভর।।

6- পরমশূন্য উষ্ণতার মান হল -

• 0 °C 
• 273 °C
• -273 °C
• - 136.5 °C
উওর:  - 273 °C

7- সাধারণ গ্যাস সমীকরণ PV= nRT - তে,  V  - হল - 
• n মোল অণু গ্যাসের আয়তন -
• যেকোনো পরিমাণ গ্যাসের আয়তন
•  1 মোল অনু গ্যাসের আয়তন
•  1 গ্রাম পরিমাণ গ্যাসের আয়তন

উওর:  n মোল অণু গ্যাসের আয়তন - 

8-PV= nRT - সমীকরণে  R -  কে কী বলা হয়??

• আনবো বা মোলার গ্যাস ধ্রুবক
• সর্বজনীন গ্যাস ধ্রুবক
• রিচ বার্গ ধ্রুবক
• ওপরের কোনোটিই নয়

উওর; সর্বজনীন গ্যাস ধ্রুবক

9- কোন শর্তে সমস্ত বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের সমীকরণ মেনে চলে?

• নিম্ন উষ্ণতা ও নিম্নচাপে -
• উচ্চচাপ ও উচ্চ উষ্ণতায়-
• উচ্চ উষ্ণতা ও নিম্নচাপে -
• নিম্নচাপ ও নিম্ন উষ্ণতায়

উওর: উচ্চ উষ্ণতা ও নিম্নচাপে - 

ক্লাস টেনের ভৌতবিজ্ঞানের অন্যান্য পোস্টের প্রশ্ন উওর ও সাজেশন দেখতে নিচে দেওয়া লিঙ্ক গুলোর ওপরে ক্লিক করো। 


1- পরিবেশের জন্য ভাবনা অধ্যায়ের গুরুত্বপূর্ণ প্রশ্ন উওর 


2- গ্যাসের আচরণ অধ্যায়ের সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উওর 


3- রাসায়নিক গণনা অধ্যায়ের গুরুত্বপূর্ণ প্রশ্ন উওর 


4 - আলো অধ্যায়ের সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন উওর 


5 - চলতড়িৎ অধ্যায়ের সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উওর


6 - পরমাণুর নিউক্লিয়াস অধ্যায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ সমস্ত প্রশ্ন ও উওর 


7 - আয়নীয় ও সমযোযী বন্ধন


দশম শ্রেণির ভৌতবিজ্ঞান গ্যাসের আচরণ প্রশ্ন উওর || গ্যাসের আচরণ প্রশ্ন উওর || গ্যাসের আচরণ অধ্যায়ের প্রশ্ন উওর || মাধ্যমিক ভৌতবিজ্ঞান দ্বিতীয় অধ্যায় প্রশ্ন উওর | ক্লাস টেন ভৌতবিজ্ঞান সাজেশন 

তড়িৎ প্রবাহ ও রাসায়নিক বিক্রিয়া অধ্যায়ের ওপর মকটেস্ট দিতে হলে নিচের লিঙ্কে ক্লিক করো 👇

* ক্লাস টেন ভৌত বিজ্ঞান গ্যাসের আচরণ

1- কোন যন্ত্রের সাহায্যে গ্যাসের চাপ মাপা হয়??
উওর=ম্যানোমিটার যন্ত্রের সাহায্যে গ্যাসের চাপ মাপা হয়।।

2- গ্যাসের অনুগুলির পাশের দেয়ালে সঙ্গে কিরূপ সংঘর্ষ ঘটায়??
উওর=  গ্যাসের অনুগুলি পাত্রের দেয়ালের সঙ্গে স্থিতিস্থাপক সংঘর্ষ ঘটায়।।

3- গ্যাসের অনুগুলির গড় গতিশক্তি ও পরমশূন্য উষ্ণতার মধ্যে সম্পর্ক কী??

উওর= গ্যাসের অনুগুলির গড় গতিশক্তি ও পরমশূন্য উষ্ণতা পরস্পরের মধ্যে সম্পর্ক হল সমানুপাতিক।

4- বয়েল ও চার্লসের সূত্রে, উভয়েই কোন রাশিটি ধ্রুবক থাকে! 
- বা, 
- বয়েল ও চার্লসের সূত্রের দুটিতেই যে ভৌতরাশিকে ধ্রুবক ধরা হয় তার নাম কী?? 
উওর=  বয়েল ও চার্লসের সূত্রে, উভয়েই যেই রাশিটি ধ্রুবক থাকে, সেটি হলো গ্যাসের ভর।।।

5- বয়েলের সূত্রের ধ্রুবক রাশি গুলি কী কী??
উওর= বয়েলের সূত্রের ধ্রুবক রাশি গুলি হল গ্যাসের ভর এবং গ্যাসের উষ্ণতা।।

6- বয়েলের সূত্রের লেখচিত্রটি কিরূপ??
উওর= বয়েলের সূত্রের লেখচিত্র হলো সমপরাবৃত্ত

7- চার্লসের সূত্রের ধ্রুবক রাশি গুলি কী কী??
উওর= চার্লসের সূত্রের ধ্রুবক রাশি গুলি হল গ্যাসের ভর এবং গ্যাসের চাপ।।

8- চার্লসের সূত্রের লেখচিত্র কিরূপ???
উওর= চার্লসের সূত্রের লেখচিত্র হলো মূলবিন্দুগামী সরলরেখা।।

9- স্থির চাপে কত ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় চালর্সের সূএানুসারে কোনো আদর্শ গ্যাসের আয়তন শূন্য হবে?? [মাধ্যমিক 2018]
উওর= - 273C° -উষ্ণতায়।।

10- সেলসিয়াস স্কেলে পরমশূন্য উষ্ণতার মান কত??
উওর= সেলসিয়াস স্কেলে পরমশূন্য উষ্ণতার মান চেয়ে -273 ডিগ্রি সেলসিয়াস।।

11- প্রমাণ উষ্ণতার মান কত??
উওর= প্রমাণ উষ্ণতা মানব 273K (কেলভিন)

12- তাপমাত্রার পরম স্কেলে প্রমাণ চাপে জলের হিমাঙ্কের মান কত?
উওর= তাপমাত্রার পরম স্কেলে প্রমাণ চাপে জলের হিমাঙ্কের মান হলো - ( 0 C° + 273K)=273K

13-  কেলভিন স্কেলে প্রমাণ চাপে জলের স্ফুটনাঙ্ক কত?? 
উত্তর = কেলভিন স্কেলে প্রমাণ চাপে জলের স্ফুটনাঙ্ক ও হলো, ( 100 + 273)= 373K।

14- 30 ডিগ্রি সেলসিয়াস এবং 300 কেলভিন - মধ্যে কোনটি তাপমাত্রা বেশি??
উওর= 30 ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা বেশি।

15- সেলসিয়াস স্কেলে দুটি বস্তুর উষ্ণতার পার্থক্য 10 ডিগ্রি সেলসিয়াস হলে,  কেলভিন স্কেলে ওই উষ্ণতার পার্থক্য কত হবে??

উওর= কেলভিন স্কেলে ওই বস্তুর উষ্ণতার পার্থক্য হবে 10 কেলভিন।।

16- কেলভিন স্কেলে প্রমাণ তাপমাত্রার মান কত??

উওর= কেলভিন স্কেলে প্রমাণ তাপমাত্রার মান হলো 273K ( কেলভিন ) 

17-ফারেনহাইট স্কেলে পরমশূন্য উষ্ণতার মান কত??
উওর= ফারেনহাইট স্কেলে পরমশূন্য উষ্ণতার মান হলো (- 459.4°F। )

18- উষ্ণতা কোন স্কেলে তাপমাত্রার ঋণাত্বক হয় না??
উওর= কেলভিন স্কেলে তাপমাত্রা ঋণাত্বক হয় না।।

19- পরমশূন্য উষ্ণতায় আদর্শ গ্যাসের আয়তন কত
হবে??
উওর- পরমশূন্য উষ্ণতায় আদর্শ গ্যাসের আয়তন হবে শূন্য

20- শুষ্ক বায়ু ও আর্দ্র বায়ুর মধ্যে কোনটি হালকা এবং কেন??

উওর= শুষ্ক বায়ুর চেয়ে আর্দ্র বায়ু হালকা বেশি।। এর কারণ হলো আদ্র বায়ুর বাষ্পঘনত্ব শুষ্ক বায়ুর বাষ্পঘনত্বের চেয়ে কম।।

21- আদর্শ গ্যাসের সমীকরণটি কী??
উত্তর=আদর্শ গ্যাসের সমীকরণটি হলো PV=nRT। 

22- PV=nRT - সমীকরণটিতে, M-  এর একক কী??
উওর = PV=nRT - সমীকরণটিতে, M-  এর একক হলো, - g.mol-1

23 S.I- তে সর্বজনীন গ্যাস ধ্রুবক R- এর মান কত??
উওর = S.I- তে সর্বজনীন গ্যাস ধ্রুবক R- এর মান- হলো - 8.314 j mol-1 K- 1 

24 - বাস্তব গ্যাস গুলি কখন  বা কোন অবস্থায় আদর্শ গ্যাসের ন্যায় আচরণ করে??
উওর = বাস্তব গ্যাসগুলি উচ্চ উষ্ণতা এবং নিম্নচাপে আদর্শ গ্যাসের ন্যায় আচরণ করে।।

25-  কোন বিজ্ঞানী সর্বপ্রথম অনুর ধারণা প্রবর্তন করেছিলেন??
উওর= ইতালীও বিজ্ঞানী অ্যামেদিও অ্যাভোগ্রাডো সর্বপ্রথম অনুর ধারণা দিয়েছিলেন।।

26- STP - (এস.টি.পি) - তে গ্যাসের মোলার আয়তন কত??

উওর=   STP - (এস.টি.পি) - তে গ্যাসের মোলার আয়তন হল 22.4 লিটার

🔴 CGS ও SI তে R - এর একক কী? 

✅ 👇

দশম শ্রেণীর গ্যাসের আচরণ এর প্রশ্ন উত্তর



1-  প্রমাণ বায়ুমন্ডলীয় চাপ বা অ্যাটমস্ফিয়ার চাপ কাকে বলে??

উওর= 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় 45 ডিগ্রি অক্ষাংশে গড় সমুদ্র পৃষ্ঠে 76 সেমি পারদ স্তম্বের চাপকে - "প্রমাণ বায়ুমন্ডলীয় চাপ " - বা এক অ্যাটমস্ফিয়ার চাপ বলে।।

2- কোন গ্যাসের আয়তন উল্লেখ করার সময় উষ্ণতা ও চাপে উল্লেখ করা হয় কেন??

উওর=  যেহেতু উষ্ণতা স্থির রাখা হলে নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন ওই গ্যাসের চাপের সঙ্গে ব্যস্তানুপাতিক হারে পরিবর্তিত হয়!! আবার কখনো যদি গ্যাসের চাপ স্থির থাকে তাহলে নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন কেলভিন স্কেলের উষ্ণতার মান এর সঙ্গে সমানুপাতিক হারে পরিবর্তিত হয়।। তাই বলা যায় উষ্ণতা ও চাপের যেকোনো একটি সামান্য বাড়া- কমায় গ্যাসের আয়তন পরিবর্তিত হয়..এবং একটি নির্দিষ্ট উষ্ণতা ও নির্দিষ্ট চাপে, নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন নির্দিষ্ট থাকে, এজন্য গ্যাসের আয়তন উল্লেখ করার সময় গ্যাসের উষ্ণতা ও চাপ উল্লেখ করা হয়।।।

3- গ্যাস সম্পর্কিত বয়েলের সূত্রটি, এবং বয়েলের সূত্রের গাণিতিক রূপটি লেখো।।

✅উওর = 

• বয়েলের সূএ - অপরিবর্তিত তাপমাত্রা,বা উষ্ণতায় নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন, গ্যাসের চাপের সঙ্গে ব্যস্তানুপাতে পরিবর্তিত হয়।।।

• বয়েলের সূত্রের গাণিতিক রূপ-
• নির্দিষ্ট ভর ও নির্দিষ্ট উষ্ণতায় কোন গ্যাসের আয়তন যদি - V হয়, যদি চাপ যদি - P  হয় তাহলে বয়েলের সূত্রানুসারে-

•  V∝1/P [  যখন গ্যাসের ভর ও উষ্ণতা স্থির]
•  V=K/P, বা, = [ PV = K ]


4- বেলুনে ফুঁ দিলে চাপ ও আয়তন দুই-ই বাড়ে।  এক্ষেত্রে কি বয়েলের সূত্র লঙ্ঘিত হয়??

উওর=  এক্ষেত্রে বয়েলের সূত্র লঙ্ঘিত হয়, কারণ আমরা জানি যে বয়েলের সূত্র স্থির উষ্ণতায় নির্দিষ্ট ভরের গ্যাসের ক্ষেত্রে প্রযোজ্য.. কিন্তু এখানে যেহেতু ফুঁ দিলে বেলনের ভেতরের বাতাসের ভর বাড়ে, তার সঙ্গে সঙ্গে এখানে বেলুনের আয়তন এবং চাপও বাড়ার কথা উল্লেখ করা রয়েছে, তাই এখানে বলা যায় যে এভাবে বয়েলের সূত্র লঙ্ঘিত হয়।। কিন্তু এখানে যেহেতু উষ্ণতার কোন উল্লেখ করা নেই.. সেজন্য এক্ষেত্রে বয়েলের সূত্রের প্রয়োগ হয় না।।

পরিবেশের জন্য ভাবনা - মাধ্যমিক দশম শ্রেণির -পরিবেশের জন্য ভাবনা অধ্যায়ের গুরুত্বপূর্ণ সকল প্রশ্ন উত্তর

5- চার্লসের সূত্রটি কী??  কেলভিন স্কেল অনুযায়ী চার্লসের সূত্রের গাণিতিক রূপ লেখো।


• চার্লসের সূত্র: -

•  স্থির চাপে নির্দিষ্ট ভরের প্রতি 1 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় বৃদ্ধি বা হ্রাসের এর জন্য, 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় ওই গ্যাসের যা আয়তন থাকে,তার 1/273 অংশ বৃদ্ধি বা হ্রাস পায়।।

• কেলভিন স্কেল অনুযায়ী চার্লসের সূত্রের গাণিতিক রূপ -
• স্থির চাপে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন - (V), গ্যাসের পরম উষ্ণতার সঙ্গে সমানুপাতিক।

• = V ∝ T [ যখন চাপ স্থির]
•  বা, V =K×T
•  বা, V/T =K
•  সুতরাং -[ V1/T1= V2/T2 ] গানিতিক রুপ।।

6- পরম শূন্য উষ্ণতা কী??

✅উওর= চার্লসের সূত্র অনুযায়ী --273 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় যেকোনো গ্যাসের আয়তন শূন্য হয়ে যাবে!!  এই --273C° - উষ্ণতাকে পরম শূন্য উষ্ণতা বলা হয়।।


7-উষ্ণতার পরম স্কেল কাকে বলে??

✅উওর = বিজ্ঞানী লর্ড কেলভিন পরম শূন্য উষ্ণতা বা -273 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতাকে 0 ধরে, এবং উষ্ণতার প্রতি 1° ব্যবধানকে, 1 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় সমান করে, তিনি যে উষ্ণতা পরিমাপক স্কেল বানিয়ে ছিলেন,তাকে উষ্ণতার পরম স্কেল বলে।

8- চার্লসের সূত্র থেকে পরমশূন্য তাপমাত্রায় সজ্ঞা প্রতিষ্ঠা করো।

উওর=

চার্লসের সূত্র থেকে পরমশূন্য তাপমাত্রায় সজ্ঞা প্রতিষ্ঠা করো।
চার্লসের সূত্র থেকে পরমশূন্য তাপমাত্রায় সজ্ঞা প্রতিষ্ঠা করো।

সুতরাং,  -273 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় সকল গ্যাসের আয়তন শূন্য হয় এবং গ্যাসের অনুগুলির গতিশক্তি লোপ পায় তাই, -273 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় পরম শূন্য উষ্ণতা বলে।। 

সুতরাং - চার্লসের সূত্র অনুসারে,, স্থির চাপে যে  উষ্ণতায় সকল গ্যাসের আয়তন শূন্য হয়ে যায় সেই উষ্ণতাকে পরম শূন্য উষ্ণতা বলে

9- চার্লসের সূত্র থেকে পরমশূন্য উষ্ণতার মান নির্ণয় করো।

উওর=

চার্লসের সূত্র থেকে পরমশূন্য উষ্ণতার মান নির্ণয় করো।
চার্লসের সূত্র থেকে পরমশূন্য উষ্ণতার মান নির্ণয়

10- আদর্শ গ্যাস কাকে বলে??

✅উওর= যেসব গ্যাস সকল অবস্থাতেই বয়েল ও চার্লসের সূত্র মেনে চলে, তাদের আদর্শ গ্যাস বলা হয়।।

11- কোন গ্যাসের মোলার আয়তন কাকে বলে??

✅উওর= কোনো গ্যাসের এক মোল পরিমাণ পদার্থের আয়তনকে, তার মোলার আয়তন বলে।।।
• STP- তে যে কোন গ্যাসের মোলার আয়তন হয় 22.4 লিটার।

12- অ্যাভোগাড্রো সূত্রটি বিবৃত করো।।

✅উওর=
• অ্যাভোগাড্রো সূত্রটি হল: - সমান চাপ ও সমান তাপমাত্রায় সমআয়তন সকল গাসীয় পদার্থের মধ্যে সমানসংখ্যক অণু থাকে।।

13- গ্যাসের অনুগুলির গতির উপর গ্যাসের চাপ কিভাবে নির্ভর করে??

✅উওর=  যদি গ্যাসের অনুগুলির গতি বাড়ে  তাহলে চাপ বাড়বে!! এবং যদি গ্যাসের অনুগুলির গতি কমে যায় তাহলে চাপ কমে যাবে।।।

1 মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন